13/07/2025
বাহিরে অনেক বৃষ্টি হওয়ায় পিসির পাওয়ার কেবলটা বৃহস্পতিবার রাতে যাওয়ার সময় খুলে পিসির বক্সের ভিতর রেখে গেসিলাম গতকাল পিসি চালু না হওয়ায় সারাদিন মোটামোটি কর্ম বিরতিতে ছিলাম । কিন্তু আজকে সকালে অফিস এসে দেখি সবাই মিলে পাওয়ার কেবল খোঁজাখুঁজি করছে। আমিও মানবিক দিক বিবেচনা করে তাদের সাথে কাজে হাত লাগালাম। তবে কোন লাভ হয়নি। এমডি স্যার খুব হতাশ বিষয়টা নিয়ে। পাওয়ার কেবল না পাওয়া পর্যন্ত আপতত আমার ছুটি ঘোষনা করে দিয়েছে স্যার। এখন এই আনন্দে লান্স ব্রেকে যাচ্ছি। এসে আবার কেবলটা খুঁজে দেখব, অনেক কাজ জমে আছে।