Entertainment Hub

Entertainment Hub Your hub for music, movies, games, and endless entertainment

এলার্ট বাংলাদেশ 🚫কিছুক্ষণ পূর্বে ফারাক্কার ১০৯টি গেইট খুলে দিয়েছে ভারত।১১লক্ষ কিউসেক পানি বাংলাদেশে প্রবলভাবে ঢুকছে।🥹সবা...
26/08/2024

এলার্ট বাংলাদেশ 🚫
কিছুক্ষণ পূর্বে ফারাক্কার ১০৯টি গেইট খুলে দিয়েছে ভারত।
১১লক্ষ কিউসেক পানি বাংলাদেশে প্রবলভাবে ঢুকছে।🥹
সবাই আরো বড় দূর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত হোন।🤕
আল্লাহ সবাইকে হেফাজত করুক.!🤲🤲


#খারাপ
#খারাপসময়
Vober Pagol Omi Highlight @

16/08/2024

মৌমিতার শরীরে ১৫০ গ্রাম সি-মে-ন পাওয়া গেছে;
যেখানে একজন পুরুষ সর্বোচ্চ ৫-৬ গ্রাম সি-মে-ন দিতে পারে!
ভাবা যায় কি অ''মানুষিক নি"র্যা-তন করা হইছে?🙂
আসলে এরা কি মানুষ?

একটা শরীর।

১৮/২০ জন পুরুষ।

১১৩ টা কামড়ের দাগ।

১৫০ গ্রাম বীর্য।

জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসে?

এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরে ছিল। তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ।

চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগমুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়ে ছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল, ‘আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে।’

আহারে আহারে 🙂
হায়রে মানুষ 🥲🥲এত অমানুষ কেন তুরা🥲🥲

16/08/2024

এসব কি Rakibul Islam roni ভাইয়া 🙄কাউকে না জানিয়ে হঠাৎ করেই বিয়ে করে ফেললেন একটু দাওয়াত ও দিলেন না যতই হোক আমরা আপনার সহযোদ্ধা। এটুকু ত আশা করতেই পারি তাই না?

(এই নিউজের বার্তা হলো সারজিস ভাইয়া বর্তমানে অনেক মেয়ের ক্রাশ এবং তাকে অনেক মেয়ে প্রেম, বিয়ের প্রস্তাব দিচ্ছে। সেই জন্য ভাইয়ার আব্বু মানে আঙ্কেল তাদের পছন্দ করা মেয়ে বিশ্ব সুন্দরী তাহমিনা ইসলামের সাথে ভাইয়ার বিয়ে দেয় এবং ভাইয়াও সেই বিয়েতে রাজি হয় এবং আরো বলে ভাইয়ার আব্বু তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়েছে এর কারণ ভাইয়া যেন ভবিষ্যতে কোনো নারী কেলেঙ্কারি বা কোনো সমস্যায় না পারে তাই তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিছে) এখন আমি ভাবছি সেই সুন্দরী আপুদের কথা ভেবে আহারে আপুরা তোমরা কেন্দো না 🤣🤣 ভাইয়ার থেকেও অনেক সুন্দর কাউকে তোমরা পাবে 😁😁

যত্তসব ফালতু মানুষ সামান্য ভিউ পাওয়ার জন্য কত্ত গু'জ'ব'ই না ছড়াচ্ছে 🤣🤣 বলি তোমরা কি না খেয়ে আছো নাকি গো যে এসব গুজব ছড়িয়ে খাচ্ছো তাহলে ত আমাদের কে একটু বলতে পারো আমরা না খেয়ে আছি কিছু সাহায্য করেন তাহলে না হয় একটু করতাম 🤣🤣
যত্তসব পাগলের কারখানা🤣🤣

15/08/2024

একদিনে ১৮ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠালো প্রবাসী ভাইয়েরা!

আলহামদুলিল্লাহ্

14/08/2024

Sir, আমার বেতন বাড়ান 😒
Boss : সম্ভব না 😢
- তাহলে আগামীকাল থেকে আমাকে বিকাল ৫ টার পর ছুটি দিতে হবে!😒
Boss : কেন?🤔
- আমি সন্ধ্যার পর থেকে মধ্যরাতে, অটো রিকশা চালাবো।🙂
কারণ, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই বেতন দিয়ে সংসার চালানো খুবই কষ্টকর।😰
Boss : Okey, তবে অটো চালাতে চালাতে মধ্যরাতে যদি তুমি ক্ষুধার্ত হয়ে যাও,😞
কমলাপুর রেলস্টেশনের
দক্ষিন পাশে আইসো!😊
- কেন?🤔
Boss : মধ্যরাতে আমি ঐখানে পরটা-ভাজি বিক্রি করি.!🙂

আলহামদুলিল্লাহ্!ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পেয়েছেন নাহিদ ভাই। ❤️❤️
09/08/2024

আলহামদুলিল্লাহ্!
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পেয়েছেন নাহিদ ভাই। ❤️❤️

07/08/2024

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রথম শহিদ কে?

06/08/2024

ট্রাফিক কন্ট্রোল করছে শিক্ষার্থীরা, সংসদ ভবন সহ পুরো দেশ পরিস্কারের দায়িত্ব নিয়েছে শিক্ষার্থীরা, দেশের প্রতিটি মন্দির দেখার দায়িত্ব নিয়েছে শিক্ষার্থীরা..........
ভাই তোরা এত জোশ কেমনে হইলি!
স্যালুট😍

05/08/2024

চাইলাম কোটা পেলাম দেশ🥰🥰

10/07/2024

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌
১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!
~সংগৃহীত~
পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন🙏💕 ধন্যবাদ


Address

Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Entertainment Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share