মায়াবতী

মায়াবতী *.Success is where preparation and opportunity meet

কখনো কখনো ছেড়ে যাওয়ার সাহস রাখতে হয়।ক্ষমা করা উত্তম-তবে তাকে,যে সত্যিই মানুষ।সবাই মানুষের অ ব য় বে জন্ম নেয়,কিন্তু সবাই ...
01/08/2025

কখনো কখনো ছেড়ে যাওয়ার সাহস রাখতে হয়।
ক্ষমা করা উত্তম-তবে তাকে,যে সত্যিই মানুষ।

সবাই মানুষের অ ব য় বে জন্ম নেয়,
কিন্তু সবাই মানুষ হয় না।
বুঝে নিতে হয়-
কে ভুল করেছে অনিচ্ছায়,
আর কে জেনে-শুনে করেছে প্র তা র ণা।

ক্ষমা সেই পাবে,
যে নিজের অজান্তে ভুল করেছে।
আর যারা আবেগ নিয়ে খেলা করে,
তাদের ক্ষমা করার দরকার নেই।

মানুষের টিকে থাকার জন্য
শুধু নিঃশ্বাস নয়,
ভালোভাবে বাঁচার জন্য দরকার হয় মনেরও।
আর যে একবার মন ভে ঙে ছে-
তার থেকে দূরত্ব রাখাই শ্রেয়।

আয়নায় যে মানুষটিকে দেখতে পাই, তাকে আমি ঠ'কিয়েছি অসংখ্যবার। জোর করে অন্যদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি, মেনে নিতে বাধ্য করেছ...
28/07/2025

আয়নায় যে মানুষটিকে দেখতে পাই, তাকে আমি ঠ'কিয়েছি অসংখ্যবার। জোর করে অন্যদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি, মেনে নিতে বাধ্য করেছি। সেক্রিফাইস করতে বলেছি। অনেক সময় সে হাঁপিয়ে গেছে, অসহায় হয়ে আমার দিকে তাকিয়েছে, আমি বুঝি নি। তার কথা একবারও ভাবি নি, মেনে নেই নি।জগতের সমস্ত দুঃখ-কষ্ট যেন সে সইতে পারে, এটাই ভেবে এসেছি।আয়নায় ভেসে ওঠা প্রতিচ্ছবির সাথে আমি অনেক অন্যায় করেছি। দিনের পর দিন অন্যদের জন্য তাকে ক্লান্ত করে তুলেছি। তাকে বিশ্রাম দেই নি, যত্ন নিই নি। তার শখ-স্বপ্ন চাওয়া-পাওয়া সবকিছু ধূলিসাৎ করে দিয়েছি। অন্যদের সুখের জন্য তার সুখগুলোকে উড়িয়ে দিয়েছি।খুব ভয় হয় এখন! ওপারে তো সবকিছুর জবাবদিহি করতে হবে, সে কি আমাকে ক্ষমা করবে? না-কি সবার আগে সে-ই আমাকে আটকে ফেলবে? চিৎকার করে বলবে “তুমি আমার সাথে জু'লুম করেছো বার বার!”😅💔

😒😒
16/06/2025

😒😒

💔💔
16/06/2025

💔💔

05/06/2025

নয়নতারা

ছয়টা জিনিস যদি মেনে চলতে পারেন, মেন্টাল পিস আর ম্যাচুরিটি দুটোই বাড়বে। "6 Laws of Maturity" 1. সবকিছু সবাইরে বলবেন না।আপ...
05/06/2025

ছয়টা জিনিস যদি মেনে চলতে পারেন, মেন্টাল পিস আর ম্যাচুরিটি দুটোই বাড়বে। "6 Laws of Maturity"

1. সবকিছু সবাইরে বলবেন না।
আপনার গল্প সবার শুনতে ইচ্ছা করে না। এমনকি অনেকেই চায় আপনি ব্যর্থ হোন। তাই নিজেকে ফিল্টার করতে শিখেন।

2. বন্ধু ঠিকভাবে বাছাই করুন।
ভাল মানুষের সঙ্গে থাকলে নিজের মানসিকতা আপনা থেকেই উন্নতি হয়। বন্ধুরা আপনার ভবিষ্যৎ গড়ে, তাই বুদ্ধি খাটান।

3. কিছু আশা করবেন না, কিন্তু সবকিছুতে কৃতজ্ঞ থাকুন।
ছোট জিনিসগুলার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখেন। এতে আপনি একধরনের শান্তি পাবেন, যা অন্য কিছুতে সম্ভব না।

4. সেরা চেষ্টা করুন, আর প্রসেসে বিশ্বাস রাখুন।
পরিশ্রম করলে ভাগ্য ভালো হবেই। যে কাজ করছেন, সেটা মন দিয়ে করেন। ফল আসবেই।

5. নিজেকে কন্ট্রোল করুন, অন্যকে নয়।
আপনি অন্যকে কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু নিজের ইমোশন আর আচরণ কন্ট্রোল করাটা সত্যিকারের শক্তি।

6. রিয়্যাক্ট কম করেন।
আপনার রিয়্যাকশন যদি কেউ কন্ট্রোল করতে না পারে, তখন কেউ আপনাকে ম্যানিপুলেটও করতে পারবে না।

Collected

05/06/2025

💗💗

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when মায়াবতী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share