Moheshkhali Life

Moheshkhali Life We try to cover local news and tourism, celebrating unique, cultures and stories while promoting sustainable tourism.We try to represent Moheshkhali.

01/11/2025

প্রত্যন্ত মহেশখালী থেকে জাতীয় গৌরবে — সাঁতারু বেলালের অনুপ্রেরণার গল্প..

দূর উপকূলের প্রত্যন্ত মহেশখালীর এক ক্ষুদে ছেলে—
নিত্যদিনের সংগ্রামের মাঝেই যার স্বপ্ন ছিল পানির বুকে উড়ে চলা।
সেই ছেলেটির নাম বেলাল উদ্দিন, মহেশখালী মডেল হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্র।
আজ সে জাতীয় গর্বের নাম—
৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় দুইটি ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে।

এই প্রতিযোগিতায় অংশ নিতে বেলালকে অতিক্রম করতে হয়েছে পাহাড়, নদী, সমুদ্র আর অনিশ্চয়তা।
কক্সবাজারের মহেশখালী—যেখানে সুযোগের চেয়ে বাধাই বেশি, সেখানে জন্ম নিয়েও সে হার মানেনি।
জেলা ও বিভাগীয় পর্যায়ে সব ইভেন্টে প্রথম হয়ে যখন সে জাতীয় পর্যায়ে জায়গা পায়, তখন গোটা মহেশখালী গর্বে ভরে ওঠে।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকার মিরপুর সুইমিং পুলে অনুষ্ঠিত হয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।
বেলাল অংশ নেয় দুইটি ইভেন্টে—দু’টিতেই গর্বের তৃতীয় স্থান অর্জন করে।
এটাই তার প্রথম নয়—৫০তম ও ৫১তম আসরেও সে ছিল সফল।

তার সাফল্যে আনন্দে ভাসছে মহেশখালীর মানুষ।
গ্রামের মানুষ বলে, “আমাদের এলাকার ছেলেও যে জাতীয় পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করতে পারে—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।

সাঁতারু বেলাল উদ্দিনকে উপজেলা থেকে জাতীয় পর্যায়ে তুলে আনার নেপথ্যে রয়েছেন তার কোচ ও মহেশখালী মডেল হাইস্কুলের ক্রীড়া শিক্ষক এম. গিয়াস উদ্দিন।
তিনি শুধু প্রশিক্ষক নন, বেলালের স্বপ্নযাত্রার সহযাত্রী।

জাতীয় পর্যায়ে বেলালের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্যাহ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন কাদের।
তারা বলেন, ক্ষুদে সাঁতারু বেলাল আজ মহেশখালী, কক্সবাজার তথা চট্টগ্রাম অঞ্চলের মুখ উজ্জ্বল করেছে। ভবিষ্যতে তার সাফল্য আরও সুদৃঢ় হোক।

নিজের অনুভূতি জানাতে গিয়ে বেলাল বলে,

এটি সত্যিই আনন্দের। আমি শুধু নিজের জন্য নয়, আমার পরিবার, আমার স্কুল আর আমার মহেশখালীর জন্য সাঁতরি।”

ভবিষ্যৎ নিয়ে স্বপ্নের কথা বলতে গিয়ে এই ক্ষুদে সাঁতারু বলে,

একদিন আমি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চাই—আমার লাল-সবুজ পতাকাকে নিয়ে পানির বুকে ভাসতে চাই।”

29/10/2025

দন্ত চিকিৎসক সুজনের ভুল চিকিৎসার কারনে একজনের মৃত্যুর অভিযোগ...

28/10/2025

মহেশখালীতে শীর্ষ সন্ত্রাসী তারেক সহযোগীসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | মহেশখালী (কক্সবাজার)

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ তারেক (২২) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনার উত্তর-পশ্চিমে ষাইট্টা ঘোনা এলাকার একটি চিংড়ি ঘেরের ঝুপড়ি ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্য দুজন হলেন মোহাম্মদ ফারুক (১৯) ও সালাহউদ্দিন (২৬)। এ সময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড কার্তুজ ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয় বলে জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক।

মঙ্গলবার দুপুরে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ওসি মঞ্জুরুল হক বলেন,

> “কালারমারছড়ার আলোচিত দুই সন্ত্রাসী আনছার ও তারেককে ধরতে দীর্ঘদিন ধরে আমরা অভিযান চালাচ্ছিলাম। এর আগে ২৯ আগস্ট রাতে কক্সবাজার থেকে সন্ত্রাসী আনছারকে দুজন সহযোগীসহ গ্রেফতার করা হয়। এরপর তারেককেও আমরা গতকাল আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি।”

