22/10/2025
এখন অনেকেই উমরাহ্ করতে যাচ্ছেন, অনেকেই সামনের ৩মাসে যাবেন ইনশাআল্লাহ। সবাই বুঝতে পারেনা কি কি নিবে বা নেয়া উচিৎ। তাই চেষ্টা করেছি একটু নেট ঘাটাঘাটি করে, কয়েকজনের সাথে কথা বলে একটা লিস্ট করার যে উমরাহ্ এর জন্য লাগেজে কী কী নিবেন।
শুরুতেই বলে রাখি ছুরি/কেচি হ্যান্ড ব্যাগে নিবেন না ভুলেও, এয়ারপোর্টে রেখে দিবে। লাগেজে নিবেন এসব। সম্ভব হলে নেয়ার দরকার নাই, মক্কায় গিয়ে কিনে নিবেন।
নীচের গুলো কোনোটাই স্কিপ করবেন না
✔️গন্ধ-মুক্ত সাবান-শ্যাম্পু : শুধুমাত্র ইহরামের আগে ইউজের জন্য। বাকি সময় এটা লাগবে না।
✔️3 pin plug, ভালো মানের পাওয়ার ব্যাংক, air buds/হেডফোন
✔️ক্রিম, রোল অন, অলিভ অয়েল, লোশন, ভেসলিন, সানস্ক্রিন ক্রিম/লোশন, সানগ্লাস, ক্যাপ, ছাতা, বালিশের কভার, সিঙ্গেল ১টা কাথা, পাতলা জায়নামাজ।
✔️কেটলি, হেয়ার ড্রায়ার।
আর কেউ হোটেল রুমে নিজে কিছু রান্না করে ইন্সট্যান্ট খেতে চাইলে সাথে ট্রাভেল কুকার আনতে পারেন।
✔️প্রয়োজনীয় ঔষধপত্র, রেগুলার চেকআপের প্রেসক্রিপশন। আর অবশ্যই ব্যথার মলম, নাপা, গ্যাস্ট্রিকের ট্যাবলেট, পেট খারাপের ট্যাবলেট, স্যালাইন, গ্লুকোজও নিবেন। এগুলো বারবার লাগে!
✔️শুকনো খাবার নিবেন বেশি করে। চিড়া ভাজা, খেজুর, পাউরুটি, কেক, বিস্কুট, বাকরখানি, স্টারশিপ এগুলো দিয়েছিলাম আব্বুর লাগেজে। তবে যা খাওয়ার অভ্যাস নেই অন্যদের কথায় সেসব নিয়ে অযথা লাগেজ ভারী করবেন না।
✔️একটা প্লেট, সামান্য পরিমাণ লবণ, গোলমরিচ গুড়া, গ্লাস/মগ।
✔️নরম স্যান্ডেল ২/৩ জোড়া। আর চশমা ২-৩টা। কারণ হারাম শরীফে হাটতে হাটতে কখনও জুতা হারায়, কখনও ছিড়ে যায়, কখনও চশমা পরে হারায় বা ভেঙে যায়।
✔️স্যালাইন, গ্লুকোজ - যারা উইক/প্রেসার কম থাকে তাদের রেগুলার স্যালাইন বা গ্লুকোজ খেতে হয় বেশি হাটাহাটি করে শরীর ক্লান্ত হবার কারণে। সেইসাথে খেজুরও রাখবেন।
নীচের গুলো থেকে কোনোটা মন চাইলে স্কিপ করতে পারেন। নিলে এক্সট্রা সুবিধা না নিলেও ইনশাআল্লাহ কাজ চালিয়ে নেয়া যাবে।
🟣 বোরকা, হিজাব, নিকাব, জুতা-মোজা, থ্রিপিস, খিমার, নামাজের হিজাব।
🟤 মিনিপ্যাক পেস্ট, ব্রাশ, চিরুনি, নেইল কাটার, হ্যান্ডওয়াশ, মাথার ব্যান্ড ২-৩টা, সাবান/বডি ওয়াশ অল্প পরিমাণে, শ্যাম্পু মিনি প্যাক বা ট্রাভেল বোতলে অল্প পরিমাণ।
🟢 টুথপিক, সুই-সুতা, রশি, ৬-৭টা হ্যাঙ্গার, কাপড়ের ক্লিপ। কাপড় ধোয়ার ওয়াশিং পাউডার বা সাবান।
🟢 ফোল্ডিং মোড়া/টুল নিতে পারেন। যাদের কোমড়ে বা পা এ ব্যাথা বা নীচে বসতে সমস্যা হয় তাদের জন্য অনেক কাজে দেয় এটা। সবসময় বসার জায়গা পাওয়া যায়না।
🟣 ৩০পারা খন্ড কোরআন শরীফ, ছোট দোয়ার বই। ডায়রি বা খাতায় গুরুত্বপূর্ন দোয়া+আমল নোট করেও নিতে পারেন।
🟢 ১টা বড় সাইজের হ্যান্ডব্যাগ, ১টা ব্যাগপ্যাক। গলায় ঝুলানোর জন্য একটা মিনি ব্যাগ রাখতে পারেন যেটায় টাকা, ফোন আর পাসপোর্ট, ভিসা রাখতে পারবেন। ভীড়ের মধ্যে বড় ব্যাগ বারবার খোলা ঝামেলার।
🟣 বড় সাইজের লাগেজ - আসার সময় জিনিস বাড়ে কেনাকাটা করলে তাই লাগেজ বড় হলে সুবিধা।
🔴 ২-৩ সাইজের পলি রাখতে পারেন সাথে, বিভিন্ন কাজে লাগে।
এই পোস্টের দ্বারা যদি সামান্যতমও আপনার উপকার হয়, দয়া করে আমাকে দোয়ায় রাখবেন। আল্লাহ্ সবার মনের নেক ইচ্ছা পূরন করুক, সবার উমরাহ্ কবুল করুক।