EidgahNews.Com - ঈদগাঁও নিউজ

EidgahNews.Com - ঈদগাঁও নিউজ প্রতি মুহূর্তে ঈদগাঁওকে জানতে আমাদের সাথে থাকুন।

রামুতে ৩ কোটি ৪২ লক্ষ টাকার ইয়াবা সহ তিন নারী আটকমোঃ রেজাউল করিম। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল লেঃ কর্নেল কাজী মাহতাব...
24/07/2025

রামুতে ৩ কোটি ৪২ লক্ষ টাকার ইয়াবা সহ তিন নারী আটক
মোঃ রেজাউল করিম। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টের একটি বিশেষ টহলদল কর্তৃক গোয়ালিয়া নামক স্থানে একটি সন্দেহজনক সিএনজি আটক করা হয়। যাত্রী (ক) সাবেকুন নাহার, স্বামী- সাকের আহম্মেদ, (খ) আমিনা আক্তার, স্বামী- খায়রুল বাশার, (গ) সুমাইয়া আক্তার, স্বামী- এবাদুল্লাহ সকলের ঠিকানা গ্রাম- পশ্চিম রংগী খালী দক্ষিণ হ্নীলা, ডাকঘর- হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে তাদের শরীরের সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩ কোটি ৪২ লক্ষ্য টাকা মূল্যের ১ লক্ষ ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মাল্টিপারপাস সেড এর নাম “শহীদ হুমায়ুন কবীর মাল্টিপারপাস সেড নামকরণ   মো: রেজাউল করিম,  রা...
24/07/2025

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মাল্টিপারপাস সেড এর নাম “শহীদ হুমায়ুন কবীর মাল্টিপারপাস সেড নামকরণ
মো: রেজাউল করিম, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মাল্টিপারপাস সেড এর নাম “শহীদ হুমায়ুন কবীর মাল্টিপারপাস সেড” নামকরণ করা হয়েছে। আজ নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিজিয়ন সদর দপ্তর, কক্সবাজার এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান।
এছাড়াও শহীদ মেজর হুমায়ুন কবীর সরকারের জ্যেষ্ঠ পুত্র ক্যাপ্টেন (অবঃ) সাদাফ আবরার রাইয়ান, কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদসহ রামু ব্যাটালিয়ন এবং সেক্টর সদর দপ্তর, রামুর সকল কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ,গত ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে সংঘঠিত বিডিআর সদস্যদের বিদ্রোহে মেজর হুমায়ুন কবীর সরকার শাহাদাত বরণ করেন।

বাংলা একাডেমির ‘জুলাই গণঅভ্যুত্থানের কবিতা’ সংকলন নিয়ে সমালোচনার ঝড়বাংলা একাডেমির ‘জুলাই গণঅভ্যুত্থানের কবিতা’ সংকলন নিয়...
24/07/2025

বাংলা একাডেমির ‘জুলাই গণঅভ্যুত্থানের কবিতা’ সংকলন নিয়ে সমালোচনার ঝড়
বাংলা একাডেমির ‘জুলাই গণঅভ্যুত্থানের কবিতা’ সংকলন নিয়ে সমালোচনার ঝড়

‘বাংলা একাডেমি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এটি জনগণের টাকায় চলে। সম্প্রতি বাংলা একাডেমি ‘জুলাই গণঅভ্যুত্থানের কবিতা’ নামে যে সংকলনটি প্রকাশ পেয়েছে তাতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের কবি-লেখকদের বঞ্চিত করা হয়েছে।’

বাংলা একাডেমি ‘জুলাই গণঅভ্যুত্থানের কবিতা’ নামে একটি সংকলন প্রকাশ করেছে। সংকলনটির সূচিপত্র বুধবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর লেখক ও পাঠক মহলে সমালোচনার ঝড় উঠেছে।

