Prime Freelance It BD

Prime Freelance It BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Prime Freelance It BD, Digital creator, Cox'sBazar, Cox's Bazar.

🌐✨ Prime Freelance IT

🚀 Your Trusted Partner in Freelance IT Solutions
💻 Empowering Businesses with:
✅ Professional IT Services
✅ Innovative Strategies
✅ Seamless Support

🌟 Transforming Ideas into Reality, One Solution at a Time!

📢 CapCut ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা!CapCut-এর নতুন শর্তাবলীতে আছে এমন কিছু বিষয় যা আপনার প্রাইভেসি এবং...
24/06/2025

📢 CapCut ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা!

CapCut-এর নতুন শর্তাবলীতে আছে এমন কিছু বিষয় যা আপনার প্রাইভেসি এবং কনটেন্টের অধিকারকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে।

⚠️ এখন থেকে CapCut আপনার:

মুখের ছবি বা facial data

ভয়েস রেকর্ডিং

এমনকি সেভ করা বা ড্রাফট ভিডিওও

বিনামূল্যে ব্যবহার করতে পারবে বাণিজ্যিক বা অন্য যেকোনো উদ্দেশ্যে—তাও চিরস্থায়ীভাবে! এমনকি আপনি ভিডিও ডিলিট করলেও, তাদের কাছে থেকে যেতে পারে তার কপি।

🔒 আপনার করণীয়:

Terms of Service ভালোভাবে পড়ুন

সংবেদনশীল কনটেন্টের ক্ষেত্রে CapCut এড়িয়ে চলুন

বিকল্প ব্যবহার করুন: Adobe Premiere, DaVinci Resolve, VN ইত্যাদি



📲

24/06/2025
📢 গুগল পে আসছে বাংলাদেশে!💳 এখন থেকে লেনদেন হবে আরও স্মার্ট ও সুরক্ষিত!🇧🇩 সিটি ব্যাংক ও গুগলের যৌথ উদ্যোগে ২৪ জুন থেকে চা...
24/06/2025

📢 গুগল পে আসছে বাংলাদেশে!

💳 এখন থেকে লেনদেন হবে আরও স্মার্ট ও সুরক্ষিত!
🇧🇩 সিটি ব্যাংক ও গুগলের যৌথ উদ্যোগে ২৪ জুন থেকে চালু হচ্ছে Google Pay।
📱 Android ফোনে Tap করে করুন দ্রুত পেমেন্ট — সহজ, নিরাপদ, ঝামেলাহীন।

🔗 শেয়ার করুন সবাইকে জানাতে!


📲

💻 ডলার আয় করুন ঘরে বসেই: ১৮টি জনপ্রিয় রিমোট জব ও ফ্রিল্যান্সিং সাইট🔝 ১৮টি রিমোট/ফ্রিল্যান্সিং ওয়েবসাইট --১. Freelancer🌐 ...
02/06/2025

