Tasnim zannat Rasma

Tasnim zannat Rasma I am a Digital creators
(1)

ফ্রিল্যান্সিং সাইট বা মার্কেটপ্লেস কী?মার্কেটপ্লেস বা ফ্রিল্যান্সিং সাইটগুলো মূলত বায়ার এবং ফ্রিল্যান্সারদের মধ্যে সংযোগ...
12/09/2023

ফ্রিল্যান্সিং সাইট বা মার্কেটপ্লেস কী?

মার্কেটপ্লেস বা ফ্রিল্যান্সিং সাইটগুলো মূলত বায়ার এবং ফ্রিল্যান্সারদের মধ্যে সংযোগস্থাপনকারী একটি মাধ্যম বা ওয়েবসাইট হিসেবে কাজ করে। অর্থাৎ বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তের বায়াররা তাদের প্রয়োজনীয় কাজটি করানোর জন্য ঐ কাজটিতে অভিজ্ঞ ও দক্ষ ফ্রিল্যান্সার খোঁজ করে থাকেন।

অর্থাৎ একটি নির্দিষ্ট কাজের জন্য কোনো একজন বায়ার জব পোষ্ট করে থাকেন। উক্ত কাজটি করতে আগ্রহী বিশ্বের নানা অঞ্চলের অনেকগুলো ফ্রিল্যান্সারের মধ্য থেকে তাঁর কাজটি সম্পন্ন করার জন্য যোগ্য ফ্রিল্যান্সার কে খুঁজে নিয়ে তাকে দিয়ে কাজটি করিয়ে থাকেন। আবার অনেকক্ষেত্রে জব পোষ্ট ব্যতীত বায়াররা ও ফ্রিল্যান্সারদের প্রোফাইলের তথ্য ঘেটে কিংবা আরো অন্যান্য প্রক্রিয়ায় তাঁদের কাজটির জন্য যোগ্য ফ্রিল্যান্সারটিকে খুঁজে বের করেন।

কোনো একটি নির্ধারিত কাজ কোনো একজন ফ্রিল্যান্সার করার মাধ্যমে ঐ কাজের জন্য বায়ারের নিকট থেকে পূর্বনির্ধারিত অর্থ পেয়ে থাকে। মোটকথা, একজন ফ্রিল্যান্সারকে দিয়ে বায়ার তাঁর প্রয়োজনীয় কাজ নির্ধারিত পারিশ্রমিকের বিনিময়ে করিয়ে নেওয়ার মাধ্যমই হলো ফ্রিল্যান্সিং সাইট বা মার্কেটপ্লেস। প্রায় প্রতিটি মার্কেটপ্লেসের কাজের ধরন, পেমেন্ট মেথড এ কিছু ভিন্নতা থাকে।

বিভিন্ন দেশের অনেক ছোট – বড় ফ্রিল্যান্সিং সাইট রয়েছে যেখান থেকে ফ্রিল্যান্সাররা তাঁদের দক্ষতা অনুযায়ী নানান কাজ পেয়ে থাকে। তবে নানান ফ্রিল্যান্সিং সাইটের ভিড়ে অনেকসময়ই নতুন ফ্রিল্যান্সাররা বুঝে উঠতে পারেনা কোনটিতে কাজ শুরু করবে। তবে নিজ যোগ্যতা অনুযায়ী পছন্দসই ফ্রিল্যান্সিং সাইট বা মার্কেটপ্লেস টি খুঁজে নিজের প্রোফাইল তৈরী করে ধৈর্য সহকারে লেগে থাকলেই কিন্তু কাজ পাওয়া সম্ভবপর।
_____________

07/09/2023

একুরিয়াম

04/09/2023
আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত মা
29/08/2023

আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত মা

27/08/2023

দেশের বেকারত্বের সমস্যা

দেশের বেকারত্ব সমস্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা যা সমাজের প্রাথমিক অবস্থা, অর্থনীতি, এবং শিক্ষাগত বিন্যাসের সাথে সম্পর্কিত। বেকারত্ব একটি দেশের উন্নতি এবং অবনতির উচ্চস্তরে প্রভাব ডাকে, যেটি সমাজের একটি সাধারণ অবস্থা নির্ধারণ করে।

বেকারত্বের সাথে বিভিন্ন কারণের সমন্বয় থাকতে পারে, যেমন শিক্ষার অপর্যাপ্ত গুণগত মান, যোগ্যতা অভাব, প্রযুক্তির প্রশিক্ষণ অভাব, উপযুক্ত চাকরির অভাব, অন্যান্য সুযোগের অভাব ইত্যাদি। এই সমস্যার ফলে, যুব সমাজ আত্মবিশ্বাস হারাতে পারে এবং সমাজের অব্যাবস্থ্য চেষ্টা থাকতে পারে।

