Pinki Rani Dey

Pinki Rani Dey I 'am a digital creator's,from cox's bazar

28/07/2023

সফট স্কিল

আপনি যদি চাকরি খুঁজেন বা ইন্টারভিউ দিতে যান তাহলে ২ ধরনের স্কিলের প্রয়োজন একটি হলো হার্ড স্কিল আরেকটি হলো সফট স্কিল।ভালো বক্তব্য দিতে পারা কিংবা নেটওয়ার্কিং করতে পারা- একটি মানুষের এধরনের নন-টেকনিক্যাল স্কিলগুলোকেই বলা হয় সফট স্কিল। ক্যারিয়ারে সফলতা পেতে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি নন-টেকনিক্যাল স্কিলগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। চাকরি দেওয়া থেকে শুরু করে,চাকরিতে পদোন্নতি দেওয়া, সকল ক্ষেত্রেই সফট স্কিলেকে গুরুত্ব দেওয়া হয় অনেক। একবিংশ শতাব্দীতে ক্যারিয়ারে প্রয়োজনীয় সফট স্কিল নিয়ে আমাদের এই আর্টিকেলটি। চলুন জেনে নেওয়া যাক, ক্যারিয়ারে সফলতা লাভ করতে হলে কী কী সফট স্কিল থাকা উচিত।

কমিউনিকেশন স্কিল : কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা মানে এই নয় যে, জোরালো বক্তব্য দিতে পারতে হবে। কমিউনিকেশন স্কিল বলতে যার সাথে কথা বলা হবে, তার কথা বলার ভঙ্গিমা কিংবা ধরনের সাথে মিলিয়ে নিয়ে কোন কিছু বোঝাতে পারার সক্ষমতা। যেকোন বিষয় সহকর্মী কিংবা ক্রেতা সবার কাছেই সহজভাবে বোঝাতে পারা। এছাড়া নেতৃত্বদানের ক্ষেত্রেও সবার আগে এই গুণটির দরকার হয়।

নেটওয়ার্কিং : বিভিন্ন রকম মানুষের সাথে সম্পর্ক গড়তে আমাদের যে দক্ষতাটির প্রয়োজন সেটিই হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর মাধ্যমে দক্ষ ও যোগ্য মানুষদের সাথে যুক্ত থাকতে পারার সুফল অনেক। চাকরি পাওয়া,পদোন্নতি কিংবা কোন দরকারে সাহায্য পাওয়া- নেটওয়ার্কিং সবকিছুই করে দেয় অনেক সহজ।

রাইটিং স্কিল: মনে মনে যা ভাবি আমরা,সেটি নিজের লেখার মাধ্যমে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা কিন্তু বড় একটি দক্ষতা। সহকর্মী কিংবা বসের কোন একটি কাজে কিন্তু প্রয়োজন হতেই পারে এই দক্ষতাটির। লেখনীতে বানান কিংবা ব্যাকরণ- সব ঠিক রেখে মনোভাব সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলার দক্ষতাটি কিন্তু তাই আমাদের জন্য অবশ্য কর্তব্য।

সঠিক উচ্চারণ ও ভঙ্গিতে শুদ্ধভাবে কথা বলা: যেকোন জায়গাতেই সঠিক ভঙ্গিতে ও উচ্চারণে গুছিয়ে কথা বলা খুব বেশী গুরুত্বপূর্ণ। কারণ, এটি কথাকে অনেক বেশি শ্রুতিমধুর করে এবং গুরুত্ব বাড়িয়ে দেয়। কর্মক্ষেত্র কিংবা যেকোনো ক্ষেত্রেই তাই এই বিষয়টির দিকে খেয়াল রাখা উচিত। কথা যেন খুব বেশী জটিল না হয়ে সহজেই বোধগম্য হয় মানুষের, সেদিকেও খেয়াল রাখা উচিত।এভাবে আমরা নিজেদের মধ্যে সফট স্কিল তৈরি করতে পারি।

30/03/2023

★★★★অনলাইন ক্যারিয়ারের গুরুত্ব★★★★

সবারই ইচ্ছে থাকে নিজেকে প্রতিষ্ঠিত করে জীবনকে সাফল্যময় করার। তবে ইদানিং অনলাইন ভিত্তিক ক্যারিয়ার যেন একটু বেশিই জনপ্রিয় হয়ে উঠেছে। এই জনপ্রিয়তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যেশ একটি হতে পারে, মানুষ বাসায় বসে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।আমরা আজকে অনলাইন ক্যারিয়ার এর জনপ্রিয়তা নিয়ে আলোচনা না করে, আলোচনা করবো কীভাবে অনলাই জগতে নিজের ক্যারিয়ার সফলভাবে গড়ে তুলতে পারবো