💻 ডলার আয় করুন ঘরে বসেই: ১৮টি জনপ্রিয় রিমোট জব ও ফ্রিল্যান্সিং সাইট

🔝 ১৮টি রিমোট/ফ্রিল্যান্সিং ওয়েবসাইট --
১. Freelancer
🌐 https://www.freelancer.com
🛠️ কাজের ধরন: ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি
💵 পেমেন্ট: USD
🎯 স্কিল লেভেল: Beginner to Expert
২. Jobspresso
🌐 https://jobspresso.co
🛠️ কাজের ধরন: টেক, মার্কেটিং, কাস্টমার সাপোর্ট
💵 পেমেন্ট: USD
🎯 স্কিল লেভেল: Mid to Advanced
৩. Remote OK
🌐 https://remoteok.com
🛠️ কাজের ধরন: ডেভেলপার, ডিজাইনার, কপিরাইটার
💵 পেমেন্ট: USD
🎯 স্কিল লেভেল: All Levels
৪. Remote4Me
🌐 https://remote4me.com
🛠️ কাজের ধরন: টেকনোলজি, ডেভেলপমেন্ট
💵 পেমেন্ট: USD
🎯 স্কিল লেভেল: Tech-Savvy
৫. SimplyHired
🌐 https://www.simplyhired.com
🛠️ কাজের ধরন: Freelance, Part-time, Full-time Jobs
💵 পেমেন্ট: কোম্পানি নির্ধারিত (USD প্রধানত)
🎯 স্কিল লেভেল: All Levels
৬. Toptal
🌐 https://www.toptal.com
🛠️ কাজের ধরন: Software Development, Design, Finance
💵 পেমেন্ট: High USD Rates
🎯 স্কিল লেভেল: Expert Only
৭. AngelList
🌐 https://angel.co
🛠️ কাজের ধরন: স্টার্টআপ ভিত্তিক টেক ও বিজনেস রোলস
💵 পেমেন্ট: Negotiable in USD
🎯 স্কিল লেভেল: Mid to Advanced
৮. NoDesk
🌐 https://nodesk.co
🛠️ কাজের ধরন: কন্টেন্ট, সাপোর্ট, মার্কেটিং, টেক
💵 পেমেন্ট: USD
🎯 স্কিল লেভেল: All Levels
৯. Upwork
🌐 https://www.upwork.com
🛠️ কাজের ধরন: ডিজাইন, রাইটিং, ডেভেলপমেন্ট, অ্যাডমিন সাপোর্ট
💵 পেমেন্ট: USD (Payoneer, PayPal, Bank Transfer)
🎯 স্কিল লেভেল: Beginner to Pro
১০. LinkedIn Jobs
🌐 https://www.linkedin.com/jobs
🛠️ কাজের ধরন: প্রায় সব ধরনের রিমোট/অনলাইন জব
💵 পেমেন্ট: USD বা কোম্পানির কারেন্সি
🎯 স্কিল লেভেল: All Levels
১১. Remote.co
🌐 https://remote.co
🛠️ কাজের ধরন: ডিজিটাল মার্কেটিং, সার্ভিস, টেক
💵 পেমেন্ট: USD
🎯 স্কিল লেভেল: All Levels
১২. FlexJobs
🌐 https://www.flexjobs.com
🛠️ কাজের ধরন: স্ক্যাম ফ্রি যাচাইকৃত রিমোট জব
💵 পেমেন্ট: USD
🎯 স্কিল লেভেল: All Levels (পেইড মেম্বারশিপ প্রয়োজন)
১৩. Pangian
🌐 https://pangian.com
🛠️ কাজের ধরন: Remote, Part-time, Full-time জব
💵 পেমেন্ট: USD
🎯 স্কিল লেভেল: Mid to Expert
১৪. Remotive
🌐 https://remotive.io
🛠️ কাজের ধরন: টেক, মার্কেটিং, রাইটিং
💵 পেমেন্ট: USD
🎯 স্কিল লেভেল: All Levels
১৫. Remotees
🌐 https://remotees.com
🛠️ কাজের ধরন: টেক/আইটি ফোকাসড (GitHub based)
💵 পেমেন্ট: USD
🎯 স্কিল লেভেল: Developer Focused
১৬. Fiverr
🌐 https://www.fiverr.com
🛠️ কাজের ধরন: কাস্টম গিগ (ডিজাইন, ভিডিও, কোডিং, রাইটিং ইত্যাদি)
💵 পেমেন্ট: USD
🎯 স্কিল লেভেল: Beginner to Expert
১৭. PeoplePerHour
🌐 https://www.peopleperhour.com
🛠️ কাজের ধরন: ডিজাইন, মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট
💵 পেমেন্ট: USD / GBP
🎯 স্কিল লেভেল: All Levels
১৮. 99Designs
🌐 https://99designs.com
🛠️ কাজের ধরন: Logo, Banner, Product Design ইত্যাদি
💵 পেমেন্ট: USD
🎯 স্কিল লেভেল: Designers Only
📌 টিপস:
✅ ১টি বা ২টি সাইটে একটিভ প্রোফাইল তৈরি করুন
✅ নিয়মিত বিড করুন বা প্রপোজাল পাঠান
✅ নিজের স্কিল বাড়ান ও নতুন কিছু শিখুন
✅ পোর্টফোলিও তৈরি রাখুন

🔔 Meta আনছে WhatsApp-এ “Log In / Log Out” ফিচার — আরও স্মার্ট ও ফ্লেক্সিবল ব্যবহার নিশ্চিত করতে!WhatsApp ব্যবহারকারীদের ...
01/06/2025

🔔 Meta আনছে WhatsApp-এ “Log In / Log Out” ফিচার — আরও স্মার্ট ও ফ্লেক্সিবল ব্যবহার নিশ্চিত করতে!

