21/09/2024
অতি গুরুত্বপূর্ণ
একজন মালেসিয়া প্রবাসী জেলবন্ধীর আর্তনাথ।
ছেলেটা আজ পাচঁ বছর যাবৎ মালেসিয়া কারাগারে বন্ধী হয়ে আছে। তার আপনজন বলতে তার মা ছাড়া নাকি আর কেউ নাই। বর্তমানে তার মা বেচেঁ আছে কিনা সেই খবর ও ছেলেটা জানে না। আমি মালয়েশিয়া কারাগারে বন্ধী হয়। তখন আমরা দুইজনে কথা বলার মাঝে ছেলেটা আমাকে পরিচয় দে যে ছেলেটার বাড়ি নাকি মহেশখালী নতুন বাজারে।গত 08/08/2024 তারিখে আমি মালয়েশিয়া জেল থেকে মুক্তি পাই আমি। সেই খবর জানতে পেরে ছেলেটা আমার নিকট দুইটা চিঠি লিখে।চিঠি লিখার কোন কলম না তাকার কারণে চিঠিটা লিখে মুরগির হার্ড দিয়ে একটা সাদা পলিতে। তার মধ্যে লিখা ছিলো।
আসসালামু-আ্লাইকুম সালাহ উদ্দিন ভাইয়া। পর সংবাদ এই যে, আমি পাচঁ বছর ধরে এই ক্যাম্পে আছি। আমি দেশে কোন প্রকার যোগাযোগ করতে পারি নাই। শুধু মাত্র আমার আম্মা ছাড়া আর কেউ নাই। বেচেঁ থাকার কোন উপায় না ফেয়ে UNO- কার্ডের জন্য বসে আছি।খুব কষ্টের উপর দিন যাপন করতেছি।দয়া করে আমাকে দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আম্মার সাথে যোগাযোগ না থাকার কারণে টাকার কোন ব্যবস্থা করতে পারি নাই। তাই দেশে যাইতে পারি নাই। দয়া করে আমাকে উপকার করার চেষ্টা করবেন। আমার নাম: মো: ইলিয়াস আমার বডি নাম্বার/183/
আমার ঠিকানা নিচে দিলাম; নাম: ইলিয়াস। পিতা: মরহুম মকগুল আহমেদ। গ্রাম: সাতঘরিয়া পাড়া। নতুন বাজার মহেশখালী। আমার কোন ভাই নাই। আমাকে ইয়াসিন নামে চিনে।
গ্রামে আমাকে প্রায় লোকে কালো নামে ডাকে এই চিলো তার মুরগির হার্ড দিয়ে দুই পৃষ্টার লিখা চিঠি। মহেশখালীর কেউ যদি তাকে চিনে বা পোষ্টটা দেখে থাকেন একটু খুজ নিয়ে দেখবেন। বা আপনাদের প্রোফাইল থেকে পোষ্ট করে মহেশখালীবাসি কে অবগত করেন। অনেক বড় উপকার হবে। আর কোন দয়াবান কোন সম্পদশালি ব্যক্তি আমার এই পোষ্ট দেখে থাকেন যদি পারেন তাকে একটু হেল্প করেন। তাকে দেশে আনার জন্য তার কিছু ডকুমেন্ট প্রয়োজন এবং একটা বিমানের ঠিকেটের প্রয়োজন। বিমানের টিকেট আর ডকুমেন্টস গুলা যদি এ্র্যামবাচ্ছির কাছে দিলে সেই লোকটা দেশে চলে আসতে পারবে। কিছু টাকার খরচ হবে সম্পূর্ণ খরচ এর পরিমাণ 50-60 হাজার লাগবে সর্বউচ্চ। তার বডি নাম্বার ...183... তার বর্তমান ক্যাম্পের নাম: ইপ্পো প্যারাগ ডিসটিক লঙ্কাব ক্যাম্প। কোন মালেসিয়া লোকের মাধ্যমে একটা টিকেট এর ব্যবস্থা করে দিলে সেই জেল থেকে মুক্তি পাবে। আর যদি কেউ বাংলাদেশ থেকে একটা টিকেট কিনে দিয়ে এ্র্যামবাচ্ছিতে জমা দে, টিকেট টা তার বরাবর পৌছে যাবে তখন ও জেল থেকে মুক্তি পাবে।
এগিয়ে আসুন একটা ছেলের জীবন বাচাঁতে।https://www.facebook.com/FaisalAminUC?mibextid=ZbWKwL