Cox Headline

Cox Headline কক্সবাজারের প্রধান সব খবর, বিশ্লেষণ ও আপডেট — চোখ রাখুন, নির্ভূল তথ্য, নিরপেক্ষ সংবাদ "
👇
https://www.CoxHeadline.com কক্সবাজার উখিয়া উপজেলায়
(1)

07/11/2025

ভ*য়ংক+র মা*দ*কে*র স*ঙ্গে জ*ড়ি*য়ে গেল নিলা ইসরাফিল এর মেয়ে।

দ্রুত উদ্ধার করে দিন

মাইকে ছোট ভাইয়ের সঙ্গে মা*রা*মা*রি ঘোষণা বড় ভাইয়ের
07/11/2025

মাইকে ছোট ভাইয়ের সঙ্গে মা*রা*মা*রি ঘোষণা বড় ভাইয়ের

06/11/2025

আইডি কার্ড করতে গিয়ে রোহিঙ্গা স্বামী স্ত্রী আটক হয়ছেন সিরাজগঞ্জে

06/11/2025

পুরস্কার ঘোষণার পরেও অস্ত্র উদ্ধারে জনগণের সাড়া পাচ্ছে না পুলিশ: ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ

ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ; কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ, আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে ৪...
06/11/2025

ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ; কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ, আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে ৪৫ লাখ টাকা

ঢাকা, ৬ নভেম্বর ২০২৫: অতিসম্প্রতি মহল বিশেষের পক্ষ থেকে সংঘবদ্ধ অপপ্রচারে বলা হচ্ছে যে, জাতীয় ঐকমত্য কমিশন আপ্যায়ন বাবদ ৮৩ (তিরাশি) কোটি টাকা ব্যয় করেছে। এটি সবৈর্ব মিথ্যাচার।

স্পষ্টতই যেহেতু এটি একটি পরিকল্পিত প্রপাগান্ডা স্বাভাবিকভাবেই অপপ্রচারকারীরা এই বিষয়ে কমিশনের কোনো ভাষ্য সংগ্রহ করেনি এবং সংশ্লিষ্ট তথ্যের যথার্থতা যাচাইয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেনি।

অপপ্রচারকারীদের মিথ্যাচারের ফলে জনমনে যাতে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয় সেই লক্ষ্যে পরিষ্কারভাবে জানানো যাচ্ছে যে, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কার্যক্রম শুরু করার পর ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় ঐকমত্য কমিশনের সর্বমোট বাজেট ছিল ৭ কোটি ২৩ লাখ ৩১ হাজার ২৬ টাকা। এর বিপরীতে গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত কমিশনের ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৩১ হাজার ১ হাজার ১২৬ টাকা, যা বরাদ্দের ২৩ দশমিক ৪৬ শতাংশ। কমিশনের মোট বরাদ্দের মধ্যে আপ্যায়ন খাতে বরাদ্দ ছিল ৬৩ লাখ টাকা, যার মধ্যে ব্যয় হয়েছে ৪৫ লাখ ৭৭ হাজার ৬৮৫ টাকা।

কমিশনের এই আপ্যায়ন ব্যয়ের সিংহভাগ হয়েছে রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনার সময় এবং কমিশনের অন্যান্য বৈঠকের সময়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন ধাপের আলোচনাকালে প্রতিদিন কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলের প্রতিনিধি, তাদের সহযোগীগণ, সাংবাদিক তথা গণমাধ্যমকর্মী, কমিশনের কর্মকর্তা ও কর্মচারী এবং নিরাপত্তা কর্মীদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

প্রথম পর্যায়ে গত ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের ৪৪টি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সময়ে এই খাতে মোট ব্যয় হয় ৪ লাখ ৯১ হাজার টাকা।

