Kutubdianews24

Kutubdianews24 "কুতুবদিয়ার খবর, সবার আগে — নিরপেক্ষ, দ্রুত ও বিশ্বস্ত।"
(Kutubdia's voice, first and fast — unbiased, reliable, and responsive.)

30/07/2025

⁣কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার ৪নং কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন শফিউল আলম কুতুবী। "নতুন নেতৃত্বের হাত ধরে শুরু হলো নতুন পথচলা।"
"বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এলাকার জনপ্রিয় ও পরীক্ষিত এ জনপ্রতিনিধি।""তিনি বলেন, দায়িত্ব হচ্ছে আল্লাহর পক্ষ হতে এক গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব। সবাইকে নিয়ে সচ্ছতা ও সততার সাথে কাজ করতে চান তিনি।," সদস্য-সদস্যা, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।""নির্বাচনে পাঁচবার সফল এই জনপ্রতিনিধিকে আগামীতে চেয়ারম্যান হিসেবে দেখতে চান সাধারণ মানুষ।""শিক্ষিত, অভিজ্ঞ ও বিচক্ষণ এই মানুষটি জনগণের ভালোবাসায় এগিয়ে যাচ্ছেন নতুন দায়িত্বে।""কৈয়ারবিলের মানুষ এখন নতুন নতুন উদাহরণ তৈরির ⁣অপেক্ষায় —

29/07/2025

কুতুবদিয়ায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান!

৫০ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার পৌর যুবদল নেতাসহ আটক ৩টেলিগ্রাম ডেস্ক:উখিয়ায় অভিনব কৌশলে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে ল...
29/07/2025

৫০ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার পৌর যুবদল নেতাসহ আটক ৩

টেলিগ্রাম ডেস্ক:

উখিয়ায় অভিনব কৌশলে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার পৌর ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

রোববার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইয়াবা পাচারকারীরা তেলচালিত একটি প্রাইভেট কারে কৌশলে বসানো অতিরিক্ত গ্যাস সিলিন্ডারের ভেতরে ইয়াবাগুলো লুকিয়ে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার আভিযানিক টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে ইয়াবাসহ পাচারকারীদের আটক করে। এসময় ৫০ হাজার পিস ইয়াবা ও ওয়াইন রেড রঙের একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
আটককৃতরা হলেল, পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতেরবিল এলাকার বাসিন্দা রফিক উদ্দিনের পুত্র মামুনুর রশিদ (২৪), কক্সবাজার পৌরসভার পশ্চিম চৌধুরীপাড়া, সাবমেরিন ক্যাবল সড়ক, বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা নুরুল আবছারের পুত্র নুরুল ইসলাম (২৬) একই এলাকার নুরুল আবছারের আরেক পুত্র মো. কবির (২৩)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের পেছনের মূল হোতাদের শনাক্তের চেষ্টা চলছে।

কালিহাতীতে চাঁদাবাজ সাংবাদিকদের বিরুদ্ধে এলেঙ্গায় মানববন্ধনগৌরাঙ্গ বিশ্বাসবিশেষ প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এল...
27/07/2025

কালিহাতীতে চাঁদাবাজ সাংবাদিকদের বিরুদ্ধে এলেঙ্গায় মানববন্ধন

গৌরাঙ্গ বিশ্বাস
বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় দুইজন হলুদ সাংবাদিকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সাধারণ মানুষ। শরিফুল ইসলাম শরিফ ও সুমন ঘোষ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি এবং মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার (২৭ জুলাই) বিকেলে এলেঙ্গা সরকারী শামসুল হক ডিগ্রী কলেজ মোড়ে শতাধিক মানুষ ব্যানার হাতে জড়ো হয়ে প্রতিবাদ জানান। ব্যানারে লেখা ছিল: সন্ত্রাসী, চাঁদাবাজ কর্তৃক ইউটিউবার সাংবাদিক শরিফুল ও সুমন ঘোষের মিথ্যা সংবাদ প্রচার প্রচারণা বন্ধ সহ তাদেরকে সাংবাদিকতা থেকে বহিষ্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন।