☘️ নিজের দক্ষতা খুঁজে বের করা:

আপনি আপনার পুরো সময়টা যদি একটি চাকরি খোঁজার পেছনে ব্যয় করতে থাকেন, তাহলে আপনি অবশ্যই এমন একজন ব্যক্তিতে পরিণত হবেন যাকে তারা নিয়োগ করবে শুধুমাত্র তাদের কোম্পানির নির্ধারিত কিছু কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার জন্য। অন্যদিকে আপনি যদি নিজের একটি দক্ষতা খুঁজে বের করতে পারেন এবং সেটি কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারেন তাহলে জীবনে কাজ কোন বাধাঁ হয়ে দাড়াঁবে না। নিজের সৃজনশীল দক্ষতাকে কাজে লাগিয়ে ক্যারিয়ার গঠন করতে পারবেন এবং অন্যকে ও কাজ করার সুযোগ করে দিতে পারবেন

কি মনে হচ্ছে? জানা দরকার আসলেও আপনি কোন দক্ষতা গুলো অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে পারবেন?

👍কমিউনিকেশন:

ধরুন আমাদের মধ্যে কেউ একজন আজকে দশ জন মানুষের সাথে কোন বিষয়ের উপর একটি ওয়ার্কশপ এর আয়োজন করেছে এবং সেটি সফল ও হয়েছে। আপনি কি ভাবছেন উনার অনেক ভালো কমিউনিকেশন স্কিল?
কি মনে হচ্ছে উনি কমিউনিকেশন এর ক্ষেত্রে পারফেক্ট? না কোন কাজে কেউ একদম পারফেক্ট না। পারফেক্ট হওয়ার জন্য দরকার ইচ্ছে শক্তি

👍রাইটিং স্কিল:

আমরা যখন অনলাইনে কোন চাকরি করছি বা ব্যবসা করছি তখন লিখার মাধ্যমেই গ্রাহকদের সাথে আমরা সবচেয়ে বেশি কমিউনিকেশন করে থাকি। তাই রাইটিং স্কিল আয়ত্ত করাটা খুবই গুরুত্বপূর্ণ।
👍ডিজাইন:

গ্রাফিকস ডিজাইন এর মৌলিক বিষয় গুলো আপনার জানা থাকলে, আপনি আপনার কাজের সকল ডিজাইন গুলো নিজেই করতে পারবেন। মজার বিষয়টি হল এখানে আপনার যে খুব বেশি পারদর্শী হতে হবে তা কিন্তু না।

👍নেগোসিয়েশন:

নেগোসিয়েশন আয়ত্ত করা কিন্তু খুব একটা কঠিন বিষয় না। আমরা সারাক্ষণ আমাদের বাবা-মা, সন্তান, শিক্ষক, বন্ধুবান্ধব কিংবা আমাদের সহ-কর্মীদের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা কর‍তে থাকি। আমাদের শিখতে হবে আমরা কীভাবে এই প্রত্যেকটি জায়গায় আমাদের সর্বোচ্চটুকু দিতে পারি।

☘️ নিজের কাজ প্রদর্শন করা:

একটি অনলাইন ক্যারিয়ার গড়ে তোলার জন্য প্রথমেই আপনাকে একটা পথ খুঁজে নিতে হবে নিজের যোগ্যতা প্রদর্শন করার জন্য। আপনি কোন বিষয়ে ভালো তা অনেক ভালোভাবে জানতে হবে। এখন হয়তো আপনি ভাবতে পারেন কেন কোনো নির্দিষ্ট চাকরির কথা বলা হচ্ছেনা? বা কেন কোনো চাকরীর লিস্ট আপনাকে দেয়া হচ্ছেনা, যেখান থেকে আপনি যেকোন একটা পছন্দ করবেন! কারণ কোন লিস্ট তৈরি করা সম্ভব না। ধরুন আপনি ভালো লিখতে পারেন, এখন কপিরাইটার হতে পারেন অথবা অন্য কোন কিছুকে নিজের পেশা হিসেবে নিতে পারেন। আপনি যাই বাছুন না কেন পরবর্তী ধাপ ই হল নিজেকে প্রদর্শন করা।

☘️ নিজেকে ইকুয়েশন এর বাইরে নিয়ে যাওয়া:

