𝐌 𝐒𝐇𝐀𝐊𝐄𝐑 𝐔𝐋𝐋𝐀𝐇 𝐒𝐀𝐆𝐎𝐑

𝐌 𝐒𝐇𝐀𝐊𝐄𝐑 𝐔𝐋𝐋𝐀𝐇 𝐒𝐀𝐆𝐎𝐑 𝐈 𝐝𝐨𝐧'𝐭 𝐭𝐡𝐢𝐧𝐤 𝐨𝐟 𝐦𝐲𝐬𝐞𝐥𝐟 𝐚𝐬 𝐠𝐥𝐚𝐬𝐬, 𝐞𝐚𝐬𝐢𝐥𝐲 𝐛𝐫𝐨𝐤𝐞𝐧! 𝐈 𝐰𝐚𝐧𝐭 𝐭𝐨 𝐛𝐞 𝐚 𝐛𝐞𝐚𝐜𝐨𝐧 𝐨𝐟 𝐥𝐢𝐠𝐡𝐭 𝐚𝐧𝐝 𝐦𝐨𝐯𝐞 𝐟𝐨𝐫𝐰𝐚𝐫𝐝, 𝐬𝐡𝐢𝐧𝐢𝐧𝐠 𝐛𝐫𝐢𝐠𝐡𝐭𝐥𝐲.

"প্রিয় ছোট মামা" (আমার ছোট বোনের আদরের দ্বিতীয় সন্তান), মামা' তুমি মাত্র ১০ (দশ) মাস বয়সে আমাদের সবাইকে কাঁদিয়ে এভাবে চল...
20/06/2025

"প্রিয় ছোট মামা" (আমার ছোট বোনের আদরের দ্বিতীয় সন্তান), মামা' তুমি মাত্র ১০ (দশ) মাস বয়সে আমাদের সবাইকে কাঁদিয়ে এভাবে চলে যাবে—এটা কখনো কল্পনাও করি নাই।

তোমার নিষ্পাপ মুখ, হাসিমাখা চোখ, আর অগাধ ভালোবাসা আজও স্পষ্ট মনে পড়ে মামা আমার…
তোমার প্রতিটি স্মৃতি হৃদয়ে মিশে থাকবে চিরদিন।

তোমার হঠাৎ বিদায় আমাদের জীবনে এক অপূরণীয় শূন্যতা তৈরি করলো, মামা।
তুমি চলে গেলে, কিন্তু আমাদের হৃদয়ে তুমি আজীবন থাকবে…

ভালো থেকো জান্নাতের পাখি হয়ে,
আল্লাহ যেন আমার এই প্রিয় মামাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।
সবার কাছে আমার মামার জন্য দোয়ার দরখাস্ত রইলো।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নুরুল ইসলাম মেম্বার সমর্থকগোষ্ঠী 𝐌 𝐒𝐇𝐀𝐊𝐄𝐑 𝐔𝐋𝐋𝐀𝐇 𝐒𝐀𝐆𝐎𝐑 Shadman Shakil Sayed Kayes Bappy Mohammad Kopil Uddin Mohammad Ariful Islam M Shaker Ullah Sagor ুরুল ইসলাম মেম্বার সমর্থকগোষ্ঠী𝐌 𝐒𝐇𝐀𝐊𝐄𝐑 𝐔𝐋𝐋𝐀𝐇 𝐒𝐀𝐆𝐎𝐑Shadman Shakil SayedMohammad Ariful IslamM Shaker Ullah Sagor

13/06/2025

Assalamualaikum, Today is Friday. Jumma Mubarak to everyone.

আজকের এই গৌরবোজ্জ্বল মুহূর্তে, আমার প্রাণপ্রিয় বাবা সাদমানের মেধার অসীম পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের প্রতিফলন আমি প...
12/06/2025

আজকের এই গৌরবোজ্জ্বল মুহূর্তে, আমার প্রাণপ্রিয় বাবা সাদমানের মেধার অসীম পরিশ্রম, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের প্রতিফলন আমি প্রত্যক্ষ করলাম। “সফলতা হলো একাগ্রতা ও অধ্যবসায়ের ফল,”—এমন শিকড়ের উপর দাঁড়িয়ে তুমি নিজেকে নির্মাণ করেছ; আর আজ সেই কাঠামোর নতুন প্রমাণ দিছো।
মনেরেখো_মেধা শুধু জন্মগত নয়, বরং ধৈর্য আর প্রচেষ্টার মাধ্যমে গড়ে ওঠে—তোমার এই অর্জন সেই কথার সুস্পষ্ট উদাহরণ। পড়াশোনা, প্রতিটি রাতের পরিশ্রম, প্রতিটি মুহূর্তে তুমি জানলে—দৃষ্টিপাত শুধু পুরস্কারের দিকে নয়, বরং নিজের উন্নতির দিকে। আজ তাই সেই সাফল্য উদযাপন করছি।
❤️ প্রিয় বাবা সাদমান, এই অর্জন যেন শুধু একটি মাইলফলক; বরং এটি তোমার জীবনের এক নতুন পথচলার সূচনা হোক—যেখানে তোমার মেধা আরো নিখুঁত হয়ে ওঠে, স্বপ্নগুলো আরো বড় হয়, আর অভিজ্ঞতা হয় আরও সমৃদ্ধ।
🍀 তোমার এই সাফল্যে আমি গর্বিত, আমি আশাবাদী, এবং তোমার পাশে দাঁড়িয়ে আছি প্রতিটি পদক্ষেপে। শুভ কামনা রইলো আরও বহু সফলতার পথে—তোমারি মেধা যেন আলোর দ্যুতি বাড়িয়ে দেয় সমাজ ও দেশকে।
🔖 অভিনন্দন, প্রিয় সাদমান! 🎈 আমি তোমায় ভালোবাসি—তোমার মা–বাবা হিসেবে আজকের এই গৌরব আপনাদের সবার জন্য।

