মহেশখালীর সব খবর

মহেশখালীর সব খবর মহেশখালী দ্বীপের সব খবর -সবার আগে। মহেশখালী দ্বীপ থেকে পরিচালিত

নিজস্ব প্রতিবেদক◾মহেশখালীর গোরকঘাটা চৌরাস্তার মোড়ে শনিবার সন্ধ্যায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনরত মহেশখালী পৌরসভার এ...
11/10/2025

নিজস্ব প্রতিবেদক◾মহেশখালীর গোরকঘাটা চৌরাস্তার মোড়ে শনিবার সন্ধ্যায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনরত মহেশখালী পৌরসভার এক কর্মীর ওপর এক অটোচালক সন্ত্রাসী হামলা চালিয়েছে।

জানা গেছে- নিয়ম অনুযায়ী গাড়ি সঠিক স্থানে পার্কিং করার জন্য অটোচালককে অনুরোধ করেন ওই পৌর কর্মী। এতে ক্ষিপ্ত হয়ে চালক হঠাৎ তার ওপর হামলা চালায়। ঘটনাস্থলে থাকা অন্যান্য কর্মী ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে আহত কর্মীকে উদ্ধার করেন।

এ ঘটনায় হামলাকারীর বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেদায়েত উল্যহ্। তিনি বলেন- ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনের বাইরে কেউ নয়, হামলাকারীকে খুব শিগগিরই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

ইউএনও আরও বলেন- পৌর প্রশাসনের এই উদ্যোগ শহরের যানজট নিরসনে অত্যন্ত জরুরি। পৌরবাসী ও অটোচালকরা যদি সহযোগিতা না করেন, তবে কোনোভাবেই যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।

এ ঘটনায় পৌর এলাকায় দায়িত্ব পালনরত অন্যান্য কর্মীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে।

বার্তা পরিবেশক◾কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে একদল চ...
11/10/2025

বার্তা পরিবেশক◾কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে একদল চিহ্নিত দালাল। এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ গুলাম নুসরাত এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। তাদের দাবি, এ সিন্ডিকেট প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অসংখ্য ভূমি মালিককে সর্বস্বান্ত করেছে।

সাবেক জেলা প্রশাসনের সময় এলএ অফিসে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চালানো হলেও গুলাম নুসরাত ও তার সহযোগীরা এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ। স্থানীয়দের আশঙ্কা, তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে আরও বহু ভুক্তভোগী ক্ষতির মুখে পড়বেন।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার বাসিন্দা মাষ্টার আবু তালেবের ছেলে মোহাম্মদ গুলাম নুসরাত নিজেকে কখনো “সমন্বয়ক”, কখনো “এডভোকেট” পরিচয় দিয়ে ভূমি মালিকদের কাজ করে দেওয়ার আশ্বাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বর্তমানে তিনি কক্সবাজার শহরের টেকপাড়ায় ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে। শহরে তার দালাল সিন্ডিকেটের দুটি অফিসও রয়েছে— একটি সোনালী ব্যাংকের নিচতলায়, আরেকটি হোটেল প্যানোয়ায়।

#ভুক্তভোগীর_বক্তব্য

ওয়ারিশ সূত্রে মালিক এস্তেহাদুন্নেছা রিয়া বলেন,
“আমার পিতা মৃত মো. জকরিয়া ক্রয়সূত্রে মালিক ছিলেন মহেশখালীর কালামারছড়া মৌজার রোয়াদা নং-৬৭, বিএস খতিয়ান-৪৮৫, দলিল নং-৪৯১ অনুযায়ী। পিতা মৃত্যুর পর আমি ওয়ারিশসূত্রে মালিক হই এবং জেলা প্রশাসকের এলএ শাখায় আবেদন করি। কিন্তু সার্ভেয়ার কামরুলের টেবিলে আপত্তি দেখিয়ে আমার চেকটি আটকে রাখা হয়। এখনো আমি কোনো চেক পাইনি। তবুও মোহাম্মদ গুলাম নুসরাত নামে এক ব্যক্তি ফেসবুকে আমার ও আমার স্বামীর বড় ভাই হোসাইনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”

