Voice of Eidgaon- ভয়েস অফ ঈদগাঁও

Voice of Eidgaon- ভয়েস অফ ঈদগাঁও শতভাগ সত্যতার নিশ্চয়তা মাদক নয়, স্বপ্নের ভবিষ্যৎ গড়তে চাই ক্রিকেটে

01/11/2025

কক্সবাজার ম্যারাথন ২০২৫-
কক্সবাজার থেকে চৌফলন্ডী হয়ে ঈদগাঁও, খানবীচ, ইসলামপুর পর্যন্ত দীর্ঘ ৪৪ কিলোমিটার পথজুড়ে এক অনন্য দৌড় উৎসব!

দেশি-বিদেশি ১৪০০ দৌড়বিদ অংশগ্রহন করেন এই আয়োজনে

29/10/2025

মক্কায় হাজীদের সামনে হঠাৎ এক বিল্ডিং ধসে পড়ে!
হাজিরা অনেক ভয় পেয়েছে..!!

মক্কা ইব্রাহিম খলিল রোড দিয়ে যখন, হাজীরা আসরের নামাজ পড়তে যায়,

হঠাৎ করে তখন রাস্তার পাশের একটা বিল্ডিং ধসে পড়ে।
আল্লাহ পাক সকলকে হেফাজত করুক আমিন

28/10/2025

Eidgaon Thana Coxsbazar এর নতুন অ‌ফিসার নোমা‌নের বি‌রো‌দ্ধে পথচারী‌কে মারধর‌ে‌র অ‌ভি‌যোগ।

আমার প্রশ্নঃ টমটম চালক ফ‌রিদ য‌দি মাদক ব‌্যবসা‌য়ি হয় বা মাদক সেবী হয় তার প্রমান পে‌লে নিয়ম হি‌সে‌বে রা‌তের টহল ডিউটি‌তে থাকা অ‌ভিযুক্ত এসআই নোমান ফ‌রি‌দের বি‌রো‌দ্ধে আইননুগত ব‌্যবস্থা গ্রহন কর‌তে পার‌ত! কিন্তু ও‌নি তা না ক‌রে ফ‌রি‌দের গা‌য়ে হাত তোলাটা কতটা যু‌ক্তি সম্পন্ন?

27/10/2025

মহেশখালীতে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক ওমর ফারুককে গণপিটুনি দেওয়া হয়েছে। আজ (শনিবার) দুপুরে শাপলাপুর ইউনিয়নের ষাইটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

26/10/2025

এত মানুষ থাকার পরেও মহিলাটারে বাঁচাতে পারল না।
তবে শেষের বিচারটা প্রথমে করা উচিত ছিল। যাতে করে মেয়েটা আঘাত প্রাপ্ত হতো না।

ইঞ্জিনিয়ার মোঃ শহিদুজ্জামান যে বার্তা দিয়েছেন:--কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাও) আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী হিসেব...
26/10/2025

ইঞ্জিনিয়ার মোঃ শহিদুজ্জামান যে বার্তা দিয়েছেন:--
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাও) আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে আহ্বান জানিয়েছেন।

প্রিয় কক্সবাজারবাসী,
আসসালামু আলাইকুম।

আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য হিসেবে আপনাদের সেবা করার সুযোগ পেয়েছিলাম। বর্তমানে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—আপনাদের দোয়া ও আস্থাই আমাকে আজ এই অবস্থানে পৌঁছে দিয়েছে। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ-এর প্রতি।

কক্সবাজারের ৪টি আসনসহ চট্টগ্রাম বিভাগের ১৬টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার্চুয়াল মতবিনিময় সভায় হাইকমান্ডের সংক্ষিপ্ত তালিকায় আমাকেও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাও) আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে আহ্বান জানিয়েছেন।

আমি আবারও আমার প্রাণপ্রিয় কক্সবাজারবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি—আল্লাহ যেন আমাকে পুনরায় আপনাদের সেবা করার সুযোগ দান করেন।

আপনাদের ভালোবাসাই আমার শক্তি, আপনাদের দোয়াই আমার প্রেরণা।

সৌদি আরবে ৫০ বছরের কাফালা পদ্ধতি বাতিল: প্রবাসী শ্রমিকদের স্বাধীনতার নতুন দিগন্ত উন্মোচিতরিয়াদ, ১৯ অক্টোবর ২০২৫ : সৌদি ...
20/10/2025

সৌদি আরবে ৫০ বছরের কাফালা পদ্ধতি বাতিল: প্রবাসী শ্রমিকদের স্বাধীনতার নতুন দিগন্ত উন্মোচিত

