Kutubdianewsdaily

Kutubdianewsdaily "Welcome to Kutubdia News Daily, your trusted source for the latest news and updates from Kutubdia and beyond.

Stay informed with breaking news, local stories, and in-depth coverage. We bring you closer to the events that matter most."

কুতুবদিয়া যোথবাহিনী কর্তৃক পরিত্যক্ত অবস্থায় দেশীয়  তৈরী আগ্নেয়াস্ত্র (শর্টগান) উদ্ধার
30/09/2025

কুতুবদিয়া যোথবাহিনী কর্তৃক পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (শর্টগান) উদ্ধার

Congratulations!
30/09/2025

Congratulations!

27/09/2025

কুতুবদিয়ায় সোনারতরী টুরিজম ও হোটেল সমুদ্র বিলাস এর আয়োজনে পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা

27/09/2025

দেখুন কি বলেন

With Eyenewsbd.com – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉
23/09/2025

With Eyenewsbd.com – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉

‘BNP-জামায়াতকে ভারত কেন‍ এক বন্ধনীতে রাখছে’, প্রশ্ন মির্জারতিনি মনে করেন ইতিহাস ও ভূগোল, দু’দিক দিয়েই ভারতের প্রভাব ছাড়...
23/09/2025

‘BNP-জামায়াতকে ভারত কেন‍ এক বন্ধনীতে রাখছে’, প্রশ্ন মির্জার

তিনি মনে করেন ইতিহাস ও ভূগোল, দু’দিক দিয়েই ভারতের প্রভাব ছাড়া বাংলাদেশের চলে না। তিনি বিশ্বাস করেন, নতুন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ধরন আগের থেকে পৃথক হবে। আওয়ামী লীগের দেওয়া চশমায় নয়াদিল্লি বিএনপি ও জামায়াতে ইসলামীকে এক বন্ধনীতে দেখে ভুল করেছে বলেও তিনি মনে করেন।
আশ্বাস দেন, বিএনপি আর কখনও জামায়াতকে মাথায় উঠতে দেবে না। তিনি বাংলাদেশে এই মুহূর্তে বৃহত্তম দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। ঢাকার গুলশনে দলের দপ্তরে সম্প্রতি তাঁর মুখোমুখি অনমিত্র চট্টোপাধ্যায়।

☞ এই সময়: আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন কি আদৌ হবে? জামায়াতে ইসলামী এবং এনসিপি যে ভাবে একটার পরে একটা নতুন দাবি তুলছে, এবং সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে, অনেকেই সংশয়ে। হলেও দেশজুড়ে প্রবল অশান্তি ও রক্তপাত হবে?

☞ আলমগীর: আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে। সংশয়ের কোনও জায়গা নেই। কোনও অশান্তি হবে না। মানুষ ভোটাধিকার ফেরত চাইছেন, নির্বাচন চাইছেন। উৎসবের মতো ভোট হবে ফেব্রুয়ারিতে।

☞ এই সময়: জামায়াত যে বলছে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি ছাড়া ভোট হবে না, এনসিপি প্রচলিত সংবিধান বাতিল করে আগে গণপরিষদের নির্বাচন চাইছে। না হলে ভোট হতে দেবে না বলছে...

☞ আলমগীর: জামায়াত ভোটে আসবে। পিআর–টিআর নয়, মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন, সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট। জামায়াতও দেখবেন অংশ নেবে। আর এনসিপি-কে আমরা কোনও শক্তি বলেই আর মনে করি না। এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল। এখন আর তাদের কিছু নেই। ডাকলে লোকও আসে না।

☞ এই সময়: শোনা যায়, এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল?

☞ আলমগীর: না। এনসিপি কখনও চায়নি। তবে জামায়াত চেয়েছে। এনসিপি-র এখন একমাত্র লক্ষ্য, বিএনপিকে সরকার গঠন করতে না-দেওয়া।

☞ এই সময়: জামায়াত ৫০টা আসন চেয়েছে?

