02/01/2024
কমল ভাইকে -
মার্কা নয় ব্যাক্তিও দেখবেন
চলার পথে বিগতকালে তার গুণাবলী কেমন ছিলো-
কেন ভোট দিবেন জানেন?
সে ক্ষমতা থাকাকালীন তার কাছে জামাত শিবির বিএনপির বলে আলাদা কোন পার্থক্য ছিলোনা সবাই ছিলো নিরাপদ,
কাউকে সে মামলা হামলা করেনি বিরোধী দলের বলে,
কোন জবরদখল করেছে এমন কোন রেকর্ড নেই,
সে একজন বেকার মানুষ তার আলাদা কোন ব্যাস্ত পেশা নেই,
তার কাজ হলো দিতে পারুক বা না পারুক মাঠে,ময়দানে সময় দেওয়া।
এক কথায় সবাই তার কাছে নিরাপদ এবং মানুষের কথা শুনে স্বান্তনা দেওয়ার যথেষ্ট সময় সুযোগ আছে,
এমন মানুষের হাতে নিশ্চয়ই আমরা দায়িত্ব দিবোনা যিনি মানুষের মাথায় হাত বুলিয়ে ভোট পেয়ে উড়াল দিবে আর খোঁজে পাবোনা।
আমার কথাগুলো ভেবে দেখবেন আমার শুভাকাঙ্ক্ষীরা অনুরোধ রইলো-
পরিশেষে ভোট নিজেও দিবেন
অন্যের ভোট ও চেয়ে নিবেন কেমন।