WhatsApp ব্যবহারকারীদের জন্য এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এতদিন কোনো ডিভাইস থেকে WhatsApp লগআউট করলে পুনরায় লগইনের সময় ব্যাকআপ স্ক্যান করে চ্যাট, মিডিয়া ও সেটিংস রিস্টোর করতে হতো। কিন্তু নতুন আপডেটে, ব্যবহারকারীরা চাইলে লগআউট করেও তাদের ডেটা অপরিবর্তিত রাখতে পারবেন।

✅ নতুন ফিচারের মূল দিকগুলো:
Meta বর্তমানে WhatsApp-এর Android বিটা ভার্সন 2.25.17.37-এ একটি Log Out ফিচার পরীক্ষা করছে। এই ফিচারটি ব্যবহারকারীদের তিনটি অপশন দেবে:
Erase all Data & Preferences
– চ্যাট হিস্ট্রি ও ব্যক্তিগত সেটিংস সম্পূর্ণভাবে মুছে যাবে।
Keep all Data & Preferences
– চ্যাট, মিডিয়া এবং ইউজার প্রেফারেন্স সংরক্ষিত থাকবে। লগইন করার পর সব আগের মতো ফিরে আসবে।
Cancel
– লগআউট প্রক্রিয়াটি বাতিল করার সুযোগ থাকবে।

☁️ ভবিষ্যতের দিক নির্দেশনা:
বিশ্লেষকদের মতে, WhatsApp শীঘ্রই নিজস্ব Cloud Storage ব্যবহার শুরু করতে পারে। এর ফলে Messenger-এর মতো WhatsApp-ও ব্যাকআপ ছাড়াই পুরোনো মেসেজ, মিডিয়া ও ডেটা সংরক্ষণ করতে সক্ষম হবে।

🎯 এই আপডেট কাদের জন্য গুরুত্বপূর্ণ?
যারা একাধিক ডিভাইসে WhatsApp ব্যবহার করেন
যারা প্রফেশনাল কাজ বা গ্রুপ চ্যাটে নিরাপত্তা ও প্রাইভেসি বজায় রাখতে চান
যারা পাবলিক বা শেয়ারড ডিভাইসে WhatsApp ব্যবহার করে থাকেন

Meta-এর এই আপডেট WhatsApp ব্যবহারে আরও স্বাধীনতা ও নিরাপত্তা এনে দেবে, যা বর্তমান প্রজন্মের প্রয়োজনীয়তার সঙ্গে বেশ ভালোভাবেই খাপ খায়।

বহু প্রতীক্ষার পর বাংলাদেশে আসছে গুগল পে, স্মার্টফোন হবে ডিজিটাল ওয়ালেট.বিস্তারিত কমেন্টে দেওয়া হয়েছে -
29/05/2025

বহু প্রতীক্ষার পর বাংলাদেশে আসছে গুগল পে, স্মার্টফোন হবে ডিজিটাল ওয়ালেট.

বিস্তারিত কমেন্টে দেওয়া হয়েছে -

মেটা ভেরিফাইড কী?মেটা ভেরিফাইড হচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামের একটি সাবস্ক্রিপশন সার্ভিস, যেটা মাসিক ভিত্তিতে ফি দিয়ে অ্যাক...
27/05/2025

মেটা ভেরিফাইড কী?
মেটা ভেরিফাইড হচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামের একটি সাবস্ক্রিপশন সার্ভিস, যেটা মাসিক ভিত্তিতে ফি দিয়ে অ্যাকাউন্টে ব্লু ব্যাজ, উন্নত সিকিউরিটি এবং কিছু এক্সক্লুসিভ সুবিধা দিয়ে থাকে।

সুবিধাসমূহ:
✅ ব্লু ভেরিফায়েড ব্যাজ (যা আগে শুধু পাবলিক ফিগারদের দেওয়া হতো)
✅ উন্নত অ্যাকাউন্ট সিকিউরিটি ও সাপোর্ট
✅ ইম্পার্সোনেশন থেকে প্রটেকশন
✅ কিছু ক্ষেত্রে কনটেন্টের রিচ বা এক্সপোজার বাড়ে
✅ অফিসিয়ালি নিজের পরিচয় নিশ্চিত করা যায়

অসুবিধাসমূহ:
❌ এটি একটি পেইড সার্ভিস – মানে টাকা দিলেই যে কেউ ভেরিফায়েড ব্যাজ পেতে পারে
❌ অনেকেই মনে করে এতে ভেরিফিকেশনের মর্যাদা কমে গেছে
❌ কিছু ক্ষেত্রে ভেরিফাই করলেও প্রত্যাশিত রিচ বা সুবিধা না-ও পাওয়া যেতে পারে
❌ এখনো অনেক দেশে বা প্রোফাইলে এটি সঠিকভাবে কাজ করছে না

