
25/07/2025
আলহামদুলিল্লাহ!
আজ ২৫ জুলাই... আমার জন্মদিন।
এই জুলাই এক রক্তাক্ত স্মৃতির দিন জাতির জন্য , এক বেদনা বিধুর মাস। কত পরিবার তাদের আপনজনকে
হারিয়ে ছিল এই মাসে।😭
তবুও আল্লাহর রহমতে এই দিনে আমার জীবনের সূর্যদয় হয়েছিল।
আল্লাহর অসীম কুদরতে একটি নিস্পাপ প্রাণ এসেছিল এই নিষ্ঠুর পৃথিবীতে।
তাই এই দিন শুধু রক্ত আর কান্না নয়, এই দিন জীবনেরও প্রতিচ্ছবি।
আল্লাহ, আমাকে এমন জীবন দাও,
যে জীবন হবে আলোয় পূর্ণ, অন্যের জন্য শান্তি বয়ে আনে।
💚যারা আজকে আমার এই বিশেষ দিনে স্বরণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো ❤️
আর বিশেষ করে আজকে আমি অত্যন্ত কৃতজ্ঞভরে স্বরণ করছি আমার পিতা-মাতার প্রতি, যাদের উসিলায় আল্লাহ আমাকে এই পৃথিবীর আলো দেখালেন।
আল্লাহ তাদের ছায়া আমার উপর আরো দীর্ঘায়ু করূন।