21/07/2025
যেসব নেতারা হাসপাতালে গিয়ে ভিড় জমাচ্ছেন তাদের বলছি হাসপাতাল কোনো রাজনৈতিক মঞ্চ না!
এটা শোডাউনের জায়গা না।
এই শহরের আকাশ এখনো ধোঁয়ায় ঢেকে আছে। বাতাসে পোড়া মাংসের গন্ধ ভেসে বেড়াচ্ছে। হাসপাতালের করিডোরে এখনও মায়েরা তাদের সন্তানকে খুজছে?
আপনারা নেতা হয়ে গেছেন ঠিকই, কিন্তু মানুষ হতে পারেননি। এই মুহূর্তে হাসপাতালে দরকার একজন রক্তদাতার, not রাজনৈতিক নেতার।
সন্তান খুঁজে ফেরা এক বাবার আর্তনাদ আপনি কোনোদিন বুঝবেন না, কারণ আপনার সন্তান তো প্রাইভেট ক্লিনিকে নিরাপদ!
শহরটা আগুনে পুড়ছে আর আপনি রাজনীতির শীতল ছায়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন? আপনাদের লজ্জা হয় না? হয় না বুকের ভেতর একটু জ্বালা?