Abdul Malek

Abdul Malek Hello I"m Malek ,i"m a professional freelancer and digital marketer, I"m tour lover,,Digital Creator.

সফলতা একটা রাস্তা যেখানে শুরু আছে শেষ নেই।
07/09/2025

সফলতা একটা রাস্তা যেখানে শুরু আছে শেষ নেই।

হারতে বসছি।হারাতে থাকব।এটা স্বাভাবিক। সফল টা কি আসবে না!!!
01/08/2024

হারতে বসছি।হারাতে থাকব।এটা স্বাভাবিক। সফল টা কি আসবে না!!!

হারতে নেই।চেষ্টা চালিয়ে যায়।
14/07/2024

হারতে নেই।চেষ্টা চালিয়ে যায়।

সাফল্য অর্জন করতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই।সততা, পরিশ্রম আর একাগ্রতা থাকলে এগিয়ে যাওয়া সম্ভব।
24/05/2024

সাফল্য অর্জন করতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই।
সততা, পরিশ্রম আর একাগ্রতা থাকলে এগিয়ে যাওয়া সম্ভব।

নিজেকে সবোর্চ্চ পর্যায়ে দেখতে হলে  নিজেকে ভেঙে নতুনত্ব দিয়ে তৈরি করতে হয়।সফলতা আসতে থাকলে সমালোচিত হতে হয়।কে কি বলল তা ন...
08/02/2024

নিজেকে সবোর্চ্চ পর্যায়ে দেখতে হলে নিজেকে ভেঙে নতুনত্ব দিয়ে তৈরি করতে হয়।
সফলতা আসতে থাকলে সমালোচিত হতে হয়।কে কি বলল তা না শুনে নিজের গতিতে চলমান থাকলে সমালোচকরা রুপ পরির্বতন করে বাহবা দিবে।নিজের সফলতা জন্য যদি পাগল,টাউট..... ইত্যাদি শুনতে হয়, তাহলে আরও ভালো। একদল ভক্ত তৈরি হল।সমাজে ভালোভাবে বাঁচতে হলে সমালোচিত হতে হয়।নিজের লক্ষ্যে ঠিক রেখে চললে একদিন সমালোচকরা অন্যজন কে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবে সফলতার গল্পটা।



অনুপ্রেরণা জীবনে এগিয়ে যাওয়ার একটি বড় কারণ। কোন একজন ব্যক্তি বা কোন একটা বিষয় কিংবা কোন একটি কথা বদলে দিতে পারে আপানার জ...
07/02/2024

অনুপ্রেরণা জীবনে এগিয়ে যাওয়ার একটি বড় কারণ। কোন একজন ব্যক্তি বা কোন একটা বিষয় কিংবা কোন একটি কথা বদলে দিতে পারে আপানার জীবনের মোড়। এর মাঝে কোনটা আপনার জীবনের অনুপ্রেরণা??

আলহামদুলিল্লাহ প্রিয় ছোট ভাইকে টিকটক ও গেইমস থেকে বিরত রাখতে ছোটদের নবী রাসূল সিরিজটি হাতে তুলে দিলামনবী ও রাসূলগণের আদর...
06/02/2024

আলহামদুলিল্লাহ
প্রিয় ছোট ভাইকে টিকটক ও গেইমস থেকে বিরত রাখতে ছোটদের নবী রাসূল সিরিজটি হাতে তুলে দিলাম
নবী ও রাসূলগণের আদর্শ অনুসরণ করে নমনীয়তা ও ধৈর্য্যশীলতা,মানবিক জীবন যাপনে অনুপ্রেরণীত হবে।

নারীদের জন্য সবচেয়ে সহজ, সুন্দর ও নিরাপদ কাজ হলো ফ্রিল্যান্সিং করা।প্রায় প্রতিটি মেয়েরাই চায় নিজে কিছু একটা করে স্বাবলম্...
06/02/2024