তিনি আরও বলেন, “ফেসবুকে যে চেক নম্বর (১০০১০৬২) উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এই চেক এখনও এলএ অফিসের সার্ভেয়ার কামরুলের টেবিলেই আছে। আমার পরিবারের সম্মানহানি হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

#অন্যান্য_সূত্রের_মন্তব্য

একাধিক সূত্র জানান, “গুলাম নুসরাত বহুদিন ধরে এডভোকেট পরিচয়ে ভূমি অফিসে দালালি করছে। আসলে সে আইনজীবী কিনা, তা নিয়েও সন্দেহ আছে। তার সঙ্গে আরও কয়েকজন দালাল নিয়মিত অফিসে আনাগোনা করে।”

আইনজীবী মহল বলছে, “আদালত চত্বরসহ ভূমি অফিস এলাকায় দালালদের আনাগোনা এখন প্রকাশ্য গোপন বিষয়। এদের কারণে সাধারণ মানুষ ঠকছে প্রতিনিয়ত। প্রশাসন যদি অভিযান চালিয়ে এই দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাতে জনগণ সরাসরি উপকৃত হবে।”

11/10/2025

উত্তর ঝাপুয়া ওলামা,ছাত্র ও জনতা পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামি মহা সম্মেলন তাফসির পেশ করছেন মাওলানা আবুল বাসেত খান সিরাজি

11/10/2025

উত্তর ঝাপুয়া ওলামা, ছাত্র ও জনতা পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামি মহা সম্মেলন তাফসির পেশ করছেন মাওলানা ইসমাইল বোখারী

11/10/2025

মাতারবাড়িতে ক্ষুদে খালেদা জিয়া ◾

11/10/2025

কালারমার ছড়ায় ফাইনাল খেলা◾সরাসরি

11/10/2025
11/10/2025

কত সালে ৫ম শ্রেণী পাশ করেছেন?

11/10/2025

সাংবাদিক হোবাইব সজীবের পৃষ্ঠপোষকতায় আজ বিকেল ৩টায় কালারমার ছড়া ফুটবল ট্রফি ২০২৫'র ফাইনাল ম্যাচ কালারমার ছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। কালারমার ছড়া ফুটবল একাডেমি বনাম ইউনুসখালী ফুটবল একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হবে।

11/10/2025

আজকের জোয়ার-ভাটা

আজ সকাল ৭টা ৪২মিনিটে পূর্ণ ভাটার পর জোয়ার শুরু হয়ে দুপুর ১২টা ৫২মিনিটে পূর্ণ জোয়ার হবে। ফের সন্ধ্যা ৭টা ৫৭মিনিটে পূর্ণ ভাটার পর রাত ১টা ৫১মিনিটে পূর্ণ জোয়ার হবে।

আজ শনিবার◾১১ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ◾২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ◾১৮ রবিউস সানি ১৪৪৭ হিজরি।
11/10/2025

আজ শনিবার◾১১ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ◾২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ◾১৮ রবিউস সানি ১৪৪৭ হিজরি।

10/10/2025

মাতারবাড়ির বিভিন্ন প্রান্থ থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএনপির সমাবেশে যোগ দেন◾

Address

Moheshkhali
Cox's Bazar
4710

Alerts

Be the first to know and let us send you an email when মহেশখালীর সব খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মহেশখালীর সব খবর:

Share

মহেশখালী দ্বীপের সবচেয়ে বৃহৎ অনলাইন প্লাটফর্ম

আমাদের গ্রুপের সকল ওয়েবসাইট, পেইজ, গ্রুপ ও ইউটিব চ্যানেল এর সঙ্গ নিয়ে আপটুডেট থাকুন। ধন্যবাদ।