শফিউল শাহীন "সাংবাদিক"

শফিউল শাহীন "সাংবাদিক" সংবাদের ফেরিওয়ালা শফিউল........

কোটবাজার দোকান মালিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবে মোবারক হোসেনতিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে যা বলে...
23/10/2025

কোটবাজার দোকান মালিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবে মোবারক হোসেন

তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে যা বলেছেন তা হুবুহু তুলে ধরা হলো।

আসসালামু আলাইকুম।

#সাধারণ_সম্পাদক পদে নির্বাচন করতে ইচ্ছুক।

কাউকে বারবার সুযোগ না দিয়ে আমাকে একবার সুযোগ দিন, আগামীতে আপনিও সুযোগ পেতে পারেন।

ক্ষমতা নয়, আমি চাই দায়িত্ব।

আমার পোশাক-আশাকে হয়তো বুঝে যাবেন—আমি খুব সাধারণ, সাধারণের একজন।

নেতা হতে চাই না।
চাই না দুর্নীতি কিংবা অন্যায়ের পাশে থাকতে।
আমি থাকতে চাই সত্য আর ন্যায়ের পক্ষে, অবিচল ও নিরপেক্ষভাবে।

সাধারণ সম্পাদক হতে চাই,
যাতে কারো রঙ বা দল দেখে নয়, (ধর্ম বর্ণ দেখে নয়) (এলাকার ব্যবসায়ী কিংবা দূর থেকে আগত ব্যবসায়ী দেখে নয়) সঠিক কথাটি নির্ভয়ে, নির্দ্বিধায়, স্পষ্টভাবে যেন বলা যায়।

আমি নির্বাচিত হয়ে এই পরিবর্তন গুলো আনতে চাই।

ক) সদস্যদের জমাকৃত অর্থ থেকে অফিস বা অন্যান্য খরচে কোনো টাকা কর্তন করা হবে না।

সদস্যের অর্থ, শুধুমাত্র সদস্যের কল্যাণে ব্যবহার হবে। স্বচ্ছ ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দিচ্ছি।

খ) বর্তমান ঋণ ব্যবস্থা (Loan System) পরিবর্তন করে, একটি শরিয়াহসম্মত বিনিয়োগ পদ্ধতি চালু করব ইনশাআল্লাহ।

এর জন্য একটি সুশৃঙ্খল ‘শরিয়াহ বোর্ড’ গঠন করা হবে, যারা বিনিয়োগের প্রতিটি দিক শরিয়াহ অনুযায়ী পর্যবেক্ষণ করবে।

গ) সমস্ত সদস্যকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত করা হবে, প্রয়োজনে মার্কেটভিত্তিক বা রোডভিত্তিক আলাদা গ্রুপও থাকবে।

যেকোনো সিদ্ধান্ত, আপডেট বা জরুরি বার্তা তাৎক্ষণিকভাবে সবাইকে জানাতে/জানতে সহায়ক হবে।

ঘ) সদস্যদের সকল অর্থ (জমা ও অন্যান্য) একটি একক অ্যাকাউন্টে রাখা হবে।

এতে করে হিসাব রাখা সহজ হবে এবং ব্যাংক চার্জ বা ঝামেলা কম হবে।

ঙ) সদস্যদের ব্যালেন্স (জমাকৃত অর্থ) সম্পর্কে দৈনিক/সাপ্তাহিক অথবা মাসিক আপডেট পাঠানো হবে।

হোয়াটসঅ্যাপের মাধ্যমেই প্রত্যেকে তার নিজের হিসাব জানতে পারবেন।

আমি স্পষ্টভাবে অঙ্গীকার করছি, আমি লোটপাটে বিশ্বাসী নয় এবং এই প্রথম ও শেষবারের মতোই সখ করে (আজ্জু করে) দোকান মালিক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছি।

ধন্যবাদ।
সবার দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সহমর্মিতা প্রত্যাশী।
সদস্যের অর্থ, শুধুমাত্র সদস্যের কল্যাণে ব্যবহার হবে। স্বচ্ছ ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দিচ্ছি।

খ) বর্তমান ঋণ ব্যবস্থা (Loan System) পরিবর্তন করে, একটি শরিয়াহসম্মত বিনিয়োগ পদ্ধতি চালু করব ইনশাআল্লাহ।

এর জন্য একটি সুশৃঙ্খল ‘শরিয়াহ বোর্ড’ গঠন করা হবে, যারা বিনিয়োগের প্রতিটি দিক শরিয়াহ অনুযায়ী পর্যবেক্ষণ করবে।

গ) সমস্ত সদস্যকে হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযুক্ত করা হবে, প্রয়োজনে মার্কেটভিত্তিক বা রোডভিত্তিক আলাদা গ্রুপও থাকবে।

যেকোনো সিদ্ধান্ত, আপডেট বা জরুরি বার্তা তাৎক্ষণিকভাবে সবাইকে জানাতে/জানতে সহায়ক হবে।

ঘ) সদস্যদের সকল অর্থ (জমা ও অন্যান্য) একটি একক অ্যাকাউন্টে রাখা হবে।

এতে করে হিসাব রাখা সহজ হবে এবং ব্যাংক চার্জ বা ঝামেলা কম হবে।

ঙ) সদস্যদের ব্যালেন্স (জমাকৃত অর্থ) সম্পর্কে দৈনিক/সাপ্তাহিক অথবা মাসিক আপডেট পাঠানো হবে।

