03/07/2025
নিজেকে এমন এক সততা ও ন্যায়ের পথে রাখুন, যাতে আপনি নিজেই উপলব্ধি করতে পারেন—যদি প্রত্যেকেই আপনার মতো হতো, তাহলে আপনার আশপাশে, সমাজ, পাড়া-মহল্লা থেকে অনৈতিকতা, অমানবিকতা অনেকটাই কমে যেত।
একবার নিজেকে প্রশ্ন করুন—আপনার চলার পথ কতটা সঠিক? আপনার মাধ্যমে কেউ উপকৃত হওয়ার বদলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নাতো?
পরিবর্তন শুরু হোক নিজের ভেতর থেকে। নিজেকে বদলান, নিজেকে দিয়েই উদাহরণ গড়ুন।
কারণ দিন শেষে একজন সুন্দর হৃদয়ের মানুষ হওয়াই সবচেয়ে বড় পরিচয়। ❤️