এসময় উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আল-আমীন মিয়া, এলেঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহবায়ক টাঙ্গাইল জেলা সমন্বয়ক মেহেদী হাসান, মনিরুজ্জামান মনির সমন্বয়ক এলেঙ্গা শাখা, কবির হোসেন সদস্য সচিব সমন্বয়ক টাঙ্গাইল জেলা শাখা, কালিহাতী পৌর বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, বল্লা ইউনিয়ন যুবদলের সদস্য হাবিব মিয়া, এলেঙ্গা পৌর যুবদলের সদস্য মাছুদ রানা। আরোও উপস্থিত ছিলেন, যুবদল নেতা, মনির, সোহেল, রাসেল, মাছুদ, মান্নান, মানিক, ইমন, পিয়াল, আবির, আকাশ, সেন্টু মিয়া, হারুন, সাইফুল

মানববন্ধনে বক্তারা বলেন, শরিফুল ও সুমন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নামে মিথ্যা তথ্য দিয়ে ভিডিও প্রকাশ করছে। তারা সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপপ্রচার চালিয়ে এলাকাজুড়ে অশান্তি সৃষ্টি করছে।

তারা আরও দাবি করেন, যারা সংবাদকে পণ্য বানিয়ে মানুষের সম্মান নষ্ট করে, তারা সাংবাদিক নয়, তারা সমাজের জন্য হুমকি। এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও যুব সমাজ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনের আয়োজক কমিটি জানিয়েছে, এ প্রতিবাদ শুধু শুরু। যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

27/07/2025

সড়কটি এবার হয়তো আর টিকবে না!

https://youtu.be/iM0jSgsx8As?si=spnJDNUVXL3K4ipB
26/07/2025

https://youtu.be/iM0jSgsx8As?si=spnJDNUVXL3K4ipB

সাগরের তীব্র স্রোতের ধাক্কায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালেরচর, বায়ু বিদুৎ, সাইট প....

26/07/2025

সাগরের তীব্র স্রোতের ধাক্কায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালেরচর, বায়ু বিদুৎ, সাইট পাড়া এলাকায় বেড়িবাঁধ সম্পূর্ণভাবে ভেঙে গেছে। এছাড়া উত্তর ধুরুং ইউনিয়নের মিয়ারা কাটা, কায়ছার পাড়াসহ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।এতে লোকালয় ও কৃষিজমি সাগরের পানিতে তলিয়ে গেছে।

শনিবার ভাঙাংশগুলো সরেজমিনে পরিদর্শন করেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

দুর্নীতিবাজ গোপাল এমপির সহযোগী  অমৃত রায়ের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ. রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (...
25/07/2025

দুর্নীতিবাজ গোপাল এমপির সহযোগী অমৃত রায়ের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ.

রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
চাকরি দেওয়ার নামে প্রতারণা করে এক জনের নিকট প্রায় সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক দুর্নীতিবাজ এমপি মনোরঞ্জনশীল গোপালের সহযোগী অমৃত রায়ের বিরুদ্ধে।

ভুক্তভোগীরা জানান এই সিন্ডিকেট বিগত ১৭ বছরে গোপালের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে অনেক কে সর্বশান্ত করেছে।

ঘটনার সাথে জড়িত জয়নন্দ ডিগ্রী কলেজের কম্পিউটার অপারেট অমৃত রায় ও প্রভাষক পার্থ রায়ের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা।

উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লষ্করপুর গ্রামের অমৃত দাসের ছেলে অদিত্য চন্দ্র দাস তপু বীরগঞ্জ থানায় লিখিত ভাবে অভিযোগ করে জানান, একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ডোলচাঁন রায়ের ছেলে কাহারোল উপজেলার জয়নন্দ ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর অমৃত রায় ও প্রভাষক পার্থ রায় বিভিন্ন সময় চাকুরির প্রলোভন দেখিয়ে গত ২০ জুলাই'২০১৭ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সরকারী বিভিন্ন দপ্তরে চাকুরি দেওয়ার নাম করে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

