
04/06/2024
যে যাই বলুক আমার কাছে সুহানা খানকে অনেক ভালো লাগে। তার অনেক সৌভাগ্য সে বাবার চেহারা পেয়েছে।একটা সময় সুহানা খান মেয়েটার চেহারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছিরিরকম ট্রল ও বুলিং করা হয়। মেয়েটার একটাই দোষ সে তার বাপের চেহারা পেয়েছে।কিছুদিন আগে সে একটা মুভিতে অভিনয় করে কিন্তু অনেকে বলছে শাহরুখ খান নাকি মেয়ে সেজে অভিনয় করেছে। আরে ভাই চেহারার প্রতি কারো হাত আছে? এটা তো সৃষ্টিকর্তার দান, তাই না?
যারা মেয়েটার চেহারা নিয়া বুলিং করেছিলো আবার তারাই দেখবেন বর্ণবাদ, জেন্ডার ডিসক্রিমিনেশন ইত্যাদি নিয়ে খুবই সোচ্চার! হাস্যকর।
আপনাদের এই দ্বিচারিতা বন্ধ করুন।