নারীদের জন্য সবচেয়ে সহজ, সুন্দর ও নিরাপদ কাজ হলো ফ্রিল্যান্সিং করা।

প্রায় প্রতিটি মেয়েরাই চায় নিজে কিছু একটা করে স্বাবলম্বী হতে। হোক সেটা পার্সোনাল লাইফে নিজেকে প্রতিষ্ঠিত করতে বা সাংসারিক জীবনে আর্থিক সচ্ছলতার মাধ্যমে সুখ বয়ে আনতে।

এক্ষেত্রে বেশিরভাগ মেয়েরাই চাইলেও তা পারে না। কারন বর্তমানে যে চাকরির করুন পরিস্থিতি
আর কেউ কেউ চাকরি পেলেও যাতায়াত, সময় নিয়ে অফিস করা, সাংসারিক জীবনইত্যাদি, আরও অনেক কারনেও ইচ্ছা থাকলেও চাকরি করা সম্ভব হয় না।

তাই ফ্রিল্যান্সিং ই সেরা একটা পেশা যেখানে কোনো ধরা-বাধা সময় নাই কাজ করার জন্য।
যাতায়াত বা অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হয় না, কারন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বায়ার দের কাজ করে ইনকাম করা যাচ্ছে।
তাই বসে না থেকে নারী উদ্যোক্তা হন😊❤️

অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না-আবুল ফজল
05/02/2024

অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না

-আবুল ফজল

ফেসবুক মার্কেটিং হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যার দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানান...
02/02/2024

ফেসবুক মার্কেটিং হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যার দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানান দেয়া হয়ে থাকে। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বেশি সংখ্যক লোকের কাছে পণ্য সম্পর্কে ধারণা দেয়া হয় এবং বেশি পরিমাণ পণ্য বিক্রি নিশ্চিত করা হয়।

ফেসবুক মার্কেটিং কত প্রকার?

ফেসবুক মার্কেটিং সাধারণত ২ প্রকারে হয়ে থাকে। আর তা হলো ফ্রি ফেসবুক মার্কের্টিং এবং পেইড ফেসবুক মার্কের্টিং। ব্যবসার ধরণ অনুযায়ী ফ্রি এবং পেইড ফেসবুক মার্কের্টিং ব্যবহার করা হয়।

ফেসবুক মার্কেটিং কোর্স

এতক্ষণ আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে ধারণা লাভ করলাম। এর পাশাপাশি ফেসবুক মার্কেটিং কোর্স এর মাধ্যমে হাতে কলমে আমরা ফেসবুক মার্কেটিং শিখতে পারি।

বেসিক ফেসবুক মার্কেটিং শেখার আগে আপনি ইউটিউব এ বিভিন্ন টিউটোরিয়াল থেকে ধারণা নিতে পারেন। তারপর যাচাই বাছাই করে যেকোন প্রতিষ্ঠানের ফেসবুক মার্কেটিং কোর্স এ ভর্তি হতে পারেন।

১৫ লক্ষ টাকা ঘুষ দিয়ে ৩০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে সমাজের লোকে বলে, "ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে।”ক...
01/02/2024

১৫ লক্ষ টাকা ঘুষ দিয়ে ৩০ হাজার টাকা উপার্জন করা ছেলেটাকে সমাজের লোকে বলে, "ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে।”

কিন্তু ৩ লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করার পর যে ছেলেটা ৩০ হাজার টাকা উপার্জন করে তাকে ঐ সমাজ বলে, “ছেলেটা এখনো নিজের পায়ে দাঁড়াতে পারলো না শেষ পর্যন্ত ...ব্যবসা"!

যে ছেলেটা তার উপার্জন শুরুই করে হারাম দিয়ে, সমাজ তাকে করে পুরস্কৃত। আর যে ছেলেটা তার উপার্জন শুরু করে হালাল দিয়ে, সমাজ তাকে করে তিরস্কার।

অর্থাৎ বর্তমান সমাজ হারামকে মূল্যায়ন করে, হালালকে নয়।

অথচ "ইবাদত কবুলের পূর্ব শর্তই হল হালাল উপার্জন"।

Address

Morichya
Cox's Bazar

Telephone

+8801824494014

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Malek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdul Malek:

Share