10/10/2025
অক্টোবর আমার কাছে ভীষণ সুন্দর একটি মাস।বাতাসে শিউলি ফুলের ঘ্রাণ, কখনো মাথার উপরে ঝকঝকে আকাশ আবার কখনো কালো মেঘ,নির্মল আকাশের নিচে সাদা সাদা কাশফুল। আহ!কি নিদারুন ভাবে চারদিক ভরে উঠে, সবথেকে সুন্দর ব্যাপার আমার এই ছোট্ট জীবনে পরিপূর্ণতায় ভরে উঠেছে এই অক্টোবর মাসেই 'মা' হওয়ার পরিপূর্ণতা কি যে শান্তির।এই অক্টোবর মাসে আল্লাহ তাআ'লা এর পক্ষ থেকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ 💕
অথচ এখন অক্টোবর মাস আসলেই কেমন যেন অস্থির লাগে,ভয় হয়। বছরের শুরু থেকেই কত পরিকল্পনা করি যে মেয়ের জন্মদিনের তারিখে মেয়ের সাথে কাটাবো কতশত কিছু ভেবে রাখি কিন্তু ৫বছর ধরে সেই দিনে থাকা হয়না হয়তো ১০তারিখের আগে যেতে হয় বা পরে।যে ভয়টা পেয়েছিলাম এবারো তাই হলো থাকা হলোনা Sorry নুরাইয়া🙏মা চেষ্টা করছি যাতে তোমার ছোট্ট মনে যে স্বপ্নগুলো সেগুলো পূরনের সুযোগ সুবিধায় যেন কমতি না হয়।যখন তুমি বড় হবে তখন ঠিক বুঝবে মা কেন ছোট্ট নুরাইয়া কে রেখে এত দূরে চাকরি করতে এসেছি, কেন মা চাইলেও তোমার সাথে একদিন বেশি ছুটি কাটাতে পারিনা,তোমার যেমন মায়ের জন্য মন খারাপ লাগে মায়েরো প্রতিটা মুহূর্তে কস্ট হয়😥 তোমার আক্ষেপ সবার মা স্কুলে নিয়ে যায়, গল্প শোনায়, সবসময় কাছে থাকে তোমার মা থাকেনা কেন, তোমার মায়েরো ইচ্ছে করে তোমার সাথে সারাক্ষণ জরিয়ে লেপটে থাকতে।যাইহোক,ওই যে উপরওয়ালা একজন আছেন সব কিছু তার পরিকল্পনা আর আল্লাহ তাআ'লা র পরিকল্পনা সবকিছুর উপরে তিনি তোমার আমার দূরত্বের যে কস্ট সেই কস্টের বিনিময়ে তোমার জন্য অনেক ভালো কিছু দেবেন, তোমাকে নিয়ে তোমার বাবার আর আমার দেখা সব স্বপ্ন, আমাদের না পাওয়ার যত অপূর্ণতা তোমার জীবনে সব ভালো পাওয়া দিয়ে পূরন করবেন ইনশাআল্লাহ 💙এই বয়সে তোমার যে ধৈর্য্য সেই ধৈর্যের প্রতিদান হিসেবে আল্লাহ তাআ'লা তোমাকে অনেক উঁচুতে নিয়ে যাবেন🤲মা তোমার কাছে না থাকলেও মায়ের দোয়া সারাক্ষণ তোমার সাথে ছায়ার মত থাকে, তোমার সাথে যে আমার আত্মার সম্পর্ক আমার নারী ছেড়া ধন তুমি আমার জীবনের সবথেকে সেরা পাওয়া,তুমি আমার আত্মায় থাকো সর্বক্ষন, আল্লাহ তাআ'লা তোমার নেক হায়াত দান করুন ভালো মানুষ হিসেবে অনেক বড় করুন অনেক ভালো থাকবে তুমি সবসময়।
শুভ জন্মদিন মা💚
[নুরাইয়া নাফছিন নুহা]