প্রধান সম্পাদক মোহাম্মদ আজম এবং হাসান রোবায়েত ও রওশন আরা মুক্তার সম্পাদনায় প্রকাশিত সংকলনটিতে স্বৈরাচারের দোসরদের যুক্ত করা হয়েছে বলে সচেতন মহল অভিযোগ করেছেন। সূচিতে থাকা গুটিকয়েক লেখক বাদে অধিকাংশই আওয়ামী রাজনীতির সাথে যুক্ত অথবা সমর্থক বলে অভিযোগ উঠেছে। যারা ২০২৪ সালে জুলাই আন্দোলনকে নস্যাৎ করতে উঠেপড়ে লেগেছিল।

লেখক ও পাঠক মহল আরো অভিযোগ করছে, বাংলা একাডেমির মতো একটি প্রতিষ্ঠান থেকে যে মানের সংকলন প্রকাশ করেছে তাতে উপেক্ষা করা হয়েছে জুলাই আন্দোলনের মূলধারার কবিদের। একাডেমির মহাপরিচালক এবং সংকলনের সম্পাদকরা এই দায় এড়াতে পারেন না।

যদিও হাসান রোবায়েত কবিতা সংকলনের সম্পাদনার দায়িত্ব পেয়ে ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘বাংলা একাডেমি থেকে ২৪-এর গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে লেখা কবিতা নিয়ে খুব দ্রুতই একটি সংকলন হবে। সংকলনটির সম্পাদনার গুরু দায়িত্ব আমার কাঁধে অর্পিত হয়েছে। ২৪-এর অভ্যুত্থান নিয়ে কবিতা লিখেছেন এমন যে কেউ আপনার নজরে থাকলে কমেন্ট বক্সে নাম মেনশন করবেন প্লিজ। আমি তাদের কাছ থেকে কবিতা চেয়ে নেব। আর কেউ যদি সরাসরি আমার মেইলে কবিতা পাঠান অনেক কৃতজ্ঞ থাকব। এটা একটা জাতীয় কাজ। প্রত্যেরকেই আমাকে হেল্প করবেন প্লিজ। একটা ভালো কবিতাও যেন সংকলনে বাদ না যায় এটা নিশ্চিত করা আমার আমানত।’

কিন্তু তিনি তার ‘আমানত’ কতটুকু রাখতে পেরেছেন প্রশ্ন লেখক ও পাঠক মহলের!

এ ব্যাপারে জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘বাংলা একাডেমি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এটি জনগণের টাকায় চলে। সম্প্রতি বাংলা একাডেমি ‘জুলাই গণঅভ্যুত্থানের কবিতা’ নামে যে সংকলনটি প্রকাশ পেয়েছে তাতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের কবি-লেখকদের বঞ্চিত করা হয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমি দেখতে পেয়েছি, এ সংকলনটিতে স্বৈরাচারের দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে।’

তিনি বলেন, ‘এই সংকলনটি বাতিল করে নতুন করে আরেকটি সংকলন করা দরকার আর তার দায়িত্ব এমন একজনকে দেয়া দরকার যিনি কবিতার খোঁজখবর রাখেন ও জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করেন।’

জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ না করা এই সংকলনের প্রকাশের দায়ভার বাংলা একাডেমিকে নিতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

ক্ষোভ প্রকাশ করে জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা বাংলা একাডেমি মহাপরিচালকের উদ্দেশে বলেন, ‘সরকারি পয়সা নষ্ট করে জুলাই আন্দোলন এবং দেশের কবি সমাজকে নিয়ে এমন রসিকতার জবাব কিন্তু আপনাকেই দিতে হবে। প্রস্তুত হন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘এই সংকলনটির প্রথম কবিতাটি একজন চিহ্নিত ফ্যাসিস্টের দোসরের। যিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী।’

তিনি বলেন, ‘আগামী ২৭ জুলাই বাংলা একাডেমি ঘেরাও করা হবে এবং জুলাই চেতনার নামে স্বৈরাচার প্রতিষ্ঠার অপচেষ্টা প্রতিহত করা হবে।’

