ONBOX I fill my life with honesty.

পুরুষ বনাম নারী – শরীরের গোপন ঘড়িআমরা সবাই জানি সময় ঘড়ির কাঁটায় চলে। কিন্তু জানেন কি❓ আমাদের শরীরের ভেতরেও একটা গোপন ...
07/09/2025

পুরুষ বনাম নারী – শরীরের গোপন ঘড়ি

আমরা সবাই জানি সময় ঘড়ির কাঁটায় চলে। কিন্তু জানেন কি❓ আমাদের শরীরের ভেতরেও একটা গোপন ঘড়ি আছে!
তবে সেই ঘড়ি পুরুষ আর নারীর জন্য একেবারেই আলাদা।
---

👨‍🦱 পুরুষের ২৪ ঘণ্টার ছন্দ
পুরুষের শরীর প্রতিদিন টেস্টোস্টেরনের ওঠানামার সাথে তাল মিলিয়ে চলে।
☀️ সকাল: টেস্টোস্টেরন সর্বোচ্চ থাকে। এ সময় এনার্জি, আত্মবিশ্বাস আর মনোযোগ একেবারে টপে থাকে।
🌤️ দুপুর-বিকেল: ধীরে ধীরে টেস্টোস্টেরন কমতে শুরু করে। তাই শরীর একটু শান্ত হয়, মিটিং বা মনোযোগী কাজের জন্য ভালো সময়।
🌙 রাত: সবচেয়ে নিচে নেমে আসে। তখন শরীর চায় বিশ্রাম, ঘুম আর রিল্যাক্সেশন।
অর্থাৎ, পুরুষের শরীর প্রতিদিন নতুনভাবে চার্জ হয় এবং ২৪ ঘণ্টার মধ্যেই আবার রিসেট হয়।

---

👩‍🦰 নারীর ২৮ দিনের ছন্দ
নারীর শরীর প্রতিদিন নয়, বরং মাসজুড়ে ধাপে ধাপে পরিবর্তিত হয়।
🌸 ফোলিকুলার ফেজ (মাসিকের পর): এ সময় এনার্জি, সৃজনশীলতা, আত্মবিশ্বাস—সবকিছু বাড়ে।
💫ডিম্বস্ফোটন ফেজ: শরীর সবচেয়ে ফার্টাইল অবস্থায় থাকে। মুড, সৌন্দর্য ও সামাজিকতা সর্বোচ্চ থাকে।
🌧️ লুটিয়াল ফেজ: হরমোনের পরিবর্তনে ক্লান্তি, আবেগপ্রবণতা ও বিশ্রামের প্রয়োজন বাড়ে।
🍂 মাসিকের সময়: শরীর পুরোনো স্তর ঝরিয়ে দিয়ে নতুনভাবে প্রস্তুত হয়। বিশ্রাম ও যত্ন নেওয়ার সঠিক সময়।

অর্থাৎ, নারীর শরীর প্রতিদিন নয়—বরং ২৮ দিনের ছন্দে কাজ করে।

---
🔹 #পুরুষের শরীর = প্রতিদিন ২৪ ঘণ্টায় ওঠানামা করে।
🔹 #নারীর শরীর = পুরো মাস জুড়ে এক ভিন্ন হরমোনাল ছন্দে চলে।
👉 এই প্রাকৃতিক ছন্দগুলোকে বোঝা মানে হলো নিজের শরীরকে ভালোভাবে চেনা।
যখন আমরা শরীরের ঘড়িকে বুঝি, তখন কাজ, বিশ্রাম, সম্পর্ক আর সুস্থতা—সবকিছুই সুন্দরভাবে সামঞ্জস্য করা সহজ হয়।

✨ #তাই আসুন, নিজের শরীরকে শুনি, তার ছন্দকে সম্মান করি—কারণ শরীরই আমাদের আসল সঙ্গী।
©

বারান্দায় কাপড় শুকোতে দেয়া আমাদের মা-বোনদের নিত্যদিনের অভ্যাস। বিশেষত শহুরে ফ্ল্যাটে বারান্দা ছাড়া উপায়ও নেই যেন। তবে এ ...
07/09/2025

