Cox’sbazar Musical Bands Association-COMBA

Cox’sbazar Musical Bands Association-COMBA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cox’sbazar Musical Bands Association-COMBA, Digital creator, Goldighir Par, Cox's Bazar.

29/04/2025
28/04/2025

সুপ্রিয় সদস্যবৃন্ধ,

আপনাদের উপস্থিতি, আন্তরিক ভালবাসা এবং সার্বিক সহযোগিতা করে কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ডস্ এসোসিয়েশন - কমবা এর মিলনমেলা ২০২৫ইং সফল ও স্বার্থক করে তোলার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আগামীতে ও এভাবে পাশে থেকে কমবার প্রতিটা উদ্যেগকে সফল করে তুলবেন এই প্রত্যাশা রাখি।
Special Thanks to Aklima Islam Efthy
M.A. Kabir Nipon Kutumbari - কুটুমবাড়ি

শুভেচ্ছান্তে-
অধ্যাপক আপন চন্দ্র দে
সাধারণ সম্পাদক, কমবা।

Baoul & Sons
28/04/2025

Baoul & Sons

The Starry Night
28/04/2025

The Starry Night

28/04/2025
আগামীকাল সকাল ৮.০০ টায় স্টেডিয়ামের সামনে থেকে গাড়ী ছাড়বে।
27/04/2025

আগামীকাল সকাল ৮.০০ টায় স্টেডিয়ামের সামনে থেকে গাড়ী ছাড়বে।

আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড’স এসোসিয়েশন (কমবা) এর বার্ষিক মিলনমেলা ২০২৫।

সবাই কে অনুরোধ জানাচ্ছি আগামী ২৩ এপ্রিল, ২০২৫ইং তারিখের মধ্যে কুপন ফি বাবদ ১০০০/- জমা দেয়ার অনুরোধ জানাচ্ছি। প্রয়োজনেঃ 0...
17/04/2025

সবাই কে অনুরোধ জানাচ্ছি আগামী ২৩ এপ্রিল, ২০২৫ইং তারিখের মধ্যে কুপন ফি বাবদ ১০০০/- জমা দেয়ার অনুরোধ জানাচ্ছি।
প্রয়োজনেঃ
01716-742460 (বিকাশ)

Prabal GanwalaSujoy Acharjee FenilTahia PopyRisat Kafa RisatRisat KafaSalauddin Mohammad RubayedApan Chandraw DeyMujibur RahamanAklima Islam EfthyAbu RaihanM.A. Kabir NiponSujoy BiswasRashidul Hasan RashedAcharjee ShawonSumon ChowdhuryForman Ullah

আমাদের সকলের পরিচিত মুখ বাংলাদেশ বেতার কক্সবাজারের তালিকাভুক্ত কন্ঠ শিল্পী ও গিটারিস্ট তালেব মাহমুদ ভাইয়ের মাতা আজ সকাল ...
17/04/2025

আমাদের সকলের পরিচিত মুখ বাংলাদেশ বেতার কক্সবাজারের তালিকাভুক্ত কন্ঠ শিল্পী ও গিটারিস্ট তালেব মাহমুদ ভাইয়ের মাতা আজ সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন।

আমরা শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
Abu Taleb Mahmod

13/04/2025

সুপ্রিয় সদস্যবৃন্দ,
আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২৮ এপ্রিল, ২০২৫ ইং রোজ সোমবার দিনব্যাপী কমবা‘র মিলনমেলার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। ঐদিন উক্ত মিলনমেলায় অংশগ্রহণ করার জন্য সকল কন্ঠশিল্পী, যন্ত্রশিল্পী ও সাউন্ড মালিকদের বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে। সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি এবং ঐদিন কোন ধরণের প্রোগ্রামের বুকিং না নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ।
স্থানঃ ইনানি, কক্সবাজার

কৃতজ্ঞতায়-
অধ্যাপক আপন চন্দ্র দে
সাধারণ সম্পাদক
কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন
(COMBA)

প্রিয় সদস্য Prabal Ganwala শ্রদ্ধেয় মা পরোলোক গমন করেছে। উনার আত্মার শান্তি কামনা করছি।
28/02/2025

প্রিয় সদস্য Prabal Ganwala শ্রদ্ধেয় মা পরোলোক গমন করেছে।
উনার আত্মার শান্তি কামনা করছি।

শ্রদ্ধা
20/02/2025

শ্রদ্ধা

সুন্দর মনের মানুষরা সবসময়ই অসাধারণ হয়।আর অসাধারণ মানুষ গুলোই অনন্য গুনের অধিকারী হয়।মিষ্টি কথার ফুলঝুরি ছড়াতে পারে অনেকে...
03/02/2025

