Sharmin Hridi

Sharmin Hridi Hello, I'm Hridi. Welcome To My Tiny world. Let's Grow Together From A Speck Of Sand To A Vast Desert

27/10/2025

কে কিভাবে পছন্দ করেন ফার্মের মুরগি খেতে??

゚viralシ ゚viralシfypシ゚ ゚

কিছু কিছু পার্লারে এখনো এমন ভাবে বৌ সাজায়। মানে হাইলাইটার আর ব্লাশ কি পার্লারে ফ্রি সাপ্লাই দেয় নাকি?? এমন কাটক্রিজ আইলু...
27/10/2025

কিছু কিছু পার্লারে এখনো এমন ভাবে বৌ সাজায়। মানে হাইলাইটার আর ব্লাশ কি পার্লারে ফ্রি সাপ্লাই দেয় নাকি?? এমন কাটক্রিজ আইলুক-সাদা কাজল এগুলা এখনো চলে??

এইভাবে যে মেয়েটার একটা বিশেষ দিন নষ্ট করে দিলো, এর ক্ষ*তিপূ*রণ কে দিবে? এখন জামাই যদি বৌ দেখে বিয়ের আসর থেকে পা*লায় তাহলে কি পার্লারের লোকজন জামাই খুজে এনে দিবে??? 🐸🐸🐸

এই ছবিটা আমার অনেক বেশি প্রিয়। ছবিতে যে বিড়াল, ও আমার ছেলে টুকুন। আমার জীবনের প্রথম বিড়াল। একদম ১মাস বয়সে ওকে এনেছিলাম। ...
26/10/2025

এই ছবিটা আমার অনেক বেশি প্রিয়। ছবিতে যে বিড়াল, ও আমার ছেলে টুকুন। আমার জীবনের প্রথম বিড়াল। একদম ১মাস বয়সে ওকে এনেছিলাম। ৩বছর আমার সাথে ছিলো। যতক্ষন বাসায় থাকতাম, এভাবেই আমার বিছানায় একদম গা ঘেষে ঘুমাতো বা ঘাড়ে উঠে তিড়িংবিড়িং করতো। অবশ্য আমার চেয়ে আমার হাজব্যান্ডের সাথে ওর খাতির ছিলো বেশি...

এখন ও আমার সাথে নেই। আমার এবং আমার পরিবারের কিছু এক্সট্রিম লেভেলের কিছু মেডিকেল রিজনে ওকে এবং বাকিদের অন্য জায়গায় শিফট করতে হয়েছে। অনেক চেষ্টা করেও সাথে রাখতে পারিনি। আমি এখনো প্রতি বেলায় ওকে মিস করি। ওর খাবার বাটি, পানির বাটি, গলার বেল্ট-ঝুনঝুনি, খেলনা সব গুছিয়ে যত্ন করে সাথে রেখেছি। প্রতিদিন ওর ছবি দেখি। আরো বিড়াল ছিলো আমার, টুকুনের বৌ টুশি, ওদের ২মেয়ে পুডিং-ক্যান্ডি, কিন্ত টুকুনের মত বন্ডিং-মায়া-ভালোবাসা আমার কারো জন্য হয়নি আর হবেও না। ও সারাজীবন আমার জীবনে আমার প্রথম সন্তান হিসেবেই থেকে যাবে, কোন মানুষ ও ওর জায়গা নিতে পারবেনা...

