এআরএম রহমত উল্লাহ

এআরএম রহমত উল্লাহ Welcome! Here I practice a bit of music and recitation

30/06/2025

Muje kufa walu musafir nasam jho lyrical gojol

🟩প্রায় ৯ সপ্তাহ বয়সের একটি ভ্রূণ এক্টোপিক (জরায়ু ব্যাতীত অন্য জায়গা) গর্ভাবস্থা থেকে বের করা হয়েছে।◻️এভাবে একটি সম্পূর্ণ...
21/06/2025

🟩প্রায় ৯ সপ্তাহ বয়সের একটি ভ্রূণ এক্টোপিক (জরায়ু ব্যাতীত অন্য জায়গা) গর্ভাবস্থা থেকে বের করা হয়েছে।

◻️এভাবে একটি সম্পূর্ণ অক্ষত ভ্রূণকে প্রত্যক্ষ করা অত্যন্ত দূর্লভ অভিজ্ঞতা। এ সময় তার ছোট্ট হাত দুটো সামান্য নড়ছিল। কিন্তু দুঃখজনক কিন্তু অবধারিতভাবে, সেই হৃদয় স্পন্দন কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে যায়। সে নিঃশব্দে থেমে যায়,,, নিশ্চুপ হয়ে,,,

◻️এই দৃশ্যের পর থেকে হৃদয়ের গভীরে বারবার আলোড়িত হচ্ছে কুরআনের সেই আয়াত:

“পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে।”
[সূরা আল-আলাক, আয়াত ১-২]
(সংগৃহীত)

ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক
07/06/2025

ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক

জীবন কত সংক্ষিপ্ত!মাত্র ১৬ দিন আগেও অসাধারণ বক্তব্য রাখেন আমাদের সামনে প্রিয় আজম ওবায়দুল্লাহ ভাই, সাবেক কেন্দ্রীয় সভাপতি...
11/05/2025

জীবন কত সংক্ষিপ্ত!
মাত্র ১৬ দিন আগেও অসাধারণ বক্তব্য রাখেন আমাদের সামনে প্রিয় আজম ওবায়দুল্লাহ ভাই, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ তিনি নাই...
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

08/05/2025
04/05/2025
সব কাজে পাগল পাগল খেলা যাবে না।ইন্টেরিম যে করিডর দিছে এইটা নিয়া খুব একটা পড়াশোনা করার টাইম পাইনাই। আজকে করলাম।আর এখন ব...
04/05/2025

সব কাজে পাগল পাগল খেলা যাবে না।

ইন্টেরিম যে করিডর দিছে এইটা নিয়া খুব একটা পড়াশোনা করার টাইম পাইনাই। আজকে করলাম।

আর এখন বুঝতেছি, Bangladesh just committed one of the most dangerous geopolitical moves in its recent history under the illusion of “humanitarian aid”।

দেশবাসীর অনুমতি ছাড়া, রাজনৈতিক দলগুলার সাথে আলোচনা না কইরা, ইন্টেরিম UN হিউম্যানিটারিয়ান করিডর খুইলা দিছে চট্টগ্রাম-আরাকান রুটে।

আসেন আগে বুঝি “Humanitarian Corridor” আসলে কী। UN এইটারে বলে সাহায্য পাঠানোর রাস্তাঘাট। কিন্তু বাস্তবে ওরা যেইটা বানায়:
➤ এনজিও টাইপ তাঁবু বসে
➤ ইনটেলিজেন্স অফিসার ঢুকে
➤ “মানবিক সহায়তা”র নামে মিলিটারি ম্যাপিং হয়
➤ বিদেশি অস্ত্র, ড্রোন, ডেটা আস্তে আস্তে ঢুকে
➤ কিছুদিন পর সেই অঞ্চল আর নিজের থাকে না

Corridor = Invasion

আসেন কিছু বাস্তব উদাহরণ দেখি — করিডর কেমনে দেশ ধ্বংস করে:

✓ সিরিয়া:
→ "মানবিক সাহায্য"র নামে তাবু বসানো হইছিল।
→ এরপর সেই রাস্তাতেই অস্ত্র ঢুকছে, বিদ্রোহী ট্রেনিং ক্যাম্প বসছে।
→ ISIS আর আল-নুসরা এই করিডরের মাধ্যমেই তৈরি হইছে।

✓ ইরাক:
→ "No-fly zone" ছিল কাগজে।
→ বাস্তবে সেই অঞ্চলে US মিলিটারি বেস দিছিল।
→ সাদ্দামের পতনের রাস্তাটা এই ভাবেই বানাইছিল।

✓ লিবিয়া:
→ "Protection corridor" দেয়া হইছিল Qaddafi’র বিরুদ্ধে বিদ্রোহীদের জন্য।
→ এক মাসের মধ্যে NATO ওই করিডর দিয়া ঢুইকা পুরা দেশ বোমায় উড়ায়া দিল।

✓ গাজা:
→ "মানবিক সাহায্য" পাঠানোর জন্য Rafah গেটে করিডর খুলছিল।
→ এখন জানেন কী? সেই রাস্তাই মোসাদ-এর লোকজন ঢুকতে ব্যবহার করে।
→ গোপন ইন্টেল, হামাস সদস্যদের লোকেশন, সব কিছু ওই গেট দিয়া বের হয়।

✓ আফগানিস্তান:
→ "সাহায্য দিতে CIA করিডর বানায়" — এই ছুতা দিয়া বেস তৈরি করে।
→ সেখান থেকেই চালানো হইছে ড্রোন হামলা, খুন, আর গোয়েন্দা অপারেশন।

এইগুলা ফ্যান্টাসি না। এইগুলা প্রমাণিত সত্য।

প্রশ্ন হইল —
বাংলাদেশ আজকে করিডর খুলে দিয়া বললো "এইটা মানবতা", তারপর ৬ মাস পরে যদি
→ সেখানে NGO দিয়া মিলিটারি ম্যাপিং হয়,
→ কোন এক রাতে surveillance drone নামে,
→ কোন এক সকালে UN interfaith cleric গিয়ে মুসলিম ক্যাম্পে বক্তৃতা দেয়,
→ আর ২ বছর পরে সেই এলাকাই “safe zone” ঘোষণার নামে দখল হয়,

তখন আপনি আমি কী করতে পারবো?

একই স্ক্রিপ্ট বারবার। শুধু রং আর ভাষা বদলায়। এত কথা বুঝি না ভাই, শুধু এতোটুকু বুঝি, প্রিয় মাতৃভূমির এক ইঞ্চি জমিও কোন বিদেশি পরাশক্তির ব্যবহার করার সুযোগ দিতে চাই না। দেশমাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমি আজও আপসহীন।

এই করিডরের পেছনে খেলোয়াড় কারা?

