Salim Ahmad

Salim Ahmad ❤️আমি কুরআনকে ভালোবাসি❤️

❤️লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসুলুল্লাহ❤️

https://www.facebook.com/profile.php?id=61555932927631&mibextid=ZbWKwL

আজকে আমাদের জামেয়ার অর্ধ বার্ষিক পরীক্ষার  দীর্ঘ দুই সপ্তাহের এই লং জার্নিটা আজকে সুনানে নাসাঈর পরিক্ষার মধ্য দিয়ে সমা...
16/09/2025

আজকে আমাদের জামেয়ার অর্ধ বার্ষিক পরীক্ষার দীর্ঘ দুই সপ্তাহের এই লং জার্নিটা আজকে সুনানে নাসাঈর পরিক্ষার মধ্য দিয়ে সমাপ্তি হয়েছে আলহামদুলিল্লাহ।

সবার কথা অনেক মনে পড়বে।
সবার জন্য শুভ কামনা রইল,
আপনাদের সফর নিরাপদ হোক।
ফি আমানিল্লাহ।

نحن معارفيون أحبكم في الله يا أصدقائي الأحبة ، الصديق الصادق هو الذي يهدي الى طريق النجاح و يقاسمك أفراحه وأحزانه عند ال...
11/09/2025

نحن معارفيون
أحبكم في الله يا أصدقائي الأحبة
، الصديق الصادق هو الذي يهدي الى طريق النجاح و يقاسمك أفراحه وأحزانه عند المخاطرة يقول: يا صديقي لا تخف من أي شيء أنا هنا بجانبك

أخيرا : أشكر للأخ ولدعايته إلى حضور مأدبة عشاء
مصور:📷

Alhamdulillah! 🌸Ustad  , one of the earliest teachers of mine from Jamea Darul Ma’arif, Chattogram, has entered into the...
05/09/2025

Alhamdulillah! 🌸
Ustad , one of the earliest teachers of mine from Jamea Darul Ma’arif, Chattogram, has entered into the sacred bond of marriage.
May Allah bless his new journey with barakah, love, and endless mercy. 🤲

بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير 🩶

23/08/2025

আমাদের শাইখ ও মুরব্বি আল্লামা মুহাম্মদ সুলতান যওক রহ: এর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রচনা সমগ্র থেকে অনন্যা একটা শে'র ‌ । প্রিয় ছোট ভাই ও আমাদের ও জামেয়ার একজন মেধাবী শিক্ষার্থী Tanvir Al-Alam এর কন্ঠে শুনুন অসাধারণ এই নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা আপনার হৃদয় ছুঁয়ে দেবে। আল্লাহ তার কন্ঠে আরো বারাকাহ দিক।

আলহামদুলিল্লাহ!পৃথিবীতে কোন একটা কৃতিত্ব অর্জন নিজের একার পক্ষে কোনভাবেই সম্ভব হয় না। বরং এতে থাকে নানান ব্যক্তিদের নান...
13/08/2025

আলহামদুলিল্লাহ!

পৃথিবীতে কোন একটা কৃতিত্ব অর্জন নিজের একার পক্ষে কোনভাবেই সম্ভব হয় না। বরং এতে থাকে নানান ব্যক্তিদের নানান সহযোগিতা থাকে, যেমন পরিশ্রম, আত্মত্যাগ ও একনিষ্ঠ দোয়া।
তদ্রুপ এ কৃতিত্ব শুধুই আমার নয়—এটি আমার উস্তাদদের অক্লান্ত পরিশ্রম, পিতামাতার ত্যাগ,ও চোখের পানি এবং আপনাদের দোয়ার ফসল।
এ সাফল্যের পেছনে রয়েছে রাত জেগে পড়ার ধৈর্য, চোখের পানিতে ভেজা সেজদাহ, আর আল্লাহ্‌র অফুরন্ত রহমত।

এই পথচলা যেন থেমে না যায়, এবং আমি যেন সারাজীবন দ্বীনের খেদমতে নিবেদিত থাকতে পারি।

বিঃদ্রঃ-আমি বিশেষ ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় জামেয়ার প্রাণ স্পন্দন আন-নাদী আস-সাক্বাফী আল-ইসলামীর সম্মানিত মহাসচিব উস্তাদজুনাল হাদিস ওয়া শাইখুনা আফীফ ফুরকান মাদানী হাফিজাহুল্লাহুর প্রতি।
আল্লাহ শাইখের ইলম হায়াতে বারাকাহ দিক।

আপনাদের দোয়া ও ভালোবাসা চাই ❤️

আমাদের দীর্ঘদিনের প্রিয় সহপাঠী ও বন্ধু Abu Ayub Ansary  এর আজ  জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। بارك الله لكما وبارك علي...
12/08/2025

