
01/08/2025
কখনো কখনো ছেড়ে যাওয়ার সাহস রাখতে হয়।
ক্ষমা করা উত্তম-তবে তাকে,যে সত্যিই মানুষ।
সবাই মানুষের অ ব য় বে জন্ম নেয়,
কিন্তু সবাই মানুষ হয় না।
বুঝে নিতে হয়-
কে ভুল করেছে অনিচ্ছায়,
আর কে জেনে-শুনে করেছে প্র তা র ণা।
ক্ষমা সেই পাবে,
যে নিজের অজান্তে ভুল করেছে।
আর যারা আবেগ নিয়ে খেলা করে,
তাদের ক্ষমা করার দরকার নেই।
মানুষের টিকে থাকার জন্য
শুধু নিঃশ্বাস নয়,
ভালোভাবে বাঁচার জন্য দরকার হয় মনেরও।
আর যে একবার মন ভে ঙে ছে-
তার থেকে দূরত্ব রাখাই শ্রেয়।