☞ আলমগীর: ৩০টা চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মনঃপূত হয়নি। আপনাকে আশ্বাস দিচ্ছি, জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেবো না। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর-টিআর সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল। জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে। আসলে দেশের প্রবল ভাবেই মানুষ নির্বাচন চাইছেন। সেনাবাহিনী চাইছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও চাইছেন।

☞ এই সময়: নির্বাচনের বিষয়ে ইউনূসের উপরে আপনি আস্থা রাখছেন? কিছু দিন আগেও তো তাঁর বিরুদ্ধে এনসিপি-র প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন আপনারা। তিনি নির্বাচন করাতে চান না, এমন কথাও বলা হয়েছে।

☞ আলমগীর: পরিস্থিতি বদলেছে। দলের পক্ষে আমি তাঁর সঙ্গে কথা বলি। দেখছি, এখন তিনি সর্বোচ্চ সিরিয়াস। আন্তরিক ভাবেই চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। অগস্টের ৫ তারিখে ইউনূস নির্বাচনের দিন ঘোষণা করলেন। তার আগের দিন রাতে ইউনূস সাহেবের বাসভবনে তাঁর ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ–জামানের সঙ্গে নির্বাচন নিয়ে আমার দীর্ঘ আলোচনা হয়।

☞ সেনাপ্রধান বলেন, পুলিশ কম বলে এক বছর ধরে সেনাদের রাস্তায় ডিউটি করতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। তিনি ডিসেম্বরে ভোটের কথা বলেছিলেন, ফেব্রুয়ারিতে আপত্তি নেই। সব রকম সহযোগিতা করবেন। তিনি চান, নির্বাচন করিয়ে বাহিনী এ বার ব্যারাকে ফিরুক। ইউনূসও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে অব্যাহতি চান তিনি। বলেছেন, আর চাপ নিতে পারছেন না। আমরাও আশ্বাস দিয়েছি, সরকার গঠনের পরেও সংস্কার চলবে। স্বৈরাচারীদের বিচার প্রক্রিয়াও চলবে। তিনটি আলাদা বিষয়। অন্তর্বর্তী সরকারের কোনও ম্যান্ডেট নেই, তাদের সংস্কারের গুরুত্বই বা কী! নতুন কথা তারা বলেনি। বিএনপির ৩১ দফায় সবই আছে।

☞ এই সময়: সম্প্রতি যে দিন জাতীয় পার্টির অফিস ভাঙচুর হলো, তার পরের দিন বিএনপি, জামায়াত এবং এনসিপি নেতৃত্বকে বাসভবনে ডেকে পাঠিয়েছিলেন ইউনূস। কেন? তিনি কি কোনও বিশেষ বার্তা দিলেন আপনাদের?

☞ আলমগীর: (খানিক চুপ করে থাকার পরে) ঠিকই বলেছেন। সে দিন ইউনূস আমাদের একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। সে বার্তা সংক্ষিপ্ত, এক লাইনের। এক ধরনের ফাইনাল বেল বলতে পারেন। ইউনূস সে দিন আমাদের জানিয়ে দেন, ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন না। এমন পরিস্থিতি যেন না হয়, যাতে ভোটটাই করা গেল না।

☞ এই সময়: আওয়ামি লিগ কি আগামী ভোটে অংশ নিতে পারবে? জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বা ওয়ার্কার্স পার্টির মতো তাদের শরিকেরা?

☞ আলমগীর: আমরা বলেছি আওয়ামি লিগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক। একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। এ জন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামির দালাল বলে গালাগাল দিচ্ছে। কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব? হাসিনা ১৫ বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি, তার শাস্তি পেয়েছেন। একই কাজ করলে আমরাও তো প্রতিফল পাব। তবে মানুষ এত রক্ত দেখেছেন, এত প্রাণহানি— তাঁদের মধ্যে আওয়ামি-বিরোধিতা রয়েছে।

☞ এই সময়: ইউনূস বলছেন, ফেব্রুয়ারিতে ভারতের প্রভাব ছাড়া নির্বাচন ও সরকার গঠন হবে। সত্যিই কি বাংলাদেশে ভারতের কোনও প্রভাব আর অবশিষ্ট নেই?