একটা সময় আপনি নিজের দক্ষতা খুঁজে বের করতে পারবেন এবং তা কাজে লাগিয়ে আপনার প্রোডাক্ট, সার্ভিস গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবেন। কিন্তু পরবর্তী ধাপ হল আপনার এই উদ্যোগ এর জন্য ভবিষ্যৎ পরিকল্পনা করা। নিজেকে একবার প্রশ্ন করুন। আপনি যদি এক সপ্তাহের জন্য কাজ করা বন্ধ করেন, তাহলে আপনার আয়ের কি অবস্থা হবে? আপনি তখনও কি নির্দিষ্ট পরিমাণ আয় করতে পারবেন? নাকি আপনার ব্যবসাটি বন্ধ হয়ে যাবে!
এ পর্যায়ে আপনি এ দুটি জিনিস করতে পারেন।

✓কর্মচারী নিয়োগ করা
✓অন্য কোন পণ্য তৈরি করা।

আমাদের সবার মধ্যে ক্যারিয়ার সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে। সেটি অফলাইন হোক কিংবা অনলাইন। সফল অনলাইন ক্যারিয়ার গড়ার জন্য সঠিক পথ অনুসরণ করুন।

Pinki dey
Student id: 105015
Student at success biz family

28/03/2023

★★আত্মকর্মসংস্থানের গুরুত্ব★★

সূচনা: সাধারনত আত্মকর্মসংস্থান বলতে নিজের চিন্তা, চেতনা, বুদ্ধি মত্তাকে কাজে লাগিয়ে নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করাকে বুঝায়। একজন ব্যক্তি চাকরির উপর নির্ভর না থেকে নিজের কাজের ব্যবস্থা নিজেই তৈরি করতে পারে, এর জন্য দরকার নিজের উপর আত্মবিশ্বাসী হওয়া।

আত্মকর্মসংস্থান কি?
নিজের যোগ্যতা এবং দক্ষতার উপর নির্ভর করে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং অন্যকে ও কাজের সুযোগ সৃষ্টি করে দেওয়াকে বলে আত্মকর্মসংস্থান। বর্তমানে বেকার সমস্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে তাই দরকার সীমিত চাকরির উপর নির্ভর না থেকে নিজেদের কর্মসংস্থান নিজেরা তৈরি করা।

দক্ষতা
আত্মকর্মসংস্থানে সাফল্যের একমাত্র চাবিকাঠি হচ্ছে দক্ষতা। কাজের প্রতি যত দক্ষ হওয়া যাবে তত সাফল্য লাভ করা সহজ হবে তাই নিজের কাজের প্রতি দক্ষতা বাড়াতে হবে। প্রতিযোগিতা মূলক বাজারে কাজের দক্ষতা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।

উপসংহার
আত্মকর্মসংস্থানে সফল হওয়ার জন্য আমাদের শ্রম, দক্ষতা, এবং ধর্য্য সব একসাথে খুব প্রয়োজন। ব্যক্তি জীবনে সাফল্য লাভের জন্য আত্মকর্মসংস্থানের গুরুত্ব ব্যপক তাই বেকার জীবন থেকে নিস্তার পেতে কর্মসংস্থান তৈরি করা।

Pinki Rani Dey
Id no: 105015
Student at success biz family

বেকারত্ব সমস্যা ☘️আমাদের দেশে বিশেষ কিছু সমস্যার মধ্যে বেকারত্ব হচ্ছে একটি অন্যতম সমস্যা। যত দিন যাচ্ছে এটি কমার পরিবর্ত...
25/03/2023

বেকারত্ব সমস্যা

☘️আমাদের দেশে বিশেষ কিছু সমস্যার মধ্যে বেকারত্ব হচ্ছে একটি অন্যতম সমস্যা। যত দিন যাচ্ছে এটি কমার পরিবর্তে বিকট আকার ধারন করছে এবং এটি জাতির জন্য অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে।

☘️ শিক্ষিত জাতি হওয়া সত্বেও জাতিসংঘে বেকার সমস্যা নিয়ে আমাদের দেশ ২য় তম স্থানে অবস্থান করছে। গত ১০ বছরের তুলানায় এখন বেকারত্ব দ্বিগুনের চেয়ে বেশি বৃদ্ধি পয়েছে।

☘️ বেকারত্ব থেকে জাতিকে মুক্ত করতে চাইলে দরকার নিজে কিছু করা,তার জন্য এখন অনেক বড় একটি প্লাটফর্ম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমরা চাইলে ডিজিটাল মার্কেটিংকে ঘিরে নিজেরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি এবং ভবিষ্যৎতে বেকারত্ব সমস্যা দূর করতে পারি।
pinki dey
Id no: 105015
Student at biz family

Address

Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Pinki Rani Dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pinki Rani Dey:

Share