বেকারত্ব সমস্যার সমাধানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে যোগ্য শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্যতা উন্নত করা হবে। প্রযুক্তি এবং শিক্ষাগত প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে পেশাদার প্রযুক্তি শেখা এবং নিজেদের উদ্দোক্তা হতে উৎসাহিত করা উচিত।

সংক্ষিপ্তভাবে বলতে, বেকারত্ব সমস্যা দেশের উন্নতি ও উন্নত সমাজ গড়ার পথে একটি বড় চ্যালেঞ্জ।

Good Morning
27/08/2023

Good Morning

🤔🤔চালাক ভেড়া ও নেকড়ের গল্প 🤔🤔একটি সবুজ ঘাসে ঢাকা মাঠে ভেড়ার পালের সাথে একটি ছোট ভেড়ার বাচ্চা ঘাস খাচ্ছিল। ঘাস খেতে খেত...
24/08/2023

🤔🤔চালাক ভেড়া ও নেকড়ের গল্প 🤔🤔

একটি সবুজ ঘাসে ঢাকা মাঠে ভেড়ার পালের সাথে একটি ছোট ভেড়ার বাচ্চা ঘাস খাচ্ছিল। ঘাস খেতে খেতে সে মাঠের একেবারে কিনারায় চলে গিয়েছিল। এই অংশের সবুজ ঘাস খাওয়ার আনন্দে সে বিভোর হয়ে পড়েছিল। ফলে একটা ধূর্ত নেকড়ে যে তার কাছাকাছি চলে এসেছে তা সে খেয়াল করতে পারেনি। ঘাস থেকে মুখ তুলেই সে নেকড়ের হিংস্র মুখ দেখে ভয়ে চমকে উঠলো। বুঝলো মৃত্যু অতি নিকটে চলে এসেছে। তবে তার ছোট মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে নেকড়ের কাছে অনুনয় করে বললো তাকে বেশি করে ঘাস খাওয়ার সুযোগ দেয়ার জন্য। পেট ভরা ঘাস থাকলে নেকড়ে স্বাদ করে তার মাংস খেতে পারবে। নেকড়ে তখন ভেড়াটিকে গোগ্রাসে ঘাস খাবার অনুমতি দিয়ে একটা গাছের নিচে বসে অপেক্ষা করতে লাগলো। নেকড়ে তার কথা শুনলো দেখে কিছুটা সাহস হলো ভেড়ার। সে তখন নেকড়ের কাছে নাচ করার অনুমতি চাইলো। এভাবে নাচলে খাওয়া ঘাস দ্রুত হজম হয়ে যাবে। নেকড়ে মজা করে তার মাংস খেতে পারবে। ভেড়ার বাচ্চার কথায় নেকড়ে বেশ মজা পেল। সে অনুমতি দিল। ভেড়ার বাচ্চা নাচতে শুরু করলো। একসময় ভেড়ার বাচ্চা তার গলায় বাঁধা ছোট্ট ঘণ্টি, টা নেকড়ের হাতে দিয়ে সেটা জোরে জোরে বাজাতে বললো। মজা পেয়ে ভেড়ার বাচ্চার নাচের তালে তালে নেকড়েটা ঘণ্টিটা বাজাতে শুরু করলো । এই ঘণ্টির আওয়াজ বাতাসে ভেসে পৌঁছে গেল ভেড়ার রাখালের কানে। সে বুঝতে পারলো তার কোনো ভেড়া নিশ্চয় বিপদে পড়েছে। সে দ্রুত তার পোষা কুকুরগুলোকে পাঠিয়ে দিল বিপদগ্রস্ত ভেড়াকে সহায়তা করার জন্য। নেকড়ে দেখে ছুটে গিয়ে আক্রমণ করলো কুকুরগুলো। ভেড়ার মাংস খাবার আশা ত্যাগ করে পালিয়ে গেল নেকড়ে।

20/08/2023

দুই বন্ধু

ঘরে বসে সহজে অর্থ উপার্জনের অন্যতম একটি মাধ্যম হল ফ্রিল্যান্সিং৷  ফ্রিল্যান্সিং কি:-যেই কাজের বিষয়ে বিশেষ অভিজ্ঞতা বা দ...
20/08/2023