হোয়াটসঅ্যাপের মাধ্যমেই প্রত্যেকে তার নিজের হিসাব জানতে পারবেন।

আমি স্পষ্টভাবে অঙ্গীকার করছি, আমি লোটপাটে বিশ্বাসী নয় এবং এই প্রথম ও শেষবারের মতোই সখ করে (আজ্জু করে) দোকান মালিক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছি।

ধন্যবাদ।
সবার দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও সহমর্মিতা প্রত্যাশী।

কক্সবাজার কলাতলী সী বীচে পয়েন্টে কউকের উচ্ছেদ অভিযান, বিনা নোটিশে স্যান্ডী বীচ উচ্ছেদ করা হচ্ছে বলে মালিক পক্ষের অভিযোগ...
23/10/2025

কক্সবাজার কলাতলী সী বীচে পয়েন্টে কউকের উচ্ছেদ অভিযান, বিনা নোটিশে স্যান্ডী বীচ উচ্ছেদ করা হচ্ছে বলে মালিক পক্ষের অভিযোগ।

23/10/2025

চাঁদ উঠেছে ফুল ফুটেছে, আবৃত্তি করছে শফিউল মুনতাজ
#কবিতা #ছোটকবি

দৈনিক কক্সবাজার
23/10/2025

দৈনিক কক্সবাজার

উখিয়া দারোগা বাজারের গল্প:----।এক সময়ের দারোগা বাজারে ভোর মানেই ছিল জীবন্ত এক চিত্র—‘আইজ্জা’ বাজার ডাক নিতেন, ভোরেই ঝা...
23/10/2025

উখিয়া দারোগা বাজারের গল্প:----।
এক সময়ের দারোগা বাজারে ভোর মানেই ছিল জীবন্ত এক চিত্র—‘আইজ্জা’ বাজার ডাক নিতেন, ভোরেই ঝাড়ু দিয়ে গোটা বাজার পরিষ্কার করতেন। টিনের ঢোল পিটিয়ে সরকারি ঘোষণা শুনতে চারপাশে ভিড় জমতো। বাজার ছিল চকচকে, মানুষের মন ছিল শান্ত। এখন সেই টিনের ঢোলের শব্দ নেই, বদলে গেছে দৃশ্য। ঝগড়া, অপরিচ্ছন্নতা, ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর অতিরিক্ত হাসিল—সব মিলিয়ে হারিয়ে যাচ্ছে সেই পুরনো দিনের সৌন্দর্য। ভাবতে কষ্ট হয়—যে বাজার একদিন ছিল শৃঙ্খলা আর সৌজন্যের প্রতীক, আজ সেখানে শোনা যায় শুধু হাহাকার।

#কোটবাজার #কক্সটিভি

শোক সংবাদ, শোক সংবাদ...উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া থিমছড়ি গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান ভালুকিয়া পালং উচ্চ ব...
23/10/2025

শোক সংবাদ, শোক সংবাদ...
উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া থিমছড়ি গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আবুল কাশেম সাহেবের ২য় পুত্র চট্টগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব ড. আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অদ্য বিকাল ৪.৩০ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌসের আ'লা মাকাম দান করুক ,আ-মীন।

আসন্ন কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাচনে এডভোকেট শাহ আমিন চৌধুরীকে সভাপতি হিসেবে দেখতে চাই সাধারণ ভোটাররা।   #...
22/10/2025

আসন্ন কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাচনে এডভোকেট শাহ আমিন চৌধুরীকে সভাপতি হিসেবে দেখতে চাই সাধারণ ভোটাররা।
#কোটবাজার #কক্সটিভি

22/10/2025
কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাচনে ছাবের সওদাগরকে সভাপতি হিসাবে দেখতে চাই সাধারণ ভোটাররা।   #কোটবাজার    #কক্স...
22/10/2025

কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির নির্বাচনে ছাবের সওদাগরকে সভাপতি হিসাবে দেখতে চাই সাধারণ ভোটাররা।
#কোটবাজার #কক্সটিভি

উখিয়ার পালং ইনস্টিটিউটে অনুমোদন ছাড়াই শিক্ষার্থী ভর্তিঃ পরীক্ষা অনিশ্চিত   #কক্সটিভি  #কোটবাজার
21/10/2025

উখিয়ার পালং ইনস্টিটিউটে অনুমোদন ছাড়াই শিক্ষার্থী ভর্তিঃ পরীক্ষা অনিশ্চিত

#কক্সটিভি #কোটবাজার

21/10/2025

আমাদের এই সমাজে এখন কেউ খেলে আর কেউ খেলায়

উখিয়ার ঐতিহ্যবাহী মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের ভবনের ২য় ও ৩য় তলায়, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জনাব ব্যা...
21/10/2025

উখিয়ার ঐতিহ্যবাহী মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের ভবনের ২য় ও ৩য় তলায়, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জনাব ব্যারিস্টার সাফফাত ফারদীন রামিম চৌধুরীর বিশেষ সহযোগিতায় এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে, ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণকাজ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ।

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when শফিউল শাহীন "সাংবাদিক" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শফিউল শাহীন "সাংবাদিক":

Share