ছবিতে আমি আর আমার টুকুন। কোন এক ছুটির দিনে সকালে এই ছবিটা আমার হাজব্যান্ড তুলেছিলো।

26/10/2025

হাজব্যান্ড কে বলছিলাম যে গলা বসে গেছে একটু ভয়েজ দিতে। বাকিটা ইতিহাস... 🐸🐸🐸

゚viralシ ゚viralシfypシ゚ ゚ #মজারখাবার #ঝালমুড়ি

কালকে আমার পুরোনো ক্যামেরা ঘাটতে গিয়ে এই ছবিটা পেলাম। ছবিটা ২০১১ তে তোলা। তখন সদ্য সদ্য ক্যামেরা কিনেছিলাম। ডিজিটাল ক্যা...
25/10/2025

কালকে আমার পুরোনো ক্যামেরা ঘাটতে গিয়ে এই ছবিটা পেলাম। ছবিটা ২০১১ তে তোলা। তখন সদ্য সদ্য ক্যামেরা কিনেছিলাম। ডিজিটাল ক্যামেরার ছবি অনেক ভালো রেজুলেশনের হতো যেহেতু মোবাইলের ক্যামেরা তখন এতো হাই রেজুলেশনের ছিলোনা আমার। স্যামসাং করোবি ইউজ করতাম তখন।

রাতে আব্বু ঘুমানোর পর মা টিভি দেখতো ১২-১টা পর্যন্ত। আমিও আমার রুমে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতাম। কখনো সেলাই, কখনো জিপসাম দিয়ে কিছু বানানো বা কখনো নেটের কাপর আর জিআই তার দিয়ে ফুল বানানো। আবার এমন মেকআপ করে শাড়ি পরে ছবিও তুলতাম একা একা। মাঝে মাঝে মা জেগে থাকলে মা তুলে দিতো ছবি। আমার ছবি তোলার পার্টনার আমার মা ই ছিলো আসলে। কারন তখন মোবাইলের ফ্রন্ট ক্যামেরাও ভালো ছিলোনা আমার আর ক্যামেরার স্ট্যান্ড ও ছিলোনা। সে যাই হোক...

এই ছবির শাড়িটা আমার মা এর বিয়ের শাড়ি। অনেক অনেক পছন্দ আমার এই শাড়িটা। কিন্ত মা দেয়নি আমাকে। বলেছে উনি যখন থাকবেন না (আল্লাহ নেক হায়াতে রাখুক আমার মা কে, আমিন) তখন যেন নিয়ে আসি। এখনো তার আলমারি তেই আছে শাড়িটা। তখন জোর করে পরছিলাম আর কি। এরপরে আর পরতেও দেয়নি কখনো। এই ছবিটাও মা এর তুলে দেয়া। রাত ১টায় এমন লাল লাল সেজে চুল উচু করে বেধে গহনা পরে মা কে বলেছিলাম ছবি তুলে দাও। ইচ্ছা ছিলো ছবিটা বড় করে বাধাবো। ইনশাআল্লাহ নিজের একটা স্থায়ী ঠিকানা হলে পছন্দের ছবি গুলো ড্রইংরুমে সাজিয়ে রাখবো......

ছবির সময়কাল ২০১১
স্থান বাসার ড্রইংরুম
সাভার, ঢাকা

আমার আব্বু একটু রিজার্ভড মেজাজের। ছোটবেলায় দেখতাম আমাদের বাসায় দাদাবাড়ির কেউ আসতেও খুব ভয় পেতো। আব্বুকে বরাবর ই সবাই যেম...
23/10/2025

আমার আব্বু একটু রিজার্ভড মেজাজের। ছোটবেলায় দেখতাম আমাদের বাসায় দাদাবাড়ির কেউ আসতেও খুব ভয় পেতো। আব্বুকে বরাবর ই সবাই যেমন ভয় পায়, তেমন শ্রদ্ধা আর সমীহ করে। বংশগত ভাবেই আমরা মাথাগরম। 🤣🤣 আমার মা আবার উল্টা, তার মত হাস্যজ্জল হালকা মেজাজের নরম মানুষ খুব কম ই দেখেছি মাশাআল্লাহ, এমনকি আমার বাকি মামা-খালারাও এমন না। আমরাও ছোটবেলায় এবং এখনো আব্বুকে ভয় পাই। স্কুলে এ আমার বাইরে থাকার সময়সীমা ছিলো দুপুর ১টা। মর্নিং শিফটে ছিলাম, স্কুল ছুটি হতো ১২টায় তাই দুপুর ১টার ভিতর বাসায় ঢুকতেই হতো। কলেজে গিয়ে সময়সীমা বেড়ে বিকাল ৫টা হলো, কারন প্রাইভেট পড়তাম ক্লাসের পর। এর বাইরে যাবার ইচ্ছা দূরে থাকুক, সাহস দেখানোর চিন্তাও কখনো মাথায় আসেনি। কারন ফলাফলে বিশাল ঘাড়ানি খাওয়ার সম্ভাবনা ১০০%। আব্বু কোন কারনে ছেড়ে দিলেও ভাইয়ার হাত থেকে নিস্তার নাই। 😐😐