03/05/2025

আল্লামা সুলতান যওক নদভী দা.বা. : জীবন, কর্ম ও চিন্তাধারা

🖋️🖋️🖋️মুহাম্মদ রোকন উদ্দিন

১. ভূমিকা:
الحمد لله والصلاة والسلام على رسول الله..... وبعد
মহান রাব্বুল আলামীনের অসংখ্য অনুগ্রহরাজীর অন্যতম একটি অনুগ্রহ হল, নবী-রাসুলগণের ধারা সমাপ্তির পর যুগে যুগে এমন কিছু ব্যক্তিসত্ত্বার আবির্ভাব তিনি ঘটিয়েছেন যারা দেশ, জাতি ও পৃথিবীর কল্যাণে নিজেদেরকে ব্যাপৃত রেখেছেন সর্বোপরী “ওরাছাতুল আম্বিয়া” এর উত্তম নমূনা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন। ফলে সচেতন উত্তরসূরীদের স্নায়ুতে, স্মৃতিতে, চেতনায় ও ধারণায় তারা বিরাজ করেন নি:শব্দে।
আমাদের দেশের জনসাধারণ ও জেনারেল শিক্ষিতদের একটি বদ্ধমূল ধারণা হলো, আল্লাহর অলী-বুজুর্গ ও ওলামায়ে কেরাম মসজিদ মাদরাসা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকেন। দেশ-জাতি ও সমাজ গঠন বিশেষত ক্রমপরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতি নিয়ে তারা কোন চিন্তাই করেন না। অথচ এটি অত্যন্ত ভুল একটি ধারণা। অলী-বুজুর্গ ও ওলামায়ে কেরাম ধর্মীয় ক্ষেত্রে যেমন অবদান রাখেন তেমনি অবদান রাখেন দেশ, জাতি, ও বৈশ্বিক কল্যাণে। কিন্তু তাদের এ অবদানগুলোর বেশিরভাগ লোকচক্ষুর আড়ালে থেকে যায়।
মূলত দুটি কারণে এটা হয়ে থাকে। প্রথমত বিচারের মানদণ্ডের ভিন্নতা। আমাদের জেনারেল শিক্ষিতরা মানবরচিত জ্ঞানের মানদণ্ডে সবকিছু বিচার করে পক্ষান্তরে ওলামায়ে কেরাম খোদাপ্রদত্ত জ্ঞান দ্বারা বিবেচনা করেন। দ্বিতীয় কারণ হল গবেষণা স্বল্পতা। খোলাসা করে বলতে গেলে, তাদের জীবন, কর্ম সম্পর্কে যথেষ্ট পরিমাণে লেখা-লেখি না হওয়া। বাংলা ভাষায় লেখা-লেখি ও গবেষণার কলম বর্ণচোরাদের হাতে থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আশার কথা হল এ পরিস্থিতি থেকে ধীরে ধীরে উত্তরণ ঘটছে। ওলামায়ে কেরামের জীবনী নিয়ে গবেষনা শুরু হয়েছে। বলতে গেলে অত্যন্ত ইতিবাচক একটি দিক। সেই আলোকে জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামীয়ার সাংস্কৃতিক ফোরাম আন-নাদী আস-সাক্বাফী আল-ইসলামীর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ১৪৩৬ হি. উপলক্ষ্যে বাংলা প্রবন্ধের বিষয় নির্ধারণ করেছে “আল্লামা সুলতান যওক নদভী : জীবন, কর্ম ও চিন্তাধারা”।
দীর্ঘ বার বছর যাবত এই মহান মনীষীকে কাছ থেকে দেখছি। তাকে দেখে দেখে প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি। ব্যক্তিগত ডায়রির বহু পাতায় স্থান পেয়েছে তার কথা। কিন্তু প্রবন্ধাকারে এই প্রথম লিখেছি। কলেবরের সীমাবদ্ধতার কারণে তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ অংশ বাদ দিতে হয়েছে। সংক্ষিপ্ত করতে হয়েছে বিশদ আলোচনার দাবীদার বহু বিষয়কে। ফলে প্রচেষ্টা সত্ত্বেও তার ব্যক্তিসত্ত্বার মূল্যায়নে ঘাটতি রয়ে গেছে। এক্ষেত্রে আল্লাহর তাওফীক শামেলে হাল হলে ভবিষ্যতে প্রচেষ্টা চালানোর আশায় থাকতে হচ্ছে। পরিশেষে মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা তিনি যাতে প্রবন্ধকারসহ সবাইকে এই মহান মনীষীর জীবন থেকে কিছু আলো সংগ্রহের তাওফীক দেন। আমীন!!

২.জন্ম ও শৈশব:
২.১ বংশ পরিচয়: আল্লামা সুলতান যওক নদভী সাগরকন্যা খ্যাত বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ মহেশখালীর এক মধ্যবিত্ত দ্বীনদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আলহাজ্ব সূফী আবুল খায়ের। মাতার নাম ছিল রূহ আফজা বেগম। হযরতের নানা মাওলানা মকবুল আহমদ সাহেব রহ. (মৃ.১৯৪৩) ছিলেন হযরত মাওলানা যফর আহমদ সাহেব রহ. এর বিশেষ খালিফা।

২.২. পারিবারিক বৈশিষ্ট্য: আল্লামা সুলতান যওক নদভী এর পারিবারিক পরিবেশ ছিল ব্যক্তিত্ব গঠনের জন্য খুবই উপযুক্ত। হযরতের দীর্ঘদিনের সহকর্মী মাওলানা ফুরকানুল্লাহ খলীল দা.বা. এটিকে তার ব্যক্তিত্ব গঠনের মৌলিক চারটি উপাদানের অন্যতম হিসেবে আখ্যা দিয়েছেন। হযরতের পিতা খুবই ধর্মপরায়ন ও পরহেজগার লোক ছিলেন। ওলামা-মাশায়েখের খুবই কদরদারী করতেন। ফলে লোকেরা তাকে সূফী আবুল খায়ের হিসেবেই চিনতো। তার ঘরে দ্বীনি কথা-বার্তা, ওলামায়ে কেরামের যাতায়াত, যিকির-আযকার, সর্বদা আখেরাতের চিন্তা ও চর্চা এত অধিক হারে হত যে, বৈষয়িক কথা-বার্তা ও চিন্তা-চেতনা তেমন একটা হালে পানি পেত না।

২.৩. জন্ম: আল্লামা সুলতান যওক নদভী মহেশখালীর কেন্দ্রীয় এলাকা বড় মহেশখালীর জাগীরাঘোনা মহল্লায় জন্মগ্রহণ করেন। হযরতের জন্মের সালটি সম্পর্কে সঠিকভাবে জানা যায় না। সম্ভবত তিনি ১৯৩৭/৩৮ কিংবা ১৯৩৯ ঈসায়ী মোতাবেক ১৩৫৬/৫৭ হিজরীতে জন্মগ্রহণ করেন। হযরত নিজে শেষোক্তটিকে প্রাধান্য দিয়েছেন। তথাপী হযরত তার জীবনকথায় স্বীয় পিতার উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন, পটিয়া মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় (১৯৫৩ ঈ. মোতাবেক ১৩৭২ হি.) তার বয়স ছিল ১৬ বছর। সে হিসেব মতে জন্মসন হিসেবে ১৯৩৭ ঈ. মোতাবেক ১৩৫৬ হি. সনই প্রাধান্য পায়।

২.৪. মাতৃবিয়োগ: শিশুকালেই হযরত আপন স্নেহময়ী মাতাকে হারান। তার পিতা ব্যবসায়িক উদ্দেশ্যে মাঝে মাঝে বার্মা (বর্তমান মায়ানমার) সফর করতেন। হযরতের বয়স যখন তিন/চার বছর তখন স্বপরিবারে তারা বার্মা সফরে যাচ্ছিলেন। পথিমধ্যেই তার আম্মার ইন্তেকাল হয়।

