08/01/2024
”ঠেস মেরে কথা বলা, কৌশলে দুটা কথা শুনিয়ে দেওয়া, আঘাত করে কথা বলা, অন্যকে ছোট দেখিয়ে নিজের পাণ্ডিত্য জাহির করা ত কিছু মানুষের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। এদের কাছ থেকে আঘাত পেয়ে প্রতিউত্তরে কিছু বলতে না পেরে আপনার হৃদয় যখন ক্ষত বিক্ষত হয়ে যায় ঠিক তখন চিন্তা করুন এটা আপনার মা বাবার দেয়া উত্তম শিক্ষার একটি যে তারা আপনাকে মানুষকে আঘাত করে কথা বলা শিখায় নাই। আর এ শিক্ষাটাই আপনার পরকালকে সহজ করে দিবে। '' ২ টা কথা আমি শুনাই দিসি'' ভেবে যারা শান্তির নিশ্বাস ছাড়ে পরকালেই এই নিশ্বাস ভারি হয়ে যাবে যতক্ষণ না কথা শুনে যাওয়া ব্যক্তি আপনাকে ক্ষমা না করে।"
সংগৃহীত