It's -Noman

It's -Noman নতুন নতুন ভ্রমণ স্থান পরিচিত করি ও শিশুদের আনন্দ ও শিক্ষা দেই — It’s -Noman is all about exploring tourist spots and sharing fun learning for kids.

Join us for adventure, knowledge & smiles!

বন্ধুত্বের মানেদুই বন্ধু জঙ্গলে যাচ্ছিল। হঠাৎ একটি ভাল্লুক এল। একজন গাছে উঠে গেল, আরেকজন মাটিতে শুয়ে মৃতের মতো অভিনয় করল...
30/07/2025

বন্ধুত্বের মানে
দুই বন্ধু জঙ্গলে যাচ্ছিল। হঠাৎ একটি ভাল্লুক এল। একজন গাছে উঠে গেল, আরেকজন মাটিতে শুয়ে মৃতের মতো অভিনয় করল। ভাল্লুক চলে গেলে গাছে থাকা বন্ধু জিজ্ঞাসা করল, "ভাল্লুক তোমার কানে কি বলল?" সে উত্তর দিল, "সত্যিকারের বন্ধু বিপদে ফেলে পালায় না।"

নৈতিক শিক্ষা: সত্যিকারের বন্ধুত্ব হলো বিপদে পাশে থাকা।

#বন্ধুত্বেরমানে
#সত্যিকারেরবন্ধুত্ব
#নৈতিকগল্প
#শিক্ষণীয়গল্প
#শিশুশিক্ষা
#বাংলাগল্প
#গল্পেরসময়
#বন্ধুত্বেরগল্প
#শিশুদেরগল্প
#নৈতিকশিক্ষা








ছোট সাহায্য বড় উপকার ......একটি ছোট পিঁপড়ে নদীতে পড়ে গেল। একটি কবুতর তাকে দেখে গাছের পাতা ফেলে দিল। পিঁপড়ে তাতে উঠে বাঁচ...
30/07/2025

ছোট সাহায্য বড় উপকার ......

একটি ছোট পিঁপড়ে নদীতে পড়ে গেল। একটি কবুতর তাকে দেখে গাছের পাতা ফেলে দিল। পিঁপড়ে তাতে উঠে বাঁচল। কিছুদিন পর একজন শিকারি কবুতরকে মারতে যাচ্ছিল। পিঁপড়ে তার পায়ে কামড় দিল, শিকারি ভয় পেয়ে বন্দুক ফেলল এবং কবুতর পালাল।
নৈতিক শিক্ষা: ছোট সাহায্যও একদিন বড় উপকারে আসে।

#ছোটসাহায্যবড়উপকার #নৈতিকগল্প #শিক্ষণীয়গল্প #শিশুশিক্ষা #বাংলাগল্প #গল্পেরসময়

"লালু আর উড়ন্ত সাইকেলের স্বপ্ন"এক ছিলো গ্রামের এক ছোট্ট ছেলে, নাম তার লালু। লালু সারাদিন কাদামাটির মাঠে দৌড়াতো, গাছে উঠত...
30/07/2025

"লালু আর উড়ন্ত সাইকেলের স্বপ্ন"

এক ছিলো গ্রামের এক ছোট্ট ছেলে, নাম তার লালু। লালু সারাদিন কাদামাটির মাঠে দৌড়াতো, গাছে উঠত আর নদীতে লাফিয়ে মাছ ধরতো। কিন্তু তার একটা অদ্ভুত স্বপ্ন ছিলো—সে এমন একটা সাইকেল বানাবে, যেটা আকাশে উড়তে পারবে!

প্রতিদিন বিকেলে লালু গরুর গাড়ির চাকা, নারকেলের পাতা আর পুরনো পাখার ডানা জোড়া লাগিয়ে উড়ন্ত সাইকেল বানানোর চেষ্টা করতো। একদিন গ্রামের সব বন্ধুরা তাকে বললো,
— "লালু, তুমি কি সত্যিই উড়তে পারবে?"
লালু হাসতে হাসতে বললো,
— "স্বপ্ন দেখতে টাকা লাগে না, তাই না?"