বারান্দায় কাপড় শুকোতে দেয়া আমাদের মা-বোনদের নিত্যদিনের অভ্যাস। বিশেষত শহুরে ফ্ল্যাটে বারান্দা ছাড়া উপায়ও নেই যেন। তবে এ ক্ষেত্রে অনেকেই মস্তবড় ভুলটি করে বসেন। শহরের ঘিঞ্জি এলাকায় তারা বারান্দায় কাপড় শুকোতে দিয়ে রাখেন, এমনকি পরিধেয় বিশেষ পোশাকটিও তারা বারান্দায় উন্মুক্তভাবে রোদে দেন। এতে কিছু সমস্যা হতে পারে।
যেমন আশেপাশের ফ্ল্যাট থেকে এসব কাপড়ের দিকে লোলুপ দৃষ্টি দেয়া হয়। এরপর এটা সীমা ছাড়িয়ে ইভটিজিংয়ে পরিণত হয়। ইভটিজিং না হলেও দুশ্চরিত্র ব্যক্তিরা এসব কাপড় দেখেই অনেক মাপজোখ করে ফেলে। এরপর থেকে অসৎ উদ্দেশ্যে বারবার উঁকিঝুঁকি মারতে থাকে।
এ জন্য উত্তম হলো, বারান্দায় বড় কাপড় দিয়ে পর্দা লাগিয়ে দেয়া। কমপক্ষে গাঢ় কালারের নেট-জাতীয় পর্দা হলেও লাগিয়ে নেয়া যেতে পারে। এরপর বারান্দায় কাপড় শুকানো। অথবা বারান্দায় দুই স্তর করে রশি লাগানো। সামনের দিকে পুরুষদের কাপড় দিয়ে ভেতরের দিকে মহিলাদের কাপড় শুকাতে দেয়া। এতে করে বাইরে থেকে শুধু পুরুষদের কাপড়গুলোই দেখা যাবে।
কাপড় শুকানোর পর রশিতে তা ফেলে না রাখা। অনেকেই একদিন গোসল করে কাপড় শুকাতে দেয়ার পর পরদিন গোসলের সময় রশি থেকে কাপড় আনতে যান। আবার কেউ কেউ ছাদেও সারারাত ধরে কাপড় ফেলে রাখেন। এতেও বদজিনের আছর পড়ার সমূহ আশঙ্কা থাকে।
এ ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাপড় পরার সময় সব সময় বিসমিল্লাহ বলে পরা। পোশাক-আশাক খোলা ও পরিধানের সময় দুআ পড়া। এবং নিরাপত্তার দুআসমূহের ওপর আমল করা।

এই পোস্ট যদি আপনার ভাল লেগে থাকে লাইক কমেন্ট শিয়ার করতে ভুলবেন না।

বই : পর্দা গাইডলাইন
লেখক : মাওলানা তানজীল আরেফীন আদনান
উমেদ প্রকাশ থেকে প্রকাশিত।

সময় ও বয়সের সঙ্গে মানুষের মনেরও পরিবর্তন ঘটে!এতে কিছু মানুষের রুচির উন্নতি ঘটে আর কিছু মানুষের রুচি দুর্ভিক্ষে পরিণত হয় ...
06/09/2025

সময় ও বয়সের সঙ্গে মানুষের মনেরও পরিবর্তন ঘটে!
এতে কিছু মানুষের রুচির উন্নতি ঘটে আর কিছু মানুষের রুচি দুর্ভিক্ষে পরিণত হয় 🥰

Md. Abdullah Al Mamun Md. Abdullah Al Mamun

মেয়ে বিয়ে দেওয়ার আগে একটু দেখেশুনে, যাচাই বাছাই করুন, একটু খোজ খবর নিয়ে বিয়ে দিন। বিয়ের বিষয়ে তাড়াহুড়ো কিসের? জন্মের পর ...
06/09/2025

মেয়ে বিয়ে দেওয়ার আগে একটু দেখেশুনে, যাচাই বাছাই করুন, একটু খোজ খবর নিয়ে বিয়ে দিন। বিয়ের বিষয়ে তাড়াহুড়ো কিসের? জন্মের পর থেকে খায়িয়ে পড়িয়ে মানুষ করেছেন কী যার-তার হাতে তুলে দেয়ার জন্য?

ছেলে কি নে/শা-গ্র^স্ত? নাকি মান-সি"ক ভার"সা"ম্য-হীন? নাকি পারিবারিক কোন সম"স্যা আছে? অবিভাবক হিসেবে এগুলো জেনে নেয়া কী আপনার উচিত নয়?