☞ আলমগীর: ভারত মুক্তিযুদ্ধের সহযোগী। সেই সময়ে এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে ভারত। ভৌগোলিক ভাবেও বাংলাদেশের তিন দিকে ভারত, এক দিকে সাগর। সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবেই। সমস্যা হলো, বাংলাদেশ বলতে শুধু আওয়ামি লিগকে বুঝেছে ভারতের শাসকেরা।

আওয়ামি লিগের ভাষ্য মেনে বিএনপি আর জামায়াতকে একই বন্ধনীতে ফেলেছে। জামায়াত আর বিএনপির রাজনীতি তো এক নয়। আমরা অসাম্প্রদায়িক, মধ্যপন্থী একটি গণতান্ত্রিক দল। মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা-বিরোধীদের সঙ্গে লড়াই করছি। বামেরা আমাদের সঙ্গে রয়েছে।

☞ এই সময়: পঁচিশ বছর ধরে জামায়াত আপনাদের শরিক। দুটো নাম তাই এক সঙ্গে উচ্চারিত হয়।

☞ আলমগীর: ভুল। আওয়ামি লিগ এই অপপ্রচারটা ভারতকে বিশ্বাস করিয়েছে। তারা শুধুই নির্বাচনী শরিক। তারা ধর্মীয় রাজনীতি করে, আমরা করি না। আসলে আওয়ামির চশমা দিয়ে ভারত বাংলাদেশকে দেখেই ভুলটা করেছে।

বাকিদের সঙ্গে যোগাযোগই রাখেনি। আজ আওয়ামি লিগের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় তীব্র ভারত-বিরোধিতায় পর্যবসিত হয়েছে। তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি, জামায়াতকে আর সুবিধা নিতে দেবো না। আমরা চাই, ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক। আমরা কলকাতা যাব, কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি। আবার সেই সুযোগ পাব। সিনেমা, থিয়েটার দেখব। মানুষে মানুষে অবাধ যোগাযোগ হবে। ভিসা প্রক্রিয়া সাবলীল হবে। ভারতীয়রাও বাংলাদেশ স্বাগত। ভুল বোঝাবুঝির অবসান হোক।

[এই সময় থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষৎকারটি হুবহু তুলে ধরছি। লিংক কমেন্টে।]

09/09/2025
কুতুবদিয়া ছাত্র দলের সভাপতি বললেন কি? যখন অন্যরা সবাই বিজয় উল্লাস করতেছেন। এ নির্বাচন মানি না।
09/09/2025

কুতুবদিয়া ছাত্র দলের সভাপতি বললেন কি? যখন অন্যরা সবাই বিজয় উল্লাস করতেছেন। এ নির্বাচন মানি না।

যিনি ভোট দিলেন তিনি  বক্তব্য দিলে আরও ক্লিয়ার হওয়া যেত। সিসিটিভি ক্যামেরা দেখলেই তো হয়
09/09/2025

যিনি ভোট দিলেন তিনি বক্তব্য দিলে আরও ক্লিয়ার হওয়া যেত। সিসিটিভি ক্যামেরা দেখলেই তো হয়

09/09/2025

আমাকে পাঠানো হয়েছিল আখেরাতের বাজার করতে,
আমি কিনা দুনিয়ার রং-তামাশায় বাজারের ব্যাগটাই হারিয়ে ফেললাম। ""আল্লাহুম্মাগফিরলি""

09/09/2025
09/09/2025

ঘটনা কি

Address

Kutubdia
Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Kutubdianewsdaily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kutubdianewsdaily:

Share