
18/04/2025
ভালোবাসা হারিয়ে যায়নি, বরং রং হারিয়েছে। যেমন গোধূলির সূর্যাস্ত, যেখানে আলো থাকে কিন্তু তার রঙ আর স্পষ্ট হয় না। সেই সময়, চোখের জল বাষ্প হয়ে মিশে যায় নিঃশব্দ রাতে, আর হৃদয়ের কান্না নিভৃতে থেকে যায়।
-আল মাহফুজ