রিয়াদ, ১৯ অক্টোবর ২০২৫ : সৌদি আরবের ঐতিহ্যবাহী শ্রম ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে। প্রায় ৫০ বছর ধরে চলা 'কাফালা' বা পৃষ্ঠপোষকতা পদ্ধতি আজ থেকে সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হয়েছে। এর ফলে দেশের প্রায় ১ কোটি ৩০ লাখ বিদেশি শ্রমিক সরাসরি উপকৃত হবেন, যারা এখন থেকে চাকরি পরিবর্তন, দেশ ত্যাগ এবং ভিসা নবায়নের মতো সিদ্ধান্তগুলো নিজেদের ইচ্ছানুসারে নিতে পারবেন। এই নতুন চুক্তিভিত্তিক কর্মসংস্থান মডেলটি সৌদি শ্রম মন্ত্রকের মাধ্যমে জারি করা হয়েছে, যা 'ভিশন ২০৩০' কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

কাফালা পদ্ধতি, যা ১৯৭০-এর দশক থেকে সৌদি আরবের অর্থনীতির মূল চালিকাশক্তি বিদেশি শ্রমিকদের উপর নির্ভরশীলতার প্রতীক ছিল, শ্রমিকদের নিয়োগকর্তাদের উপর সম্পূর্ণ নির্ভরশীল করে রেখেছিল। এই ব্যবস্থায় শ্রমিকরা চাকরি ছাড়তে বা দেশ ছাড়তে চাইলে নিয়োগকর্তার অনুমতি ছাড়া কোনো উপায় ছিল না, যা প্রায়শই শোষণ, মজুরি অবহেলা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক সংস্থা যেমন আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এবং হিউম্যান রাইটস ওয়াচ বারবার এই পদ্ধতির সমালোচনা করে এসেছে।

নতুন মডেলে, শ্রমিক-নিয়োগকর্তার সম্পর্ক চুক্তিভিত্তিক হবে, যেখানে শ্রমিকরা নিজেরাই ভিসা নবায়ন করতে পারবেন এবং চাকরি পরিবর্তনের জন্য শুধুমাত্র ৬০ দিনের নোটিস দিলেই যথেষ্ট। সৌদি শ্রম মন্ত্রী আহমেদ আল-রাজহি বলেন, "এই সংস্কারটি আমাদের অর্থনীতিকে আরও স্বচ্ছ এবং ন্যায়ভিত্তিক করে তুলবে। বিদেশি শ্রমিকরা এখন সৌদি আরবের অর্থনৈতিক উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করবেন, শোষিত শ্রমশক্তি নয়।" এই পরিবর্তনের ফলে দেশের নির্মাণ, তেলশিল্প এবং পরিষেবা খাতে কাজ করা লক্ষ লক্ষ শ্রমিকের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

সৌদি আরবের মোট জনসংখ্যার প্রায় ৩৮ শতাংশ বিদেশি শ্রমিক, যাদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং মিশর থেকে আগতরা সংখ্যাগরিষ্ঠ। এই সংস্কারটি বিশেষ করে দক্ষিণ এশীয় দেশগুলোর শ্রমিকদের জন্য স্বাগতম, যারা বছরে লক্ষ লক্ষ ডলার রেমিট্যান্স পাঠিয়ে তাদের দেশের অর্থনীতিকে সমর্থন করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, "এটি আমাদের ২০ লক্ষেরও বেশি কাজকর্মশীল নাগরিকের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। আমরা সৌদি কর্তৃপক্ষের সাথে সহযোগিতা বাড়িয়ে এই সুবিধাগুলো নিশ্চিত করব।"

যদিও এই সংস্কারটি প্রশংসিত হলেও, বিশেষজ্ঞরা সতর্কতা জারি করেছেন যে বাস্তবায়নের সময় নিয়োগকর্তাদের মধ্যে সচেতনতা বাড়ানো এবং শ্রমিকদের অধিকার রক্ষার জন্য কঠোর নজরদারি প্রয়োজন। আগামী মাসগুলোতে সরকারি অ্যাপ এবং অনলাইন পোর্টালের মাধ্যমে এই নতুন ব্যবস্থা চালু করা হবে। এই পরিবর্তন সৌদি আরবকে মধ্যপ্রাচ্যের শ্রম-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার পথে এক মাইলফলক।

20/10/2025

তাজিয়া মিছিলে স্বাগতম

20/10/2025

হোয়াইক্যং নয়াপাড়ায় সড়ক দূ'র্ঘ'ট'নার সিসিটিভি ফুটেজ, দোষটা কার???

19/10/2025

ঈদগাঁও বাজার থেকে মোবাইল চুরি করলো,, কেউ চিনে থাকলে পরিচয় দিন প্লিজ প্লিজ
゚viralシviralシfypシ゚viralシalシ

18/10/2025

ভাই! জিতছোস তুই 🙄

আর আবিয়াতারা কি করবে...

17/10/2025

মুখে বি'ড়ি নিয়ে পুলিশের গাড়িতে হাম'লা করছেন! আপনি কতটা সভ্য?? আশা করেন সভ্য আচরন!

Address

Cox's Bazar
4741

Telephone

+8801868242410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Eidgaon- ভয়েস অফ ঈদগাঁও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Eidgaon- ভয়েস অফ ঈদগাঁও:

Share

Category