এই মেয়ের নাম "আরফি" বয়স মাত্র ১৯ বছর। বিয়ে হয়েছে কেবল ৮ মাস হলো। -"গত বুধবার ভোরে, মেয়ের স্বামী তাকে গ"^লা টি/পে হ"^ত্যা করেছে, তারপর লা^'শ গু^ম করার জন্য বা"থ-রুমে লু"কি"য়ে রেখে পা"লি"য়ে যায়।

পু"লি"শ গিয়ে সেই লা/শ উদ্ধার করে। মেয়ের বাড়ি "সাতকানিয়া, খাগরিয়া!" জামাইয়ের বাড়ি "চন্দনাইশের, বরকল।"

পরিবারের অসাবধানতা, অসচেতনতা এবং খামখেয়ালি-পনা'র জন্য মেয়েটিকে অ"কা"লে
প্রা/ণ দিতে হলো।😢

জেনে রাখা ভালো 🙂চিত্র১যদি বিভাজিত,  মাঝে মাঝে   কাটা কাটা সাদা দাগ থাকে তাহলে বুঝবেন আপনি ওভারটেক করতে পারবেন।চিত্র ২যদি...
27/08/2025

জেনে রাখা ভালো 🙂
চিত্র১
যদি বিভাজিত, মাঝে মাঝে কাটা কাটা সাদা দাগ থাকে তাহলে বুঝবেন আপনি ওভারটেক করতে পারবেন।

চিত্র ২
যদি দাগ একটানা হয়ে থাকে তাহলে বুঝবেন ওভারটেক ঝুঁকিপূর্ণ।

চিত্র ৩
যদি ডাবল দাগ দেয়া থাকে তাহলে বুঝবেন ভুলেও ওভারটেক করার চেষ্টা করবেন না।
এটা বিপদজনক। 😊

26/08/2025

কাউকে বেশি প্রাইওরিটি দিলে সে ভাববে তার কাছে তোমার দাম কম তাই সে অবহেলা করতে দ্বিতীয় বার ভাববেনা। সে এইটা বুজবেনা যে তোমার কাছে তার মূল্য, গুরুত্ব, ভালোবাসা সবচেয়ে বেশি। সে বুজতে পারবে হারিয়ে এবং অন্যের কাছে অবহেলার স্বীকার হয়ে। এটাই কিছু মানুষের জীবনে বাস্তবতা।

★ একজন বি'বাহিত পুরু'ষকে প্রশ্ন করা হলো, আপনি বিয়ে করে কি কি পেয়েছেন ? ♦ তার উত্তরটা যদিও মজার ছিল তারপরেও প্রত্যেকটা কথ...
12/08/2025

★ একজন বি'বাহিত পুরু'ষকে প্রশ্ন করা হলো, আপনি বিয়ে করে কি কি পেয়েছেন ?
♦ তার উত্তরটা যদিও মজার ছিল তারপরেও প্রত্যেকটা কথা ছিল সত্য...!
= বিয়ে করে সর্বপ্রথম একটা ব'উ পেয়েছি!
= পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসেনা তখন একটা কল করে ' তুমি এখন কোথায়? বলার মানুষ পেয়েছি! তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ 'পাবলিক' মনে হয়।
= একজন কুকার/সেফ/পাঁচক/রাঁধুনি পেয়েছি। একটা ওয়াসিং মেশিন পেয়েছি। পাঞ্জাবীটা ময়লা হয়েছে বললেই, মেশিন অটো চলে!
= একটা অটো টেপরেকর্ডার পেয়েছি, মাঝে মাঝে 'কি-বোর্ড' টেপা ছাড়াই বাজতে থাকে! কখনো জোড়ে 'স্টপ' বললে বন্ধ হয়, কখনো শব্দ পরিবর্তন হয়ে 'বৃষ্টি' চালু হয়! কখনো 'হাইফাইভ' দেখালে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার!
♦ সপ্তাহ পাঁচ-সাত দিন পর পর অতি যত্ন সহকারে বাজার-সদায়ের লিস্ট ধরিয়ে দেয়ার জন্য একজন 'কেয়ারটেকার' পেয়েছি!
♦ আমার ঘরে রাত ১১টা সাড়ে ১১টার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হু'মকি দেয়ার 'দারোয়ান' পেয়েছি!
♦ ছোট একটা 'এলার্মক্লক' পেয়েছি!
♦ বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুড়-শ্বাশুড়ি, শালা-শালী, সম্বন্ধী পেয়েছি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকটাত্মীয় হিসেবে পেয়েছি।
♦ একটা সন্তান পেয়েছি। সে যখন Baba বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভুতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয়!
★ তাহলে দেখছি কিছুই হারা'ননি।
♦ হারিয়েছি তো, এত এত প্রাপ্তির মাঝে কিছু হারি'য়েছিও! প্রথমত, কু'মারত্ব হারিয়েছি😊 (যদিও কোন মেডিকেল রিপোর্ট নাই)
= অতপর, মানিব্যাগ আর রিমোর্টের একছত্র অধিকার হারিয়েছি😊
= মাঝে মাঝে মোবাইলটাও বে'দখল হয়ে যায়!
★ যাইহোক, সর্বশেষ সুখে- দু'খে একটা কথা বলার সঙ্গী পেয়েছ...!!