ইউনিভার্সিটি তে যেহেতু সাভার-উত্তরা-সাভার জার্নি ছিলো, আর ক্লাস ও থাকতো বিকাল সাড়ে ৫টা পর্যন্ত, কোন আড্ডা ছাড়াই বাসায় ঢুকতে রাত ৮টা। জ্যাম লেগে তো ৯-১০টাও বেজে যেতো। আব্বু জাস্ট একবার ই ৮টায় কল দিতো কই আছি জানার জন্য। কিন্ত যত যাই হয়ে যাক রাতে কোথাও থাকার পার্মিশন ছিলোনা। এইজন্য দূরের কোন ট্যুরেও যাওয়া হয়নি কখনো। আর আব্বুও ঘোরাঘুরি পছন্দ করেনা, মা জার্নি করতে পারেনা, ভমিটিং এর সমস্যার জন্য তাই আমাদের পারিবারিক কোন ট্যুর ও কখনো হয়নাই। আমরা শুধু রংপুর থেকে ঢাকা আসতাম নানাবাসায় আর লালমনিরহাট যেতাম দাদাবাসায়, আর আব্বুর অফিসের পিকনিকে। এই ছিলো আমাদের ফ্যামিলি ট্যুরের লিমিট...

বিয়ের পর হানিমুনে প্রথমবারের মত আমি কক্সবাজারে আসি। জীবনে প্রথমবার সমুদ্র দেখি আমি ২৩বছর বয়সে আলহামদুলিল্লাহ। যদিও গত প্রায় আড়াই বছর যাবৎ আমি কক্সবাজারেই আছি হাজব্যান্ডের কর্মসূত্রে, মন চাইলেই যখন তখন চলে যেতে পারি সিবিচ এ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যদিও এখনো অনেক কিছু বলতে গেলে বেশিরভাগ ই দেখা বাকি। সাজেক, বান্দরবন, সিলেট, রাংগামাটি কিছুই এখনো দেখা হয়নি। ইনশাআল্লাহ আল্লাহ্‌ চাইলে দেখবো কখনো। আপাতত সমুদ্র দেখেই চোখ জুড়াই-অন্তর জুড়াই...

ছবিটা আমার প্রথম সমুদ্রদর্শনের। রিসিপশনের পরের রাতেই আমরা রওনা হই এবং সারারাত বাসজার্নি করে কক্সবাজার পৌছে জাস্ট চেকইন করেই দৌড় দিয়েছিলাম বিচে। নো মেকআপ, নো ফিল্টার, টায়ার্ড, লো রেজুলেশনের একটা ফোলা চোখের ন্যাচারাল আর অগোছালো ছবি...

ছবিটা হানিমুনের
১৪ই ডিসেম্বর ২০১৫
সায়মন বিচ, কক্সবাজার

আসেন একটা হেলদি রেসিপি ট্রাই করি, আমি আবার খুব স্বাস্থ্য সচেতন (🤭🤭) কিনা... শুরুতেই পরিমানমত বিটরুট, আদা, আপেল আর গাজর স...
23/10/2025

আসেন একটা হেলদি রেসিপি ট্রাই করি, আমি আবার খুব স্বাস্থ্য সচেতন (🤭🤭) কিনা...

