রিপোর্টার্স ইউনিটি মহেশখালী

রিপোর্টার্স ইউনিটি মহেশখালী Online News Update

রিপোর্টার্স ইউনিটি মহেশখালীর প্রয়াত সভাপতি জসিম উদ্দিনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হ...
25/11/2025

রিপোর্টার্স ইউনিটি মহেশখালীর প্রয়াত সভাপতি জসিম উদ্দিনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার এশার নামাজের পর বড় মহেশখালী নতুনবাজার কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কোরআনের আয়োজন করা হয়। এতে রিপোর্টার্স ইউনিটি মহেশখালীর সদস্যবৃন্দ, মরহুমের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীসহ অনেকেই অংশ নেন।

খতমে কোরআন শেষে মরহুম জসিম উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন এমদাদিয়া কাসেমুল উলুম বড় মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা মো. শহিদুল্লাহ।

মহেশখালীর কৃতি সন্তান ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকিকে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়...
04/11/2025

মহেশখালীর কৃতি সন্তান ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকিকে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ অর্জনে মহেশখালীবাসী গর্বিত।

আগামীকাল শনিবার (১ নভেম্বর ২০২৫) কাতারের দোহায় শুরু হচ্ছে জাতিসংঘ আয়োজিত সামিট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। এ সম্মেলনে বাংলাদ...
31/10/2025

আগামীকাল শনিবার (১ নভেম্বর ২০২৫) কাতারের দোহায় শুরু হচ্ছে জাতিসংঘ আয়োজিত সামিট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন মহেশখালীর মেধাবী সন্তান ও মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সরওয়ার কামাল। তিনি সম্মেলনে প্যানেল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।

25/10/2025

কত দিন হয়েছে মায়ের সাথে দেখা হয় না ?

25/10/2025

সাংবাদিক সরওয়ার আজম মানিকের মায়ের ইন্তেকালে রিপোর্টার্স ইউনিটি মহেশখালী পরিবারের শোক প্রকাশ

21/10/2025

মহেশখালীর গর্ব অমিয় চক্রবর্তী গোপাল
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মেধাবী ক্ষুদে শিল্পী অমিয় চক্রবর্তী গোপাল, বর্তমানে চতুর্থ শ্রেণির ছাত্র, অংশ নিয়েছে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানের চূড়ান্ত বাছাই পর্বে।

তার মনোমুগ্ধকর সুর ও পরিবেশনায় মুগ্ধ বিচারক ও দর্শকরা। ছোট্ট এই গায়ক ইতিমধ্যেই নিজের প্রতিভায় জায়গা করে নিয়েছে সবার হৃদয়ে।

অমিয়কে জানাই অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা
তোমার সাফল্যে কক্সবাজারে নতুন করে “নতুন কুঁড়ি” প্রস্ফুটিত হোক।

📹 ভিডিও সৌজন্যে: Bangladesh Television (BTV)

অভিনন্দন 🥰দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ১১তম জিওজে ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে পুরস্কার অর্জন করেছেন মহেশখালীর গর্ব, ঢাকা...
21/10/2025

অভিনন্দন 🥰
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ১১তম জিওজে ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে পুরস্কার অর্জন করেছেন মহেশখালীর গর্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক কামাল উদ্দিন।

এ আন্তর্জাতিক শিল্প উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নেন, যেখানে সৃজনশীলতা, নান্দনিকতা ও শিল্পচেতনার উৎকর্ষের ভিত্তিতে শ্রেষ্ঠদের স্বীকৃতি দেওয়া হয়। সেই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন আমাদের এই কৃতিসন্তান।

মহেশখালীর সন্তান হিসেবে তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, এটি আমাদের পুরো দ্বীপের গর্ব ও অনুপ্রেরণা।

20/10/2025

অ দিলর পেরেশানি যাইরগই বারি বারি....

বড় মহেশখালী ফুটবল একাডেমির উদ্যোগে বড় মহেশখালী ইউনিয়ন ফুটবল ট্রায়াল ২০২৫ বড় মহেশখালীর প্রতিটি ওয়ার্ড থেকে আগ্রহী ও মেধাব...
17/10/2025

বড় মহেশখালী ফুটবল একাডেমির উদ্যোগে বড় মহেশখালী ইউনিয়ন ফুটবল ট্রায়াল ২০২৫

বড় মহেশখালীর প্রতিটি ওয়ার্ড থেকে আগ্রহী ও মেধাবী ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণের জন্য আহ্বান করা হচ্ছে। এটাই আপনার সুযোগ নিজের প্রতিভা তুলে ধরার, প্রস্তুত হোন মাঠ কাঁপানোর জন্য।

📍 স্থান: নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ।
📅 ১৮/১০/২৫: বিকাল ৩টা
📞 যোগাযোগ: +8801400667096

লক্ষ্য: ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে যোগ্য খেলোয়াড় নির্বাচন করে একটি শক্তিশালী ফুটবল টিম গঠন করা।
অংশগ্রহণ করতে পারবেন: বড় মহেশখালী ইউনিয়নের স্থানীয় ফুটবল খেলোয়াড়রা।
সাথে আনবেন: নিজস্ব জার্সি ও বুট।
চলো মাঠে নামি, দেখাই বড় মহেশখালীর আসল শক্তি।

‘ক’ লিখতে কলম ভেঙে ফেলা প্রোপাগান্ডা মেশিনগুলো এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সর্বত্র সরব।তাদের মতের বিপরীতে কোনো বয়ান গেলে...
13/10/2025

‘ক’ লিখতে কলম ভেঙে ফেলা প্রোপাগান্ডা মেশিনগুলো এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সর্বত্র সরব।
তাদের মতের বিপরীতে কোনো বয়ান গেলে বা তাদের কৃতকর্মের সামান্য সমালোচনা করলেই তারা তেলে-বেগুনে জ্বলে ওঠে। অন্ধ অনুকরণ আর সীমাহীন তৈলমর্দনের প্রতিযোগিতায় নিজেদের জাত-পরিচয়ও যেন ভুলে বসেছে তারা।

তবু মনে রাখতে হবে, রাজনৈতিক চাটুকারিতার বাচনভঙ্গি কোনো দিনই সলিমুল্লাহ খানের একটিমাত্র লোমও স্পর্শ করতে পারবে না।
শুধু আফসোস হয়, এই মাটি, এই দেশের প্রতি দায় ও দরদের কথা, অধিকার ও কর্তব্যের কথা বলে তিনি হয়তো ভুল করেছিলেন। ভুল করেছিলেন, এই বাংলাতেই জন্ম নিয়ে।
-সৌরভ আজাদ

Address

Cox's Bazar

Telephone

+8801838972528

Website

Alerts

Be the first to know and let us send you an email when রিপোর্টার্স ইউনিটি মহেশখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share