দ্বিতীয় পর্যায়ে ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ২৩টি সভা অনুষ্ঠিত হয়। এই সময় ব্যয় হয় ২৮ লাখ ৮৩ হাজার ১০০ টাকা। এই পর্বের বৈঠকগুলোতে রাজনৈতিক দলের প্রতিনিধিগণ ছাড়াও কশিনের কর্মকর্তা-কর্মচারীগণ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী, নিরাপত্তা কর্মী, ফরেন সার্ভিস একাডেমীর সাপোর্ট স্টাফদের আপ্যায়ন বাবদ গড়ে প্রতিদিনের ব্যয় ১ লাখ ২০ হাজার টাকার কম ছিল এবং এই সময় একাধিক দিনের বৈঠকগুলো সকাল থেকে রাত অবধি চলেছে এবং সে কারণে সকলের জন্য নাশতার পাশাপাশি দুপুরে এবং রাতে খাবারের আয়োজন করতে হয়েছিল।

তৃতীয় পর্যায়ের বৈঠক হয়েছে সাতটি, এতে ৩০টি দলের প্রতিনিধিরা অংশ নেন এবং এই পর্বের মোট ব্যয় ছিল ৭ লাখ ৮ হাজার ৬০০ টাকা।

এর বাইরে কমিশনের সভা হয়েছে ৫০টি, যার অনেকগুলো ছিল সাপ্তাহিক ছুটির দিনে এবং দিনব্যাপী। এই বাবদ মোট ব্যয় হয়েছে ১ লাখ ৫ হাজার ৫২০ টাকা।

রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক, নাগরিক সমাজ ও পেশাজীবীদের সঙ্গে বৈঠক, তিনটি সাংবাদিক সম্মেলন সবগুলো মিলে তেরোটি বৈঠকে ব্যয় হয়েছে ২ লাখ ৩৪০ টাকা।

বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক হয়েছে ১৩টি, তাতে আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে ৩০ হাজার ৯৬০ টাকা। উল্লেখ্য যে, বিশেষজ্ঞরা কোনো রকম ভাতা বা সম্মানী গ্রহণ করেন নাই।

এর বাইরে নয় মাসে অতিথি আপ্যায়নের জন্যে ব্যয় হয়েছে ২ লাখ টাকা। এসব অতিথিদের মধ্যে ছিলেন বিদেশি কূটনীতিবিদ, দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্পাদক, সাংবাদিক এবং অন্যান্যরা।

বর্ণিত বিস্তারিত হিসাব থেকে এটি স্পষ্ট যে, ৮৩ কোটি টাকা ব্যয়ের এই দাবি কেবল মিথ্যাচারই নয়, ঐকমত্য কমিশন এবং তাঁর কাজকে হেয় করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ ও পরিকল্পিত অপচেষ্টা মাত্র। কমিশনের মেয়াদকালে কমিশন অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছে যার প্রমাণ হচ্ছে প্রতিদিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর। সাংবাদিকরা সহজেই কমিশন কার্যালয়ে উপস্থিত হতে পেরেছেন, কমিশনের সহসভাপতি এবং সদস্যরা সবসময়ই গণমাধ্যমে তথ্য প্রদানে অকুণ্ঠিত থেকেছেন, নিয়মিতভাবে প্রেস ব্রিফিং করেছেন। তদুপরি বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সরাসরি টেলিভিশনে দিনব্যাপী প্রচারিত হয়েছে।

কমিশন আশা করে, যে অসাধু মহল অসৎ উদ্দেশ্যে এই প্রপাগান্ডা পরিচালনা করছেন তারা অবিলম্বে ভুল স্বীকার এবং ক্ষমা প্রার্থনা করবেন। কমিশন তাঁর মেয়াদকালে দায়িত্বশীল গণমাধ্যমের সহযোগিতা পেয়ে এসেছে এবং আশা করে সেই ধারা অব্যাহত রেখে গণমাধ্যমগুলো এই বিষয়ে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করবে।

06/11/2025

মেয়ে কে ফেরত চেয়ে নিলা ইসরাফিল লিখেছেন নিজের ফেইসবুক পোস্টে,,,,,,
পুলিশকে অনুরোধ আমার দুই সন্তান উদ্ধার করুন, তাদের জীবন এখন নেশাগ্রস্ত Nesha’র আর Moaz Ariff কাছে ভয়ংকর ঝুঁকিতে।
যত দ্রুত সম্ভব আমাকে নিশ্চিত করুন বাচ্চারা বেঁচে আছে কিনা। আমার দুই বাচ্চাকে এই নরক থেকে মুক্তির ব্যবস্থা করুন। যদি ওদের কিছু হয়ে যায়, পুরো বাংলাদেশ আপনাদেরকে ক্ষমা করবে না।
নীলা ইসরাফিল

