30/07/2025
"লালু আর উড়ন্ত সাইকেলের স্বপ্ন"
এক ছিলো গ্রামের এক ছোট্ট ছেলে, নাম তার লালু। লালু সারাদিন কাদামাটির মাঠে দৌড়াতো, গাছে উঠত আর নদীতে লাফিয়ে মাছ ধরতো। কিন্তু তার একটা অদ্ভুত স্বপ্ন ছিলো—সে এমন একটা সাইকেল বানাবে, যেটা আকাশে উড়তে পারবে!
প্রতিদিন বিকেলে লালু গরুর গাড়ির চাকা, নারকেলের পাতা আর পুরনো পাখার ডানা জোড়া লাগিয়ে উড়ন্ত সাইকেল বানানোর চেষ্টা করতো। একদিন গ্রামের সব বন্ধুরা তাকে বললো,
— "লালু, তুমি কি সত্যিই উড়তে পারবে?"
লালু হাসতে হাসতে বললো,
— "স্বপ্ন দেখতে টাকা লাগে না, তাই না?"
একদিন হঠাৎ তীব্র বাতাস বইতে লাগলো। লালুর সাইকেলের সাথে বাঁধা পুরনো ছাতাটা বাতাসে উড়তে শুরু করলো। লালু চিৎকার করে বললো,
— "দেখো, আমার স্বপ্নের সাইকেল উড়ছে!"
সবাই হেসে গড়াগড়ি খেল, কিন্তু লালুর চোখে তখনও বড় একটা স্বপ্নের আলো জ্বলছিলো। সে ঠিক করলো, একদিন সত্যিই সে উড়ন্ত সাইকেল বানাবে, আর আকাশের পাখিদের সাথে দৌড় প্রতিযোগিতা করবে।
#শিশুর_স্বপ্ন #গ্রামের_গল্প #মজার_গল্প #বাংলা_গল্প #ছোটবেলার_স্মৃতি #শৈশবের_গল্প #শৈশবের_স্মৃতি #গ্রামীণ_জীবন #শিশুদের_প্রেরণা #হাসির_গল্প #অনুপ্রেরণার_গল্প #বাংলা_স্টোরি #গ্রামের_বাড়ি #বাংলা_কাহিনী #বাংলা_ভিডিও #মজার_স্টোরি #বাংলা_মজার_গল্প