সুন্দর মনের মানুষরা সবসময়ই অসাধারণ হয়।আর অসাধারণ মানুষ গুলোই অনন্য গুনের অধিকারী হয়।মিষ্টি কথার ফুলঝুরি ছড়াতে পারে অনেকে কিন্তু মনের মাধুরি ছড়িয়ে মানুষের মন জয় করতে পারে কয়জনে?উপস্থাপনা কিংবা গায়কী ভদ্রতা বা নমনীয়তা সবকিছুতেই সিদ্ধহস্ত একজন মানুষ ধ্রুব রাসেল।
❤️শুভ জন্মদিন❤️ রাসেল

সুদুর উখিয়া উপজেলা থেকে কক্সবাজার জেলায় নিজেকে মেলে ধরতে অনেক কষাঘাত সহ্য করেও দমে না যাওয়া ছেলেটি আজ কক্সবাজারের অহংকার।আজকের দিনে রাসেল শুধু ধ্রুব রাসেল নয় যেন আকাশের ধ্রুবতারা।ওস্তাদ রাজীব বড়ুয়ার কাছ থেকে সংগীতের তালিম নিয়ে ২০১২ সালের পর থেকে প্রফেশনাল স্টেইজে কাজ করা শুরু করে রাসেল।ব্যান্ড কিংবা ফোক আধুনিক বা ক্লাসিক্যাল সর্বক্ষেত্রে দক্ষতার সহিত স্টেইজে পারফর্ম করে চলেছে সকলের প্রিয় এই শিল্পী।তার সুদক্ষ উপস্থাপনা আর মিষ্টি কন্ঠের মায়ায় পঞ্চমুখ সমগ্র কক্সবাজার জেলার সাংস্কৃতিক সমাজ।কক্সবাজারের মিউজিক পরিবারে রাসেলের রয়েছে অজস্র অবদান।কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন(কমবা)রাসেলের প্রতি সবসময় শ্রদ্ধাশীল ও সৌহার্দপূর্ণ।

উখিয়া উপজেলার শহর সংলগ্ন এলাকার স্থায়ী বাসিন্দা সর্বজন শ্রদ্ধেয় জনার মোহাম্মদ কাসেম ও মমতাময়ী মা খালেদা বেগমের ঘর আলোকিত করে ১৯৯১ সালের ৩রা ফেব্রুয়ারী জন্মগ্রহন করে প্রিয় রাসেল।বেসরকারি এনজিও সংস্থা এমএসএফ এর চাকরিজীবী গুণবতী তনয়া আবিদা সুলতানা রেশমাকে জীবন সঙ্গী করে বর্তমানে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছে প্রিয় ধ্রুব রাসেল।মিউজিকের পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষা স্নাতকোত্তর শেষ করে রাসেল চাকরী করেছে অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানিতে।বর্তমানে বেসরকারি সংস্থা ইপসাতে দক্ষতার সাথে চাকুরী করে চলেছে।তাদের সুখের সংসার রয়েছে ১ বছর বয়সের একমাত্র মেয়ে মারদ্বিয়া তারান্নুম রামিসা।কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন(কমবা)রাসেলের উত্তরোত্তর সাফল্য কামনা করে।

প্রিয় কন্ঠযোদ্ধা রাসেল,
এমনো দিনে হয়তো ঘন কুয়াশা কিংবা শিশির ভেজা কোন এক শীতের সনে অথবা উষ্ণ গরমের ক্লান্তিতে এসেছিলে তুমি এই পৃথিবীতে।আজ আবার এসেছে বাধ ভাঙ্গা সেই আনন্দের দিন। পৃথিবীর সবটুকু বিষাদ তালাবন্দী হউক তোমার জীবন থেকে।আসুক ফিরে অনাবিল সুখ, সমৃদ্ধি ও সুখময় মুহুর্ত। সুখের পায়রা যেন ঘিরে থাকে তোমার চারপাশ। জন্মদিনের এই শুভ লগ্নে অজস্র ভালবাসা,শ্রদ্ধা আর হ্নদয়ের গভীর থেকে একরাশ শুভেচ্ছা রইলো তোমার তরে।শুভ জন্মদিন প্রিয় সংগীতযোদ্ধা।
বটবৃক্ষের ছায়ার মত শতবছর বেচে থাকো আমাদের মাঝে।

কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন(কমবা)এর পক্ষ থেকে প্রিয় ধ্রুব রাসেল এর জন্মদিনে ছোট এই স্মৃতিচারণ ও জন্মদিনের শুভেচ্ছাটুকু রাসেল ও তার পরিবারকে উৎসর্গ করা হলো।

Address

Goldighir Par
Cox's Bazar
4700

Telephone

+8801716742460

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cox’sbazar Musical Bands Association-COMBA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cox’sbazar Musical Bands Association-COMBA:

Share