টেকনাফের আলোচিত  ইউনুস হত্যাকাণ্ডে মামলা: প্রধান আসামী সংগঠনের সম্পাদক আলম। আসামি ৮ জন বিস্তারিত কমেন্টে পড়ুন
06/11/2025

টেকনাফের আলোচিত ইউনুস হত্যাকাণ্ডে মামলা: প্রধান আসামী সংগঠনের সম্পাদক আলম।
আসামি ৮ জন
বিস্তারিত কমেন্টে পড়ুন

06/11/2025

ক্যাম্পের চেকপোস্ট যদি ভালো হয়"আমাদের ও যাতায়াতের ভোগান্তি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম গফুর উদ্দিন চৌধুরী,,,

বনি আমিনের বিরুদ্ধে বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার নাম করে টাকা আত্মসাৎ এর গুরুত্বর অভিযোগ করেছেন তার মেয়ের জামাই,,,,,বিস্তারি...
06/11/2025

বনি আমিনের বিরুদ্ধে বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার নাম করে টাকা আত্মসাৎ এর গুরুত্বর অভিযোগ করেছেন তার মেয়ের জামাই,,,,,
বিস্তারিত ভিডিও দেখুন কমেন্টে


BBC News বাংলা NTV Ekushey Television - ETV Ekattor Ekhon TV

"উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা" সভাপতি জসিম আজাদ, সম্পাদক তানভীর শাহরিয়ার |প্রেস বিজ্ঞপ্...
06/11/2025

"উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা" সভাপতি জসিম আজাদ, সম্পাদক তানভীর শাহরিয়ার |

প্রেস বিজ্ঞপ্তি : উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ক্লাবের কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আনছার হোসেন।

নির্বাচন কমিশনার বলেন, তফসিল মোতাবেক ১৩ পদের জন্য ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন; ফলে পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা বিকল্প প্রার্থী না থাকায়, বাকি ১৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সভাপতি পদে জসিম আজাদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তানভীর শাহরিয়ার। এ ছাড়া যথাক্রমে সহ-সভাপতি পদে রফিক মাহমুদ; যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সবুজ বড়ুয়া; সাংগঠনিক সম্পাদক পদে রিদুয়ানুল হক সোহাগ; অর্থ সম্পাদক পদে এইচ.কে রফিক উদ্দিন; দপ্তর সম্পাদক পদে আলাউদ্দিন; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হেলাল উদ্দিন; প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে রুহুল আমিন; ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে কনক বড়ুয়া এবং নির্বাহী সদস্য পদে শরীফ আজাদ, কালাম আজাদ ও জামাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন কমিশনার আনছার হোসেন বলেন, ঘোষিত তফসিল মোতাবেক ৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ৬ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়; এবং ১৩ পদে ১৩ জন প্রার্থী নিশ্চিত হওয়ায় আর নির্বাচন করার প্রয়োজন থাকে না।

তিনি বলেন, এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির অপর দুই সদস্য ইসলাম মাহমুদ, মোস্তফা সরওয়ার ও উখিয়া অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ওবায়দুল হক চৌধুরী।

গত ৩১ অক্টোবর উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বিগত কমিটির মেয়াদ শেষ হয়। এর পর দায়িত্ব পালন করে নির্বাচন কমিশন।

শিগগিরই নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণের মধ্য দিয়ে ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট সকলে।

উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা     #উখিয়া  #কক্সবাজার
06/11/2025

উখিয়া অনলাইন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা

#উখিয়া #কক্সবাজার

Address

Cox's Bazar

Website

http://www.CoxHeadline.com/

Alerts

Be the first to know and let us send you an email when Cox Headline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share