২.৫. পিতার বাৎসল্য: স্নেহময়ী মাতার ইন্তেকালের পর হযরতের প্রতি তার পিতার বাৎসল্য অনেক বেড়ে গেল। সন্তানকে মায়ের অভাব বুঝতে দিতেন না। সবসময় আগলে রাখতেন। খাবার-দাবার, পোষাক-পরিচ্ছেদ সর্বক্ষেত্রে বিশেষ যত্ন নিতেন। সর্বকনিষ্ঠ হওয়ায় বড় ভাইয়েরাও তাকে খুব স্নেহ করতেন। তবে হযরতের প্রতি তার আব্বাজানের সবচেয়ে বড় অনুগ্রহ এই যে, তিনি হযরতকে বাল্যকাল থেকে একনিষ্ঠ দ্বীনের জন্য ওয়াকফ করে রেখেছিল। এবং এতদুদ্দেশ্যে যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরামের হাতে তাকে সোপর্দ করেছিলেন। এক চিঠিতে তিনি হযরতকে লিখেন, আমি তোমাকে পড়িয়েছি এ জন্য যে, তুমি আমার পরকালে কাজে আসবে। পার্থিব ফায়দা হাসিলের জন্য নয়। মোটকথা আমৃত্যু তিনি হযরতকে পিতৃবাৎসল্যে ধন্য করেছেন।

৩. ছাত্র জীবন:
৩.১ প্রাথমিক শিক্ষা: আল্লামা সুলতান যওক নদভীর প্রাথমিক শিক্ষার সূচনা হয় নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টি প্রাথমিক দ্বীনি শিক্ষার কেন্দ্রও ছিল। এখানে তিনি বাংলা, অংক, সমাজপাঠ, কায়েদা আমপারা ও কোরআনের প্রাথমিক পাঠসমূহ গ্রহণ করেছেন। এছাড়াও তিনি নতুনবাজার জামে মসজিদের অধিনে পরিচালিত ফোকানিয়া মাদরাসা এবং পরবর্তিতে মাদরাসায়ে ইসলামিয়া, গোরকঘাটায় মিযান-মুনশাঈব (৫ম শ্রেণী সমমান) অধ্যয়নের মাধ্যমে তার প্রাথমিক শিক্ষা সমাপন করেন। তবে হযরতের প্রাথমিক শিক্ষার্জনে সবচেয়ে বেশি অবদান যিনি রাখেন তিনি হলেন হযরতের খালু মাওলানা ফযল আহমদ সাহেব রহ.। এছাড়াও মরহুম মাস্টার আবুল খায়ের সাহেব এবং মাওলানা মকবুল আহমদ সাহেব থেকেও তিনি জ্ঞানার্জনে ধন্য হন।

৩.২ মাধ্যমিক : প্রাথমিক শিক্ষা সমাপনের পর আল্লামা সুলতান যওক নদভী ইমদাদিয়া কাসেমুল উলুম নতুন বাজার মাদরাসায় ভর্তি হলেও সেখানে বেশিদিন লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। এসময় তিনি হেদায়াতুন্নাহুসহ বেশকিছু গুরুত্বপূর্ণ কিতাব পূর্বোক্ত মাওলানা ফযল আহমদ সাহেব রহ. এর কাছে প্রাইভেটভাবে অধ্যয়ন করেন।

৩.২.১ আশরাফুল উলুম ঝাপুয়া মাদরাসার ভর্তি: অতপর ১৩৬৯ হি. তিনি জ্ঞানার্জনের লক্ষ্যে প্রথমবারের মত ঘরোয়া পরিবেশ ত্যাগ করে মহেশখালীর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আশরাফুল উলম ঝাপুয়া মাদরাসায় ভর্তি হন। খুব অল্প সময়ে হযরত শিক্ষকবৃন্দের সুদৃষ্টি অর্জনে সক্ষম হন। বিশেষভাবে মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মুজাহেরুল হক সাহেব রহ. মাওলানা সাঈদ আহমাদ গহিরাভী রহ. হযরতকে নিজ সন্তানের মত স্নেহ করতেন। এ মাদরাসায় হযরত তিন বৎসর অত্যন্ত কৃতিত্বের সাথে লেখাপড়া করেন।

৩.২.২ মুফতী আযীযুল হক রহ. এর সুদৃষ্টি: ঝাপুয়া মাদরাসায় অধ্যয়নের তৃতীয় বৎসরে কুতুবে যমান আল্লামা মুফতী আযীযুল হক রহ. এক দাওয়াতী সফরে মহেশখালী আগমন করেন। এ সফরে মুফতী সাহেব রহ. হযরতের পিতার মেহমানদারী কবুল করেন এবং তাদের বাড়ীতেই অবস্থান করেন। হযরতকে পিতা মুফতী সাহেব রহ. কে অভ্যর্থনা থেকে নিয়ে সবকাজে হযরতকে সাথে সাথে রাখেন। তাছাড়া ঝাপুয়া মাদরাসার দায়িত্বশীলগণ তার সম্পর্কে মুফতী সাহেব রহ. এর কাছে বেশ কিছু ইতিবাচক বাক্য বলেন। ফলে মুফতী সাহেব রহ. এর স্নেহদৃষ্টি হযরতের উপর নিবদ্ধ হয়। তিনি হযরতের পিতাকে সম্বোধন করে বললেন, তোমার এ ছেলেকে পটিয়া পাঠিয়ে দাও। পরবর্তীতে একটি চিঠিতেও তিনি এ বিষয়ে জোর তাগিদ দেন। এদিকে হযরতের উপর মুফতী সাহেবের দৃষ্টির ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়। মুফতী সাহেব সফর শেষে প্রত্যাবর্তন করলে, বিচ্ছেদ বেদনায় হযরত কাতর হয়ে পড়েন।

৩.২.৩ মাদরাসা জমিরিয়া পটিয়ায় ভর্তি: অবশেষে ১৩৭২ হি. এর শাওয়াল মাসে হযরত মাদরাসা জমিরিয়া পটিয়ায় ভর্তি হন। ভর্তি পরীক্ষায় তিনি পূর্ণ মার্ক অর্জন করে কাঙ্ক্ষিত শ্রেণীতে ভর্তির সুযোগ পান। এখানেই তৎকালীন যুগশ্রেষ্ঠ আসাতিযায়ে কেরামের তত্ত্বাবধানে ধীরে ধীরে বিকশিত হতে থাকে তার সুপ্ত মেধা ও প্রতিভা। পটিয়া মাদরাসায় ভর্তি হওয়াকে হযরত স্বীয় জীবনকথায় জীবনের নতুন মোড় তথা নতুন দিগন্ত হিসেবে আখ্যায়িত করেছেন। পটিয়া মাদরাসার তরবিয়ত সেখানকার রূহানী ও নুরানী পরিবেশে ইলম চর্চার সময়কালকে হযরতের ছাত্রজীবনের বসন্তকাল হিসেবে আখ্যায়িত করা যায়। সে সময়কার বর্ণনা দিয়ে পরবর্তিতে অনেক কবিতা, প্রবন্ধ রচনা করেছেন।

