27/11/2025
“তুমি সুন্দর দেখতে!
কিন্তু তোমার হৃদয় কখনোই ছিল না আমার!
আমি তোমার হাসিতে বিশ্বাস করেছিলাম!
তবুও সেই হাসির আড়ালে তুমি লুকিয়ে রেখেছিলে হাজারটা মিথ্যে!
কিছু মানুষ সৌন্দর্য দিয়ে চোখ জয় করতে পারে!
কিন্তু বিশ্বাসভঙ্গ করে আত্মা হারিয়ে ফেলে!
তুমি আমার ভুল ছিলে না —
ভুল ছিল তোমার অবিশ্বস্ত হৃদয়..!