Salim Ahmad

Salim Ahmad ❤️আমি কুরআনকে ভালোবাসি❤️

❤️লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসুলুল্লাহ❤️

https://www.facebook.com/profile.php?id=61555932927631&mibextid=ZbWKwL

আলহামদুলিল্লাহ!আজ ২৫ জুলাই... আমার জন্মদিন।এই জুলাই এক রক্তাক্ত স্মৃতির দিন জাতির জন্য , এক বেদনা বিধুর মাস। কত পরিবার  ...
25/07/2025

আলহামদুলিল্লাহ!
আজ ২৫ জুলাই... আমার জন্মদিন।
এই জুলাই এক রক্তাক্ত স্মৃতির দিন জাতির জন্য , এক বেদনা বিধুর মাস। কত পরিবার তাদের আপনজনকে
হারিয়ে ছিল এই মাসে।😭
তবুও আল্লাহর রহমতে এই দিনে আমার জীবনের সূর্যদয় হয়েছিল।
আল্লাহর অসীম কুদরতে একটি নিস্পাপ প্রাণ এসেছিল এই নিষ্ঠুর পৃথিবীতে।
তাই এই দিন শুধু রক্ত আর কান্না নয়, এই দিন জীবনেরও প্রতিচ্ছবি।
আল্লাহ, আমাকে এমন জীবন দাও,
যে জীবন হবে আলোয় পূর্ণ, অন্যের জন্য শান্তি বয়ে আনে।

💚যারা আজকে আমার এই বিশেষ দিনে স্বরণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো ❤️

আর বিশেষ করে আজকে আমি অত্যন্ত কৃতজ্ঞভরে স্বরণ করছি আমার পিতা-মাতার প্রতি, যাদের উসিলায় আল্লাহ আমাকে এই পৃথিবীর আলো দেখালেন।
আল্লাহ তাদের ছায়া আমার উপর আরো দীর্ঘায়ু করূন।

চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পথে হাঁপিয়ে উঠেছি।মনে হচ্ছিল, আর পারবো না! প্রতিটি ধাপে ছিল ক্লান্তি, ঘাম, আর হাল ছেড়ে দেওয়ার ...
24/07/2025

চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পথে হাঁপিয়ে উঠেছি।
মনে হচ্ছিল, আর পারবো না! প্রতিটি ধাপে ছিল ক্লান্তি, ঘাম, আর হাল ছেড়ে দেওয়ার প্রবণতা।
ক্লান্ত পা, হাঁপিয়ে ওঠা ফুসফুস, আর ঘামে ভেজা শরীর—তবুও থামিনি। কারণ এক অদ্ভুত টান ছিল সামনে সেই চূড়ার দিকে, আর সেই চিন্তাই শক্তি জুগিয়েছে আমায় ।
অবশেষে পৌঁছে গেলাম চূড়ায়—মেঘের ছায়া গায়ে মেখে, চারপাশে অবারিত প্রকৃতির নীরবতা। তখন সব ক্লান্তি যেন এক নিমেষে উধাও।
এই পাহাড় শুধু প্রকৃতির নয়, জীবনের প্রতীকও। আমি আজ কেবল একটি পাহাড় নয়, নিজের সীমাবদ্ধতাকেও অতিক্রম করলাম। নতুন এক অভিজ্ঞতা, নতুন এক অনুপ্রেরণা নিয়ে ফিরছি নিচে।

২৪/০৭/২৫
বৃহস্পতিবার .