৩.২.৪ সাহিত্য চর্চায় মনোনিবেশ: পটিয়া মাদরাসায় অধ্যয়নকালীন পাঠ্যক্রমের নিয়মিত পড়ালেখার সাথে সাথে চলতে থাকে উর্দু, ফারসী ও আরবী সাহিত্যের অনুশীলন। এ ব্যাপারে স্বয়ং মুফতী সাহেব রহ. ছাত্রদের উৎসাহ দিতেন এবং তত্ত্বাবধান করতেন। হযরতের নিজস্ব অধ্যবসায়, আগ্রহ ও সহজাত প্রতিভার সাথে মুফতী সাহেব রহ. মুফতী ইবরাহীম রহ. সহ অন্যান্য আসাতিযায়ে কেরামের তত্ত্বাবধানে হযরতের মেধার এমন স্ফূরণ ঘটে যে, মাদরাসার বার্ষিক রিপোর্টগুলোতে ছাত্রদের সর্বোত্তম সৃষ্টিকর্ম হিসেবে প্রকাশিত রচনার মধ্যে তার রচিত উর্দু, ফারসী, আরবী বিভিন্ন কবিতা নিয়মিত স্থান পেত। এমনকি গণ্যমান্য মেহমানের মানপত্র রচনা ও উস্তাদদের বিভিন্ন ইলমি সহায়তা তিনি সূচারুরূপে আঞ্জাম দিতেন। উর্দু সাহিত্যে তো হযরতের পরিপক্কতা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, স্বয়ং উর্দুভাষীরাও তার ভাষাগত প্রাঞ্জলতায় বিস্ময় প্রকাশ করতো।

৩.২.৫ অন্যান্য প্রিয় বিষয়: হযরতের অন্যতম প্রিয় বিষয় ছিল ভাষা ও সাহিত্য। এরপর অন্যান্য প্রিয় বিষয়ের মধ্যে ছিল হাদীস ও ফিক্বহ। কিন্তু তিনি এ বিষয়গুলোতে ‘তাখাসসুস’ করার সুযোগ পাননি।

৩.৩ দাওরা হাদীস ও প্রাথমিক লেখাপড়ার সমাপ্তি: আল্লামা সুলতান যওক নদভী পটিয়া মাদরাসায় সুদীর্ঘ ছয় বছর লেখাপড়া করে ১৩৭৮ হি. মোতাবেক ১৯৫৯ সালে ইসলামী শরীয়াহ বিভাগ হতে প্রথম শ্রেণীতে ১ম হয়ে দাওরায়ে হাদীসের সনদ অর্জন করেন। দস্তারবন্দী অনুষ্ঠানে হযরতকে পাগড়ী পরিয়ে দেন চট্টগ্রামের প্রসিদ্ধ বুযুর্গ শাহ আব্দুর রহমান চূড়ামনী রহ.। এরই মাধ্যমে হযরতের প্রাতিষ্ঠানিক লেখা-পড়ার সমাপ্তি ঘটে।

৩.৪ যাদের পরশে ধন্য তিনি: প্রাথমিক পড়াশুনার ক্ষেত্রে আল্লামা সুলতান যওক নদভী যাদের সানিধ্য লাভে ধন্য হয়েছেন তাদের নাম ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে। প্রবন্ধের এ পর্যায়ে প্রাথমিক শিক্ষা পরবর্তী দাওরা হাদীস পর্যন্ত যাদের কাছে ইলমের সুধা পানে ধন্য হয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম নিম্নে দেয়া হল।
১. আল্লামা মুফতী আযীযুল হক রহ., প্রতিষ্ঠাতা পরিচালক মাদরাসা জমিরিয়া পটিয়া।
২. আলহাজ্জ মাওলানা মুহাম্মদ ইউনুছ রহ., সাবেক মুহতামিম।
৩. হযরত মাওলানা ইমাম সাহেব মোহরভী রহ.
৪. হযরত মাওলানা আমীর হোসাইন মীর সাহেব রহ.
৫. হযরত মাওলানা ইছহাক গাজী সাহেব রহ.
৬. হযরত মাওলানা মুফতী ইবরাহীম সাহেব রহ.
৭. হযরত মাওলানা আলী আহমদ বোয়ালভী রহ.
৮. হযরত মাওলানা ইসহাক হ্নীলভী রহ.
৯. হযরত মাওলানা হুসাইন আহমদ রহ.
১০. হযরত মাওলানা ইহসানুল হক সন্দীপী দা. বা. প্রমুখ।

৩.৫ বর্হিবিশ্বের যে সকল মনীষীদের কাছ থেকে হাদীছের সনদ অর্জন করেছেন:
হাদীসের উচ্চতর সনদের প্রত্যাশায় তিনি বিদেশের বহু প্রথিতযশা মুহাদ্দিসদের সান্নিধ্য লাভে ধন্য হয়েছেন। তম্মধ্যে উল্লেখযোগ্য হলেন,
১. তিরমিযী শরীফের বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ মা‘আরিফুস সুনান এর রচয়িতা আল্লামা সৈয়দ ইউসুফ বিন্নুরি রহ. পাকিস্তান- ১৯৫৮ সাল।
২. হাদীস বিশারদ (হাফেজুল হাদীস) আল্লামা আব্দুল্লাহ দরখাস্তী রহ. পাকিস্তান- ১৩৯০ হিজরী।
৩. মুয়াত্তা মালেকের ব্যাখ্যাগ্রন্থ আওজাজুল মাসালিকের রচয়িতা শায়খুল হাদীস আল্লামা মুহাম্মাদ জাকারিয়া কান্দলভী রহ. পাকিস্তান- ১৯৭৭ সাল।
৪. আল্লামা আবুল হাসান আলী নদভী রহ.- ১৪০১ হিজরী।
৫. আল্লামা মঞ্জুর নোমানী রহ.- ১৪০১ হিজরী।
৬. দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা ক্বারী মুহাম্মদ তৈয়ব রহ. - ১৯৭৮ সাল।
৭. হযরত মাওলানা ফখরুল হাসান রহ. প্রধান শিক্ষক দারুল উলুম দেওবন্দ- ১৯৭৮ সাল।
৮. হযরত মাওলনা মে’রাজুল হক রহ. মুহাদ্দিস দারুল উলুম দেওবন্দ- ১৯৭৮ সাল।
৯. সিরিয়ার প্রসিদ্ধ মুহাদ্দেস আল্লামা শেখ আব্দুল ফততাহ আবু গুদ্দাহ রহ.- ১৪১৩ হিজরী।
১০. হযরত মাওলানা আশেক ইলাহী আল-বরনী রহ. (মুহাজিরে মদীনা) - ১৪১৮ হিজরী।

৪. কর্মজীবন :
৪.১ শিক্ষকতা : ইলমচর্চা যারা করে তাদের পিপাসা কখনো নিবৃত হয়না। উত্তরোত্তর পিপাসা আরো বাড়তে থাকে। শিক্ষা সমাপনের পর হযরতের ইলমী স্পৃহার মধ্যে কোন ভাটা পড়েনি। তার একান্ত ইচ্ছা যা তিনি সময়ে সময়ে ব্যক্ত করে থাকেন, ইলমচর্চা ও খেদমতে জীবন অতিবাহিত করা। হযরতের পিতার ইচ্ছেও ছিল সেটাই। তাই হযরতের বর্ণাঢ্য জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই, ফারাগাতের পর থেকে অদ্যবধি অধ্যয়ন ও জ্ঞান বিতরণে হযরত নিজেকে ব্যপ্ত রেখেছেন।