এ ব্যাপারে বাংলাদেশ একাডেমি কর্তৃপক্ষ ও সংকলনটির সম্পাদকদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, জাতীয়তাবাদী লেখক ফোরামের ব্যানারে জুলাই গণঅভ্যুত্থানের কবিতার নামে ফ্যাসিস্ট লালন ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে আগামী রোববার (২৭ জুলাই) লাল জুলাইয়ের কবিতা পাঠ ও বাংলা একাডেমি ঘেরাও কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

এ ছাড়াও, জুলাই আন্দোলনের পক্ষের লেখক-কবিরা বৃহস্পতিবার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সংকলনটি নিয়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ ব্যক্ত করেছেন।

অনলাইন সংবাদ।

সরকারি চাকরিজীবী কেউ আন্দোলনে জড়ালে বাধ্যতামূলক অবসরএফএনএস অনলাইন। সরকারি চাকরি আইন-২০১৮-এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জার...
24/07/2025

সরকারি চাকরিজীবী কেউ আন্দোলনে জড়ালে বাধ্যতামূলক অবসর
এফএনএস অনলাইন। সরকারি চাকরি আইন-২০১৮-এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী আন্দোলনে গেলে, অর্থাৎ নিয়ম লঙ্ঘন করে একজন আরেকজনকে কাজ থেকে বিরত রাখলে, বাধ্যতামূলক অবসরসহ চাকরি থেকে বরখাস্ত করা যাবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাসস।

নতুন সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী কোনো সরকারি কর্মচারী আন্দোলনে গেলে, অর্থাৎ নিজে নিয়ম লঙ্ঘন করে একজন সরকারি কর্মচারী আরেকজন সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা তাকে তার কাজ থেকে বিরত রাখলে, তাকে বাধ্যতামূলক অবসরসহ চাকরি থেকে বরখাস্ত করা যাবে।

সাধারণত সরকারি কর্মচারীরা নিজেরা কোন আন্দোলন করলে নিজেও কাজ থেকে বিরত থাকে এবং অন্যজনকেও কাজ থেকে বিরত থাকার জন্য ‘প্রেসার ক্রিয়েট’ করে।

অধ্যাদেশে সরাসরি আন্দোলনের কথা বলা না হলেও যেভাবে ইঙ্গিত করা হয়েছে, তাতে আন্দোলনকে বুঝায় বলে আইনজীবীদের অভিমত।

সরকারি চাকরি আইন, ২০১৮ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ জারি করা এই অধ্যাদেশ সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হবে।

নতুন অধ্যাদেশের ৩৭ এর (গ) তে বলা হয়েছে, যে কোনো সরকারি কর্মচারীকে তাহার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে তা হবে সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ এবং তজ্জন্য তিনি উপ-ধারা (২) এ বর্ণিত যেকোনো দণ্ডে দণ্ডনীয় হবেন।

আর উপ-ধারা (২) এ বলা হয়েছে, (২) উপ-ধারা (১) এ উল্লিখিত কোনো কর্মের জন্য কোনো সরকারি কর্মচারীকে নিম্নবর্ণিত যেকোনো দণ্ড প্রদান করা যাবে, যথা:- (ক) নিম্নপদ বা নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ; (খ) বাধ্যতামূলক অবসর প্রদান; এবং (গ) চাকরি হতে বরখাস্ত।

অধ্যাদেশে বলা হয়, যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয় এবং যেহেতু সংসদ ভেঙে যাওয়া অবস্থায় আছে এবং রাষ্ট্রপতির নিকট তা সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান আছে; সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন। এটা অবিলম্বে কার্যকর হবে।

সংশোধিত অধ্যাদেশে বলা হয়েছে, ২০১৮ সনের ৫৭ নং আইনের ধারা ৩৭ক এর সংশোধন। সরকারি চাকরি আইন, ২০১৮ সনের ৫৭ নং আইনের এর ধারা ৩৭ক এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৩৭ক প্রতিস্থাপিত হবে।

