02/06/2025
- Masha’Allah Apu আবারও প্রমাণ করে দিল পুরুষরা এক নারীতে আসক্ত থাকে নাহ।
- পুরুষমানুষ এভাবে এফোর্ট দিয়েও চিট করে! আহা পুরুষ মানুষের ভালোবাসা।
- পুরুষ মানুষ এত ভালোবাসা দিয়ে এতো প্রায়রিটি দিয়ে একটা মেয়েকে যত্ন করে ভালোবাসা শিখিয়ে বিয়ে করে একটা সংসার গড়ে একটা বাচ্চা জ'ন্ম দেওয়ার পরে কিভাবে আবার সেই মেয়েটিকে ঠ'কিয়ে অন্য একটি রাস্তার মেয়ের প্রেমে কিভাবে পড়ে ভাই?
- মানুষ বলে মেয়ে মানুষ সুন্দর হলে তাদের আর কোনো দুঃখ, কষ্ট নাই,, কিন্তু আমি দেখতেছি তা উল্টোটা,, কারণ মায়াবতী, রূপবতী রা হেরে যাচ্ছে প্রতিনিয়ত ভাগ্যবতী দের কাছে।
এইজন্যই বলে মেয়েদের চেহারা সুন্দর হওয়ার চেয়ে ভাগ্য ভালো হওয়াটা অধিক জরুরী।
- তুমি শুকনা ফিগারে প্রবলেম এসব ঠিক করেও পুরুষকে আটকাতে পারবা না আপু। যার যাওয়ার সে আকাশ সমান ভালোবাসা ফেলেও চলে যায় । চাইলেই আটকাইতে পারবা? পারবা না ।
আর যার থাকার সে সবথেকে খারাপ অসুন্দর মেয়েকেও রানি করে রাখে।
- পুরুষ মানুষের মন কখন বদলে যাবে বুঝতেই পারবেন না। যত বছরের সম্পক হোক না কেন বিয়ে করে ঘরে বউ বাচ্চা রেখে তাদের বাইরের বেডিদের ভালো লাগে। এদেরকে আবার ফ্যামিলি ও সাপোর্ট ।করে দিন শেষে মেয়েটার জীবন শেষ,,,সবাই মেয়েটারই বদনাম করে.. Masha’Allah Apu r বিয়ে হইলো মাএ কয়েকদিন, প্রেগন্যান্সি ভিডিও দেখলাম একসাথের বেবি হলো তখন ও স্বামী ছিলো সাথে! হঠাৎ করে বেবি হওয়ার পর থেকে ওনার বিভিন্ন সেড পোস্ট তখন থেকেই মন খসখস করলো।প্রশ্ন দুইটাই ছিলো ও কী প্রোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগতেছে,নাকি হাজবেন্ড ইস্যু!অনলাইন এ এসে দেখি এই ভিডিও!এখন বলবেন নজর নজর কিরে ভাই এতো তাড়াতাড়ি বদনজর মানে কী?আসলে সব কিছু নজর বলে উড়ায় দিয়েন না!যেই পুরুষ এর চরিত্রে সমস্যা ওর সামনে প্রিন্সডায়নার মতো সুন্দরী বসায় রাখলেও আরেক জন রে লাগবেই!
_মেয়েটারে দেখে অনেক খারাপ লাগলো এত বাজেভাবে ঠকে গেল মেয়েটা....সে অনেক ভেঙ্গে পড়ছে,ওর একটা মেয়ে বাবু ও আছে মাএ কয়েকদিন হলো এর মধ্যে কী হচ্ছে দুনিয়ায় আল্লাহ যানে!
゚