শুরুতেই পরিমানমত বিটরুট, আদা, আপেল আর গাজর সব সুন্দর করে ধুয়ে কেটে নিতে হবে। এরপর একসাথে ব্লেন্ডারে দিয়ে দিবেন একটা ঘুটা ইয়ে মানে ওই ব্লেন্ড করবেন আরকি। এখন শোকেস থেকে বড় দেখে একটা ট্রান্সপারেন্ট গ্লাস নামাবেন, সবচেয়ে সুন্দর টা অবশ্যই। যে জুস বানাইলেন ওইটা সেই গ্লাসে ঢেলে নিন। এইটা খুবই উপকারী একটা ড্রিংকস যা আপনার গাট হেলথ এবং স্কিনের জন্য খুব উপকারী। দেখতেও লোভনীয় মনে হবে টকটকা লাল রং, আর সুন্দর গ্লাস দেখে মনে মনে এক বালতি খেয়ে শেষ করে ফেলবেন। এইবার সুন্দর করে ঘুরায় ফিরায় নানান কিসিমের ছবি তুলবেন। ফেসবুক আর ইন্সটা তে দেওয়া লাগবে তো। ওহ বরফ দিতে ভুইলেন না কিন্ত... ☺️☺️

এইবার তাহলে খাওয়া শুরু করেন। নিজে খেতে না পারলে আশেপাশের মানুষকে সাধাসাধি শুরু করেন। তারাও খেতে না পারলে বা খেতে না চাইলে আল্লাহ্‌র কাছে মাফ চেয়ে ফেলে দিয়েন। আমার ফেলে দেয়া লাগছে। আমি তো খাইতে পারিই নাই, আমার পাশের মানব জুসের রং+গন্ধেই ভেগে গেছে। 🫤🫤

আহারে নিজের কিংবা আশেপাশের কারোরই কোন উপকার করতে পারলাম না। তাই সুন্দরী হওয়ার আশা মনেই রয়ে গেলো... 😮‍💨😮‍💨🥴🥴

ডায়েট করা অবশ্যই ভালো, কিন্ত প্রপার গাইডলাইন মেনে টেস্ট করিয়ে একজন পুষ্টিবিদ দেখিয়ে ডায়েট করেন কয়জন? কেউ একজন ডায়েট করে ...
22/10/2025

ডায়েট করা অবশ্যই ভালো, কিন্ত প্রপার গাইডলাইন মেনে টেস্ট করিয়ে একজন পুষ্টিবিদ দেখিয়ে ডায়েট করেন কয়জন? কেউ একজন ডায়েট করে ১কেজি কমেছে শুনলেই হামলে পরে ডায়েট প্ল্যান চান। কেউ কেউ তো নিজেই খাবার কমিয়ে, কার্ব কমিয়ে, প্রোটিন লো করে দিয়ে নিজে নিজেই ডায়েট চার্ট বানিয়ে নেন। ইদানিং তো চ্যাটজিপিটি বড় ডাক্তার হয়ে গেছে। ডায়েট চার্ট ও তার থেকেই নিতে হয়। কিন্ত আমার প্রশ্ন হলো
কেন?
আমার বডি আর আপনার বডি এক??
আমার শারিরিক সমস্যা আর আপনার এক???
চাহিদা এক????
হরমোনাল ব্যালান্স এক?????

তাহলে কেন আমার ডায়েট আপনি ফলো করবেন? একজন পুষ্টিবিদ অনেক টেস্ট করে, চাহিদা বুঝে, কমপ্লিকেশন বুঝে চার্ট দেন, সাপ্লিমেন্ট দেন। ডাক্তার দের মাঝে সবচেয়ে বেশি ফি কিন্ত পুষ্টিবিদরাই নেন। একটা ডায়েট চার্ট পাওয়া, সঠিক গাইডলাইন পাওয়া এতো সহজ হলে কেউ কষ্ট করে পড়াশুনা করতে যেতো? টাকা খরচ করে চেম্বার দিতো?? এতো ফি নিতো???

