RN Cox Media

RN Cox Media কক্সবাজারের সকল তথ্য পেতে পেইজে ফলো দিয়ে সাথে থাকুন।

17/10/2025
চুনতি জাঙ্গালিয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনা রাস্তার ঠিক মাঝেই বাস উল্টো হয়ে আছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তীব্র যানজট খুব ...
16/10/2025

চুনতি জাঙ্গালিয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনা
রাস্তার ঠিক মাঝেই বাস উল্টো হয়ে আছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তীব্র যানজট
খুব বেশি হতাহতের সম্ভাবনা....

দেশে প্রথমবারের মতো শিশুদের বিনামূল্যে দেওয়া হচ্ছে টাইফয়েডের টিকা। এর আগে পাকিস্তান ও নেপালে শিশুদেরকে এই টিকা দেওয়া হয়।...
14/10/2025

দেশে প্রথমবারের মতো শিশুদের বিনামূল্যে দেওয়া হচ্ছে টাইফয়েডের টিকা। এর আগে পাকিস্তান ও নেপালে শিশুদেরকে এই টিকা দেওয়া হয়। নেপালে এই টিকার কার্যকারিতা নিয়ে ২০ হাজার শিশুর মধ্যে একটি গবেষণা চালায় বিশ্বখ্যাত মেডিকেল জার্নাল ল্যানসেট গ্লোবাল হেলথ।
২০২১ সালে প্রকাশিত এই গবেষণার ফলাফলে বলা হয়, টিকাটি প্রথম বছরে ৮১ শতাংশ এবং দ্বিতীয় বছরে ৭৯ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)’ নামের এই টিকা ৯ মাস বয়সী শিশু থেকে শুরু করে ১৬ বছর বয়স পর্যন্ত সবার জন্য নিরাপদ। টিকা দেওয়ার পর সামান্য জ্বর বা ইনজেকশনের স্থানে ব্যথা ছাড়া বড় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা স্বাস্থ্যঝুঁকি দেখা যায়নি।

টাইফয়েড যা সালমোনেলা টাইফি (salmonella typhi) ব্যাকটেরিয়া দ্বারা তৈরি তীব্র জ্বরের সঙ্গে যুক্ত একটি রোগ। এটি সালমোনেলা প্যারাটাইফির কারণেও হতে পারে। এই ব্যাকটেরিয়া সাধারণত দূষিত খাবার ও পানি দ্বারা ছড়িয়ে পড়ে।
টাইফয়েডের সংক্রমণ শরীরের রক্ত সংবহন তন্ত্র এবং ভেতরের অঙ্গগুলোতে ছড়িয়ে পড়তে পারে। যা ফুসফুস, হৃৎপিণ্ড, মস্তিষ্ক বা অন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে। যদি সময়মতো চিকিৎসা না করা যায় তাহলে টাইফয়েড জটিলতা তৈরি করতে পারে। এতে মৃত্যু ঝুঁকিও আছে।
টাইফয়েড জ্বর উন্নয়নশীল দেশগুলোতে (developing country) একটি বিরাট জনস্বাস্থ্য সমস্যা। বন্যার সময় এর প্রাদুর্ভাব বেশি দেখা যায়। প্রচণ্ড পেটব্যথা, তিব্র জ্বরে তাপমাত্রা ১০৩-১০৪ ফারেনহাইট, মাথা ব্যথা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, চামড়ায় লালচে দানা দেখা দেওয়া, শরীর খুব দুর্বল হয়ে যাওয়া, প্রচণ্ড কাশি ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে।
বাংলাদেশ এ প্রথমবারের মতো শুরু টাইফয়েডের টিকা মাসব্যাপী চলবে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি প্রায় পাঁচ কোটি শিশুদেরকে বিনামূল্যে এক ডোজ টিকা বা ভ্যাক্সিন দেওয়া হবে। দেশে টাইফয়েডের টিকার এটাই প্রথম ক্যাম্পেইন।
এই টিকা ৯ মাস বয়সি শিশু থেকে শুরু করে ১৬ বছর বয়স পর্যন্ত সবাইকে দেওয়া যাবে। সবার জন্য নিরাপদও। টিকা দেওয়ার পর সামান্য জ্বর বা ইনজেকশনের স্থানে হালকা ব্যথা ছাড়া অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

13/10/2025

এই মূহুর্তে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী চর পাড়া এলাকার মরহুম সিরাজের বাড়িতে আ'গু'ন লেগে সম্পূর্ণ ছাঁই হয়ে যায়।

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা....
13/10/2025

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা....

12/10/2025

বাইশারীর ৯ বছরের বালিকার ধ* র্ষ* ক ভোছাইক্কাকে ঈদগড় থেকে আ*টক করেছে পুলিশ

11/10/2025

কক্সবাজার সুগন্ধা পয়েন্টে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি
চারদিকে চলছে মারামারি, আতঙ্কে পর্যটক ও স্থানীয়রা

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when RN Cox Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share