শফিউল শাহীন "সাংবাদিক"

শফিউল শাহীন "সাংবাদিক" সংবাদের ফেরিওয়ালা শফিউল........

14/12/2025
উখিয়া উপজেলায় নারী কর্মকতার সমাহার!উখিয়ার নবাগত ইউএনও সিফাত আসমা।উখিয়ার এসিল্যান্ড (ভূমি) যারীন তাসনিম তাসিন।উখিয়া উপজেল...
13/12/2025

উখিয়া উপজেলায় নারী কর্মকতার সমাহার!

উখিয়ার নবাগত ইউএনও সিফাত আসমা।
উখিয়ার এসিল্যান্ড (ভূমি) যারীন তাসনিম তাসিন।
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর UH&FPO ( TH) ডাঃ নাসরিন জেবিন।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা
ইয়াছমিন আক্তার।
উপজেলা আনসার ভিডিপি টিআই কর্মকর্তা
সালেহা আক্তার।
মাশা- আল্লাহ! নারীরা আমাদের দেশে অনেক এগিয়ে গেছে।

12/12/2025

নিজের ক্ষেত থেকে শাকসবজি তোলার মুহূর্তটা সত্যিই অন্যরকম।
মাটির গন্ধ, পরিশ্রমের আনন্দ সব মিলিয়ে যেন জীবনকে নতুন করে ছুঁয়ে যায়।

12/12/2025

ভোরের আলো জানান দেয়—
শেষ মানেই শেষ নয়,
নতুন শুরুর দরজা ঠিকই খুলে যায়।

কান্নাভেজা বিদায়! একটানা ৩৩ বছর পর অবসরে প্রধান শিক্ষক Alamgir Kabir..আবুল কাশেম নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্...
12/12/2025

কান্নাভেজা বিদায়! একটানা ৩৩ বছর পর অবসরে প্রধান শিক্ষক Alamgir Kabir..

আবুল কাশেম নূরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব আলমগীর কবির স্যার দীর্ঘ ৩৩ বছরের নিরলস দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তাঁর শেষ কর্মদিবসে বিদায় নিলেন। বিদ্যালয়ের প্রতিটি ইট পাথরে, প্রতিটি সাফল্যে, প্রতিটি অর্জনে তাঁর স্পর্শ রয়েছে। একটি ছোট প্রতিষ্ঠানকে তিনি তাঁর প্রজ্ঞা, শাসন, মমতা ও দূরদর্শী নেতৃত্বে আজ উখিয়ার অন্যতম সেরা বিদ্যালয়ে পরিণত করেছেন। শেষ কর্মদিবসে বিদ্যালয় ক্যাম্পাসে ছিল এক অনাবিল আবেগঘন পরিবেশ। শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী সহকর্মীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন দীর্ঘদিনের প্রিয় স্যারকে বিদায় জানাতে গিয়ে। এসময় তিনি নিজেও কান্না ধরে রাখতে পারেননি।

ধার নেওয়ার সময় কাকুতি মিনতি করে বলে...!
12/12/2025

ধার নেওয়ার সময় কাকুতি মিনতি করে বলে...!

আজকে সবুজ আঙ্কেলের এনগেজমেন্ট অনুষ্ঠানে...
10/12/2025

আজকে সবুজ আঙ্কেলের এনগেজমেন্ট অনুষ্ঠানে...

10/12/2025
উখিয়া উপজেলার জনবহুল বাণিজ্যিক শহর কোটবাজারকে জামজট মুক্ত করার লক্ষে কোটবাজার দোকান মালিক সমিতির উদ্যোগে উপজেলা প্রশাসন...
10/12/2025

উখিয়া উপজেলার জনবহুল বাণিজ্যিক শহর কোটবাজারকে জামজট মুক্ত করার লক্ষে কোটবাজার দোকান মালিক সমিতির উদ্যোগে উপজেলা প্রশাসনের অর্থায়নে ৪০ টি ডিভাইডার তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।

এ ডিভাইডার বসানো হলে কিছুটা হলেও যানজট নিরসন হবে বলে আশা স্থানীয় সুশীল সমাজের।

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when শফিউল শাহীন "সাংবাদিক" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শফিউল শাহীন "সাংবাদিক":

Share