তিনি আরও বলেন,

“জুলাই আন্দোলনের পর থেকে কালারমারছড়ায় রসুর ছেলে মামুন, উকিল আহমদ, নজির আহমদ ও তারেকসহ কয়েকজন মিলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তাদের সঙ্গে যোগ দেয় আনছারসহ একাধিক ডাকাত সর্দার। এদের মধ্যে ৪ জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে।”

ওসি জানান, গ্রেফতার তারেকের বিরুদ্ধে চারটি অস্ত্র মামলা ও একটি হত্যা মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। তবে তার সহযোগীদের নামে পূর্বে কোনো মামলা ছিল না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালারমারছড়ায় বিট পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

“অবশিষ্ট সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে,” — বলেন ওসি মঞ্জুরুল হক।

এর আগে তারেকের ভাই ও শীর্ষ ডাকাত সর্দার উকিল আহমদকে পুলিশ গ্রেফতার করে। গেল ৫ মে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তারেকের আরেক ভাই মামুন শরীফ। এরপর থেকেই এলাকাটি ছিল সন্ত্রাসীদের দখলে।

ওসি বলেন,

“সন্ত্রাসী কর্মকাণ্ড করে কালারমারছড়াসহ মহেশখালীর মাটিতে কেউ টিকতে পারবে না। পুলিশ সব সময় প্রস্তুত আছে আইনশৃঙ্খলা রক্ষায়।”

Two 1xBet Master Agents Arrested in Pekua Joint Forces OperationCox’s Bazar Correspondent:In a special operation conduct...
27/10/2025

Two 1xBet Master Agents Arrested in Pekua Joint Forces Operation

Cox’s Bazar Correspondent:
In a special operation conducted by the Bangladesh Army, two active master agents of the online gambling platform 1xBet have been arrested in Pekua, Cox’s Bazar.

The operation took place around 7:00 PM on Sunday (October 26) near a tea stall beside the old Guldi Bridge in Pekua Sadar Union. During the raid, the forces seized two Android smartphones used for online gambling transactions.

The arrestees have been identified as Md. Imtiazul Haque (28), son of Abdul Haque, and Rahatul Islam (25), son of Ahmad Kabir—both residents of Sarkarighona area under Ward No. 6 of Pekua Sadar.

According to local sources, the duo had been operating as master agents for 1xBet for a long time, conducting gambling transactions worth millions of taka in Pekua and Chakaria areas. They allegedly lured young people and college students into online gambling through digital platforms.

Evidence found on their confiscated phones shows transaction records of over 6.1 million taka linked to their 1xBet accounts. They reportedly admitted to conducting another 800,000 taka in transactions shortly before their arrest.

Confirming the incident, Pekua Police Station Officer-in-Charge (OC) Md. Sirajul Mostafa said,

> “The joint forces have detained two individuals involved in online gambling transactions. Legal action under the Cyber Crime Act is underway.”

26/10/2025

কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা মাদ্রাসায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক ওমর ফারুকের বিরুদ্ধে।

অভিযোগের সত্যতা যাচাই ও বিচার দাবি করতে গেলে ওই শিক্ষকের হাতে এক নারী অভিভাবক আহত হন। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক ওমর ফারুককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

The “Putibila Tarun Projonmo Football Club” has been inaugurated in Maheshkhali.Led by local youth, the new initiative a...
24/10/2025

The “Putibila Tarun Projonmo Football Club” has been inaugurated in Maheshkhali.
Led by local youth, the new initiative aims to promote sportsmanship and community development, with participation from local social workers and sports enthusiasts.

24/10/2025

মহেশখালীতে রাসুলে পাক (সা.)-এর শানে কটুক্তির প্রতিবাদে সুন্নী জনতার বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

মহেশখালী প্রতিনিধি |

পবিত্র রাসুলে পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শানে কটুক্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদে মহেশখালীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ অক্টোবর ২০২৫ ইং জুমার নামাজ শেষে পুটিবিলা খানকাহ হতে বের হয়ে উপজেলা ও গোরকঘাটা বাজার প্রত্যন্ত এরিয়া পদক্ষিন করে মানবন্ধন অনুষ্ঠিত হয় মহেশখালীর সর্বস্থরের সুন্নী জনতা ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, ছাত্রসেনা, যুবসেনার নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বনবী (সা.) মানবতার মুক্তিদাতা, শান্তির বার্তাবাহক। তাঁর মর্যাদা ও সম্মান রক্ষায় মুসলমানরা সর্বদা ঐক্যবদ্ধ। তাঁরা কটুক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান।

কর্মসূচিতে বক্তৃতা দেন—আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা। তারা স্লোগানে স্লোগানে রাসুলপ্রেমের প্রকাশ ঘটান এবং শান্তিপূর্ণ উপায়ে বিক্ষোভ সম্পন্ন করেন।

মহেশখালী সুন্নী জনতার আয়োজনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ব্যাবস্থাপনায় বিক্ষোভ ও মানববন্ধন সুশৃঙ্খলভাবে শেষ হয় দোয়া ও মোনাজাতের মাধ্যমে।

Maheshkhali Police have arrested Uttam Kumar for insulting the Holy Prophet Muhammad (peace be upon him).
24/10/2025

Maheshkhali Police have arrested Uttam Kumar for insulting the Holy Prophet Muhammad (peace be upon him).