৩৭(ক) তে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান। (১) এই আইন বা এই আইনের অধীন প্রণীত বিধিমালায় যা কিছুই থাকুক না কেন, যদি কোনো সরকারি কর্মচারী (ক) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেন, আইনসংগত কারণ ছাড়া সরকারের কোনো আদেশ, পরিপত্র এবং নির্দেশ অমান্য করেন বা তা বাস্তবায়ন বাধাগ্রস্ত করেন বা এই সকল কার্যে অন্য কোনো সরকারি কর্মচারীকে প্ররোচিত করেন, অথবা (খ) ছুটি বা যুক্তিসংগত কোনো কারণ ব্যতীত অন্যান্য কর্মচারীদের সহিত সমবেতভাবে নিজ কর্ম হইতে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন, অথবা (গ) যেকোনো সরকারি কর্মচারীকে তাহার কর্মে উপস্থিত হইতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে তা হবে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ এবং তজ্জন্য তিনি উপ-ধারা (২) এ বর্ণিত যেকোনো দণ্ডে দণ্ডনীয় হবেন।

অধ্যাদেশের ৩ এ বলা হয়েছে, (৩) যেক্ষেত্রে কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে উপ-ধারা (১) এ বর্ণিত কোনো অসদাচরণের জন্য কার্যধারা গ্রহণ করা হয়, সেক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ অথবা এতদুদ্দেশ্যে তৎকর্তৃক, সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, অভিযোগ গঠন করবেন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মচারীকে, অতঃপর অভিযুক্ত ব্যক্তি বলে অভিহিত, কেন এই ধারার অধীন দোষী সাব্যস্তপূর্বক দণ্ড আরোপ করা হবে না এই মর্মে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে যথাযথভাবে কারণ দর্শাইবার নোটিশ প্রদান করবেন এবং অভিযুক্ত ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে শুনানি করতে ইচ্ছুক কি-না ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি তাও উক্ত নোটিশে উল্লেখ করবেন।

অধ্যাদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। তবে এইরূপ ক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত কর্মচারী দণ্ড আরোপের আদেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে ধারা ৩৬ অনুযায়ী উক্ত আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) জন্য রাষ্ট্রপতির নিকট আবেদন করতে পারবেন এবং রাষ্ট্রপতি যেরূপ উপযুক্ত মনে করবেন, সেইরূপ আদেশ প্রদান করবেন।

অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, অধ্যাদেশের (১২) উপ-ধারা (১০) ও (১১) এর অধীন, যথাক্রমে, আপিল ও রিভিউ এ প্রদত্ত আদেশ চূড়ান্ত বলে গণ্য হবে।

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী দুদক কর্মকর্তাকে প্রত্যাহারআওয়ামী লীগ সরকার আমলে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দ...
24/07/2025

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী দুদক কর্মকর্তাকে প্রত্যাহার
আওয়ামী লীগ সরকার আমলে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) করা মামলার বাদী গুলশান আনোয়ার প্রধানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয় থেকে পিরোজপুরে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে।

ওই আদেশে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক (গোয়েন্দা ইউনিট) মো. রাশেদুল ইসলামকে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক হিসেবে দায়িত্বগ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

দুদকের এই আদেশে কমিশনের ৬ জন উপপরিচালককে বিভিন্ন এলাকায় বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৭ জুলাই তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

শেখ মুজিবুর রহমানকে ‘বাঙালির প্রথম রাষ্ট্রের স্রষ্টা’ দাবি করা দুদক কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধানকে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে বদলির পর সর্বপ্রথম একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হলে সরকারের বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। একই ভাবে তাকে কক্সবাজার থেকে প্রত্যাহার করার জন্য স্থানীয় ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর দাবি উঠে। অবশেষে বৃহস্পতিবার তাকে কক্সবাজার থেকে প্রত্যাহার করে পিরোজপুরে বদলি করা হয়েছে। ইতঃপূর্বে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তাকে দুদকের প্রধান কার্যালয় থেকে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছিল।