একদিন হঠাৎ তীব্র বাতাস বইতে লাগলো। লালুর সাইকেলের সাথে বাঁধা পুরনো ছাতাটা বাতাসে উড়তে শুরু করলো। লালু চিৎকার করে বললো,
— "দেখো, আমার স্বপ্নের সাইকেল উড়ছে!"
সবাই হেসে গড়াগড়ি খেল, কিন্তু লালুর চোখে তখনও বড় একটা স্বপ্নের আলো জ্বলছিলো। সে ঠিক করলো, একদিন সত্যিই সে উড়ন্ত সাইকেল বানাবে, আর আকাশের পাখিদের সাথে দৌড় প্রতিযোগিতা করবে।

#শিশুর_স্বপ্ন #গ্রামের_গল্প #মজার_গল্প #বাংলা_গল্প #ছোটবেলার_স্মৃতি #শৈশবের_গল্প #শৈশবের_স্মৃতি #গ্রামীণ_জীবন #শিশুদের_প্রেরণা #হাসির_গল্প #অনুপ্রেরণার_গল্প #বাংলা_স্টোরি #গ্রামের_বাড়ি #বাংলা_কাহিনী #বাংলা_ভিডিও #মজার_স্টোরি #বাংলা_মজার_গল্প

একদা হযরত মুহাম্মদ (সা.) সাহাবীদের নিয়ে বসে ছিলেন। এমন সময় এক লোক বাচ্চাসহ একটি পাখির বাসা নিয়ে হাজির, মা পাখিটি তার মাথ...
30/07/2025

একদা হযরত মুহাম্মদ (সা.) সাহাবীদের নিয়ে বসে ছিলেন।
এমন সময় এক লোক বাচ্চাসহ একটি পাখির বাসা নিয়ে হাজির, মা পাখিটি তার মাথার উপর দিয়ে উড়ছে, চেঁচামেচি করছে। তখন মহানবী (সা.) লোকটিকে বললেন, বাসাসহ কেন পাখির বাচ্চাদের নিয়ে এসেছো? এখানে রেখে দূরে সরে যাও।
বাচ্চাদের রাখতেই মা পাখিটা বাচ্চাদের কাছে আসলো এবং তাদের ডানার ভেতর নিলো। তখন নবীজী সবাইকে ডেকে বললেন, দেখো মায়ের কি ভালোবাসা, এত মানুষ দেখেও মা পাখিটি ভয় পায়নি।
#মায়ের_ভালোবাসা #ইসলামিক_গল্প #ইসলামিক_কথা ুহাম্মদ #নবীর_শিক্ষা #ইসলামিক_পোস্ট #ইসলামিক_রিমাইন্ডার #আল্লাহর_দয়া #হাদিস_শরীফ #ইসলামী_তথ্য #দুনিয়ার_শিক্ষা #ভালোবাসার_বার্তা #ইসলামিক_স্ট্যাটাস #ইসলামিক_মোটিভেশন

24/07/2025

🎨 নিজের বানানো প্রথম কার্টুন – বাবা খোকার দারুণ কাণ্ড!
ভিডিওটা শেয়ার দিবেন, এবং কমেন্ট লিখে উৎসাহ দিবেন।



#খোকারকার্টুন
#শিক্ষামূলকভিডিও





#বাচ্চাদেরজন্য



#বাংলাকার্টুন

24/07/2025

"নুসাইবার ল্যাপটপ দেখার স্টাইল দেখে,, না হেসে পারবেন না! 🥰"
"শুয়ে শুয়ে ল্যাপটপ দেখে এই বেবী'র আনন্দ! এত স্টাইলিশ বাচ্চা আগে দেখেছেন?"
শিশুরআনন্দ





#বাচ্চাদেরস্টাইল





#শিশুদেরহাসি





24/07/2025

"এক গানেই মাতিয়ে দিলাম পুরো পিকনিক! 🎶 হয়ে গেল এক বিশেষ মুহূর্ত!"









#গানের_আড্ডা
#পিকনিক_ডায়েরি
#আমার_স্বর
#বাংলার_গান
#ভালবাসার_সুর

"আমি কি করে যাবো সেই ক্লাসে…"জাফরিনের নিজস্ব লেখা, ভালোবাসায় ভেজা এক বিষণ্ন মনোজগৎ থেকে...গতকালও একসাথে বসে টিফিন ভাগ কর...
23/07/2025

"আমি কি করে যাবো সেই ক্লাসে…"

জাফরিনের নিজস্ব লেখা, ভালোবাসায় ভেজা এক বিষণ্ন মনোজগৎ থেকে...

গতকালও একসাথে বসে টিফিন ভাগ করে খেতাম।
ওর প্রিয় ছিল আলুর চপ আর আমার ছিল স্যান্ডউইচ —
দুজনেই অদলবদল করে খেতাম,
মাঝে মাঝে রাগ করতাম, আবার ঠিক পরক্ষণেই হেসে উঠতাম দু’জনেই।

কিন্তু আজ?

