
11/10/2025
নিজস্ব প্রতিবেদক◾মহেশখালীর গোরকঘাটা চৌরাস্তার মোড়ে শনিবার সন্ধ্যায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনরত মহেশখালী পৌরসভার এক কর্মীর ওপর এক অটোচালক সন্ত্রাসী হামলা চালিয়েছে।
জানা গেছে- নিয়ম অনুযায়ী গাড়ি সঠিক স্থানে পার্কিং করার জন্য অটোচালককে অনুরোধ করেন ওই পৌর কর্মী। এতে ক্ষিপ্ত হয়ে চালক হঠাৎ তার ওপর হামলা চালায়। ঘটনাস্থলে থাকা অন্যান্য কর্মী ও পথচারীরা দ্রুত এগিয়ে এসে আহত কর্মীকে উদ্ধার করেন।
এ ঘটনায় হামলাকারীর বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেদায়েত উল্যহ্। তিনি বলেন- ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনের বাইরে কেউ নয়, হামলাকারীকে খুব শিগগিরই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
ইউএনও আরও বলেন- পৌর প্রশাসনের এই উদ্যোগ শহরের যানজট নিরসনে অত্যন্ত জরুরি। পৌরবাসী ও অটোচালকরা যদি সহযোগিতা না করেন, তবে কোনোভাবেই যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।
এ ঘটনায় পৌর এলাকায় দায়িত্ব পালনরত অন্যান্য কর্মীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে।