02/10/2024
নির্দিষ্ট একটা জোড়া চোখ কখনো ভুলা যায়না। যোগাযোগ না হতে হতে একটা সময় মুখ টা ঘোলাটে হয়ে গেলেও চোখ দুটো স্পষ্ট মনে থেকে যায়।
আমি এতে অবাক হইনা। যে চোখের দিকে এত মায়া, মমতা, স্নেহ, মনযোগ নিয়ে তাকাতাম সেই চোখ ভুলে যাওয়াটাই বরং অবাক হওয়ার বিষয়।
ভালোবেসে যে চোখের দিকে একবার তাকিয়েছি, সে চোখ এক যুগ না দেখলেও ভুলা সম্ভব না।🙂💔