01/06/2025
#চট্টগ্রামের_ঐতিহ্যবাহী_মেজবানি_স্পেশাল_মশলা
Shahrin's Cuisine & Bake
বাঙালি রান্নায় মশলা ব্যবহার করা হয় খুব বেশি। এতে রান্নার স্বাদ বাড়ে দ্বিগুণ। একেক মশলায় স্বাদের হেরফের করে অনেকটা। মশলা শুধু রান্নার স্বাদ বাড়িয়ে দেয় না, তার অনেক ঔষধি গুণও রয়েছে। সঠিক মশলা সঠিকভাবে ব্যবহার করলে তার অনেক উপকার পাওয়া যায়। মেজবানির মাংস আমরা হোটেলে কিংবা বড় আয়োজনেই খেয়েই অভ্যস্ত। বাসায় রান্না করার কথা কেউ ভাবিওনি। সবারই ধারণা এই ধরনের রান্না বেশ ঝামেলার। বিশেষ করে মশলা হচ্ছে মূল ঝামেলা। মশলার কারণেই বদলে যায়, আগাগোড়া স্বাদ। এই মশলা নিয়ে হচ্ছে মূল গল্প মাংসের হরেকরকমের আইটেমের জন্য অর্ডার করতে পারেন সকলের প্রিয় এই জাদুকরী মেজবানি স্পেশাল মশলাটি।
স্পেশাল ঐতিহ্যবাহী মেজবানি মশলা, ২৭ রকমে ব্যয়বহুল মশলার সমন্বয়ে তৈরি করি এ মশলা। চলুন জেনে নেয় এই মশলাদিয়ে আমরা কি কি রান্না করতে পারি😍মেজবানি মাংস,কালাভুনা,বিরিয়ানি,টিকিয়া,কাবাব,চিকেন গ্রীল পরিমাণ ভেদে সবধরনের মাংস রান্নায় এটি ব্যবহার করতে পারবেন। অর্ডার করতে ইনবক্স করুন আমার পেইজে ফোন করুন 01819-604039