আমাদের দীর্ঘদিনের প্রিয় সহপাঠী ও বন্ধু Abu Ayub Ansary এর আজ জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা।
بارك الله لكما وبارك عليكما وجمع بينكما في خير

আল্লাহ তোমাদের দাম্পত্য জীবনকে করুক ভালোবাসা, সুখ ও শান্তিতে ভরপুর। 🤍✨

🗓️১২/০৮/২৫: মঙ্গলবার

📷 Ahmadur Rahman

আলহামদুলিল্লাহ!আজ ২৫ জুলাই... আমার জন্মদিন।এই জুলাই এক রক্তাক্ত স্মৃতির দিন জাতির জন্য , এক বেদনা বিধুর মাস। কত পরিবার  ...
25/07/2025

আলহামদুলিল্লাহ!
আজ ২৫ জুলাই... আমার জন্মদিন।
এই জুলাই এক রক্তাক্ত স্মৃতির দিন জাতির জন্য , এক বেদনা বিধুর মাস। কত পরিবার তাদের আপনজনকে
হারিয়ে ছিল এই মাসে।😭
তবুও আল্লাহর রহমতে এই দিনে আমার জীবনের সূর্যদয় হয়েছিল।
আল্লাহর অসীম কুদরতে একটি নিস্পাপ প্রাণ এসেছিল এই নিষ্ঠুর পৃথিবীতে।
তাই এই দিন শুধু রক্ত আর কান্না নয়, এই দিন জীবনেরও প্রতিচ্ছবি।
আল্লাহ, আমাকে এমন জীবন দাও,
যে জীবন হবে আলোয় পূর্ণ, অন্যের জন্য শান্তি বয়ে আনে।

💚যারা আজকে আমার এই বিশেষ দিনে স্বরণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো ❤️

আর বিশেষ করে আজকে আমি অত্যন্ত কৃতজ্ঞভরে স্বরণ করছি আমার পিতা-মাতার প্রতি, যাদের উসিলায় আল্লাহ আমাকে এই পৃথিবীর আলো দেখালেন।
আল্লাহ তাদের ছায়া আমার উপর আরো দীর্ঘায়ু করূন।

চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পথে হাঁপিয়ে উঠেছি।মনে হচ্ছিল, আর পারবো না! প্রতিটি ধাপে ছিল ক্লান্তি, ঘাম, আর হাল ছেড়ে দেওয়ার ...
24/07/2025

চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পথে হাঁপিয়ে উঠেছি।
মনে হচ্ছিল, আর পারবো না! প্রতিটি ধাপে ছিল ক্লান্তি, ঘাম, আর হাল ছেড়ে দেওয়ার প্রবণতা।
ক্লান্ত পা, হাঁপিয়ে ওঠা ফুসফুস, আর ঘামে ভেজা শরীর—তবুও থামিনি। কারণ এক অদ্ভুত টান ছিল সামনে সেই চূড়ার দিকে, আর সেই চিন্তাই শক্তি জুগিয়েছে আমায় ।
অবশেষে পৌঁছে গেলাম চূড়ায়—মেঘের ছায়া গায়ে মেখে, চারপাশে অবারিত প্রকৃতির নীরবতা। তখন সব ক্লান্তি যেন এক নিমেষে উধাও।
এই পাহাড় শুধু প্রকৃতির নয়, জীবনের প্রতীকও। আমি আজ কেবল একটি পাহাড় নয়, নিজের সীমাবদ্ধতাকেও অতিক্রম করলাম। নতুন এক অভিজ্ঞতা, নতুন এক অনুপ্রেরণা নিয়ে ফিরছি নিচে।

২৪/০৭/২৫
বৃহস্পতিবার .

17/07/2025

সুরা ফাতিহাটা একটু তেলোয়াত করার চেষ্টা করলাম।
মন খারাপের দিকে আপনার সঙ্গী করুন এই কুরআনের তেলাওয়াতকে। দেখবেন আপনার ভালো লাগতেছে।

নির্বাক নই, প্রতিবাদী হই!একটি প্রাণ, একটি স্বপ্ন, একটি পরিবারের শেষ চিহ্ন মুছে দিল এই নৃশংসতা। এ কোন সমাজে আমরা বসবাস কর...
11/07/2025

নির্বাক নই, প্রতিবাদী হই!
একটি প্রাণ, একটি স্বপ্ন, একটি পরিবারের শেষ চিহ্ন মুছে দিল এই নৃশংসতা। এ কোন সমাজে আমরা বসবাস করছি, যেখানে দিনদুপুরে একজন মানুষ আরেকজনকে নৃশংস ভাবে এভাবে হত্যা করতে পারে ? আমরা নীরব থাকলে এ বর্বরতা বাড়তেই থাকবে।
আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিচার চাই—দ্রুত ও দৃষ্টান্তমূলক।

01/06/2025

প্রচুর বৃষ্টি ।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salim Ahmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share