৪.১.১ মাদরাসা রশিদিয়ায় ও জামিয়া ইমদাদিয়ায়: ফরাগাতের পর বিভিন্ন মাদরাসার পক্ষ থেকে হযরতের জন্য শিক্ষকতার প্রস্তাবনা আসতে থাকে। মাদরাসার জিম্মাদররা মুফতী সাহেব রহ. এর নিকট আবেদন করতে লাগলেন যাতে হযরতকে তাদের প্রতিষ্ঠানের পাঠানো হয়। পরবর্তীতে মুফতী সহেব রহ. এর ইঙ্গিতে হযরত বশরত নগর মাদরাসার শিক্ষকতার দায়িত্বে যোগদান করেন। এখানে হযরতকে গুরুত্বপূর্ণ হাদীগ্রন্থ ‘মিশকাত শরীফ’ ফিক্বহে হানাফীর অন্যতম কিতাব ‘হিদায়া’ (১ম ও ৩য় খন্ড) আরবী সাহিত্যের কিতাব ‘দিওয়ানে মুতানাব্বী’ এর মত গুরুত্বপূর্ণ কিতাব পড়ানোর দায়িত্ব দেয়া হয়। হযরত তার দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দিতে থাকেন এবং অল্পসময়ের মধ্যে বোদ্ধা মহলের প্রশংসা কুড়াতে সক্ষম হন। স্বয়ং মাদরাসার মুহতামিম মাওলানা মফজল আহমদ রহ. (মৃ. ১৩৯২হি.) ও হযরতের ভূয়সী প্রশংসা করেন। এখানে প্রায় দুই বছর হযরত শিক্ষকতা করেন। পরে ১৯৬০ ঈসায়ীতে নেজামে ইসলামী পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা হযরত আতহার আলী রহ. এর আহবানে কিশোরগঞ্জের তদানীন্তন বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইমদাদিয়াতে চলে যান। এবং সেখানেও অল্প কিছুদিন (জুমাদাল উখরা ১৩৮০-শাবান ১৩৮০) অত্যন্ত কৃতিত্বের সাথে পাঠদান করেন।

৪.১.২ মাদরাসা হুসাইনিয়ায় মুহতামিম হিসেবে দায়িত্ব পালন: ১৩৮০ হিজরীর রমজানের ছুটিতে হযরত বাড়িতে আসেন। এসময় তার শ্বশুর মাদরাসা হুসাইনিয়া ইয়াহইয়াউল উলুম এর মুহতামিম মাও. আলী আহমদ বোয়ালভী রহ. সৌদি আরবে হিজরতের ইচ্ছা ব্যক্ত করেন। তাই তিনি হযরতকে মাদরারসার দায়িত্বভার গ্রহণের জন্য পীড়াপীড়ি করতে থাকেন। ফলে এক প্রকার বাধ্য হয়েই হযরত মাদরাসার দায়িত্বভার গ্রহণ করেন।

৪.২ ইলম অর্জনের মাতুলালয়ে: মুফতী আযীযুল হক রহ. এর ইচ্ছে ছিল হযরতকে পটিয়াতে শিক্ষক হিসেবে নিয়ে আসবেন। কিন্তু আকস্মিক মৃত্যুর কারণে মুফতী সাহেব এর জীবদ্দশায় আর সেটি সম্ভব হয়নি। তথাপি ১৩৮১ হিজরী এর রমজান মাসে মাদরাসায়ে জমিরিয়ার (পটিয়া মাদরাসা) তৎকালীন মুহতামিম হাজী ইউনুছ রহ. এর আহবানে সাড়া দিয়ে তিনি ইলম অর্জনের মাতুলালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন।

৪.২.১ শিক্ষক হিসেবে সুখ্যাতি: মাদরাসা জমিরিয়া পটিয়াতেই মূলত হযরতের শিক্ষকতা প্রতিভার পূর্ণ বিকাশ ঘটে। তার শিক্ষকতার শৈল্পিকগুণে ছাত্র শিক্ষক সকলেই প্রীত হন। ফলে খুব অল্প সময়ের মধ্যেই হযরতের প্রমোশন হতে থাকে। হাদীস, ফিক্বহ ও আরবী সাহিত্যের গুরুত্বপূর্ণ কিতাবের দায়িত্ব হযরতের কাঁধে আসতে থাকে। তিনি নিজ থেকে বলে কয়ে কখনো উপরের ক্লাসের দায়িত্ব নেন নি। অনেকটা জোর করেই তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হত। আর তিনি প্রায়শই অপারগতা প্রকাশ করতেন। হযরতের শিক্ষকতার শৈল্পিকগুণে দায়িত্বশীলবৃন্দ এতই সন্তুষ্ট ছিলেন যে, পরবর্তীতে যখন মাদরাসার জন্য ভবিষ্যৎ শায়খুল হাদীস হওয়ার জন্য একজন মুহাদ্দিস এর প্রয়োজন দেখা দিল তখন সকলের দৃষ্টি হযরতের উপর নিবন্ধ হল। এ লক্ষ্যে প্রাথমিকভাবে হযরতকে তিরমিযী শরীফের দায়িত্ব প্রদান করা হয়।

৪.২.২ সৃজনশীল কর্মকাণ্ডে মনোনিবেশ: পটিয়া মাদরাসায় শিক্ষকতার সময়ে হযরতের সৃজনশীল মানসিকতার উন্মেষ ঘটে। এসময় সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় মনোনিবেশ করেন। আরবী ভাষা একাডেমী প্রতিষ্ঠা, এবং গুণীজন সমাদৃত ‘আসসুবহুল জদীদ’ নামক ত্রৈমাসিক আরবী পত্রিকাটি তার উন্নত মানসিকতার পরিচয় বহন করে। সে সময়ে লেখালেখি ও কাব্যচর্চায় পটিয়া মাদরাসার বেশ সুনাম সুখ্যাতি ছিল। হযরতের তত্ত্বাবধানে তা আরো বেগবান হয় এবং মাদরাসা পরিম-লের বাইরেও এর খ্যাতি ছড়িয়ে পড়ে। সাহিত্যানুরাগী ছাত্ররা বক্তৃতা, প্রবন্ধ লেখা, কাব্যচর্চা প্রভৃতি ক্ষেত্রে হযরতের কাছে উপকৃত হতে থাকে। হযরতের সান্নিধ্যে উপকৃত হওয়া এসব ছাত্ররা পরবর্তীতে সাহিত্য-সংস্কৃতি জগতের উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভূত হন। আরবী, উর্দু ও ফারসী তিন ভাষাতেই হযরতের দখল ছিল। এসময় তিনি সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন আসরে সভাপতির দায়িত্ব পালন করেন এবং বোদ্ধা মহলে সুপ্রশংসিত হন।

