15/10/2023
                                            নমস্কার, 
আমি মলি কাণ্জ্ঞিলাল। আমি একজন গৃহিণী সেই সাথে একজন মা। আমার দুই ছেলে মেয়ে। দুই ছেলে মেয়ে আর সংসার সামলিয়ে আমার বাইরে কাজ করতে যাওয়া সম্ভব হয় না। অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিলো যে আমি যদি ঘরে বসে কোন কাজ করতে পারতাম। বর্তমানে আমি একজন ডিজিটাল মার্কেটার। আমি ফেইসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ক্যানভা ডিজাইন, ভিডিও এডিটিং, এম এস ওয়ার্ড, এম এস এ্যাক্সেল এইরকম আরো কিছু কাজ করছি।                                        
 
                                         
   
   
   
   
     
   
   
  