অনেকেই আবার মুক্তমনা, নিজেও ভুলভাল ডায়েট করে, অন্যকেও সেটা করতে উৎসাহ দেয়। আরে খাবার কমালে ওজন তো কমবেই, কিন্ত সেটা ক্ষতি করছে না উপকার করছে সেটা তো বুঝতে হবে আগে নাকি? ভুলভাল ডায়েট করে ওজন কমিয়ে অন্য কোন বড় অসুস্থতা বাধানো কি কোন বুদ্ধিমানের কাজ?

গতকাল একজন ব্রিলিয়ান্ট মেকআপ আর্টিস্ট তমা আপু না ফেরার দেশে চলে গেছেন ভুলভাল ডায়েট করার জন্য। ভুল ডায়েট এ নিজেই মন মত খাবার কমিয়ে দিয়ে চলেছেন মাসের পর মাস। ওজন তো ৫০ কেজি+ কমেছে হুহু করে ঠিক, কিন্ত অন্য সবকিছু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পেটে নাড়ি পেচিয়ে এমন অবস্থা হয়েছিলো যে ২টা অপারেশন আর দীর্ঘ ৯মাস ট্রিটমেন্ট করিয়েও সুস্থ হতে পারেন নাই। যদিও উনি শেষদিকে দাবী করেছিলেন কা*লোজা দুর, কিন্ত তার অসুস্থতার শুরু এই ভুল ডায়েট থেকেই এবং সেটা উনি অনেক লাইভে বলেছিলেন ও। আমার পরিচিত একজন এমন করে ওজন কমিয়ে এখন লিভার আর কিডনি জটিলতায় ভুগছে। হরমোন এমন ভাবে ইমব্যালেন্সড হয়েছে যে ক্যান্সার পেশেন্টদের মত চুল সব পরে শেষ, পিরিয়ড পর্যন্ত হয়না মেডিসিন না নিলে। কি লাভ হলো তাহলে এই ডায়েট করে? আরেকজন আত্মীয় ওজন কমানোর সাপ্লিমেন্ট খেয়ে আর না খেয়ে থেকে থেকে আলসার বাধিয়ে এখন খুব অসুস্থ অবস্থায় দিন পার করছে।

অনেকেই বিভিন্ন কারনে ডায়েট করেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্রপার ভাবে করেন সেটা। নিজে নিজে বানিয়ে, অন্যের টা শুনে বা চ্যাটজিপিটি বা ইন্টারনেট থেকে নিয়ে করবেন না প্লিজ। আজকের পোস্ট অনেকের ভালো লাগবেনা। ইগনোর করবেন সেক্ষেত্রে। আজকাল তো কাউকে সিরিয়াস ইস্যুতেও ডাক্তার দেখাতে বললে মাইন্ড করে। মেডিক্যাল ইস্যু প্রপারলি ট্রিটমেন্ট না করলে সেটা যে পরে কি আকার ধারন করে, নিজে ফেস করছি দেখেই অন্যকেও সাজেসন দেই। যাই হোক...

এখন অনেকেই উমরাহ্‌ করতে যাচ্ছেন, অনেকেই সামনের ৩মাসে যাবেন ইনশাআল্লাহ। সবাই বুঝতে পারেনা কি কি নিবে বা নেয়া উচিৎ। তাই চে...
22/10/2025

এখন অনেকেই উমরাহ্‌ করতে যাচ্ছেন, অনেকেই সামনের ৩মাসে যাবেন ইনশাআল্লাহ। সবাই বুঝতে পারেনা কি কি নিবে বা নেয়া উচিৎ। তাই চেষ্টা করেছি একটু নেট ঘাটাঘাটি করে, কয়েকজনের সাথে কথা বলে একটা লিস্ট করার যে উমরাহ্‌ এর জন্য লাগেজে কী কী নিবেন।

