23/10/2025
কোটবাজার দোকান মালিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবে মোবারক হোসেন
তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে যা বলেছেন তা হুবুহু তুলে ধরা হলো।
আসসালামু আলাইকুম।
#সাধারণ_সম্পাদক পদে নির্বাচন করতে ইচ্ছুক।
কাউকে বারবার সুযোগ না দিয়ে আমাকে একবার সুযোগ দিন, আগামীতে আপনিও সুযোগ পেতে পারেন।
ক্ষমতা নয়, আমি চাই দায়িত্ব।
আমার পোশাক-আশাকে হয়তো বুঝে যাবেন—আমি খুব সাধারণ, সাধারণের একজন।
নেতা হতে চাই না।
চাই না দুর্নীতি কিংবা অন্যায়ের পাশে থাকতে।
আমি থাকতে চাই সত্য আর ন্যায়ের পক্ষে, অবিচল ও নিরপেক্ষভাবে।
সাধারণ সম্পাদক হতে চাই,
যাতে কারো রঙ বা দল দেখে নয়, (ধর্ম বর্ণ দেখে নয়) (এলাকার ব্যবসায়ী কিংবা দূর থেকে আগত ব্যবসায়ী দেখে নয়) সঠিক কথাটি নির্ভয়ে, নির্দ্বিধায়, স্পষ্টভাবে যেন বলা যায়।
আমি নির্বাচিত হয়ে এই পরিবর্তন গুলো আনতে চাই।
ক) সদস্যদের জমাকৃত অর্থ থেকে অফিস বা অন্যান্য খরচে কোনো টাকা কর্তন করা হবে না।
সদস্যের অর্থ, শুধুমাত্র সদস্যের কল্যাণে ব্যবহার হবে। স্বচ্ছ ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দিচ্ছি।
খ) বর্তমান ঋণ ব্যবস্থা (Loan System) পরিবর্তন করে, একটি শরিয়াহসম্মত বিনিয়োগ পদ্ধতি চালু করব ইনশাআল্লাহ।
এর জন্য একটি সুশৃঙ্খল ‘শরিয়াহ বোর্ড’ গঠন করা হবে, যারা বিনিয়োগের প্রতিটি দিক শরিয়াহ অনুযায়ী পর্যবেক্ষণ করবে।
গ) সমস্ত সদস্যকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত করা হবে, প্রয়োজনে মার্কেটভিত্তিক বা রোডভিত্তিক আলাদা গ্রুপও থাকবে।
যেকোনো সিদ্ধান্ত, আপডেট বা জরুরি বার্তা তাৎক্ষণিকভাবে সবাইকে জানাতে/জানতে সহায়ক হবে।
ঘ) সদস্যদের সকল অর্থ (জমা ও অন্যান্য) একটি একক অ্যাকাউন্টে রাখা হবে।
এতে করে হিসাব রাখা সহজ হবে এবং ব্যাংক চার্জ বা ঝামেলা কম হবে।
ঙ) সদস্যদের ব্যালেন্স (জমাকৃত অর্থ) সম্পর্কে দৈনিক/সাপ্তাহিক অথবা মাসিক আপডেট পাঠানো হবে।
হোয়াটসঅ্যাপের মাধ্যমেই প্রত্যেকে তার নিজের হিসাব জানতে পারবেন।
আমি স্পষ্টভাবে অঙ্গীকার করছি, আমি লোটপাটে বিশ্বাসী নয় এবং এই প্রথম ও শেষবারের মতোই সখ করে (আজ্জু করে) দোকান মালিক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছি।
ধন্যবাদ।
সবার দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সহমর্মিতা প্রত্যাশী।
সদস্যের অর্থ, শুধুমাত্র সদস্যের কল্যাণে ব্যবহার হবে। স্বচ্ছ ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দিচ্ছি।
খ) বর্তমান ঋণ ব্যবস্থা (Loan System) পরিবর্তন করে, একটি শরিয়াহসম্মত বিনিয়োগ পদ্ধতি চালু করব ইনশাআল্লাহ।
এর জন্য একটি সুশৃঙ্খল ‘শরিয়াহ বোর্ড’ গঠন করা হবে, যারা বিনিয়োগের প্রতিটি দিক শরিয়াহ অনুযায়ী পর্যবেক্ষণ করবে।
গ) সমস্ত সদস্যকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত করা হবে, প্রয়োজনে মার্কেটভিত্তিক বা রোডভিত্তিক আলাদা গ্রুপও থাকবে।
যেকোনো সিদ্ধান্ত, আপডেট বা জরুরি বার্তা তাৎক্ষণিকভাবে সবাইকে জানাতে/জানতে সহায়ক হবে।
ঘ) সদস্যদের সকল অর্থ (জমা ও অন্যান্য) একটি একক অ্যাকাউন্টে রাখা হবে।
এতে করে হিসাব রাখা সহজ হবে এবং ব্যাংক চার্জ বা ঝামেলা কম হবে।
ঙ) সদস্যদের ব্যালেন্স (জমাকৃত অর্থ) সম্পর্কে দৈনিক/সাপ্তাহিক অথবা মাসিক আপডেট পাঠানো হবে।
হোয়াটসঅ্যাপের মাধ্যমেই প্রত্যেকে তার নিজের হিসাব জানতে পারবেন।
আমি স্পষ্টভাবে অঙ্গীকার করছি, আমি লোটপাটে বিশ্বাসী নয় এবং এই প্রথম ও শেষবারের মতোই সখ করে (আজ্জু করে) দোকান মালিক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছি।
ধন্যবাদ।
সবার দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সহমর্মিতা প্রত্যাশী।