ও নেই।
আজ আমার খালি টিফিনবক্স যেন বোবা হয়ে বসে আছে।
টিফিনটাই এখন কাঁদে।
আমার সব কেন থাকবে...আল্লাহ৷
শুধু নেই যে আমার প্রিয় বান্ধবী।

আমি জানি ওর ব্যাগটা এখনো কোথাও পড়ে আছে —
আধা খাওয়া টিফিন, নতুন কলম, রঙিন খাতা সবকিছুই যেন বলে উঠছে—
“আমি ছিলাম, আমি আছি তোমার মনে”।

ভাগ্যক্রমে সেদিন আমি স্কুলে যাইনি।
কতবার ভেবেছি, যদি যেতাম... যদি সেদিন আমিও...

এখন প্রতিদিন নিজেকেই প্রশ্ন করি —
আমি কীভাবে আবার ক্লাসে যাবো?
ওর পাশে বসার জায়গাটা ফাঁকা দেখে আমি কীভাবে বই খুলব?
আমি কীভাবে ভুলে থাকবো?

সব কিছু যেন এক বিষাদে ঢাকা পড়েছে।
প্রতিটি শব্দ এখন কাঁদায়,
আর প্রতিটি নীরবতা গিলে ফেলে আমার সব স্মৃতি।

"তোমার গল্প আমি লিখে রাখবো,
আমার চোখের জলে, আমার খাতার পাতায়।
তুমি ছিলে, থাকবে — আমার প্রতিটি টিফিনের হাসিতে…"

— জাফরিন

শেয়ার দিন,প্লিজ গল্পটিকে।







#বন্ধুত্বঅমর
#শোকহৃদয়বিদারক
#ভুলে_থাকা_যায়না
#বিমানদুর্ঘটনা
#বন্ধুহারা




নিশব্দ কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ।পড়ে আছে ব্যাগ, আধা খাওয়া টিফিন — যেন মুহূর্তেই থেমে গেছে সময়।একটা পোড়া জুতা, একটা পলক...
23/07/2025

নিশব্দ কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ।
পড়ে আছে ব্যাগ, আধা খাওয়া টিফিন — যেন মুহূর্তেই থেমে গেছে সময়।
একটা পোড়া জুতা, একটা পলকা খাতা...
ঝলসে যাওয়া সেই মাইলস্টোন এখন এক বিভীষিকাময় নাম —
যেখানে স্বপ্নগুলো পুড়ে ছাই হয়ে গেছে,
আর প্রতিটি কোণ সাক্ষ্য দিচ্ছে,
“এখানে শিশুরা পড়তে এসেছিল, মরতে নয়।”

প্রতিটি পোড়াদেহ চিৎকার করে বলছে —
আমরা কিছুই বুঝিনি, শুধু ভয় পেয়েছিলাম।
শেষ মুহূর্তে মায়ের ডাক, বাবার মুখ, বন্ধুর হাত…
সবকিছু যেন এক বিভৎস আগুনে গলে গেছে।
জীবন না থামলেও থেমে গেছে অনেক পরিবার, থেমে গেছে শত শত স্বপ্ন।

এই ঘটনার রেশ সহজে কাটবে না।
মাইলস্টোন নামটি আজ শুধু শিক্ষার নয় —
একটি জাতির অব্যবস্থাপনার, অবহেলার,
আর হৃদয়বিদারক ট্র্যাজেডির প্রতীক।
🔖
🔖
🔖
🔖
🔖
🔖
🔖
🔖

ঈদ-উল-ফিতর, ঈদগাহের মাঠে ফ্রান্সের মুসা এর সাথে এবারের ঈদের, প্রথম ঈদ কোলাকুলি...
14/04/2024

ঈদ-উল-ফিতর, ঈদগাহের মাঠে ফ্রান্সের মুসা এর সাথে এবারের ঈদের, প্রথম ঈদ কোলাকুলি...

ঈদ সবার জীবনে বয়ে আনুক, অনাবিল শান্তি....সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।"ঈদ মোবারক"
12/04/2024

ঈদ সবার জীবনে বয়ে আনুক, অনাবিল শান্তি....
সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।
"ঈদ মোবারক"

06/03/2024

I am fine.....
You?

Address

Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when It's -Noman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share