৪.২.৩ পটিয়া ত্যাগ: পটিয়া মাদরাসা থেকে হযরত দু‘বার নিয়মতান্ত্রিকভাবে ইস্তফা দিয়েছিলেন। উভয় ইস্তফার লক্ষ্য ও উদ্দেশ্য একই হলেও পরিস্থিতি ছিল কিছুটা ভিন্ন। মূলত শিক্ষা কারিকুলামের সংস্কার ও উন্নয়নের চিন্তাই ছিল হযরতের ইস্তফার মূল কারণ।

প্রথম ইস্তফা: ১৩৮৫ হিজরিতে একটি যুগোপযোগী আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মানসে তিনি প্রথমবারের মত পটিয়া ত্যাগ করেন এবং সমমনা বন্ধুবর মাওলানা কামাল উদ্দীন রহ. কে নিয়ে চট্টগ্রাম শহরের আগ্রাবাদে কাসেমুল উলুম নামে একটি আদর্শ মাদরাসা প্রতিষ্ঠা করেন। কিন্তু দু‘বছর যেতে না যেতেই কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে অভিষ্ট লক্ষ্যে পৌঁছা সম্ভব হয়নি। তাই তিনি সেখান থেকে চলে আসেন এবং মাওলানা হারুন বাবুনগরী রহ. (মৃ. ১৪৩৫ হি.) এর আহবানে সাড়া দিয়ে মাদরাসায়ে আযীযুল উলুমে যোগদান করেন। অতপর বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের আগ পর্যন্ত দীর্ঘ চার বছর অত্যন্ত সুনামের সাথে নিজ দায়িত্ব আঞ্জাম দেন।

২য় দফা যোগদান ও ইস্তফা: স্বাধীনতা পরবর্তী সময়ে তৎকালীন পটিয়ার মুরব্বীয়ানে কেরামের আহবানে হযরত দ্বিতীয় দফা (১৩৯২হি.) যোগদান করেন। অতপর প্রায় ১৪ বছর শিক্ষকতার পর ১৪০৫হি. তে ২য় দফা ইস্তফা দেন। হযরত পূর্ব থেকেই একটি আদর্শ যুগোপযোগী দ্বীনি প্রতিষ্ঠান এর প্রয়োজনীয়তা অনুভব করতেন। পটিয়া মাদরাসায় শিক্ষকতার এ পর্যায়ে এসে তিনি সে প্রয়োজনকে লিখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরেন। কলমের আগায় ফুটিয়ে তোলেন আলোড়ন সৃষ্টিকারী তার বিখ্যাত সেই প্রবন্ধ ‘মাদরাসা শিক্ষা সংস্কারের ডাক’। কিন্তু দুঃখের বিষয় হযরতের এই লেখাকে পুঁজি করে কতিপয় স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়। হযরত চাইলে তৎক্ষণাৎ এই ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করতে পারতেন। তথাপি তিনি সহনশীলতার পরিচয় দিয়ে স্বীয় লক্ষ্য বাস্তবায়নের জন্য ২৬শে শাবান ১৪০৫ হিজরী সনে ২য় বারের মত ইস্তফা দেন।

৪.৩ উল্লেখযোগ্য শিষ্যবৃন্দ:
১. মুহাম্মদ আইয়্যুব রহ. সাবেক শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক- পটিয়া মাদরাসা।
২. মাওলানা আনোয়ার শাহ, পরিচালক, জামিয়া ইমদাদিয়া, কিশোরগঞ্জ।
৩. মাওলানা আব্দুল হালীম বুখারী, পরিচালক, জামিয়া ইসলামিয়া পটিয়া।
৪. মাওলানা রফিক আহমদ, মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া পটিয়া।
৫. মাওলানা আব্দুল মালেক হালিম, প্রতিষ্ঠাতা পরিচালক, হাইলধর মাদরাসা, আনোয়ারা।
৬. মাওলানা হাফেজ হেলালুদ্দীন, দায়ী, মারকাযুদ্দাওয়াহ, আরব আমিরাত।
৭. মাওলানা আবু তাহের মিসবাহ, বিশিষ্ট সাহিত্যিক ও কলামিস্ট, প্রতিষ্ঠাতা পরিচালক, মাদরাসাতুল মাদীনা, ঢাকা।
৮. ড. রশীদ রাশেদ, সমাজকর্মী, সিডনী, অস্ট্রেলীয়া।
৯. মাওলানা আবু তাহের, মুহাদ্দিস, জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া।
১০. ড. মাহফুজুর রহমান, অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
১১. মাওলানা জসীমুদ্দীন নদভী, মুহাদ্দিস, জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া।
১২. মাওলানা উবায়দুর রহমান খান নসীম নদভী, সহ-সম্পাদক, দৈনিক ইনকিলাব।
১৩. মাওলানা হাফেজ জুনাইদ শওক (বাবুনগরী), মুহাদ্দিস, হাটহাজারী মাদরাসা।
১৪. মাওলানা মুহাম্মদ আইয়ুব, মুহাদ্দিস, বাবুনগর মাদরাসা।
১৫. মাওলানা ড. মুস্তফা কামিল, সহ-অধ্যাপক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
১৬. মাওলানা আফীফ ফুরকান, দায়ী সৌদি ধর্ম মন্ত্রনালয়। সিনিয়র শিক্ষক জামেয়া দারুল মা‘আরিফ।
১৭. মাওলানা এনামুল হক সিরাজ, দায়ী সৌদি ধর্ম মন্ত্রনালয়। সিনিয়র শিক্ষক জামেয়া দারুল মা‘আরিফ।

৫. সংস্কার:
যুগের বিবর্তনে, প্রজন্মান্তরে মানুষের জীবনে নতুন নতুন সমস্যা ও চাহিদার উদ্ভব হয়। তাই জীবন ঘনিষ্ট বিষয়গুলোতে সময়ের চাহিদার আলোকে সংস্কারের প্রয়োজন দেখা দেয়। এ প্রয়োজনীয়তা একটি চিরন্তন সত্য যা উপেক্ষা করার কোন জো নেই। মহান রাব্বুল আলামীনের ইচ্ছায় যুগের শ্রেষ্ঠ সন্তানদের হাতেই সাধিত হয় এ সমস্ত সংস্কার কার্যক্রম। আল্লামা সুলতান যওক নদভী তেমনি একজন ব্যক্তিত্ব যিনি একজন সংস্কারক হিসেবে নিজেকে নিবেদিত করেছেন।

