
31/07/2025
আমি আর এমন কে, বলো?
আমি না থাকলে পৃথিবী থমকে যাবে না৷ তোমার আফসোস হবে না, কষ্ট হবে না। এইতো, অভিমানে দূরে সরে যাওয়া, দিনের পর দিন যোগাযোগহীনতা, কথা না হওয়ায়, দেখা না হওয়ায় কী এমন হয়?
মানুষ কি আর এমনিতেই নিজেকে সরিয়ে নেয়?
প্রচন্ড অবহেলায় অভিযোগে অনুযোগ, অভিমানে নিশ্চুপ নীরবতায় কষ্ট পেতে পেতে মানুষ একটা সময় পর নিজেকে আড়াল করে নেয়।
হু, আমি আর এমন কে, বলো?
আমাকে ছাড়াই থাকা যায়, বাঁচা যায়, প্রাণভরে নিঃশ্বাস নেয়া যায়। আমি না থাকলে শহরের অলিতে-গলিতে শোক নেমে আসে না। আমি না থাকলেই সব ঝামেলা চুকে যায়!
এই যে বাচ্চাদের মতো সারাক্ষণ নানা বায়না, দুচোখ ভরে দেখার আকুলতা, কথা বলার তীব্র তৃষ্ণা নিয়ে অভিমানে অপেক্ষায় আক্ষেপে সময় ফুরায়! আমি না থাকলে আপদ বিদায় হয়।
বলো, আমি আর এমন কে তোমার?
নিঃস্ব মানুষের আপন মানুষ ঠিক একজনই হয়। তবে যার সব আছে, তার কাছে আমি যে বড্ড তুচ্ছ। আমার না থাকা জুড়ে তোমার ভালোবাসার কমতি পড়বে না। আমি না থাকলে, আমার শূন্যতা তোমায় ভোগাবে না।
ভালোবাসার অভাবে হৃদয়ে যে অসীম শূন্যতা, যদি তোমায় পেত, আমায় কী এভাবে ফেলে রাখতে অবহেলায়? দিনের পর দিন কথা না বলে, দেখা না দিয়ে, থাকতে? বলো...
যদি একটা মানুষই তোমার অবলম্বন থাকতো, যদি একটা মানুষই তোমার জীবনের সাথে ওতোপ্রোতো ভাবেই জড়িয়ে থাকতো, তবে সেই একটা মানুষ ছাড়া তোমার জীবন থমকে যেত না? তার অভিমানে, সুনসান নীরবতা তোমায় ভোগাতো না? তার সাথে কথা না হলে তোমার দম বন্ধ হয়ে আসতো না? তাকে দেখার আকুলতায় মাঝরাতে ঘুম ভেঙে যেত না?
আমি আর এমন কে?
যেখানে গুরুত্ব নেই, নিজের কোনো দামই নেই, সেখানে কি মানুষ থাকে? পৃথিবীতে অনেক শোক আছে। তবে এই যে নিজেকে তোমার কাছে এতটা ছোট করে দিলাম, তোমার কাছে নিজের আবেগ-ভালোবাসা সব বিলিয়ে দিলাম, এখন আর আমার নিজের বলতে কিছুই রইলো না৷ এই শোক আমি কাটাবো কি করে?
🥺🖤