From WAHID

From WAHID Looking For Fun__? You're Welcome.

16/08/2025

যদি শেখ মুজিব সম্মানযোগ্য হন,
তবে মীর জাফরও সম্মানের দাবিদার

শেখ মুজিবকে যদি সম্মান দিতে হয়, তবে মীর জাফরকেও সম্মান দিতে হবে” — এই কথাটি বলেছেন পিনাকী ভট্টাচার্য।

একটি জাতির জনককে মীর জাফরের সাথে তুলনা করা শুধু ইতিহাস বিকৃতি নয়, এটি জাতীয়তাবাদ ও স্বাধীনতা সংগ্রামের প্রতি চরম অসম্মান।

এই ভিডিওতে বিশ্লেষণ করা হয়েছে পিনাকীর বক্তব্যের প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং এর বিপরীতে জনসাধারণ ও ইতিহাসবিদদের প্রতিক্রিয়া।

📌 এই ভিডিওটি দেখুন এবং মতামত জানান – সত্য ও ইতিহাসকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

🔔 Page Follow করুন ইতিহাস ও সমাজবিষয়ক আরো বিশ্লেষণ পেতে।

#পিনাকীভট্টাচার্য

#বিতর্কিতবক্তব্য

#মুজিবকে_অসম্মান




#বঙ্গবন্ধু
#জাতিরজনক


#রাজনৈতিকবিতর্ক








#জাতির_অসম্মান


"ও ভালো মানুষ ছিল, দোষ আমারই।"— বুকে সন্তানকে জড়িয়ে রেখে এভাবেই নিজের স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলেন স্বামী। গাজীপুরে...
10/08/2025

"ও ভালো মানুষ ছিল, দোষ আমারই।"— বুকে সন্তানকে জড়িয়ে রেখে এভাবেই নিজের স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলেন স্বামী। গাজীপুরের এই ঘটনায় দুটি জীবন শেষ হয়ে গেল, আর অনাথ হলো দুটি নিষ্পাপ শিশু।

গাজীপুরের কাশিমপুরে এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরকীয়ার সন্দেহে নিজের স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার পর দুই মাসের শিশুসন্তানকে বুকে নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক ব্যক্তি। হত্যার পর তিনি নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।
মহনা টেলিভিশনের এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, অভিযুক্ত স্বামী অবুঝ শিশুটিকে বুকে জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে তার অপরাধের কথা স্বীকার করছেন। ঘরের বিছানায় তার স্ত্রীর নিথর দেহ পড়ে ছিল এবং পাশে তাদের দুই বছর বয়সী আরেকটি সন্তানকেও হতবিহ্বল অবস্থায় দেখা যায়।
সাংবাদিকের প্রশ্নের উত্তরে অভিযুক্ত স্বামী জানান, তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত ছিলেন, যা তিনি মেনে নিতে পারেননি। ক্ষোভের বশে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেন। তবে পরক্ষণেই তিনি বলতে থাকেন, "আমার স্ত্রী ভালো মানুষ ছিল, তার কোনো দোষ নেই। সব দোষ আমার। আমার যেন ফাঁসি হয়।" কথা বলার সময় তার মধ্যে অনুশোচনা, ক্ষোভ এবং মানসিক যন্ত্রণার এক মিশ্র অভিব্যক্তি ফুটে ওঠে।
খবর পেয়ে কাশিমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামীকে আটক করে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মা-হারা দুটি নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

We are not Horse's--We are HUMAN 🥹
11/07/2025

We are not Horse's--We are HUMAN 🥹

04/03/2024

29 and twenty ten 😂 আসলে উনি American English Follow করেন 😂

03/03/2024

সবাই তার দিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাপোর্ট ছুঁড়ে মারেন

Address

Sonai Chori
Cox's Bazar
4750

Website

Alerts

Be the first to know and let us send you an email when From WAHID posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to From WAHID:

Share