Md. Abdullah Al Mamun Md. Abdullah Al Mamun

আপনি কি জানেন সাপের পুরুষাঙ্গ হয় দুটি!কেন সাপের লিঙ্গ ২টি থাকে??কারণটা আসলে তাদের প্রজনন কৌশল এবং বিবর্তনের সাথে জড়িত। ...
02/08/2025

আপনি কি জানেন সাপের পুরুষাঙ্গ হয় দুটি!
কেন সাপের লিঙ্গ ২টি থাকে??
কারণটা আসলে তাদের প্রজনন কৌশল এবং বিবর্তনের সাথে জড়িত। আসুন বিস্তারিত জানা যাক...
১.বিবর্তনীয় সুবিধা: সাপের ক্ষেত্রে, দুটি হেমিপেনিস থাকার কারণে তাদের প্রজননের সুযোগ বেড়ে যায়। এর মানে হল, যখন তারা কোনো সঙ্গিনীর সাথে মিলিত হয়, তখন তারা যেকোনো একটি লিঙ্গ ব্যবহার করতে পারে। এটা বিশেষ করে গুরুত্বপূর্ণ যখন সাপেরা এমন পরিবেশে থাকে যেখানে তাদের বিপরীত লিঙ্গের সাপের সাথে ঘন ঘন দেখা নাও হতে পারে।
২.আঁকড়ে ধরা: সাপের পেছনের পা নেই, তাই তারা মিলনের সময় সঙ্গিনীকে আঁকড়ে ধরতে পারে না। দুটি হেমিপেনিস তাদের সঙ্গিনীর সাথে শক্তভাবে লেগে থাকতে সাহায্য করে। প্রতিটি হেমিপেনিস সাধারণত ছোট ছোট কাঁটা বা খাঁজযুক্ত হয় যা মিলনের সময় সঙ্গিনীকে আঁকড়ে ধরতে সুবিধা করে, যাতে তারা সহজেই বিচ্ছিন্ন না হয়।
৩.বিকল্প হিসেবে ব্যবহার: প্রজননের সময় একটি লিঙ্গ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা ঠিকমতো কাজ না করে, তবে অন্যটি ব্যবহার করার বিকল্প সুযোগ থাকে।
৪.নির্দিষ্ট অবস্থান: সাপের ক্ষেত্রে, মিলনের সময় পুরুষ সাপ এবং স্ত্রী সাপের শারীরিক অবস্থান বেশ জটিল হয়। সেক্ষেত্রে দুটি হেমিপেনিস যেকোনো দিক থেকে মিলনের সক্ষমতা বাড়ায়।
৫.শুক্রাণু স্থানান্তরে দক্ষতা: দুটি হেমিপেনিস থাকার ফলে পুরুষ সাপ একটি মিলনের পরপরই অন্য একটি লিঙ্গ ব্যবহার করে দ্রুত দ্বিতীয়বার শুক্রাণু স্থানান্তর করতে পারে। এতে তাদের প্রজনন সাফল্য বৃদ্ধি পায়।
সংক্ষেপে বলতে গেলে, সাপের দুটি লিঙ্গ থাকার বিষয়টি তাদের টিকে থাকার এবং প্রজনন সফল করার একটি বিবর্তনীয় কৌশল, যা তাদের শারীরিক গঠন এবং প্রজনন পদ্ধতির সাথে মানানসই।

বন্ধু মানেই জীবনে জড়িয়ে থাকা এক অধ্যায় 🥰🇧🇩
30/07/2025

বন্ধু মানেই জীবনে জড়িয়ে থাকা এক অধ্যায় 🥰🇧🇩

ঘরে বসে AI দিয়েই শুরু করুন নিজের ব্যবসা, জিরো ইনভেস্টমেন্টে!আপনি কি ভাবছেন ব্যবসা শুরু করবেন, কিন্তু পুঁজি নেই? এখন আর ...
23/05/2025

ঘরে বসে AI দিয়েই শুরু করুন নিজের ব্যবসা, জিরো ইনভেস্টমেন্টে!

