Channel Cox’s News 71

Channel Cox’s News 71 'ChannelCox'sNews71'- A multimedia news portal for authentic news, realistic views, needful messages.

কক্সবাজারের চকোরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে তরুণ সেনা কর্মকর্তা নিহতগত মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক তিন ঘটিকায় গ...
25/09/2024

কক্সবাজারের চকোরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে তরুণ সেনা কর্মকর্তা নিহত

গত মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক তিন ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকোরিয়া উপজেলার অন্তর্গত ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকোরিয়া আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুততার সাথে গমন করে। আনুমানিক চার ঘটিকায় মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় ৭ থেকে ৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এসময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কর্তৃক মৃত ঘোষণা করা হয়। উল্লেখ্য, লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ হতে উচ্চ মাধ্যমিক সমাপনান্তে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে গত ৮ জুন ২০২২ তারিখে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।
উল্লেখ্য, ঘটনাস্থল হতে ৩ জন ডাকাতকে আটকসহ ০১টি দেশিয় তৈরি বন্দুক, ৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়াও, ডাকাত সন্দেহে আরও ৩ জনকে আটক করা হয়।
দেশমাতৃকার সেবায় এই তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

25/09/2024

যৌথ অভিযানে যেভাবে নি*হ*ত হন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন।
's

মাঠের একটি ঝোপ থেকে থানায় লুট হওয়া অস্ত্র। বিস্তারিত কমেন্টে....   's
18/09/2024

মাঠের একটি ঝোপ থেকে থানায় লুট হওয়া অস্ত্র।
বিস্তারিত কমেন্টে....

's

17/09/2024

ব্রেকিং নিউজ!

সারাদেশে ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনা কর্মকর্তারা।
বিস্তারিত কমেন্টে....⬇️

26/05/2024

ব্রেকিং নিউজ..

কক্সবাজার ৯ নং বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

24/10/2023

আসছে ঘূর্ণিঝড় হামুন,
কক্সবাজার সমুদ্র বন্দর কে ৬ নং বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে ।

02/10/2023

কক্সবাজার সদর থানার আওতাধীন ভারুয়াখালী ইউনিয়নে ফইরা কবর নামক বাজারে অর্থাৎ মসজিদের পাশে জমজমাট জুয়ার আসর চলছে। জুয়া শেষে ঈদগাঁও বাস স্টেশনের শেরাটন হোটেল এর পাশে তাদের অবস্থান। তাদের ইতিমধ্যেই জুয়ার টাকার বিষয়ে কয়েকবার মারামারি করার ঘটনা ঘটেছে বলে জানা যায়।

বিঃদ্রঃ অতিদ্রুত তাদের নাম সহ ছবি প্রকাশ করা হবে।

01/10/2023

দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজারেই হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়।

30/09/2023

রামুর রশিদনগরে জমি নিয়ে বি*রো*ধে*র জেরে দুই সহোদরকে কু*পি*য়ে জখম।

বিস্তারিত প্রতিবেদনে দেখুন।

24/09/2023

‘আর বইন ওগ্গা আছে হতা নদরে শুধু লাইভ গরে
এমপির বইন বলি পিড়া নহাদ্দে’- কমল

14/08/2023

চকরিয়া উ*প*জেলার ডু*লা*হা*জারা ০৫ নং ওয়ার্ড এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মা*নু*ষের জন্য কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম এর উ*প*হার।

01/08/2023

মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চ টে*ক*না*ফ উপজেলা শাখার আংশিক কমিটি অ*নু*মো*দ* ন দিয়েছেন।
বিস্তারিত প্রতিবেদনে দেখুন।

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Channel Cox’s News 71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel Cox’s News 71:

Share