08/08/2024
এ অল্প বয়সে জীবনের সাথে, সময়ের সাথে অনেক যুদ্ধ করছি, সমাজ প্রতিবেশি, আত্মীয় স্বজন, ভালো বল্লেও খারাপ, ভালো ভাবে থাকলে চল্লেও খারাপ। কোনো দিন কেউ আমার কাছে এসে জিজ্ঞেস করে নাই তুর নামে এরকম খারাপ কথা কথা শুনছি এটা কতটুকু সত্যি এমন কথা কেউ জিজ্ঞেস করে নাই, উল্টো সেটাকে নিয়ে কেমনে সাজানো যায়,আরো বড় করা যায় সেটা করে গেছে, কান্না করে, অনেক চিৎকার করে বলি এটা সত্যি এটা আমি করি নাই, চটপট করতাম বিশ্বাস করানোর জন্য, কিন্তু কেউ করত না বিশ্বাস 🥺🥺। এরপর আস্তে আস্তে চুপচাপ থাকা শুরু কাউকে আর বিশ্বাস করানোর জন্য চটপট করতাম না।
কারণ কে জানেন,,,,,,,, কারণ আমি ডিভোর্সী মেয়ে তাই।
এরপর পর আরো কঠিন কিছু শুরি হলো আমার সাথে / ১৪-১০-২০২৩ থেকে -
কম আর বেশি সবাই জানেন আমার অসুস্থতার কথা, অনেক ধরে লড়াই করতেছি জীবনের সাথে 🥺🥺। আমি ত্ব ভেবে ও নি আমি আর বাঁচবো না, এ সুন্দর পৃথিবীতে আর আমার থাকা হবে না, খুব বেশি মায়া হচ্ছিলো পৃথিবীর জন্য কত মায়া পৃথিবীর মধ্যে কত যে সুন্দর অসুস্থ না হলে হয় ত্ব এতটা বুঝতাম না। সে সময়টাতে মা খুব কাচ থেকে দেখছি কি ভাবে আমার সাহস দেওয়া, আমাকে বুঝানো,, মা সব সময় বেশি বলত তুকে চেঁচে থাকতে হবে আমার জন্য, আমাকে ডক্টর কাাচে কে নিয়ে যাবে তুই না থাকলে, এটা বল্লে আমার অনেক আরো বাঁচার ইচ্ছে জেগে যায়, আমি বাঁচবো আমার মার জন্য, পরিবারের জন্য।
অসুস্থত হওয়ার পর অনেক কথা শুনতে হয়ছে আত্মীয় -স্বজন,বন্ধু -বান্ধব, পাড়া প্রতিবেশী অনেক কিন্তু শুনছি 🥲🥲 অসুঅসুস্থত হওয়ার পর থেকে অনেক আত্মীয় স্বজন, বন্ধ বান্ধব হারায়ছি, এ বিপদের সময় দূরে সরে গেছে। যাদের সাথে কথা হত না কোনো দিন তাদের কে পাশে পায়ছি, শুধু টাকা পয়সা দিয়প সাহায্য করতে হয় তা কিন্তু না, খবর নেওয়া সাহজ দেওয়া টা অনেক কিছু।
এখন আগের থেকে অনেকটা ভালো আলহামদুলিল্লাহ 🤲, কিন্তু,,,,,,,,,
আমার ভালো থাকা, খুশি থাকা, কোথাও যাওয়া পরিবারকে নিয়ে, হাসি খুশি থাকা, নিজের ইচ্ছে মত থাকা, নিজের সুন্দর নিজে দেকি বরাবরই কারণ সেটা আমার দেখতে ভালো লাগে তাই, হ্যাপি আছি বলে একটা কি ফেইসবুকে পোস্ট বাহ স্টোরি দেওয়া কোনোটা পারি না আমি কারণ কেন জানেন???
কারণ আমি অসুস্থ, আমি বাঁচবো না, আমি পড়া লেখা করে কি করবো এখন, আমার কেন এত শো-অফ, আমি কেন সব সময় নিজেকে পরিপাটি সুন্দর ভাবে থাকি,। আমি ভালো আছি, আমি অসুখের বান ধরে থাকি মানুষের কাছে ভালো হওয়ার জন্য, 🥲🥲 আমার আর বিয়ে হবে না, ডিভোর্সি + অসুস্থ তারে কে বিয়ে করবে এখন,, গলা কাটা কে বিয়ে করবে, কয়েক দিন পর এমনিতে মারা যাবে 🥲🥲 + তার কেন এত শো-অফ তার কেন এত কিছু,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,। যারা এগুলা বলেন আপনাদের কি সারাজীবন বাঁচায় রাখবে আল্লাহ তায়ালা???? আল্লাহ কি হাজার হাজার সুস্থ মানুষকে মৃত্যু স্বাদ দিচ্ছে না???? শুধু কি আমি অসুস্থ তাই আমি মারা যাবো যে?????? 🥲🥲🥲🥺🥺🥺🥺
আমি অসুস্থ আমি কি ঘরে এ কোনায় পড়ে থাকে পৃথিবীতে সারাজীবন বেঁচে থাকবে?????
আল্লাহর কান পযন্ত না যাক এ কথাটা আমার জায়গায় যদি আপনাদের পরিবারের কেউ থাকতে তাহলে ও কি এরকম করতেন তার সাথে?????????
আল্লাহ আপনি এরকম জীবন কোনো বান্দাকে দিয়েন না, সবার সয্য করার মত শক্তি থাকে না 🥲🥲🥲🥺🥺🥺🥲🥲🥲🥺🥺
লেখা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ 🙏🙏
Nowshava Siam Jannatul Yesmin Jui