
20/06/2025
"প্রিয় ছোট মামা" (আমার ছোট বোনের আদরের দ্বিতীয় সন্তান), মামা' তুমি মাত্র ১০ (দশ) মাস বয়সে আমাদের সবাইকে কাঁদিয়ে এভাবে চলে যাবে—এটা কখনো কল্পনাও করি নাই।
তোমার নিষ্পাপ মুখ, হাসিমাখা চোখ, আর অগাধ ভালোবাসা আজও স্পষ্ট মনে পড়ে মামা আমার…
তোমার প্রতিটি স্মৃতি হৃদয়ে মিশে থাকবে চিরদিন।
তোমার হঠাৎ বিদায় আমাদের জীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করলো, মামা।
তুমি চলে গেলে, কিন্তু আমাদের হৃদয়ে তুমি আজীবন থাকবে…
ভালো থেকো জান্নাতের পাখি হয়ে,
আল্লাহ যেন আমার এই প্রিয় মামাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।
সবার কাছে আমার মামার জন্য দোয়ার দরখাস্ত রইলো।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নুরুল ইসলাম মেম্বার সমর্থকগোষ্ঠী 𝐌 𝐒𝐇𝐀𝐊𝐄𝐑 𝐔𝐋𝐋𝐀𝐇 𝐒𝐀𝐆𝐎𝐑 Shadman Shakil Sayed Kayes Bappy Mohammad Kopil Uddin Mohammad Ariful Islam M Shaker Ullah Sagor ুরুল ইসলাম মেম্বার সমর্থকগোষ্ঠী𝐌 𝐒𝐇𝐀𝐊𝐄𝐑 𝐔𝐋𝐋𝐀𝐇 𝐒𝐀𝐆𝐎𝐑Shadman Shakil SayedMohammad Ariful IslamM Shaker Ullah Sagor