আমার মতামত:
মেটা ভেরিফাইড হচ্ছে নতুন যুগের সোস্যাল মিডিয়া ট্রেন্ড। কেউ চাইলে নিজের প্রোফাইল বা ব্র্যান্ডের জন্য নিতে পারে। তবে এটা নিয়ে অতিরিক্ত হাইপ বা কাউকে ছোট করা – ঠিক না। যার প্রয়োজন সে নেবে, যার দরকার নেই সে নেবে না – খুব সিম্পল।

আপনারা মেটা ভেরিফাইড নিয়ে কী ভাবেন? কমেন্টে জানাতে পারেন। 💯🎯

PAYONEER ব্যবহারকারীদের জন্য ফি আপডেট (Bangladesh)কার্যকর তারিখ:৭ জুলাই, ২০২৫Payoneer বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য নতুন...
27/05/2025

PAYONEER ব্যবহারকারীদের জন্য ফি আপডেট (Bangladesh)

কার্যকর তারিখ:
৭ জুলাই, ২০২৫

Payoneer বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফি স্ট্রাকচার ঘোষণা করেছে। এখন থেকে নির্দিষ্ট কিছু ট্রানজেকশনের ক্ষেত্রে বাড়তি চার্জ প্রযোজ্য হবে।

নতুন ফি কীসের জন্য প্রযোজ্য?

যখন আপনি আপনার Payoneer ব্যালেন্স থেকে অন্য কোনো প্ল্যাটফর্মে (যেমন: ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ওয়ালেট, বা ই-ওয়ালেট) ফান্ড উইথড্র করবেন, তখন এই ফি কাটা হবে।

নতুন ফি স্ট্রাকচার:

3.00% ট্রানজেকশন অ্যামাউন্টের উপর প্লাস $1.00 USD (অথবা সমমূল্যের স্থানীয় মুদ্রা)
উদাহরণ:

উইথড্র অ্যামাউন্ট ফি (3%) ফিক্সড চার্জ মোট ফি হাতে পাবেন
$100 $3.00 $1.00 $4.00 $96.00

আপনার করণীয়:

নিয়মিত যাঁরা Payoneer থেকে ব্যাংকে টাকা তোলেন, এই পরিবর্তনটি মাথায় রাখুন।
সম্ভব হলে বড় অঙ্কের লেনদেন একবারে করুন, যাতে প্রতি ট্রানজেকশনে ফিক্সড চার্জের প্রভাব কম পড়ে।
ক্লায়েন্টদের নতুন ফি স্ট্রাকচার সম্পর্কে জানিয়ে দিন, যাতে পেমেন্ট নেয়ার পরিকল্পনায় সমন্বয় করা যায়।

মনে রাখবেন:

এই পরিবর্তনটি শুধুমাত্র Authorized Debit Transaction-এর ক্ষেত্রে প্রযোজ্য, যেমন: Payoneer ব্যালেন্স থেকে টাকা সরাসরি ব্যাংকে পাঠানো বা কোনো ই-ওয়ালেটে ট্রান্সফার করা।

শেয়ার করে অন্য ফ্রিল্যান্সার ও ইউজারদের জানাতে সহায়তা করুন।

সুসংবাদ ফ্রিল্যান্সারদের জন্য! পেপাল এখন পেওনিয়ার-এপেওনিয়ার এখন ইউএস ও ইউকে-তে পেপাল পেমেন্ট গ্রহণের সুবিধা দিচ্ছে! 🎯 ...
06/03/2025

সুসংবাদ ফ্রিল্যান্সারদের জন্য! পেপাল এখন পেওনিয়ার-এ

পেওনিয়ার এখন ইউএস ও ইউকে-তে পেপাল পেমেন্ট গ্রহণের সুবিধা দিচ্ছে! 🎯 আপনি সহজেই ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট পেতে পারেন, আর ফান্ড সরাসরি পেওনিয়ার অ্যাকাউন্টে জমা হবে — কোনো ঝামেলা ছাড়াই!

পেমেন্ট প্রাপ্তির সময়সীমা সাধারণত তাৎক্ষণিক বা সর্বোচ্চ ১-২ কার্যদিবস হতে পারে, তবে এটি পেপাল এবং পেওনিয়ারের প্রসেসিং সময়ের উপর নির্ভর করে।

ক্লায়েন্টদের পেমেন্ট পদ্ধতি:

✅ পেপাল ব্যালেন্স: ক্লায়েন্টরা তাদের পেপাল অ্যাকাউন্টে উপলব্ধ ব্যালেন্স ব্যবহার করে পেমেন্ট করতে পারেন।

✅ ব্যাংক অ্যাকাউন্ট: পেপাল অ্যাকাউন্টের সাথে সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করা সম্ভব।

