
26/02/2025
এদের টোটাল বিজনেস এন্ড সাপ্লাই চেইন ডিটেক্ট করা জরুরী। গোটা চক্রকে আইনের আওতায় আনা দরকার।
আজকের এই অভিযানের জন্য প্রশাসনকে ধন্যবাদ। আশা করি আরো সুখবর মিলবে।
নগদ ১০ লাখ ৬৮ হাজার টাকা এবং ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আজ ২৬ ফেব্রুয়ারি পুলিশের সহায়তায় RAB কতৃক গ্রেপ্তার হওয়া সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের চাঁদের পাড়ার মৃত আলিমুল্লাহর মেয়ে নুর নাহার (৬২) এবং টেকনাফ উপজেলার হোয়াইকং এলাকার মৃত আব্দুর রহমানের মেয়ে রোকিয়া বিবি (২১) নিশ্চয় বড় বাবা কোম্পানীর ধুরন্ধর সাপ্লায়ার।
তাদের কল লিস্ট চেক করে, হিস্ট্রি বের করে, উপযুক্ত তদন্ত করে এ অঞ্চলের ইয়াবা বাহিনীর মূলোৎপাটন জরুরী।
আশা করি সাতকানিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ ইন্সপেক্টর জাহেদুল ইসলাম মহোদয় তা পারবেন।