আপনি কি ভাবছেন ব্যবসা শুরু করবেন, কিন্তু পুঁজি নেই? এখন আর দুশ্চিন্তার দরকার নেই! AI এখন এমন এক শক্তি যা আপনার ব্যবসার পুরো সাপোর্ট টিম হতে পারে—একেবারে বিনামূল্যে।

এখানে থাকছে এমন কিছু আইডিয়া, যেগুলো আপনি ChatGPT এবং অন্যান্য ফ্রি AI টুল ব্যবহার করে ঘরে বসেই শুরু করতে পারেন—জিরো ইনভেস্টমেন্টে!

১. AI কনটেন্ট এজেন্সি

ChatGPT দিয়ে কনটেন্ট, ক্যাপশন, ব্লগ, SEO আর্টিকেল তৈরি করে ক্লায়েন্টকে দিন।
ইনকাম: প্রতি মাসে ১০,০০০–৫০,০০০ টাকা পর্যন্ত।

২. AI লোগো ও ডিজাইন সার্ভিস

Canva, Looka, বা Designs.ai ব্যবহার করে লোগো, বিজনেস কার্ড, ব্যানার ডিজাইন করুন।
ইনকাম: প্রতি ডিজাইন ৫০০–৫,০০০ টাকা পর্যন্ত।

৩. AI স্ক্রিপ্ট রাইটিং ও ভয়েসওভার

YouTuber ও রিল ক্রিয়েটরদের জন্য স্ক্রিপ্ট তৈরি করে দিন, চাইলে ElevenLabs বা TTSMaker দিয়ে ভয়েসওভারও করুন।
ইনকাম: প্রতি ভিডিও ৫০০–৩,০০০ টাকা।

৪. ডিজিটাল পণ্য তৈরি ও বিক্রি

ChatGPT ও Canva দিয়ে ডিজিটাল প্রোডাক্ট (প্ল্যানার, ই-বুক, টেমপ্লেট) বানিয়ে Etsy বা নিজের ওয়েবসাইটে বিক্রি করুন।
ইনকাম: প্যাসিভ ইনকাম, আয় চলতেই থাকবে।

৫. AI বেজড সোশ্যাল মিডিয়া সার্ভিস

ছোট ব্যবসাগুলোর জন্য ফেসবুক পেজ পরিচালনা, পোস্ট কনটেন্ট লেখা, হ্যাশট্যাগ রিসার্চ সবই AI দিয়ে করুন।
ইনকাম: প্রতি পেজে ২,০০০–১০,০০০ টাকা।

৬. AI ট্রেনিং ও কোচিং

ChatGPT, Canva, Notion AI – এসব নিয়ে ছোট প্রশিক্ষণ কোর্স চালু করুন, ভিডিও বানিয়ে বিক্রি করুন বা Zoom ক্লাস নিন।
ইনকাম: কোর্স অনুযায়ী আয় ৫০০–২০,০০০ টাকা পর্যন্ত।

৭. ব্লগিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং

নিজস্ব ব্লগ খুলে AI দিয়ে রেগুলার কনটেন্ট তৈরি করুন, অ্যাফিলিয়েট লিংক বসিয়ে আয় শুরু করুন।
ইনকাম: সময়ের সঙ্গে বাড়তে থাকবে।

যা লাগবে:

একটি মোবাইল/ল্যাপটপ

ফ্রি AI টুলগুলোর নাম ও ইউজ জানা

কিছুটা ধৈর্য ও অভ্যাস

ফেসবুক বা অনলাইন মার্কেটিংয়ের সাধারণ জ্ঞান

কমেন্টে লিখুন “StartAI” — আমরা আপনাকে পাঠিয়ে দেবো একটি AI বিজনেস গাইড + দরকারি টুল লিস্ট ফ্রি তে!
আরো এমন পোস্ট পেতে Follow করুন আমাদের পেজ: Global Travel Mates