✅ ক্রেডিট/ডেবিট কার্ড: পেপাল অ্যাকাউন্টের সাথে সংযুক্ত ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করেও পেমেন্ট করা যায়।

এই সুবিধা গ্রহণের জন্য আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে পেমেন্ট রিকোয়েস্ট পাঠানোর সময় পেপাল পেমেন্ট অপশন নির্বাচন করতে হবে। ক্লায়েন্টরা তাদের পছন্দমত উপরে উল্লেখিত পদ্ধতিগুলির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে, ফান্ড সরাসরি আপনার
পেওনিয়ার ব্যালেন্সে জমা হবে।

এই নতুন সুবিধা ফ্রিল্যান্সার এবং অনলাইন ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণকে আরও সহজ এবং দ্রুততর করবে, ইন শা আল্লাহ।

🚨🚨*** Scammers Alert!! ***🚨🚨☄️ফাইভারে নতুন স্ক্যাম!! 🚧🚧অনেক বায়ার নতুন সেলারদের এই স্ক্রিনশট টা পাঠাচ্ছে ইমেইল চেয়ে যা ন...
21/02/2025

🚨🚨*** Scammers Alert!! ***🚨🚨

☄️ফাইভারে নতুন স্ক্যাম!! 🚧🚧

অনেক বায়ার নতুন সেলারদের এই স্ক্রিনশট টা পাঠাচ্ছে ইমেইল চেয়ে যা না হলে সে তাকে অর্ডার করতে পারছে না। নতুন অনেকেই ভয় পেয়ে আশায় ইমেইল সেন্ড করে দিতে পারেন। তাদের বলি, এটা একটা স্ক্যাম। কারণ

১। ফাইভার কখনো ইমেইল শেয়ার করতে বলে না। এটা করলে আইডি ডিজেবল হয়ে যাবে যদি কারণ বা অর্ডার ছাড়া ইমেইল শেয়ার করা হয়।
২। ফাইভার সেলার বা ফাইভার কখনো ব্যাঙ্ক ডিটেইলস জানতে চাইবে না।
৩। কখনো কোন কিউ আর কোড দেবে না স্ক্যান করার জন্য।
৪। টাকা ডিপজিট করার কথা বলবে না।
৫। পেমেন্ট কালেক্ট করার জন্য কখনো কোন লিঙ্ক দেবে না।

সুস্থ ভাবে বায়ার অর্ডার প্লেস করবে, আপনি তা ড্যাশবোর্ড এ দেখবেন এবং কাজ শুরু করবেন।


Shout out to my newest followers! Excited to have you onboard! Md Hasan, Md. Momin, Ab Majed, Md Miraz Uddin, MD Hasnine...
08/01/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Hasan, Md. Momin, Ab Majed, Md Miraz Uddin, MD Hasnine Ahmed, Sazzed Soso, Rajni Rajni

🎉 5K ফলোয়ার! Prime Freelance It পরিবারে আপনাদের ধন্যবাদ ও ভালোবাসা! 🎉আমাদের ফেসবুক পেজে ৫০০০ ফলোয়ার পূর্ণ হওয়ার এই মাইলফ...
22/12/2024

🎉 5K ফলোয়ার! Prime Freelance It পরিবারে আপনাদের ধন্যবাদ ও ভালোবাসা! 🎉

আমাদের ফেসবুক পেজে ৫০০০ ফলোয়ার পূর্ণ হওয়ার এই মাইলফলক অর্জনের জন্য আমরা আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। এই যাত্রায় আপনাদের সমর্থন এবং বিশ্বাস আমাদের আরও উৎসাহিত করছে।

💡 Prime Freelance It-এ আমরা শেয়ার করি:
✅ ফ্রিল্যান্সিং টিপস
✅ ডিজিটাল মার্কেটিং গাইড
✅ প্রোডাক্টিভিটি হ্যাক
✅ সফল ক্যারিয়ার তৈরির গল্প

আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য আমরা আমাদের ভবিষ্যৎ কনটেন্টগুলো আরও আকর্ষণীয় এবং তথ্যবহুল করার চেষ্টা করব।

🔔 আমাদের সাথে থাকুন, নতুন উচ্চতায় পৌঁছানোর যাত্রায় সঙ্গী হন।
কমেন্ট করুন: কীভাবে আমরা আপনাকে আরও সাহায্য করতে পারি?

🙏 ধন্যবাদ, Prime Freelance It পরিবারের প্রতিটি সদস্যকে।










Address

Cox'sBazar
Cox's Bazar
4700

Telephone

+8801730553169

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prime Freelance It BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prime Freelance It BD:

Share