Bangladesh Islami Chhatra SenaBangladesh Islami Chhatra Sena is an idealistic student organization inspired by the love ...
23/10/2025

Bangladesh Islami Chhatra Sena
Bangladesh Islami Chhatra Sena is an idealistic student organization inspired by the love of Allah and His Messenger (Peace be upon Him).

আল খিদমাহ বাংলাদেশ: সেবামূলক কাজে মানবতার হাতছানিঅসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে ইসলামী সেবামূলক সংগঠন আ...
02/10/2025

আল খিদমাহ বাংলাদেশ: সেবামূলক কাজে মানবতার হাতছানি

অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে ইসলামী সেবামূলক সংগঠন আল খিদমাহ বাংলাদেশ। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই মানবকল্যাণে কাজ করে যাচ্ছে এবং দেশের বিভিন্ন স্থানে তাদের কার্যক্রম ছড়িয়ে পড়ছে।

সংগঠনটির প্রধান লক্ষ্য হলো— দরিদ্রদের সহায়তা, শিক্ষার্থীদের সহযোগিতা, চিকিৎসা সেবা প্রদান, রক্তদান কর্মসূচি পরিচালনা এবং মানবিক কার্যক্রমকে সারাদেশে প্রসারিত করা।

নেতৃবৃন্দ জানিয়েছেন, “আল খিদমাহ বাংলাদেশ কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটি একটি সম্পূর্ণ ইসলামী ও মানবিক সেবামূলক প্রতিষ্ঠান। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”

তাদের মতে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই বিশ্বাসকে ধারণ করে তারা সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

সংগঠনের দায়িত্বশীলরা আশাবাদ ব্যক্ত করে বলেন, দোয়া ও সহযোগিতা পেলে অদূর ভবিষ্যতে আল খিদমাহ বাংলাদেশ দেশের অন্যতম শীর্ষ সেবামূলক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

https://www.facebook.com/profile.php?id=61581237591856

গোরকঘাটা বাজারের জনপ্রিয় হোটেল “মিয়া ভাতঘর” নতুন সাজে যাত্রা শুরু করলেও কাস্টমারের পকেট কাটতে ভোলেনি বলে অভিযোগ উঠেছে। স...
29/09/2025

গোরকঘাটা বাজারের জনপ্রিয় হোটেল “মিয়া ভাতঘর” নতুন সাজে যাত্রা শুরু করলেও কাস্টমারের পকেট কাটতে ভোলেনি বলে অভিযোগ উঠেছে। সাধারণ মধ্যবিত্তরা কম দামে ভালো খাবারের আশায় গেলেও তুলনামূলকভাবে অন্য হোটেলের তুলনায় এখানকার দাম অনেক বেশি।

একজন ক্ষুব্ধ কাস্টমার জানান, “যে খাবারের দাম ৪০–৫০ টাকা হওয়ার কথা, তা এখানে রাখা হয় ১০০–১২০ টাকা। সাধারণ মানুষ ভেবে যায় কম দামে খাবার পাওয়া যাবে, কিন্তু খাওয়ার পর দাম শুনে চমকে উঠতে হয়।”

খোঁজ নিয়ে দেখা গেছে, সাধারণ শুঁটকি ভর্তা যেখানে অন্য হোটেলে ৪০–৫০ টাকায় পাওয়া যায়, সেখানে মিয়া ভাতঘর-এ একই পদ বিক্রি হচ্ছে ১০০–১২০ টাকায়। অথচ ভর্তাটিতে থাকে সামান্য পেয়াজ আর একটি ছোট ছুরি মাছের ২০ ভাগের একভাগ টুকরা।

সাধারণ মানুষের অভিযোগ, জনপ্রিয়তার সুযোগ নিয়ে হোটেল কর্তৃপক্ষ অতিরিক্ত দাম নিচ্ছে। এতে ক্রেতারা হতাশ হয়ে পড়েছেন। বিষয়টি ভোক্তাদের স্বার্থে প্রশাসনের নজরদারি প্রয়োজন বলে দাবি উঠেছে।

Vote For Khurshed
29/09/2025

Vote For Khurshed

Address

Moheshkhali
Cox's Bazar
4710

Telephone

+8801861191882

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moheshkhali Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moheshkhali Life:

Share