#বাংলাতেই_AI

ভাতের ক্ষুধার চাইতে যৌন ক্ষুধার যন্ত্রণা আরোও বেশী। সাধারণত ছেলেরা সে-ক্সু-য়ালি এডাল্ট হয় ১৫ এর মধ্যেই বা তার আগেই। এবং ...
22/05/2025

ভাতের ক্ষুধার চাইতে যৌন ক্ষুধার যন্ত্রণা আরোও বেশী। সাধারণত ছেলেরা সে-ক্সু-য়ালি এডাল্ট হয় ১৫ এর মধ্যেই বা তার আগেই। এবং মেয়েরা ১২ এর আগেই।

সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছি ১৮ বছর ও ছেলেদের ২১ বছর। কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্য রকম। ছেলেদের চাকরির বয়স সীমা ৩২ বছর। গ্রাজুয়েশান শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬/২৭ বছর। গড় আয়ু যদি ৬৫ হয়- তাহলে ৩২ বছর বয়স পযর্ন্ত সে অন্যের টাকায় চলবে। এর পর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।

যে ছেলেটা সে-ক্সু-য়ালি এডাল্ট হইলো ১৫ তে। সে বিয়ে করলো আরো ১৭ বছর পর।
এই ১৭ বছর সে কি করবে? প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্লাটে যাবে না? কয়জনের ঈমানের জোর এতো শক্তিশালী যে, দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে?

আজব ব্যপার হলো সমাজ ও রাষ্ট্র যৌন ক্ষুধা মেটানোর বৈধ পন্থা বিয়েকে কঠিন করলেও রেস্টুরেন্টে প্রাইভেট জোন, মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরি ঘর ওয়ালা রেস্টুরেন্ট, পার্কে ছাতা ওয়ালা প্রাইভেসি, কান্দু পট্টি ও লিটনের ফ্লাটকে ইজি করে দিয়েছে। যদি ইজিই না করতো তাহলে এসব বন্ধ হয়ে যেত। এসবই আমরা মেনে নিচ্ছি। শুধু ছেলে স্টাব্লিশড না হওয়া পযর্ন্ত বিয়ে মেনে নিতে পারতেছি না।

গত কয়দিন স্যোসাল মিডিয়ায় ২/১ টা মেয়ের "কেমন বর চাই" প্রশ্নের জবাবে তারা বললো এই লাখখানেক টাকা ইনকাম করে এমন ছেলে হলেই চলবে। আচ্ছা যেদেশে ১ম শ্রেণির জব শুরু হয় ২২০০০ স্কেল দিয়ে সেদেশে ১ লাখ টাকা ইনকামের জন্য কত বয়স হতে হবে? আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোন বিজনেস ম্যান এর জিবনী পড়েন, দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে। অন্তত ৪০/৪৫/৫০ বছর বয়সে। আপনি কি মেয়ে হিসেবে তত দিন অপেক্ষা করবেন এরকম ছেলের জন্য?

বিয়ের ক্ষেত্রে আমাদের পিতামাতাগণ না মানে যুক্তি, না মানে ইসলাম। ইসলাম বলেছে সাবালক হইলেই বিয়ে দিয়ে দাও। আর আমাদের গার্ডিয়ানরা বলছে,
"বউ কে খাওয়াবি কি? "
এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সব চেয়ে বড় বাঁধা।
বউ কি হাতি? নাকি ঘোড়া? তার তো ১০ কেজি বিচুলি লাগে না ডেইলি। তাইনা?

বর্তমান প্রজন্মের পিতামাতারা বিষয়টি বিবেচনায় নেয়া দরকার। আপনার ছেলের পাশাপাশি মেয়েটার জন্য না হয় সামান্য কিছু খরচ বাড়বে এইতো? আল্লাহর ইবাদত না হয় এতোদিন ঠিকমতো করতে পারেননাই কিন্তু যথাসময়ে ছেলেমেয়েদের বিয়ে দিয়ে তাদেরকে জেনার মত পাপ থেকেতো বাচাতে পারেন?

লজ্জা নয় জানতে হবে..........
23/04/2025

লজ্জা নয় জানতে হবে..........

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when ONBOX posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ONBOX:

Share