09/10/2025
পশ্চিম বড় ভেওলা ০৬ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর গণসংযোগে প্রধান অতিথি আব্দুল্লাহ আল ফারুক..
এইচ.এম.সবুজ
(চকরিয়া)কক্সবাজার
বাংলাদেশ জামায়াতে ইসলামী পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ০৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
তিনি বলেন,
ইসলামী আন্দোলনের মূল ভিত্তি হলো জনগণের আস্থা ও ভালোবাসা। আমরা যে রাজনীতি করি, তা মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও আল্লাহর সন্তুষ্টির জন্য। জনগণের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ এই অঞ্চলেও পরিবর্তন আসবে।
বিশেষ অতিথিদের উপস্থিত ছিলেন :
মাওলানা ফরিদুল আলম আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাতামুহুরি সাংগঠনিক উপজেলা।
ওমর আলী, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলামী মাতামুহুরি সাংগঠনিক উপজেলা।
ইরাক মিয়া।
মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শিবিরের সভাপতি
এসময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে:-
মাষ্টার আবদুল কাদের, সভাপতি, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন জামায়াত।
মুনির উদ্দিন,
সেক্রেটারি- পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন জামায়াত।
আব্দুস শাকুর, সভাপতি, ওলামা বিভাগ পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন।
আরও উপস্থিত ছিলেন:
ডা.কামাল উদ্দিন, নুরুল ইসলাম ইউসুফ
মোস্তাক আহমেদ,জিয়াউল হক,. এহতেসাম, ,ডা. এহসান, আব্দুল খালেক, ডা. জাফর, মিজানুর রহমান, জুয়েল, রৌনক, সেলিম, ফয়েজ উল্লাহ প্রমুখ।
গণসংযোগে অংশগ্রহণকারীরা বাড়ি-বাড়ি গিয়ে সাধারণ জনগণের সাথে কথা বলেন, দলের বার্তা পৌঁছে দেন এবং আসন্ন নির্বাচনে ইসলামপন্থী নেতৃত্বের পক্ষে ভোট চেয়ে দোয়া কামনা করেন। স্থানীয় জনগণ এ কর্মসূচিকে ইতিবাচকভাবে গ্রহণ করে এবং অনেকেই সমর্থনের প্রতিশ্রুতি জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের এই গণসংযোগ প্রমাণ করেছে—এলাকার জনগণের সঙ্গে দলটির যোগাযোগ ক্রমেই দৃঢ় হচ্ছে। শান্তিপূর্ণ এই আয়োজন জনসম্পৃক্ত রাজনীতির একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।