শুরুতেই বলে রাখি ছুরি/কেচি হ্যান্ড ব্যাগে নিবেন না ভুলেও, এয়ারপোর্টে রেখে দিবে। লাগেজে নিবেন এসব। সম্ভব হলে নেয়ার দরকার নাই, মক্কায় গিয়ে কিনে নিবেন।

নীচের গুলো কোনোটাই স্কিপ করবেন না

✔️গন্ধ-মুক্ত সাবান-শ্যাম্পু : শুধুমাত্র ইহরামের আগে ইউজের জন্য। বাকি সময় এটা লাগবে না।

✔️3 pin plug, ভালো মানের পাওয়ার ব্যাংক, air buds/হেডফোন

✔️ক্রিম, রোল অন, অলিভ অয়েল, লোশন, ভেসলিন, সানস্ক্রিন ক্রিম/লোশন, সানগ্লাস, ক্যাপ, ছাতা, বালিশের কভার, সিঙ্গেল ১টা কাথা, পাতলা জায়নামাজ।

✔️কেটলি, হেয়ার ড্রায়ার।
আর কেউ হোটেল রুমে নিজে কিছু রান্না করে ইন্সট্যান্ট খেতে চাইলে সাথে ট্রাভেল কুকার আনতে পারেন।

✔️প্রয়োজনীয় ঔষধপত্র, রেগুলার চেকআপের প্রেসক্রিপশন। আর অবশ্যই ব্যথার মলম, নাপা, গ্যাস্ট্রিকের ট্যাবলেট, পেট খারাপের ট্যাবলেট, স্যালাইন, গ্লুকোজও নিবেন। এগুলো বারবার লাগে!

✔️শুকনো খাবার নিবেন বেশি করে। চিড়া ভাজা, খেজুর, পাউরুটি, কেক, বিস্কুট, বাকরখানি, স্টারশিপ এগুলো দিয়েছিলাম আব্বুর লাগেজে। তবে যা খাওয়ার অভ্যাস নেই অন্যদের কথায় সেসব নিয়ে অযথা লাগেজ ভারী করবেন না।

✔️একটা প্লেট, সামান্য পরিমাণ লবণ, গোলমরিচ গুড়া, গ্লাস/মগ।

✔️নরম স্যান্ডেল ২/৩ জোড়া। আর চশমা ২-৩টা। কারণ হারাম শরীফে হাটতে হাটতে কখনও জুতা হারায়, কখনও ছিড়ে যায়, কখনও চশমা পরে হারায় বা ভেঙে যায়।

✔️স্যালাইন, গ্লুকোজ - যারা উইক/প্রেসার কম থাকে তাদের রেগুলার স্যালাইন বা গ্লুকোজ খেতে হয় বেশি হাটাহাটি করে শরীর ক্লান্ত হবার কারণে। সেইসাথে খেজুরও রাখবেন।

নীচের গুলো থেকে কোনোটা মন চাইলে স্কিপ করতে পারেন। নিলে এক্সট্রা সুবিধা না নিলেও ইনশাআল্লাহ কাজ চালিয়ে নেয়া যাবে।

🟣 বোরকা, হিজাব, নিকাব, জুতা-মোজা, থ্রিপিস, খিমার, নামাজের হিজাব।

🟤 মিনিপ্যাক পেস্ট, ব্রাশ, চিরুনি, নেইল কাটার, হ্যান্ডওয়াশ, মাথার ব্যান্ড ২-৩টা, সাবান/বডি ওয়াশ অল্প পরিমাণে, শ্যাম্পু মিনি প্যাক বা ট্রাভেল বোতলে অল্প পরিমাণ।

🟢 টুথপিক, সুই-সুতা, রশি, ৬-৭টা হ্যাঙ্গার, কাপড়ের ক্লিপ। কাপড় ধোয়ার ওয়াশিং পাউডার বা সাবান।

🟢 ফোল্ডিং মোড়া/টুল নিতে পারেন। যাদের কোমড়ে বা পা এ ব্যাথা বা নীচে বসতে সমস্যা হয় তাদের জন্য অনেক কাজে দেয় এটা। সবসময় বসার জায়গা পাওয়া যায়না।

