মাহাবুবুর রহমান চৌধুরী,কক্সবাজার পৌরসভা

  • Home
  • Bangladesh
  • Cox's Bazar
  • মাহাবুবুর রহমান চৌধুরী,কক্সবাজার পৌরসভা

মাহাবুবুর রহমান চৌধুরী,কক্সবাজার পৌরসভা বাংলাদেশ কে ভালবাসি।

ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনঃ-
মোঃ মাহবুবুর রহমান চৌধুরী একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী যিনি সর্বশেষ ২০২৩ সাল পর্যন্ত টানা ২১ বছর কাউন্সিলর হিসেবে কক্সবাজার পৌরসভায় দায়িত্ব পালন করেন । ১৯৭৩ সালের ৯ই ডিসেম্বর ৩নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা বড় বাজার এলকায় জন্মগ্রহন করেন । তাঁর পিতা আবদুল মাবুদ চৌধুরী ছিলেন একজন সফল ব্যাংক কর্মকর্তা ও মাতা শামসুন্নাহার চৌধুরী ছিলেন একজন গৃহিনী । তাঁর পিতা ৬০ এর দশকে কক্সবাজা

র সরকারী উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পাশ করেন ।
বিগত একশ বছর আগে মূলত তাঁর দাদা আব্দুল খালেক সওদাগর কক্সবাজার বড় বাজার এলাকার একজন স্বনামধন্য ও সর্বজন পরিচিত ব্যবসায়ী ছিলেন ।
ছোট বেলা থেকেই মাহবুবুর রহমান চৌধুরীর খেলাধুলার পাশাপাশি রাজনীতিতে ও সমান অংশগ্রহন ছিল । ১৯৮৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন । ১৯৮৭ সালে কক্সবাজার পৌর ছাত্রলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন । ১৯৯১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত চট্টগ্রাম সিটি বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্র সংসদের এজিএস এর দায়িত্ব পালন করেন এবং সেখান থেকে সফলতার সাথে বিএ পাশ করেন । ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পরযন্ত বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পদকে দায়িত্ব পালন করেন । ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার পৌর শাখার আহবায়কের দায়িত্ব পালন করেন । ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলার সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন । ২০০২ সালে কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন যা অধ্যবদি চলমান । ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এর দায়িত্ব পালন করেন । ভারপ্রাপ্ত মেয়র থাকাকালীন সময় তাঁর সময়োপযোগী সিদ্ধান্ত এখনো পৌরবাসীর মনে দাগ কাটে। ২০০৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত সফলতার সাথে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলার সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন । ২০১৮ থেকে ২০২২ সাল পযয়ন্ত বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন । ২০২২ থেকে অদ্যবধি কক্সবাজার জেলা দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন । ২০২৩ সালের ১২ ই জুন কক্সবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে লড়ছেন ।

🌧️ কক্সবাজারের আজকের আবহাওয়া 🌧️ কক্সবাজারে আজ সারাদিন আকাশ থাকবে মেঘলা, সঙ্গে সময়ে সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। 🌦️তাপমা...
21/08/2025

🌧️ কক্সবাজারের আজকের আবহাওয়া 🌧️ কক্সবাজারে আজ সারাদিন আকাশ থাকবে মেঘলা, সঙ্গে সময়ে সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। 🌦️
তাপমাত্রা থাকবে ২৮°–৩০°C এর মধ্যে।

👉 ভ্রমণে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন।

16/08/2025

ইলিশ আমাদের জাতীয় মাছ এটি নিয়ে ও প্রতারণা মানুষকে ইলিশের স্বাদ থেকে বঞ্চিত করছে।

নদীর ইলিশ না কি সাগরের ইলিশ কোনটি আপনার ভাল লাগে ? কমেন্টস এ জানান
13/08/2025

নদীর ইলিশ না কি সাগরের ইলিশ কোনটি আপনার ভাল লাগে ? কমেন্টস এ জানান

11/08/2025
একজন সাদা মনের মানুষ ছিলেন ডাক্তার চন্দন কান্তি দাশ । গরীবের ডাক্তার বলে খ্যাতি ও ছিল অনেক । একজন সমাজকর্মী ও সাংস্কৃতিক...
11/08/2025

একজন সাদা মনের মানুষ ছিলেন ডাক্তার চন্দন কান্তি দাশ । গরীবের ডাক্তার বলে খ্যাতি ও ছিল অনেক । একজন সমাজকর্মী ও সাংস্কৃতিক কর্মীকে আজ কক্সবাজার বাসি হারালাম । চন্দন কান্তি দাশের আত্মার সদগতি কামনা করছি ।

আজকের গুরুত্বপূর্ণ আপডেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই দেশে ফির...
26/07/2025

আজকের গুরুত্বপূর্ণ আপডেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই দেশে ফিরছেন।
এই ভিডিও বার্তায় কী বার্তা দিলেন তিনি? কেন এই ঘোষণা এখন? বিস্তারিত জানুন সম্পূর্ণ ভিডিওতে।

📌 বিষয়বস্তু:
– শেখ হাসিনার প্রত্যাবর্তন
– ওবায়দুল কাদেরের ভিডিও বার্তা
– রাজনৈতিক প্রেক্ষাপট
– সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তন

📰 আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন 👉 https://www.youtube.com/
🔔 নতুন আপডেট পেতে বেল আইকন চাপুন

📢 আপনার মতামত জানান কমেন্টে – আপনি কী ভাবছেন শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে?

https://youtu.be/p1LUhu3f5VE?si=pa51E8xs7ltz20PK

আজকের গুরুত্বপূর্ণ আপডেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগি....

