22/11/2025
⭐ বারবার ভূমিকম্প কি কিয়ামতের আলামত?—একটি সুস্পষ্ট আলোচনা
দিন দিন পৃথিবীতে ভূমিকম্পের পরিমাণ বাড়ছে। ইসলামি দৃষ্টিতে ভূমিকম্প শুধু একটি বৈজ্ঞানিক ঘটনা নয়; বরং আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন, সতর্কবার্তা এবং কিয়ামতের আলামতগুলোর একটি।
🔶 ভূমিকম্প—কুরআনের আলোকে
আল্লাহ তাআলা বলেন—
“আমি ভয় দেখানোর জন্যই নিদর্শনসমূহ পাঠাই।”
(সূরা ইসরা: ৫৯)
অর্থাৎ আল্লাহ মাঝে মাঝে এমন ঘটনা ঘটান, যাতে মানুষ গুনাহ থেকে ফিরে আসে এবং তাঁর দিকে মনোযোগ দেয়।
আর কিয়ামতের বৃহৎ ভূকম্পনের বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন—
“হে মানবজাতি! তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প হবে ভীষণ ভয়াবহ…”
(সূরা হজ: ১–২)
এ আয়াতে কিয়ামতের সময়ের ভয়ংকর কম্পনের কথা বলা হয়েছে।
---
🔶 হাদিসে ভূমিকম্প ও কিয়ামতের সম্পর্ক
১. কিয়ামতের আগে ভূমিকম্প বৃদ্ধি পাবে
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত:
রাসুলুল্লাহ ﷺ বলেছেন—
“কিয়ামত আসবে না, যতক্ষণ না ইলম উঠিয়ে নেওয়া হবে, ভূমিকম্প বেড়ে যাবে, ফিতনা ছড়িয়ে পড়বে এবং খুনখারাবি বৃদ্ধি পাবে।”
(বুখারি, হাদিস ৯৭৯)
অর্থাৎ ভূমিকম্পের ঘনঘটা শেষ যুগের অন্যতম আলামত।
---
২. পাপাচার ও অনাচার বাড়লে বিপর্যয় আসে
রাসুল ﷺ আরও বলেছেন—
“যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, গান-বাজনা ও মদপানে সয়লাব হবে, তখন তারা ভূমিকম্প, ধ্বংস ও পাথরবর্ষণের মুখোমুখি হবে।”
(তিরমিজি, হাদিস ২২১২)
অর্থাৎ সমাজে ব্যাপক গুনাহ ছড়িয়ে গেলে আল্লাহ বিভিন্ন বিপদ দ্বারা সতর্ক করেন।
---
৩. শেষ যুগের আরো কিছু আলামত
আরেক হাদিসে রাসুল ﷺ বলেছেন—
অবৈধ সম্পদ বাড়বে
মায়ের অবাধ্যতা বাড়বে
খারাপ লোকেরা নেতা হবে
মসজিদে শোরগোল হবে
গায়িকা, বাদ্যযন্ত্র ও মদপান বৃদ্ধি পাবে
এরপর
“একটি প্রবল বাতাস ও ভূমিকম্প হবে, যা ভূমিকে তলিয়ে দেবে।”
(তিরমিজি, হাদিস ১৪৪৭)