ঘরে বসে সহজে অর্থ উপার্জনের অন্যতম একটি মাধ্যম হল ফ্রিল্যান্সিং৷

ফ্রিল্যান্সিং কি:-যেই কাজের বিষয়ে বিশেষ অভিজ্ঞতা বা দক্ষতা আপনার আছে, তার সাথে জড়িত কাজ অন্যদের জন্য করা এবং তার বিনিময়ে টাকা নেয়া।অনলাইনে রোজগার বা ফ্রিল্যান্সিং অনেক বেশি বেড়ে চলেছে।ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কাজ করা লোকেরা স্বনির্ভর থাকেন। তাই ফ্রিল্যান্সিং এর মানেই হলো স্বাধীন ভাবে কাজ করা বা মুক্তপেশা। এটা এক ধরণের ব্যবসা বললে ভুল হবে না
আজ, ফ্রিল্যান্সিং ব্যবসা করে অনেকেই ঘরে বসে হাজার হাজার টাকা আয় করছেন।

আবার, অনেকেই এতো টাকা ইনকাম করে নিচ্ছেন, যে কোনো ফুল টাইম জব বা চাকরি থেকেও এতো আয় করা সম্ভব না।

কিন্তু, ফ্রিল্যান্সিং করে স্বাধীন ভাবে আয় করার জন্য, আপনার প্রথমে কিছু জরুরি কথা এর বিষয়ে জেনেনিতে হবে।

ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যাবে ?

ফ্রিল্যান্সিং করে টাকা আয় করার কোনো সীমা নেই।

হে, এটাও এক রকমের ব্যবসা যেখানে আপনার কাছে যত বেশি কাজ আসবে এবং যত বেশি কাজ আপনি করে দিতে পারবেন, ততটাই বেশি আপনার ইনকম হবে।

তাই, সোজা ভাবে বললে, ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার বানালে লাভ আছে এবং এর থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ঘরে বসেই আয় করতে পারবেন।
সেটা আপনার কাজের দক্ষতার উপর নির্ভর করে।
অনলাইন এবং ইন্টারনেটের দুনিয়াতে কাজের সুযোগ অনেক রয়েছে।

লক্ষ লক্ষ লোকেরা, বিভিন্ন ছোট ছোট কাজের জন্য, একজন কর্মচারী রেখে তাকে মাসে মাসে টাকা দেয়ার থেকে, একজন ফ্রিল্যান্সার কে দিয়ে সেই কাজ অনেক কম টাকায় সহজে করিয়ে নিচ্ছেন।

কোনো বিশেষ কাজে, আপনার যত বেশি অভিজ্ঞতা থাকবে, ততটাই বেশি টাকা আপনি প্রত্যেক কাজের জন্য চার্জ করতে পারবেন।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ?

ফ্রিল্যান্সিং হলো অনলাইনে কাজ করে টাকা ইনকাম করার একটি কৌশল। এক্ষেত্রে আপনাকে একটি বা একাধিক কাজ যেমন, video editing, app development, coding, accounts, SEO, website development এমন কাজ গুলো শিখতে হয় যেই কাজের চাহিদা অনলাইন বাজারে রয়েছে।

ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায় ?

এক্ষেত্রে যত বেশি কাজ করবেন তত অধিক ইনকাম করতে পারবেন। লোকেরা ফ্রীল্যানসিং করে মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছেন।

ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি ?

বর্তমান সময়ে, SEO, app এবং website development, digital marketing, content writing, translating, graphics designing ইত্যাদি এই ধরণের কাজের চাহিদা প্রচুর।

🤔🤔🤔শিক্ষামূলক উক্তি🤔🤔🤔1. “শিক্ষা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা বিশ্বকে পরিবর্তন করতে পারে।” – নেলসন ম্যান্ডেলা2. সৌন্দর...
08/08/2023

🤔🤔🤔শিক্ষামূলক উক্তি🤔🤔🤔
1. “শিক্ষা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা বিশ্বকে পরিবর্তন করতে পারে।” – নেলসন ম্যান্ডেলা
2. সৌন্দর্য সব কিছুতেই বিদ্যমান সকলের তা দেখার চোখ থাকে না।
3. ভুলের মাঝে যে নতুন কিছু শেখা যায় যে তা জানে না সে নতুন কিছু শিখে না।- আইন্সটাইন
4. আপনি যত ভাল কাজ করবেন তত বেশি সমালোচনার শিকার হবেন।-মেন্ডেলা
5. অন্যের উপকার করা মহৎ কাজ তবে নিজের ক্ষতি করে নয়।– ইয়ং

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasnim zannat Rasma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tasnim zannat Rasma:

Share