৫.১ শিক্ষা সংস্কার: আল্লামা সুলতান যওক নদভী এর সংস্কার ধর্মী কার্যক্রমের অন্যতম দিক হল শিক্ষা সংস্কার। এ ক্ষেত্রে হযরত মনে করেন - এবং তা বাস্তবও- বর্তমান দ্বীনী মাদরাসাগুলো বিশুদ্ধ আক্বীদা সংরক্ষণ, ও ইসলামী কৃষ্টি কালচারের দূর্গ হওয়া সত্ত্বেও যুগের চাহিদা মেটাতে পারছে না। একটা সময় ছিল যখন এ সমস্ত প্রতিষ্ঠান থেকে ঝাঁকে ঝাঁকে ইসলামের সেবক বেরিয়ে আসতেন এবং সমাজের সর্বস্তরের এবং সব ধরনের চাহিদা পূরণ করতেন। কিন্তু বর্তমানে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ও সাধারণ শিক্ষায় শিক্ষিতদের মাঝে এত দূরত্ব সৃষ্টি হয়ে গেছে যেন দু‘টোকে সম্পূর্ণ আলাদা সমাজ। ফলে ইসলামের সুমহান উদ্দেশ্য তথা সমাজের সর্বস্তরে আল্লাহর কালিমা বুলন্দ করার কাজে ব্যঘাত ঘটছে। এ সম্পর্কে তিনি বলেন: “অত্যন্ত দু:খের বিষয় যে, চিন্তা-চেতনা ও ইলমী অধ:পতনের এই যুগে আমাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো পূর্বের ন্যায় ফলাফল দিতে পারছেনা...”। তিনি আরো বলেন, “সৌকর্যমণ্ডিত ঐতিহ্যবাহী এসমস্ত মাদরাসার অধিকাংশই বর্তমানে জড়তা ও স্থবিরতা শিকার ও প্রতিষ্ঠানগুলো সমাজ সংস্কার ও যুগোপযোগী প্রজন্ম তৈরি করতে ব্যর্থ হয়েছে।... আমরা বিশ্বাস করি ক্রমবর্ধমান এ রোগের দ্রুত চিকিৎসা সময়ের দাবীতে পরিণত হয়েছে...”। অন্য স্থানে তিনি বলেন, “আমাদের দেশে জেনারেল শিক্ষায় শিক্ষিত শ্রেণী ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত শ্রেণীর মাঝে বিরাট দূরত্ব সৃষ্টি হয়েছে”। এসমস্ত সমস্যা থেকে উত্তরণের জন্য মাদরাসা শিক্ষা কারিক্যুলামে সংস্কার প্রয়োজন বলে তিনি মনে করেন।

৫.১.১ সনাতনী চিন্তাধারা: শিক্ষা সংস্কারের এই চিন্তাধারা নব কল্পনাপ্রসূত কোন চিন্তাধারা নয়। বরং যুগ যুগ ধরে বিদগ্ধ ওলামায়ে কেরাম, আকাবীরে হযরাতগণ সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তবে আল্লামা সুলতান যওক নদভীর সফলতা হল তিনি তার চিন্তাধারাকে কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে প্রায়োগিক রূপে একটি কাঠামোর উপর দাঁড় করাতে সক্ষম হয়েছেন।

৫.১.২ যুগোপযোগী সিলেবাস প্রণয়ণ: উক্ত চিন্তাধারার আলোকে আল্লামা সুলতান যওক নদভী ইসলামের মৌলিক শিক্ষা-দীক্ষা অক্ষুণ্ন রেখে প্রয়োজনীয় আধুনিক বিষয়াদি অন্তর্ভূক্তির মাধ্যমে হযরতের ভাষায়: الجمع بين القديم الصالح والجديد النافع তথা কল্যানকর পুরাতন ও উপকারী নতুনের সমন্বয়ে একটি পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছেন।

৫.১.৩ পরিকল্পনার বাস্তবায়ন তথা দারুল মা‘আরিফ প্রতিষ্ঠা: ইতোপূর্বে আমরা উল্লেখ করেছি যে, আল্লামা সুলতান যওক নদভী তার চিন্তাধারা ও পরিকল্পনাকে বাস্তব রূপ দান করে একটি কাঠামোর উপর দাঁড় করিয়েছেন। এই কাঠামোই হল আজকের দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া। বিগত শতাব্দীর শেষার্ধে তিনি তার প্রস্তাবিত পরিকল্পনার আলোকে বিশ^বরেণ্য আলেমে দ্বীন আল্লামা সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ. এর দিকনির্দেশনায় দেশবরেণ্য ওলামায়ে কেরামের সাথে পরামর্শপূর্বক ১৯৮৫ ঈসায়ী মোতাবেক ১৪০৫ হি. এর শাওয়াল মাসে এ প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেন। স্বল্প পরিসরে শুরু হওয়া এ প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে মহীরূহে পরিণত হয় এবং দেশ-বিদেশে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করে। বর্তমানে তার প্রস্তাবিত ক্যারিকুলাম এ বহু মাদরাসা পরিচালিত হচ্ছে। এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ কারিকুলাম নিয়ে গবেষণা হচ্ছে।

৫.২ সমাজ সংস্কার: সমাজ সংস্কারেও আল্লামা সুলতান যওক নদভী ব্যাপক অবদান রেখে যাচ্ছেন। ইসলামের সুমহান বানীকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার লক্ষ্যে আজো তিনি ছুটে যান টেকনাফ থেকে তেতুলিয়া। মানুষকে গোমরাহী থেকে ফিরিয়ে আল্লাহমূখী করা এবং সমাজ থেকে অন্যায়-পাপাচার দূর করার জন্য তিনি মানুষদেরকে নসীহত করেন। প্রতিবছর এ উপলক্ষ্যে আয়োজিত অসংখ্য মাহফিলে তিনি উপস্থিত হয়ে মানুষের ধর্মীয় পিপাসা নিবারণ করে যাচ্ছেন।

৬. জাতীয় স্বার্থে নি:স্বার্থ অবদান:
৬. জাতীয় স্বার্থে নি:স্বার্থ অবদান : আল্লামা সুলতান যওক নদভী এমন এক ব্যক্তিত্ব যিনি সর্বদা ধর্মীয় ও জাতীয় স্বার্থকে ব্যক্তিস্বার্থের উপর প্রাধান্য দিয়েছেন। ছাত্রজীবন থেকেই তিনি এ মানসিকতার উপর গড়ে ওঠেন। ফলশ্রুতিতে জাতীয় বিভিন্ন স্বার্থে তিনি ব্যপক অবদান রাখতে সক্ষম হয়েছেন।

৬.১ ফিতনা মোকাবেলা: জাতীয় স্বার্থে হযরতের অন্যতম অবদান হল সময়ে সময়ে আপতিত বিভিন্ন ফিতনার বুদ্ধিবৃত্তিক মোকাবেলার জন্য তিনি এগিয়ে এসেছেন এবং প্রয়োজনে রাজপথের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

৬.১.১ কাদীয়ানী ফিতনা: মুসলিম উম্মাহ বিশেষভাবে উপমহাদেশের মুসলিমদের জন্য একটি বড় ফিতনা হল কাদিয়ানী ফিতনা ইসলামের মূলে কুঠারাঘাতকারী এ ফিতনা ২০০৪/০৫ ঈ. সনে বাংলাদেশে ব্যাপকহারে মাথাচড়া দিয়ে উঠে। জাতীয় দুর্যোগের এই মুহূর্তে আল্লামা সুলতান যওক নদভী খতমে নবুওয়ত মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে রাজপথে নেমে আসেন। কাদিয়ানীদেরকে সরকারীভাবে অমুসলিম ঘোষনার দাবিতে আন্দোলন করেন ফলশ্রুতিতে এ ফিতনা অনেকটাই স্তিমিত হয়ে যায়। এ সময় তিনি খতমে নবুওয়ত মুভমেন্ট বাংলাদেশ এ সাধারণ সম্পাদক নিযুক্ত হন।