কক্সবাজারে উপ-পরিচালক হিসেবে বদলি হয়ে আসার সাড়ে ৫ মাসের মাথায় তাকে প্রত্যাহার করা হলো। দুদক সূত্র দাবি করে, গুলশান আনোয়ার প্রধানকে ‘শাস্তিমূলক’ বদলি হিসেবে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এই গুলশান আনোয়ার প্রধান দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে উপপরিচালক (মানিলন্ডারিং) থাকাকালে ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে শুধু মামলাই করেননি, তিনি ড. ইউনুসসহ গ্রামীণ টেলিকমের ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিটও দিয়েছিলেন। ২০২৩ সালের ৩০ মে উপ-পরিচালক হিসেবে মামলাটি করেছিলেন তিনি।

যদিও চলতি বছরের ২৩ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের এক রায়ে ওই মামলাটি বাতিল হয়ে গেছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতি সর্বসম্মতিক্রমে মামলা বাতিলের এই রায় দেন।

ওই মামলায় দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ এনে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিলেন।

কক্সবাজার ডেস্ক।

24/07/2025
24/07/2025

"যে হাত দিয়ে নকশী কাঁথায় তুলত রঙ্গিন ফুল
সে হাত দিয়ে পাথর ভাঙ্গে পাইনা তবু কূল"।
ফকির আলমগীরের এ গানটি গেয়েছেন
ঈদগাঁওর শিল্পী কুতুব উদ্দিন চৌধুরী

24/07/2025

ভূপেন হাজারিকার বিখ্যাত গান গাইছেন
ঈদগাঁওর পরিচিত কুতুব মামু

বিচারপতি খায়রুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ফখরুলেরসাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির ...
24/07/2025

বিচারপতি খায়রুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ফখরুলের
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তাকে দেশের সবচেয়ে বড় শত্রু আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তার দেয়া রায় রাষ্ট্রবিরোধী। বিলম্ব হলেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়ায় ধন্যবাদ জানান মির্জা ফখরুল।

এ সময় শিশু একাডেমি স্থানান্তরে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেন, শিশু একাডেমির ভবন ভেঙে ফেলা হলে তা শিশুদের মেধা ও মনন বিকাশে বাধা হয়ে দাঁড়াবে।

এর আগে উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত তিন শিশুর কবর জিয়ারত করেন মির্জা ফখরুল।

জাতীয় ডেস্ক।

মাইলস্টোনের দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননার সিদ্ধান্তমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক মেহরিন চৌধুরী ও মাসুকা ...
24/07/2025

মাইলস্টোনের দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননার সিদ্ধান্ত
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক মেহরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত হন এই দুই ২ শিক্ষক।

বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে স্কুলের নিহত দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। এই সম্মাননার বিস্তারিত অতিদ্রুত নির্ধারণ করা হবে।

নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে শুক্রবার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে।

ঢাকা ডেস্ক।

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: আসিফ মাহমুদজাতীয়। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়ে...
24/07/2025

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: আসিফ মাহমুদ
জাতীয়। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিন

ওই পোস্টে তিনি লিখেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত ৪ টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।’

উল্লেখ্য, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়েছিল।

নতুন পে-কমিশন গঠন, চেয়ারম্যান জাকির আহমেদ খানআজ বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত...
24/07/2025

নতুন পে-কমিশন গঠন, চেয়ারম্যান জাকির আহমেদ খান
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

নতুন পে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নতুন গঠিত পে কমিশন ছয় মাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে।

ন্যাশনাল ডেস্ক।

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when EidgahNews.Com - ঈদগাঁও নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EidgahNews.Com - ঈদগাঁও নিউজ:

Share

EIDGAHNEWS.COM

Eidgahnews.com, is one of the leading online Bangla news portals, begun with commitment of fearless, investigative, informative and independent journalism delivers local, national, international, campus, sports, entertainment and others news 24 hours.