゚ ゚ #অলোকিত 𝐌 𝐒𝐇𝐀𝐊𝐄𝐑 𝐔𝐋𝐋𝐀𝐇 𝐒𝐀𝐆𝐎𝐑 M Shaker Ullah Sagor নুরুল ইসলাম মেম্বার সমর্থকগোষ্ঠী

12/06/2025

আলোকিত মেধা বিকাশ স্বর্ণপদ বৃত্তি পরীক্ষা ২০২৪ পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন_ জনাব, জয়নাল আবেদীন ( সাবেক উপজেলা চেয়ারম্যন)

゚ ゚ #মহেশখালী
𝐌 𝐒𝐇𝐀𝐊𝐄𝐑 𝐔𝐋𝐋𝐀𝐇 𝐒𝐀𝐆𝐎𝐑 M Shaker Ullah Sagor নুরুল ইসলাম মেম্বার সমর্থকগোষ্ঠী MD Elias Khan Rashed Khan Mubinul Islam Shahed Khan

শিক্ষা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারে। ゚  ゚
12/06/2025

শিক্ষা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারে।

゚ ゚

12/06/2025

Assalamu alaikum, Good morning to ゚

11/06/2025

Good Night to everyone 🌉

সবুজ গাছপালা, পাহাড়, ফুল আর বিভিন্ন পশুপাখির ভাস্কর্য নিয়ে গড়া শিশু-কিশোরদের মনের আনন্দের বাতিঘর হিসেবে পরিচিত শিশুপার...
11/06/2025

সবুজ গাছপালা, পাহাড়, ফুল আর বিভিন্ন পশুপাখির ভাস্কর্য নিয়ে গড়া শিশু-কিশোরদের মনের আনন্দের বাতিঘর হিসেবে পরিচিত শিশুপার্কটি মহেশখালীর কোথায় স্থাপন করা হয়েছিল?
কারো জানা থাকলে জানতে চাই?


#শিশু_পার্ক #পার্ক #মহেশখালী #কক্সবাজার 𝐌 𝐒𝐇𝐀𝐊𝐄𝐑 𝐔𝐋𝐋𝐀𝐇 𝐒𝐀𝐆𝐎𝐑 M Shaker Ullah Sagor Md Arsad Shahed Khan নুরুল ইসলাম মেম্বার সমর্থকগোষ্ঠী

08/06/2025

সতর্কতামূলক পোস্ট____
======================
মনে করুন ঈদুল আযহা লক্ষে শিশুপুত্র ইসমাইল (আ:) এর গলায় ছুড়ি চালানোর সময় আল্লাহ দুম্বা/পশু পাঠালেন না, কলিজার ধন আল্লাহর রাস্তায় কোরবানী করা ফরজ হলো।
পারতেন!!
নিজের কলিজার ধন পুত্রের ছবি ফেইসবুকে আপলোড দিয়ে প্রিয় সম্তান মোবারক লিখতে!!! পারতেন আলহামদুলিল্লাহ পুত্র কোরবানি ডান, পুত্র কোরবানি কেমন হলো? সন্তান সিলেক্ট করে ডান এগুলি বলতে??

ভেবে দেখুন....
কুরবানীর আসল ত্যাগ যদি সকলেই জানত
তাহলে টাকার বড়াই আর দামি গরু নিয়ে প্রতিযোগিতা করতো না। কারণ আজ সেই গরুটির জায়গায় আপনার সন্তান হতে পারতো। আর আপনি!
কোরবানির পশুটি আপনার জন্য সম্মানের। সেই পশু আপনার পশুত্ব কোরবানি হাতিয়ার হোক।

মহান আল্লাহ সুবাহানাহু সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন, আমিন ইয়া রাব্বুল আলামিন।
ঈদ মোবারক।
゚ M Shaker Ullah Sagor 𝐌 𝐒𝐇𝐀𝐊𝐄𝐑 𝐔𝐋𝐋𝐀𝐇 𝐒𝐀𝐆𝐎𝐑

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when 𝐌 𝐒𝐇𝐀𝐊𝐄𝐑 𝐔𝐋𝐋𝐀𝐇 𝐒𝐀𝐆𝐎𝐑 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𝐌 𝐒𝐇𝐀𝐊𝐄𝐑 𝐔𝐋𝐋𝐀𝐇 𝐒𝐀𝐆𝐎𝐑:

Share