16/07/2025

শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি সবশেষ চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

কক্সবাজার এর জন্য দুটি রাস্তা দরকার একটি প্রবেশ অন্যটি বাহির । দুটি রাস্তা থাকলে যানযট ও কমবে সাথে দূর্ঘটনাও কমবে । তাছা...
14/07/2025

কক্সবাজার এর জন্য দুটি রাস্তা দরকার একটি প্রবেশ অন্যটি বাহির । দুটি রাস্তা থাকলে যানযট ও কমবে সাথে দূর্ঘটনাও কমবে । তাছাড়া কক্সবাজার থেকে ঢাকা চট্টগ্রামের দূরত্ব ও সময় বাঁচবে ।

01/07/2025

কক্সবাজার ঘুরতে আসলে এই ভাড়ার তালিকাটি সহায়ক ভূমিকা রাখবে

28/12/2024

টক্সিক মানুষ চিনেন?

আপনার খুব ক্লোজ কেউ আছে, যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক, কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে।

টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে। প্রথমে হয়তো টের পাবেন না, কিন্তু একটা সময় মনে হবে—আপনার চারপাশটা ভারী, মনটা ক্লান্ত।

হঠাৎ একটা দিন বুঝবেন, এই ভারটা আসলে মানুষেরই তৈরি।

কিন্তু কীভাবে বুঝবেন যে কেউ টক্সিক?

এমন কিছু আচরণ আছে, যেগুলো যদি লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের মানুষটি আসলে আপনার জন্য কতটা ক্ষতিকারক। চলুন, টক্সিক মানুষের আচরণগুলো একটু ভালোভাবে বিশ্লেষণ করি।

১. সবকিছুতে খুঁত ধরার অভ্যাস

টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে, যেন আপনি কিছুই জানেন না, পারেন না। আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায়। মজার ব্যাপার হলো, এই সমালোচনা মোটেও গঠনমূলক নয়। বরং, তারা আপনাকে ছোট করার জন্যই এটা করে।

২. কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে

তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেন। তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধামতো পরিস্থিতি গড়ে তোলে। সবসময় মনে হবে আপনি তাদের ইচ্ছার ক্রীড়নক হয়ে গেছেন।

৩. আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা

তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে। হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়ে, কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে মনে হতে শুরু করবে।

৪. তাদের সমস্যার জন্য আপনি দায়ী!

তারা সবসময় ভিকটিম। সব সমস্যার দায় তাদের না, বরং পৃথিবীর! তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না, বরং আপনাকেই দায়ী করবে। আপনি সবসময় অপরাধবোধে ভুগবেন।

৫. কথায় কথায় অভিযোগ

তাদের চারপাশে সবকিছুই যেন খারাপ। সবকিছুতে তারা অভিযোগ করে। এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে।

৬. আপনার অনুভূতি নিয়ে খেলা

তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না। আপনার কষ্ট, আপনার সুখ—কিছুতেই তাদের কিছু যায় আসে না। এমনকি যখন তারা আপনাকে আঘাত করে, তখনও তাদের মনের কোণায় বিন্দুমাত্র মায়া জন্মায় না।

৭. আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করা

আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না। বরং ঈর্ষান্বিত হয়। আপনার অর্জনকে হালকা করে দেখা, ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়ে যায়।

৮. আচরণে একধরনের দ্বিচারিতা

একদিন তারা খুব মিষ্টি, আবার পরের দিন হুট করেই দুর্ব্যবহার। এই অস্থিরতা আপনাকে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রাখে। আপনি বুঝতেই পারবেন না, কখন কীভাবে তাদের সঙ্গে মিশতে হবে।

৯. শুধু নেওয়ার অভ্যাস, কিছুই না দেওয়া

টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া। তারা আপনাকে ব্যবহার করবে, আপনাকে থেকে সুবিধা নেবে, কিন্তু বিনিময়ে কিছু দেবে না।

১০. আপনার ‘না’কে গুরুত্ব না দেওয়া

তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না। আপনার সময়, মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই।

টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয়, কিন্তু এটা অত্যন্ত জরুরি।

জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান। এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকেই প্রাধান্য দিন।

মনে রাখবেন,

যারা আপনাকে ভালোবাসে, তারা কখনো আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না।

রেজুখাল সেতু বন্ধের বিজ্ঞপ্তি
24/12/2024

রেজুখাল সেতু বন্ধের বিজ্ঞপ্তি

কক্সবাজারের অত্যন্ত দক্ষ আইনজীবী, বিচার বঞ্চিত মানুষের প্রিয় আইনজীবী রাখাল মিত্র দাদার মৃত্যুতে শোকাহত।।তাঁর বিদেহী আত্ম...
22/12/2024

কক্সবাজারের অত্যন্ত দক্ষ আইনজীবী, বিচার বঞ্চিত মানুষের প্রিয় আইনজীবী রাখাল মিত্র দাদার মৃত্যুতে শোকাহত।।
তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

Address

Baro Bazar
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when মাহাবুবুর রহমান চৌধুরী,কক্সবাজার পৌরসভা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share