৬.১.২ ফতোয়া বিরোধী হাইকোর্টে রায়: কিছু কিছু মানুষের ফতোয়ার অপব্যবহার ও ইসলামবিদ্বেষীদের ষড়যন্ত্রের কারণে দেশব্যাপী ফতোয়া সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হয়। ফলে হাইকোর্ট কর্তৃক ২০১১ সনে ফতোয়া নিষিদ্ধের রুল জারি করে। ফলে দেশব্যাপি আন্দোলন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ইসলামী ফাউ-েশনে এ ব্যাপারে এক জরুরি সভা আয়োজন করা হয়। এ সভায় দেশের শীর্ষস্থানীয় ২৫ জন আলেম অংশ নেন। এভাবে বিভিন্ন আলোচনা ও পরামর্শের পর হাইকোর্ট রায় প্রত্যাহার করে এবং শর্তসাপেক্ষে ফতোয়া বৈধ ঘোষণা করে। উক্ত সভাসহ এ আন্দোলনে আল্লামা সুলতান যওক নদভী বিশেষ অবদান রাখেন।

৬.১.৩ নারী নীতিমালা: ২০১১ সনেই আরেকটি জাতীয় সমস্যার উদ্ভব হয়। সরকার নারী উন্নয়ন নীতিমালা ২০১১ এর খসড়া প্রস্তাব সংসদে উত্থাপন করে। এ নীতিমালার বেশ কয়েকটি ধারা ইসলামের সাথে সাংঘর্ষিক ছিল। ফলে আল্লামা সুলতান যওক নদভীসহ দেশে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের নেতৃত্বে ধর্মপ্রাণ মুসলমানরা রাস্তায় নেমে আসেন। ব্যাপক গ্রহণযোগ্যতার কারণে আল্লামা সুলতান যওক নদভী সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে আলাপ আলোচনা করতে থাকেন। ফলে সরকার কিছুটা নমনীয়তা অবলম্বন করেন।

৬.১.৪ নাস্তিকতার ফিতনা: বিগত কয়েক দশকের মধ্যে যে, ফিতনাটি সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে তা হল নাস্তিকতার ফিতনা। এটি এমন এক ফিতনা যার অশুভ পরিণাম জাতিকে আজো বয়ে বেড়াতে হচ্ছে। নাস্তিকতা যদিও সকল ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ অধিকন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এ ফিতনাটি মূলত ইসলাম ও মুসলমানের ক্ষতিসাধনেই ব্যপ্ত রয়েছে। সময়ে সময়ে দেশ বিদেশের বিভিন্ন জার্নাল, পত্র-পত্রিকায় ইসলাম ও মুসলমানদের নিয়ে বিদ্রুপাত্মক কার্টুন, লেখা প্রভৃতি প্রকাশ করা হয়েছে বিশেষভাবে বিগত ২০১৩ সনের সূচনালগ্নে ইসলামবিদ্বেষী এ ফিতনাটি বাংলাদেশে ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে উঠে। তখন এদেশের জনগন হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে অন্দোলনে রাজপথে নেমে আসে। ইতোপূর্বে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠায় আল্লামা সুলতান যওক নদভীর অগ্রগন্য ভূমিকা থাকলেও কিছু ভুল বোঝাবুঝির কারণে তিনি সংগঠন থেকে কিছুটা দূরে সরে ছিলেন। অতপর জাতির এই দূর্দিনে তিনি উদারতার পরিচয় দিয়ে হেফজতের ব্যানারে আন্দোলনের প্রথম কাতারে রাজপথে নেমে আসেন।

৬.২ রাজনৈতিক চিন্তাধারা: আল্লামা সুলতান যওক নদভী সরাসরি কোন রাজননৈতিক দলের সাথে সম্পৃক্ত নন এবং কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ও করেন না। তদুপরি বিদগ্ধ আলেমে দ্বীন হিসেবে রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দেয়াকে তিনি দ্বীনী দায়িত্ব মনে করেন। রাজনৈতিক ময়দানে যে বিষয়টি তাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তা হল, ইসলামী রাজনীতির পতাকাবাহী ওলামায়ে কেরামের বহুধা বিভক্তি। তিনি মনে করতেন, এ সকল দলগুলোর আক্বীদা, ভাবধারা, রাজনৈতিক লক্ষ্য-উদ্দেশ্য যেহেতু এক সেহেতু সবাই ঐক্যমত্য হয়ে একদলে অন্তর্ভূক্ত হওয়া কঠিন কিছু নয়।

৬.২.১ ঐক্য সংহতির প্রচেষ্টা: অবশেষে এই চিন্তায় তাড়িত হয়ে তিনি মাঠ পর্যায়ে কাজ শুরু করলেন। শায়খে কৌড়িয়া রহ., আল্লামা আহমদ শফী দা. বা., মাওলানা হারুন ইসলামাবাদী রহ. প্রমূখের সাথে পরামর্শ করতে লাগলেন। ১৯৯২ এর সূচনালগ্নে আল্লামা আহমদ শফী দা. বা. ও মাওলানা হারুন ইসলামাবাদী রহ. কে নিয়ে চান্দগাঁও আবাসিকস্থ স্বীয় বাসভবনে পরামর্শ বৈঠক করেন। এ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ১৫মে ১৯৯২ সনে ঢাকার মুহাম্মদপুরে অবস্থিত জামেয়া মুহাম্মদিয়ায় জামায়াতে ইসলামী ব্যতীত অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে আল্লামা আহমদ শফী দা. বা. এর সভাপতিত্বে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার সমস্ত খরচ আল্লামা সুলতান যওক নদভী ও মাওলানা হারুন ইসলামাবাদী যৌথভাবে বহন করেন। এ সভায় শায়খুল হাদীস আযীযুল হক রহ., চরমোনাইর পীর মাওলানা ফজলুল করীম রহ., মুফতী ফজলুল হক আমীনী রহ. ও জমীয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধিরা তাশরীফ আনেন। এ সভায় কোন সিদ্ধান্তে পৌঁছা সম্ভব না হওয়ায় পরবর্তী জুলাই মাসে পুনরায় মিটিং হয়। এই মিটিংয়ে ইসলামী দলগুলোর নেতৃবৃন্দের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম অংশ নেন।

৬.২.২ প্রচেষ্টার ফল: আল্লামা সুলতান যওক নদভী ও অন্যান্য আয়োজকদের ঐকান্তিক

03/05/2025

বাংলাদেশের প্রথিতযশা আলেম, হাজারো আলেম গড়ার কারিগর, বরেণ্য চিন্তক ও আরবি ভাষাচর্চার অগ্রনায়ক আল্লামা সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

তিনি ছিলেন আল্লামা আবুল হাসান আলী নদভী রহ.-এর ঘনিষ্ঠ শিষ্য এবং তাঁর চিন্তাধারার ধারক ও বাহক। ঐতিহ্যবাহী আধুনিক দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া দারুল মা’আরিফের প্রতিষ্ঠাতা। বাংলাদেশে আরবি ভাষা ও ইসলামি জ্ঞানচর্চাকে তিনি অনন্য উচ্চতায় পৌঁছে দিতে ভূমিকা রেখেছেন।

তাঁর প্রতিষ্ঠান ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা ছাত্রদের মাধ্যমে তাঁর বহুবিধ খেদমত এ দেশে যুগের পর যুগ জারি থাকুক। আল্লাহ তাঁকে রহমতের চাদরে আবৃত রাখুন। আমিন!

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when এআরএম রহমত উল্লাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এআরএম রহমত উল্লাহ:

Share