Rifat games boy

Rifat games boy Bangladesh

28/07/2024

কি চমৎকার সমাধান!!

"যখন আমি কষ্ট পাই,,

কোরআন বলেঃ--"নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে! [সূরা ইনশিরাহ]

"যখন আমি সুখ চাই,,

কোরআন বলেঃ--"আল্লাহ কষ্টের পরেই সুখ দিবেন! [সূরা তালাকঃ-০৭]

"যখন আমি প্রিয় জিনিস টা পেলাম না,,

কোরআন বলেঃ--"তোমরা হয়তো এমন জিনিস পছন্দ কর, যা তোমাদের জন্য অকল্যাণ কর!! [সূরা বাক্কারাঃ-২১৬]

" যখন আমি বিচার চাই,,

কোরআন বলেঃ--" আপনি ধৈর্য ধারণ করুণ যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিচার না করেন [সূরা ইউসুফ ঃ-১০৯]

" যখন আমি কষ্ট সহ্য করতে চাই না,,

কোরআন বলেঃ--" যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে, আর আমি কাউকে তার সামর্থ্য এর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করি না। তারা হচ্ছে জান্নাতবাসী সেখানে তারা চিরকাল থাকবে। [সূরা আরাফঃ-৪২]

" যখন আমি আল্লাহর সাহায্য চাই,,

কোরআন বলেঃ-" ভেঙে পড় না, নিরাশ হইও না, আল্লাহর সাহায্য আসবেই এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখ আল্লাহর সাহায্য অতি নিকটে। [সূরা বাক্কারাঃ-২১৪]

" যখন আমি ধৈর্য ধারণ করি,,

কোরআন বলেঃ-"যারা সবরকারী তারা পুরুষ্কার পায় অগণিত। [সূরা যুমারঃ১০]

" যখন আমি হতাশায় থাকি,,

কোরআন বলেঃ-"আল্লাহর উপর ভরসা কর, যদি তোমরা বিশ্বাসী হও"। [সূরা মায়িদাঃ-২৩]

"যখন আমি তাওবা করি,,

কোরআন বলেঃ--"আল্লাহ তাওবা কবুলকারী, করুণাময় ""! [সূরা তাওবাঃ-১০৪]

" যখন আমি নিরাশ হই,,

কোরআন বলেঃ-"একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না""! [সূরা ইউসুফঃ-৮৭]

" অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে, তার চেয়েও উত্তম। [সূরা আনফালঃ-৭০]

" যখন আমি ভালো কিছু করি,,

কোরআন বলেঃ-"উত্তম কাজের প্রতিদান, উত্তম ছাড়া আর কী হতে পারে? [সূরা আর রহমানঃ-৬০]

" যখন আমি বিপদে পড়ি,,

কোরআন বলেঃ-" আমি অবশ্যই তোমাদিগকে পরীক্ষা করবো কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। [সূরা বাক্কারাঃ-১৫৫]

" খুব শীগ্রই তোমার রব তোমাকে এতো দেবে যে, তুমি খুশি হয়ে যাবে ""! [সূরা আদ-দুহা :০৫]

আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ ওয়া আর্জিল ফারাজাহুম।

27/07/2024

আমিও কিন্তু খুব বেশি আহত ❗
আমার এই ছোট্ট জীবন এত কিছু ঘটে যাবে কখনো ভাবি নায়, কারো কাছথেকে বিচার পায়নাই 😭।
কাউকে বুঝাতে পারি নায় আল্লাহ ছাড়া 🤲😭

আমাকে যারা জুলম করেছে, আমাকে যারা নির্যাতন করেছে, আমার শরীরে যাঁরা আঘাত করেছে,
আমার সম্মান যাঁরা নষ্ট করে ছে,
আমাকে যারা ধর্ষন কারি বলছে,
এই বিচার কোনো একদিন আমার আল্লাহ করবে🤲😭
কষ্ট আমার ও হয় কিন্তু কাওকে বলতে পারি না, চোখের পানি আমার ও আসে, কিন্তু লোকে দেখার আগে চোখের অস্ত্রু মুছে ফেলি।
হয়তো বা আপনাদের দোয়া, এবং আমার মায়ের দোয়াই বেছে আছি আল্লাহর রহমতে বেছে আছি 🤲
হয়তো বা মরে যায়নি এই টাই বাকি আছে,
একদিন ত মরতেই হবে, তাই মরার আগে জুলুম কারি, এবং জালিমদের কে ধ্বংস করে ছাড়বো ইনশাআল্লাহ 🤲
আল্লাহ যদি তাওফিক দেই, ইসলাম কায়েম করব।
সবাই আপনাদের মোনাজাতে আমাকে রাখবেন 🤲
আপনাদের কাছে আমার অন্তর থেকে সব সময় দোয়া থাকে🤲😪

27/07/2024

"অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি, যখন তারা জুলুম করেছে।"
(সূরা ইউনুছ-১৩)

02/07/2024

হে, আমার আল্লাহ 🤲
আমার খুব বেশি শান্তির প্রয়োজন
খুব বেশি কষ্টে আছি🩻, আপনি ত, অন্তরের ভাষাও বুঝেন আল্লাহ 🤲
আপনি আমাদের দিকে না তাকালে, আমাদের দিকে রহম না করলে আমরা ধ্বংস হ'য়ে যাবো
আমাদের সবাই কে 'রহম করো হেফাজতে রাখো, আল্লাহ 🤲😪

30/06/2024

মহান আল্লাহ তায়ালা বলেনঃ-

তুমি ওই দিনকে ভয় করো, যে দিন তোমার মুখে তালা লাগিয়ে দেয়া হবে আর তোমার হাত পা তোমার ক্রিত কর্মের সাক্ষী দিবে।

সুরা ইয়াসিন (৬৫)

🌸✨
30/06/2024

🌸✨

24/11/2023

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rifat games boy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share