বলাই

বলাই "কাকি, আমার সেই শিমুলগাছের একটা ফোটোগ্রাফ পাঠিয়ে দাও।"

আমি আর এমন কে, বলো?আমি না থাকলে পৃথিবী থমকে যাবে না৷ তোমার আফসোস হবে না, কষ্ট হবে না। এইতো, অভিমানে দূরে সরে যাওয়া, দিনে...
31/07/2025

আমি আর এমন কে, বলো?
আমি না থাকলে পৃথিবী থমকে যাবে না৷ তোমার আফসোস হবে না, কষ্ট হবে না। এইতো, অভিমানে দূরে সরে যাওয়া, দিনের পর দিন যোগাযোগহীনতা, কথা না হওয়ায়, দেখা না হওয়ায় কী এমন হয়?

মানুষ কি আর এমনিতেই নিজেকে সরিয়ে নেয়?
প্রচন্ড অবহেলায় অভিযোগে অনুযোগ, অভিমানে নিশ্চুপ নীরবতায় কষ্ট পেতে পেতে মানুষ একটা সময় পর নিজেকে আড়াল করে নেয়।

হু, আমি আর এমন কে, বলো?
আমাকে ছাড়াই থাকা যায়, বাঁচা যায়, প্রাণভরে নিঃশ্বাস নেয়া যায়। আমি না থাকলে শহরের অলিতে-গলিতে শোক নেমে আসে না। আমি না থাকলেই সব ঝামেলা চুকে যায়!

এই যে বাচ্চাদের মতো সারাক্ষণ নানা বায়না, দুচোখ ভরে দেখার আকুলতা, কথা বলার তীব্র তৃষ্ণা নিয়ে অভিমানে অপেক্ষায় আক্ষেপে সময় ফুরায়! আমি না থাকলে আপদ বিদায় হয়।

বলো, আমি আর এমন কে তোমার?
নিঃস্ব মানুষের আপন মানুষ ঠিক একজনই হয়। তবে যার সব আছে, তার কাছে আমি যে বড্ড তুচ্ছ। আমার না থাকা জুড়ে তোমার ভালোবাসার কমতি পড়বে না। আমি না থাকলে, আমার শূন্যতা তোমায় ভোগাবে না।

ভালোবাসার অভাবে হৃদয়ে যে অসীম শূন্যতা, যদি তোমায় পেত, আমায় কী এভাবে ফেলে রাখতে অবহেলায়? দিনের পর দিন কথা না বলে, দেখা না দিয়ে, থাকতে? বলো...

যদি একটা মানুষই তোমার অবলম্বন থাকতো, যদি একটা মানুষই তোমার জীবনের সাথে ওতোপ্রোতো ভাবেই জড়িয়ে থাকতো, তবে সেই একটা মানুষ ছাড়া তোমার জীবন থমকে যেত না? তার অভিমানে, সুনসান নীরবতা তোমায় ভোগাতো না? তার সাথে কথা না হলে তোমার দম বন্ধ হয়ে আসতো না? তাকে দেখার আকুলতায় মাঝরাতে ঘুম ভেঙে যেত না?

আমি আর এমন কে?
যেখানে গুরুত্ব নেই, নিজের কোনো দামই নেই, সেখানে কি মানুষ থাকে? পৃথিবীতে অনেক শোক আছে। তবে এই যে নিজেকে তোমার কাছে এতটা ছোট করে দিলাম, তোমার কাছে নিজের আবেগ-ভালোবাসা সব বিলিয়ে দিলাম, এখন আর আমার নিজের বলতে কিছুই রইলো না৷ এই শোক আমি কাটাবো কি করে?
🥺🖤

ঢাকায় বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট সাগর নিহত হয়েছেন। তিনি পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন।২০২৫  কী মানুষের জন্য অভ...
21/07/2025

ঢাকায় বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট সাগর নিহত হয়েছেন। তিনি পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন।

২০২৫ কী মানুষের জন্য অভিশাপ হয়ে এসেছে?

18/07/2025

~আমারেই কেউ চাইলো না, কেউ একটু দরদ নিয়ে বললো না, তার আমাকেই লাগবে।
কেউ হাতে হাত রেখে বললো না, আমি আছি, যা-ই হয়ে যাক, আমি থাকবো।

কত মানুষকে কত মানুষ চায়, এমনকি পেয়েও যায়, আমাকে চাওয়ার মতো কেউ নাই!
কাউকে পেলামও না। এই আফসোসটা থেকেই যাবে!🖤

নাও তোমাদের Context🔥হঠাৎ করে আপনি হয়ত খেয়াল করেছেন সবার মাথার উপর লাল দাগ দেখা যাচ্ছে।কারো মাথার উপর ১ টা,কারো অগনিত।বুঝ...
15/07/2025

নাও তোমাদের Context🔥

হঠাৎ করে আপনি হয়ত খেয়াল করেছেন সবার মাথার উপর লাল দাগ দেখা যাচ্ছে।
কারো মাথার উপর ১ টা,কারো অগনিত।
বুঝে উঠতে পারছেন না এটার কাহিনী কি।
এটা ভাইরাল হয়েছে একটা Kdrama "S line" থেকে।
মাথার উপর লাল দাগ নির্দেশ করে তার "ঘাপলাঘাপলির" সংখ্যা।
যার মাথার উপর যত বেশি লাল দাগ সে তত বেশি ঘাপলাঘাপলি করেছে।
কারো মাথার লাল দাগ যদি পাশের জনের মাথায় গিয়ে মিশে তাহলে সে পাশের জনের সাথে ঘাপলাঘাপলি করেছে।
আপনি যদি Single থাকেন এবং লাইফে কোনদিন ঘাপলাঘাপলি না করে থাকেন but তাও এই ট্রেন্ডে গা ভাসাতে চান তাহলে নিজের একটা ছবি নিয়ে,মাথার উপর থেকে একটা লাল দাগ টেনে নিজের পশ্চাতদেশে মিলিয়ে দেন।
দেখবেন খুব ভাইরাল হবে।
ধন্যবাদ

~সংগৃহীত

ভাগফলে আমি❤️📌সানোয়ার হোসেন
15/07/2025

ভাগফলে আমি❤️

📌সানোয়ার হোসেন

এইটা আবার কে বানালি রে🤐
15/07/2025

এইটা আবার কে বানালি রে🤐

15/07/2025

ভালোবাসায় অনুমতির প্রয়োজন নেই🔥

What is your favourite music??
13/07/2025

What is your favourite music??

09/07/2025

~"জীবনে প্রত্যেকটা বিষয়ের প্রয়োজনীয়তা আছে"
তাই আমাদের যেকোনো বিষয়কে মূল্য দিতে হবে।🖤🥀

📌চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়া ৬নং ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়...
09/07/2025

📌চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়া ৬নং ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৯জুলাই) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহত যুবকের নাম তাৎক্ষণিকভাবে জানা যাইনি। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এবং পরিচয় শনাক্তে কাজ চলছে...

08/07/2025

Sawan aye, Tum nha aye,
Tum bin tarse mora jiya❤️

বলাই

Address

Cox's Bazar

Telephone

+8801858694479

Website

Alerts

Be the first to know and let us send you an email when বলাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বলাই:

Share