Mofi art creation

Mofi art creation “মানুষের জন্যই মানুষ”

07/09/2024

মুরুব্বী মুরুব্বী মুরুব্বী হুহু হুহু হুহু এই সব না ! আগে নিজের চরিত্র (মুখোশ) বদলান !!!

“বাচ্চাদের আনন্দের জন্যে নিজে বাচ্চা হয়ে যায় বাবা।”গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রিয় “বাবা”
01/08/2024

“বাচ্চাদের আনন্দের জন্যে নিজে বাচ্চা হয়ে যায় বাবা।”
গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রিয় “বাবা”

02/07/2024

“বিদ্রোহী মানে কাউকে না মানা নয়, যা বুঝিনা তা মাথা উঁচু করে বুঝি না বলা” ------কাজী নজরুল ইসলাম।

01/07/2024

কত বছর বয়সে জেনেছেন যে "School" এর মানে "Study Center House Of Organized Learning" ?

লাভ ইউ “সুমন স্যার”
13/06/2024

লাভ ইউ “সুমন স্যার”

২১৫ বছর আগে বর্তমান ভারতের কেরালা রাজ্যের রাজা ছিলেন ত্রিভাঙ্কুর। তার আমলে পুরুষরা গোঁফ রাখতে চাইলেও কর দিতে হত আর নারীদ...
02/06/2024

২১৫ বছর আগে বর্তমান ভারতের কেরালা রাজ্যের রাজা ছিলেন ত্রিভাঙ্কুর। তার আমলে পুরুষরা গোঁফ রাখতে চাইলেও কর দিতে হত আর নারীদের দিতে হত স্তনের জন্য কর। স্থানীয় ভাষায় যাকে বলা হত 'মূলাক্করম'।
এই বিষয়ে তৎকালীন আইনটি এরকম ছিল,ব্রাহ্মণ ব্যতীত হিন্দু ধর্মের অন্য কোন নারী তার স্তন আবৃত রাখতে পারবে না। নারীদের স্তন রাখতে হবে অনাবৃত, উন্মুক্ত। আবৃত করতে হলে বা স্তন ঢেকে রাখতে চাইলে দিতে হবে স্তন শুল্ক। আবার এই শুল্কের পরিমাণ নির্ভর করবে স্তনের আকারের উপর। যার স্তন যত বড় তার শুল্ক তত বেশী। এই স্তন শুল্কের মোটা অংশ চলে যেত পদ্মনাভ মন্দিরে। গিনেস বুকের তথ্য অনুযায়ী,এটি পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির।
সেই সময়ে ৩৫ বছর বয়সী কৃষ্ণ বর্ণের অতীব সুন্দরী একজন নারীকে প্রায়ই কাজের জন্য বাইরে যেতে হত। তবে তিনি সবসময় তার স্তন ঢেকে রাখতেন। হঠাৎ একদিন তিনি শুল্ক সংগ্রাহকের নজরে পড়লেন। শুল্ক সংগ্রাহকরা তার কাছে স্তন শুল্ক দাবী করল। তিনি এই কর দিতে অস্বীকৃতি জানিয়ে বললেন, ' আমার স্তনকে আমি আবৃত রাখব নাকি অনাবৃত রাখব তা ঠিক করার তুমি কে ? আমি শুল্ক দেব না।'
প্রতিদিন শুল্ক সংগ্রাহকরা তার বাড়িতে এসে তাকে শুল্ক দেওয়ার জন্য চাপ দিতে লাগল। দিনে দিনে বাড়তে লাগল করের বোঝাও।
অবশেষে একদিন কর দিতে রাজী হলেন তিনি। শুল্ক সংগ্রাহকদের বাইরে অপেক্ষা করতে বলে দরজা বন্ধ করে ঘরের ভিতরে চলে যান আর ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলেন তার স্তন দু'টি। তারপর নিজের স্তনদ্বয়কে কলাপাতার আবরণে মুড়িয়ে শুল্ক সংগ্রাহকের হাতে শুল্ক স্বরূপ তুলে দেন। সাথের বলেন, 'যে জিনিসের জন্য আমাকে অতিরিক্ত শুল্ক গুনতে হয় সেই জিনিসই আমি রাখব না।'
এই ঘটনায় বিস্ময়ে হতবাক হয়ে যায় শুল্ক সংগ্রাহকসহ পাড়া প্রতিবেশী সবাই।
এরপর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে পুরো ভারতে ছড়িয়ে পড়ে এই ঘটনা। এর কয়েকদিন পর রাজা ত্রিভাঙ্গুর স্তন শুল্কসহ সকল প্রকার অবৈধ শুল্ক বাতিল করতে বাধ্য হন। নিজের অজান্তেই সেই নারী ১৮৫৯ সালে ভারতে সংগঠিত কাপড় দাঙ্গার বীজ বপন করে যান। এই আত্মপ্রেমী নারীর নাম নাঙেলি।
আত্মত্যাগের বিনিময়ে পুরো কেরালার নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন বীরাঙ্গনা নাঙেলি। তিনিও পারতেন বাকী সব নারীদের মত স্তন শুল্ক মেনে নিতে। শুল্ক দেওয়ার মত সক্ষমতাও তার ছিল। কিন্তু পৃথিবীতে কেউ কেউ বুকে আগুন নিয়ে জন্মায়। কোন অন্যায় তাদের সামনে আসলেও তা তাদের বুকে স্থান পায় না,বুকের আগুনে ভস্মিভূত হয়ে যায় সব অন্যায়গুলো। তাই তো নিজের সুখ-শান্তি,চাওয়া-পাওয়া সর্বস্ব উজাড় করে দিয়ে নারীদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছিলেন নাঙেলি।
এই কাহিনী এখানেই শেষ নয়। নাঙ্গেলির শরীর তখনও চিতায় দাউদাউ করে জ্বলছে ; হঠাৎ একটা লোক দৌড়ে এসে সেই চিতার উপর ঝাঁপিয়ে পড়েন। লোকটা নাঙ্গেলির স্বামী। ভারতের ইতিহাসে স্ত্রীর সঙ্গে সহমরণে যাওয়া কোন পুরুষের এটাই প্রথম এবং শেষ ঘটনা।
-------------------কপি।

2019 করোনাকালীন সময়ে আমি
29/05/2024

2019 করোনাকালীন সময়ে আমি

Respect and congratulations to respected and beloved Reza Sir for being appointed as PP in District and Sessions Judge C...
07/05/2024

Respect and congratulations to respected and beloved Reza Sir for being appointed as PP in District and Sessions Judge Court.

LL.B Final DonePosted on May 7, 2024
07/05/2024

LL.B Final Done
Posted on May 7, 2024

25/04/2024

অপরাধ করেছেন?
কোন সমস্যা নেই। গঙ্গায় ডুব দিন বা হজে যান - সব মাফ !
অপরাধ করুন আর মুছুন !
----------কপি।

“আমার মমতাময়ী মা’র জন্য দোয়া প্রত্যাশী”
04/04/2024

“আমার মমতাময়ী মা’র জন্য দোয়া প্রত্যাশী”

14/03/2024

Address

South Mithachari, Ramu, Rox's Bazar
Cox's Bazar
4730

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mofi art creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share