Nur Creation

Nur Creation Princess of my father�

01/04/2025

মানসিক যন্ত্রণা যখন সীমা ছাড়িয়ে যায় তখন নীরবতা ভয়ংকর রূপ নেয়

মেহেদী ❤️
01/04/2025

মেহেদী ❤️

30/03/2025

Eid mubarak 🥰🥰

29/03/2025

অভিমান সেখানেই সুন্দর...
যেখানে প্রিয় মানুষটা অভিমানের মূল্য দেয়।
অভিমান আদুরে একটা শব্দ, যেখানে লুকিয়ে থাকে যত্নের খামতি আর আরও বেশি ভালোবাসা পাওয়ার বাহানা। মানুষ সবার ওপর রাগ করতে পারে, তবে সবার ওপর অভিমান করতে পারে না। অভিমান হয় একান্তই নিজের মানুষের ওপর— যার ওপর অধিকার আছে। অধিকারবোধ থেকেই অভিমানের জন্ম হয়। মানুষ তার সবচেয়ে কাছের কিংবা খুব শখের মানুষটার সাথেই সবচেয়ে বেশি অভিমান করে। অভিমান ঠিকঠাক বুঝতে হয়, যত্ন নিতে হয়, গুরুত্ব দিয়ে আগলে রাখতে হয়। সেখানেই সম্পর্কটা সুন্দর, অভিমান সুন্দর— একে অপরের সাথে সুখী।✨❤️‍🩹

বিশ্বাস করুন টাকা ছাড়া জীবন ভয়ংকর রকমের অসুন্দর। টাকা ছাড়া ভালোবাসা দেখানো যায় না, আন্তরিকতা প্রকাশ করা যায় না, সম্...
27/03/2025

বিশ্বাস করুন টাকা ছাড়া জীবন ভয়ংকর রকমের অসুন্দর। টাকা ছাড়া ভালোবাসা দেখানো যায় না, আন্তরিকতা প্রকাশ করা যায় না, সম্পর্কগুলোকে টিকিয়ে রাখা যায় না, কারো আপন হওয়া যায় না।
টাকা ছাড়া পৃথিবীতে আধোতে কিচ্ছুটি হয় না।
জীবনের সবচেয়ে বড় অভাব হলো টাকার অভাব,
টাকা না থাকলে পৃথিবীতে কেউই কারো না। ❤

Simple Mehedi ❤️❤️❤️
27/03/2025

Simple Mehedi ❤️❤️❤️

26/03/2025

মনে রাখা ভালো এটা ক্ষণিকের জীবন😌

26/03/2025

হৃদয়ের সবকিছু শব্দে প্রকাশ করা যায় না। তাই সৃষ্টিকর্তা দীর্ঘশ্বাস, অশ্রু, লম্বা ঘুম, শীতল হাসি ও কম্পিত হাত সৃষ্টি করেছেন।

মনে এতো আশা, স্বপ্ন দিলেন খোদা কিন্তু সেই আশা স্বপ্ন পূরণের সার্মথ্যটা কেনো দিলেন না খোদা💔😭😭
21/03/2025

মনে এতো আশা, স্বপ্ন দিলেন খোদা কিন্তু সেই আশা স্বপ্ন পূরণের সার্মথ্যটা কেনো দিলেন না খোদা💔😭😭

21/03/2025

মসজিদুল হারামের ইমাম শাইখ আব্দুর রহমান রমজানের শেষ দশ দিনের জন্য এক চমৎকার আমলের ফর্মুলা দিয়েছেন:

প্রতিদিন এক টাকা দান করুন। যদি দিনটি লাইলাতুল কদরের মধ্যে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সওয়াব পাবেন।

প্রতিদিন দুই রাকাআত নফল সালাত আদায় করুন। যদি দিনটি লাইলাতুল কদরের মধ্যে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকাআত নফল সালাত আদায় করার সওয়াব পাবেন।

প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন। যদি দিনটি লাইলাতুল কদরের মধ্যে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম কুরআন পাঠের সওয়াব পাবেন।

তিনি আরও বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন। যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সওয়াব পাবেন ইন'শা'আল্লাহ। কারণ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "যে ভালো কাজের পথপ্রদর্শন করে, সে আমলকারীর সমপরিমাণ সওয়াব পাবে, তবে আমলকারীর সওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ সবাইকে বেশি বেশি আমল করার তাওফিক দান করুন। আমিন।

20/03/2025

Life is better without feelings🥲

19/03/2025

শূন্য হাত!! শূন্য মন💔

Address

Cox's Bazar
4741

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share