
17/05/2025
পালংখালী ইউনিয়নে ইয়ুথ চেইঞ্জ এজেন্টদের নাগরিক সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন
দ্যা কক্সবাজার টাইমস :
DSK-KNH-BMZ প্রকল্পের উদ্যোগে পালংখালী ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ৩৩ জন যুব নারী-পুরুষকে নিয়ে "Training on Propagation and Citizen Journalism for Youth Change Agents" শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
প্রশিক্ষণটি গত ১২-১৫ মে ২০২৫ তারিখে পালংখালী ইউনিয়ন MSC তে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন অধ্যাপক মঈনুল হাসান পলাশ, সম্পাদক ও প্রকাশক, দৈনিক সমুদ্র কণ্ঠ। তিনি নাগরিক সাংবাদিকতার গুরুত্ব, তথ্য যাচাইয়ের কৌশল এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে যুবদের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।
প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন আরোজ ফারুক - কক্সবাজার প্রতিনিধি - কালের কন্ঠ মাল্টিমিডিয়া । তিনি ডিজিটাল প্ল্যাটফর্ম ও তথ্য যাচাই, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির কৌশল, তথ্য যাচাই ও ভুয়া খবর প্রতিরোধ, হাতে কলমে অনুশীলন প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণের শেষ দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন সারোয়ার আলম শাহিন - সাবেক সভাপতি, উখিয়া প্রেসক্লাব ও স্টাফ রিপোর্টার দৈনিক মানব জমিন এবং হুমায়ন কবির জুশান - উখিয়া প্রতিনিধি - দৈনিক নয়া দিগন্ত। প্রশিক্ষকগণ মানবাধিকার ও সম্প্রদায় সংবেদনশীলতা, সহানুভূতির সাথে প্রতিবেদন তৈরি, আইনি ও নৈতিক দিক, মত প্রকাশের স্বাধীনতা, গোপনীয়তা ও সুরক্ষা নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণ কর্মশালায় ইয়ুথ অর্গানাইজার জনাব রাশেদুল হক সরকারের সঞ্চালনায় প্রচারনা ও নাগরিক সাংবাদিকতা প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন মো: শফিকুল ইসলাম, টেকনিক্যাল ম্যানেজার (সোশ্যাল কোহেশন অ্যান্ড ইয়ুথ ওয়ার্ক)। এছাড়া সুষ্ঠুভাবে প্রশিক্ষণটি আয়োজন করার জন্য কাজ করেন আবুল কালাম, মুবিন উদ্দিন, ও রেশমী আক্তার।
এই প্রশিক্ষণের মাধ্যমে যুব পরিবর্তন সহায়কগণ নাগরিক সাংবাদিকতা ও প্রচারণা বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করেন। তারা সামাজিক সংহতি, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হবেন। প্রশিক্ষণটি যুব সমাজকে শক্তিশালী ও আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিএসকে-কেএনএইচ-বিএমজেড প্রকল্পের এ ধরনের উদ্যোগ যুব সমাজকে সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।