🟣 ৩০পারা খন্ড কোরআন শরীফ, ছোট দোয়ার বই। ডায়রি বা খাতায় গুরুত্বপূর্ন দোয়া+আমল নোট করেও নিতে পারেন।

🟢 ১টা বড় সাইজের হ্যান্ডব্যাগ, ১টা ব্যাগপ্যাক। গলায় ঝুলানোর জন্য একটা মিনি ব্যাগ রাখতে পারেন যেটায় টাকা, ফোন আর পাসপোর্ট, ভিসা রাখতে পারবেন। ভীড়ের মধ্যে বড় ব্যাগ বারবার খোলা ঝামেলার।

🟣 বড় সাইজের লাগেজ - আসার সময় জিনিস বাড়ে কেনাকাটা করলে তাই লাগেজ বড় হলে সুবিধা।

🔴 ২-৩ সাইজের পলি রাখতে পারেন সাথে, বিভিন্ন কাজে লাগে।

এই পোস্টের দ্বারা যদি সামান্যতমও আপনার উপকার হয়, দয়া করে আমাকে দোয়ায় রাখবেন। আল্লাহ্‌ সবার মনের নেক ইচ্ছা পূরন করুক, সবার উমরাহ্‌ কবুল করুক।

ধরুন আপনি খুব রেগে আছেন। কিছু বলতে চাচ্ছেন। হুট করেই বলা শুরু না করে রুলস গুলো ফলো করুন...আপনি বয়সে বড় হলে ১০ পর্যন্ত গু...
21/10/2025

ধরুন আপনি খুব রেগে আছেন। কিছু বলতে চাচ্ছেন। হুট করেই বলা শুরু না করে রুলস গুলো ফলো করুন...

আপনি বয়সে বড় হলে ১০ পর্যন্ত গুনবেন, তারপর বলবেন

আপনি বয়সে ছোট হলে ৫০ পর্যন্ত গুনবেন, তারপর বলবেন

আপনি তার সমবয়সী হলে ২৫ পর্যন্ত গুনবেন, তারপর বলবেন

আপনি স্বামী হলে গুনতেই থাকবেন, কিছু বলার দরকার নাই

আর যদি স্ত্রী হন,

বলতেই থাকবেন, বলতেই থাকবেন। এতো গুনাগুনির টাইম আছে না দরকার আছে?? 😐😐😐

আগে ঝগড়া দেখতে হলে এই বাড়ি ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, জানালা দিয়ে বা বারান্দায় গিয়ে উকিঝুকি দিতে হতো। ডিজিটা...
21/10/2025

আগে ঝগড়া দেখতে হলে এই বাড়ি ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, জানালা দিয়ে বা বারান্দায় গিয়ে উকিঝুকি দিতে হতো। ডিজিটাল যুগে এখন ঘরে শুয়ে শুয়ে পায়ের উপর পা দিয়ে চিপ্স খাই আর বিগবস দেখি... 🐸🐸

আহ... শান্তিইইইইইইই 🤣🤣🤣

একটা ৩৪৫কে ফলোয়ার আর মিলিয়ন রিচের পেজের যদি এই হাল হয় তাহলে আমি কোন হরিদাশ পাল... 🐸🐸🐸যারা যারা "আমি কোটি কোটি ডলার কা...
21/10/2025

একটা ৩৪৫কে ফলোয়ার আর মিলিয়ন রিচের পেজের যদি এই হাল হয় তাহলে আমি কোন হরিদাশ পাল... 🐸🐸🐸

যারা যারা "আমি কোটি কোটি ডলার কামিয়ে ফেললাম" এই মর্মে দুঃখে কানতেছেন, আসেন একসাথে কান্দি... 😐😐😐

Address

Cox's Bazar

Telephone

+8801610000000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharmin Hridi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sharmin Hridi:

Share