17/07/2025

সুরা ফাতিহাটা একটু তেলোয়াত করার চেষ্টা করলাম।
মন খারাপের দিকে আপনার সঙ্গী করুন এই কুরআনের তেলাওয়াতকে। দেখবেন আপনার ভালো লাগতেছে।

নির্বাক নই, প্রতিবাদী হই!একটি প্রাণ, একটি স্বপ্ন, একটি পরিবারের শেষ চিহ্ন মুছে দিল এই নৃশংসতা। এ কোন সমাজে আমরা বসবাস কর...
11/07/2025

নির্বাক নই, প্রতিবাদী হই!
একটি প্রাণ, একটি স্বপ্ন, একটি পরিবারের শেষ চিহ্ন মুছে দিল এই নৃশংসতা। এ কোন সমাজে আমরা বসবাস করছি, যেখানে দিনদুপুরে একজন মানুষ আরেকজনকে নৃশংস ভাবে এভাবে হত্যা করতে পারে ? আমরা নীরব থাকলে এ বর্বরতা বাড়তেই থাকবে।
আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিচার চাই—দ্রুত ও দৃষ্টান্তমূলক।

الحمد للهনতুন হিজরি বছর ১৪৪৭ শুরু হলো।আল্লাহ যেন আমাদের বিগত বছরের গুনাহ মাফ করেন ,আর নতুন বছর হোক ইবাদত ও তাকওয়ার দীপ্...
26/06/2025

الحمد لله
নতুন হিজরি বছর ১৪৪৭ শুরু হলো।
আল্লাহ যেন আমাদের বিগত বছরের গুনাহ মাফ করেন ,আর নতুন বছর হোক ইবাদত ও তাকওয়ার দীপ্ত আলোয় আলোকিত।
আল্লাহ্‌র কাছে প্রার্থনা—
এই বছর যেন আমাদের জীবনে ইমান, আমল, তাকওয়া ও রহমত ও বরকত নিয়ে আসে।
হিজরি নববর্ষ মোবারক!
🌙🤍

তারিখ : ০১|০১|১৪৪৭ হিজরি ।

01/06/2025

প্রচুর বৃষ্টি ।

অপেক্ষার প্রহর ভেঙ্গে বহুল কাঙ্ক্ষিত বড় হুজুর (আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী) রহিমাহুল্লাহ'র জীবনীভিত্তিক আরবী-বাংলা...
20/05/2025

অপেক্ষার প্রহর ভেঙ্গে বহুল কাঙ্ক্ষিত বড় হুজুর (আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী) রহিমাহুল্লাহ'র জীবনীভিত্তিক আরবী-বাংলা ডকুমেন্টারির বাংলা ডকুমেন্টারি প্রকাশিত হলো, আলহামদুলিল্লাহ।

স্ক্রিপ্ট: শাইখ আফিফ ফুরকান মাদানী (হাফি.)

সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায়:
শাইখ সাইফুল্লাহ মাদানী
উস্তাজ ইনামুল হক ছফা মাদানী

ব্যবস্থাপনায়: জামেইয়্যা ৩য় বর্ষ (দাওরায়ে হাদীস) ১৪৪৬-৪৭ হিজরী শিক্ষাবর্ষ।

বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশে ইসলামী শিক্ষা সংস্কারের অগ্রপথিক, আরবি ভাষার অপ্রতিদ্বন্দ্বী সাহিত্য.....

এগুলো সুলতানুল উলামা (বড় হুজুর রহঃ) এর কর্ণার থেকে তুলা হয়েছে।এখানে গ্লাস দ্বারা আবৃত জিনিসটা হলো পবিত্র কাবা শরীফের গ...
18/05/2025

এগুলো সুলতানুল উলামা (বড় হুজুর রহঃ) এর কর্ণার থেকে তুলা হয়েছে।
এখানে গ্লাস দ্বারা আবৃত জিনিসটা হলো পবিত্র কাবা শরীফের গিলাফ মোবারক। যেটি শাইখ সুলতান যওক নদভী রহঃ কে তৎকালীন সৌদি বাদশাহ উপহার হিসেবে প্রদান করে ছিলেন।

এগুলো দেখলে মনে হয় তিনি একজন কতইনা মহান ব্যক্তিত্ব। আল্লাহ আমাদের মুরব্বিকে কবরে জান্নাতের চাদর দ্বারা আবৃত রাখুন।

With Salim Ibn Ahmad – I just got recognized as one of their top fans! 🎉
18/05/2025

With Salim Ibn Ahmad – I just got recognized as one of their top fans! 🎉

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salim Ahmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share