30/05/2025
বৈরী আবহাওয়ায় প্লাবিত মহেশখালী, যোগাযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুৎহীন পুরো উপজেলা
বৈরী আবহাওয়ায় সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি ও টানা অতিবৃষ্টিতে মহেশখালীর নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে অনেক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। ইতোমধ্যে বেশ কিছু রাস্তা ধসে পড়েছে, ভেঙে গেছে অনেক স্থানে। ফলে মহেশখালী-কক্সবাজারের নৌপথে যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়েছে।
বন্যা ও দুর্যোগের কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কিছু এলাকায় কোমরসমান পানি জমে থাকায় ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা।
এদিকে, ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটির কারণে পুরো মহেশখালী বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় চিকিৎসা সেবা, খাবার সংরক্ষণ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জরুরি সেবা ব্যাহত হচ্ছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জরুরি ত্রাণ সহায়তা এবং উদ্ধার কার্যক্রম শুরু করার কথা জানানো হলেও দুর্যোগের ভয়াবহতা মোকাবেলায় তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।