রিপোর্টার্স ইউনিটি মহেশখালী

রিপোর্টার্স ইউনিটি মহেশখালী Online News Update

সূর্যের মতো প্রতিদিন নতুন শুরু তাদের 🥰📍সোনাদিয়া
11/10/2025

সূর্যের মতো প্রতিদিন নতুন শুরু তাদের 🥰
📍সোনাদিয়া

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রোমাঞ্চকর লড়াইয়ে ট্রাইবেকারে সাতকানিয়াকে পরাজিত করে বড় মহেশখালী অর্জন করেছে ...
07/10/2025

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রোমাঞ্চকর লড়াইয়ে ট্রাইবেকারে সাতকানিয়াকে পরাজিত করে বড় মহেশখালী অর্জন করেছে বিজয়ের গৌরব।

মহেশখালীর কাচারি বাড়ি এখন শুধুই অতীতের স্মৃতি। একসময় এখানেই ছিল প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র, আজ সেটি সময়ের বিবর্ত...
07/10/2025

মহেশখালীর কাচারি বাড়ি এখন শুধুই অতীতের স্মৃতি। একসময় এখানেই ছিল প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র, আজ সেটি সময়ের বিবর্তনে হারিয়ে গেছে স্মৃতির পাতায়।

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রা শুরু হতে পারে কলকাতাগামী ফ্লাইট দিয়ে। দেশের সর্ববৃহৎ রানওয়ে নিয়ে নির্মিত এই আন...
06/10/2025

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রা শুরু হতে পারে কলকাতাগামী ফ্লাইট দিয়ে। দেশের সর্ববৃহৎ রানওয়ে নিয়ে নির্মিত এই আন্তর্জাতিক মানের বিমানবন্দর।

এ যাত্রার মধ্য দিয়ে কক্সবাজারের আকাশপথে খুলে যাবে আন্তর্জাতিক সংযোগের নতুন দুয়ার, যা পর্যটন ও বাণিজ্যে আনবে নতুন সম্ভাবনা।

সুনসান নীরবতা ইলিশের ঘাটে ছবি: সাইয়্যিদ মঞ্জু
04/10/2025

সুনসান নীরবতা ইলিশের ঘাটে
ছবি: সাইয়্যিদ মঞ্জু

গোরকঘাটা নতুন জেটির কাজ অর্ধেক সম্পন্ন হয়েছে।📍মহেশখালী।
03/10/2025

গোরকঘাটা নতুন জেটির কাজ অর্ধেক সম্পন্ন হয়েছে।
📍মহেশখালী।

03/10/2025

জুমা মোবারক

02/10/2025

বিয়ের অনুষ্ঠানে নানি আর নাতনির নাচ।

মেঘ তৈরির কারখানা। 📌পায়রা বিদ্যুৎ কেন্দ্র
30/09/2025

মেঘ তৈরির কারখানা।
📌পায়রা বিদ্যুৎ কেন্দ্র

হযরত মা ফাতিমা (রা.)-এর ব্যবহৃত কাপড়।
29/09/2025

হযরত মা ফাতিমা (রা.)-এর ব্যবহৃত কাপড়।

মহেশখালীতে রবি-এয়ারটেল নেটওয়ার্ক সংকট, গ্রাহকদের ক্ষো*ভমহেশখালী থেকে প্রতিদিন কোটি টাকারও বেশি আয় করছে মোবাইল অপারেটর র...
24/09/2025

মহেশখালীতে রবি-এয়ারটেল নেটওয়ার্ক সংকট, গ্রাহকদের ক্ষো*ভ

মহেশখালী থেকে প্রতিদিন কোটি টাকারও বেশি আয় করছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। অথচ বিদ্যুৎ চলে গেলেই তাদের নেটওয়ার্ক কার্যত অচল হয়ে পড়ে বলে অভিযোগ করেছেন মহেশখালীর রবি ও এয়ারটেল ব্যবহারকারীরা।

স্থানীয়দের দাবি, এত বড় আকারের প্রতিষ্ঠান থেকে মানসম্মত সেবা পাওয়ার কথা থাকলেও সামান্য বিদ্যুৎ বিভ্রাটেই নেটওয়ার্ক হারিয়ে যাওয়া ভোক্তাদের ভো*গান্তি বাড়াচ্ছে। ফলে জরুরি সময়ে ফোন কল, ইন্টারনেট ব্যবহারসহ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগীরা আরও বলেন, প্রতিদিন কোটি কোটি টাকা আয় করলেও গ্রাহকদের সুবিধার জন্য পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা বা উন্নত নেটওয়ার্ক স্থাপনে প্রতিষ্ঠানটির কোনো উদ্যোগ চোখে পড়ছে না। দ্রুত সমাধান না হলে এই ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

কক্সবাজারে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মহেশখালীর ওসি মঞ্জুরুল হককক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হ...
20/09/2025

কক্সবাজারে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মহেশখালীর ওসি মঞ্জুরুল হক

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হয়েছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক।

আজ শনিবার (২০ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। দায়িত্বশীলতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষতা, জনবান্ধব পুলিশি কার্যক্রম ও পেশাগত কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে এই সম্মান অর্জন করেছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ওসি মঞ্জুরুল হক মহেশখালীতে যোগদানের পর থেকেই স*ন্ত্রাস, মা*দক ও অ*পরাধ দমনে কঠোর ভূমিকা পালন করছেন। পাশাপাশি সাধারণ মানুষের কাছে পুলিশি সেবা সহজলভ্য করে তিনি আস্থার জায়গা তৈরি করেছেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওসি মঞ্জুরুল হককে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Address

Cox's Bazar

Telephone

+8801838972528

Website

Alerts

Be the first to know and let us send you an email when রিপোর্টার্স ইউনিটি মহেশখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share