টাকা ফেরত চাইলেও না দিয়ে নানা টালবাহানা শুরু করে, এমনকি নানা হুমকি-ধমকিও দিয়েছে।

এভাবে বিগত ৮-৯ বছর ধরে তারা এসব অসহায় মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি হাতিয়ে নিয়েছে।

ক্ষতিগ্রস্ত অদিত্য চন্দ্র দাস তপু আরও বলেন, সাবেক দুর্নীতিবাজ এমপি মনোরঞ্জন শীল গোপালের এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে এলাকার অনেকের কাছে একই ভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

টাকা নেয়ার পর চাকরি না দিয়ে টালবাহানা শুরু করে। টাকা ফেরত চাইলেও তারা হুমকি ধামকি দেয়। গত ১০ জুলাই'২০২৫ তারিখে অমৃত রায়ের বাড়িতে গিয়ে পাওনা টাকা চাইলে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেছে।

প্রতারক অমৃত রায় কে গ্রেপ্তার করে টাকা ফেরত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ক্ষতিগ্রস্ত আদিত্য দাস তপু।

এ ব্যাপারে অভিযুক্ত সাবেক দুর্নীতিবাজ সাবেক এমপি গোপাল লাপাত্তা, সহযোগী অমৃত দাসের সাথে কথা হলে বলেন গোপালদা আমাকে খুব পছন্দ করত, খুব ভালবাসতেন, দীর্ঘদিন তার সাথে ছিলাম তবে চাকরি দেওয়ার নামে কাউরো নিকট কোন টাকা গ্রহণ করি নাই।

তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন কিন্তু তার শ্যালক কৌশল জানান আমার আপন ভগ্নিপতি অমৃত রায় তিন লাখ টাকা নিয়ে কোন চাকরি দেয়নি টাকাও ফেরত দিচ্ছে না।

এলাকার সচেতন মহল মনে করেন অমৃত দাসকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনলে দুর্নীতিবাজ সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপালের চাকুরী বাণিজ্যে দুর্নীতির চিত্র উন্মোচিত হবে।

আদিত্য দাস তপু'র দাখিলকৃত অভিযোগ পেয়েছেন মর্মে স্বীকার করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ।

নারী সমাজের জন্য গর্ব মাহেরীন : আফরোজা আব্বাস তপন দাস, নীলফামারী বিএনপির জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা ...
25/07/2025

নারী সমাজের জন্য গর্ব মাহেরীন : আফরোজা আব্বাস

তপন দাস, নীলফামারী

বিএনপির জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, “জাতীয় বীর মাহেরীন চৌধুরী আজ নারী সমাজের গর্ব। তিনি শুধু একজন শিক্ষিকা নন—তিনি ছিলেন মমতাময়ী মা, সাহসী অভিভাবক এবং আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত।”

শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী চৌধুরীপাড়া গ্রামে মাহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে এসব কথা বলেন তিনি।

আফরোজা আব্বাস বলেন, “নিজের ছাত্র-ছাত্রীদের রক্ষায় তিনি জীবন উৎসর্গ করেছেন। তার এমন আত্মদানের ঘটনা আজ শিক্ষকতা পেশার মহিমা নতুনভাবে তুলে ধরেছে। মায়ের মতো স্নেহশীল, শিক্ষকের মতো আদর্শবান মাহেরীন চৌধুরী আমাদের সকল নারীর প্রেরণা হয়ে থাকবেন।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “মাহেরীন চৌধুরীকে মালয়েশিয়ায় রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হলেও বাংলাদেশে তা যথাযথভাবে হয়নি। তার আত্মত্যাগ রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার মতোই গুরুত্বপূর্ণ ছিল। তিনি জাতীয় বীরের সম্মান পাওয়ার যোগ্য।”

আফরোজা আব্বাস জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে তিনি মাহেরীন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছেন।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, সৈয়দপুর উপজেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক রুপা, রংপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জিনাত ফেরদৌস রোজিসহ স্থানীয় নেতাকর্মীরা।

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Kutubdianews24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kutubdianews24:

Share